নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
অপ্সরা, বরুণা বা শায়মা হক এ ব্লগের সবচাইতে জনপ্রিয় ব্লগারদের একজন। অত্যন্ত মিশুক ও হাসিখুশি স্বভাবের এ ব্লগার সবাইকে খুব সহজেই আপন করে নিতে পারেন। ব্লগে, আমার জানা ও দেখা মতে এমন কোনো বিষয় নেই যা নিয়ে তিনি লেখেন নি। হাতের সুনিপুণ ও সূক্ষ্ম কারুকার্য থেকে শুরু করে ছবি বা স্কেচ আঁকা, রান্নাবান্না, ইন্টেরিয়র ডিজাইন ও সাজসজ্জাসহ সবকিছুতেই তাঁর সমান দক্ষতার ছাপ/প্রকাশ পাওয়া যায়। অনেক আগেই তাঁর আবৃত্তি ও গানের অডিও শোনার সুযোগ আমার হয়েছিল। সম্প্রতি তাঁর বেশকিছু নতুন করে গানও পেয়ে গেলাম। গানগুলো আমার কাছে ভালো লেগেছে এবং সেই ভালো লাগা থেকেই ওগুলোকে ভিডিও আকারে এখানে শেয়ার করলাম। ভিডিওর মান নিয়ে আমার কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, তবে তাঁর গান অবশ্যই আপনাদের ভালো লাগবে বলে আমি বিশ্বাস করছি।
১
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
২
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
৩
তোমায় গান শোনাব
৪
আমার নিশীথ রাতের বাদলধারা
৫
আমার পরাণ যাহা চায়
৬
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান
৭
আকাশ ভরা সূর্য তারা
৮
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা
৯
ওরে ভাই ফাগুন লেগেছে বনে
১০
তোমার খোলা হাওয়া
সবগুলো একত্রে পেতে এই লিংকে ক্লিক করুন
আগের ২টি পোস্ট
আমার ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন /// অনন্যসাধারণা রেজওয়ানা চৌধুরী বন্যা ও অদিতি মহসিনের রবীন্দ্র সঙ্গীত
সে কোন বনের হরিণ ছিল আমার মনে /// একগুচ্ছ রবীন্দ্রসঙ্গীত
উৎসর্গঃ ভানুসিংহ ও তার তাবত প্রেমিকারা
২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ স্বপ্নের শঙ্খচিল।
২| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৪৫
রাকু হাসান বলেছেন:
শায়মা আপু বহুমুখী প্রতিভার কথা জানলেই গান এত ভালো পারে জানা ছিল না । অনেক সুন্দর গলা । পুরোদুস্তর একজন শিল্পীর মত লাগছে । ঠিক বলেছেন সবাই কে আপন করে নেওয়ার দারুণ ক্ষমতা আপুর । িএমন মিশুক মানুষ খুব কম ব্লগে ।অল্প ক’দিনে তাই মনে হলো । অনেক ধন্যবাদ সোনাবীজ ভাইয়া । অভিনন্দন ও দোয়া রইল শায়মা আপু । বারবার মুগ্ধ করলে ,এখনও হলাম ।
২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'কলাবরিষ্ঠা' কথাটা তার জন্য একটা সার্থক উপাধি। তাঁর গান ও কবিতার অডিও আগেও শুনেছি, তবে এত নিখুঁতভাবে গাওয়া গান শুনলাম মাত্র কিছুদিন আগে। আমি মুগ্ধ।
ধন্যবাদ রাকু হাসান সুন্দর মন্তব্যের জন্য।
৩| ২৩ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:০৬
ডঃ এম এ আলী বলেছেন: ব্লগের এই গুণী আপুমনিকে নতুন করে জানলাম ।
বহুগুণের অধিকারীর জন্য রইল প্রাণডালা অভিনন্দন ।
কুসুমের মত বিস্তৃতি ঘটুক তাঁর জীবনে ।
এই গুণী আপুর নতুন পরিচিতি আমাদের কাছে হৃদয়গ্রাহী
করে তুলে ধরার পিছনের সকল কলাকুশলীদের জন্যও
রইল সাধুবাদ ও কৃতজ্ঞতা ।
২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার সাথে আমিও সকল কলাকুশলীদের ধন্যবাদ জানাচ্ছি, যারা রবীন্দ্রনাথ শায়মার গানগুলোকে যন্ত্রস্থ করতে সাহায্য করেছেন। আগামীতে তাঁর আরো কিছু চমক হয়ত আমরা দেখবো, সেই আশায় বুক বেঁধে আছি।
ধন্যবাদ ডঃ এম এ আলী ভাই।
৪| ২৩ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:১৭
চাঁদগাজী বলেছেন:
আমি মুগ্ধ
২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি মুগ্ধ হওয়ায় জগতের তামাম মানুষ মুগ্ধ। আমিও মুগ্ধ।
৫| ২৩ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:৪৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: চাঁদগাজী বলেছেন:
আমি মুগ্ধ
ওনার সাথে আমার তেমন একটা সখ্যতা নেই তবে কাকু মুগ্ধ তাই আমিও মুগ্ধ। কেননা কাকুর মুগ্ধতা অর্জন চাট্টিখানি কথা নয়।
২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমিও আপনার সাথে সংহতি প্রকাশ করলাম
৬| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:২১
পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় মান্যবরেষু,
আপুর বহুমুখী প্রতিভার পরিচয় পেয়ে মুগ্ধ হলাম । মনে হলো উনি পেশাদারী শিল্পীর মতোই গানগুলো গেয়েছেন । আমরা গর্বিত এমন একজন মানুষকে ব্লগে পেয়ে । আপনার চোখের অবস্থা এখন কেমন আছে ? যাই হোক দুজনকে অশেষ ধন্যবাদ ।
পোস্টে মুগ্ধতা রেখে গেলাম ++++
বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা আপনাকে ।
২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শায়মা হক সর্বগুণে গুণান্বিতা একজন ব্লগার। তাঁর বহুমুখী প্রতিভায় মুগ্ধ না হয়ে পারা যায় না। তাঁর জীবনের সার্বিক সাফল্য কামনা করছি।
আমার চোখের উপর নিজে থেকেই প্রেশার কম দিচ্ছি, ফলে আগের মতো অতটা অস্বস্তি বোধ করি না।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় পদাতিকি চৌধুরী ভাই। ভালো থাকবেন।
৭| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আপনাদের দু'জনকে।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দুজনকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানানোর দরকার নাই, একজনকে জানাইলেই হইবেক আমি বরং আপনাকেই ধন্যবাদ জানাচ্ছি গান শোনার জন্য।
৮| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলে যে জানে অনেক কিছু জানে।
শায়মা আপুর গুণের শেষ নেই।
শেয়ারে আপনাকে ধন্যবাদ।
২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, ভালো বলেছেন- যে জানে সে অনেক কিছুই জানে। শায়মা আপু একজন সার্থক 'কলাবরিষ্ঠা।'
আপনাকেও ধন্যবাদ।
৯| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩০
মোস্তফা সোহেল বলেছেন: সময় করে শুনব।
২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সময় পেলে শুনে দেখবেন। ধন্যবাদ।
১০| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৬
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
আসলে শায়মা'র এক অসাধারণ নারী।
একের ভিতর অনেক।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
শুভকামনা রইল।
২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আসলে শায়মা'র এক অসাধারণ নারী।
একের ভিতর অনেক। - একমত না পোষণ করে পারলাম না।
আমি ভালো আছি ভাই। দোয়া করবেন।
১১| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৪
বাকপ্রবাস বলেছেন: কি করি আজ ভেবে না পাই বলেছেন: চাঁদগাজী বলেছেন:
আমি মুগ্ধ
ওনার সাথে আমার তেমন একটা সখ্যতা নেই তবে কাকু মুগ্ধ তাই আমিও মুগ্ধ। কেননা কাকুর মুগ্ধতা অর্জন চাট্টিখানি কথা নয়।
২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লেখক বলেছেন: আমিও আপনার সাথে সংহতি প্রকাশ করলাম
১২| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৬
শায়মা বলেছেন: হায় হায় ভাইয়া!!!!!!!!!!!!
গানের ভিডিওগুলি না দেখেই আমি মুগ্ধ!!!!!!!!!!!!!!
লাভ ইউ ভাইয়ামনি!!!!!!!!!!!
২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বলেন কী, ভিডিও না দেখেই মুগ্ধ?
১৩| ২৪ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:৩৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অসাধারণ! এটা যে আমার আপুণির গান।
২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমাদের আপুনির গান 'অসাধারণ' না হইয়া কি পারে? ধন্যবাদ সাজ্জাদ ভাই গান শোনার জন্য।
১৪| ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৫
কিরমানী লিটন বলেছেন: কি করি আজ ভেবে না পাই বলেছেন: চাঁদগাজী বলেছেন:
আমি মুগ্ধ
ওনার সাথে আমার তেমন একটা সখ্যতা নেই তবে কাকু মুগ্ধ তাই আমিও মুগ্ধ। কেননা কাকুর মুগ্ধতা অর্জন চাট্টিখানি কথা নয়।
আমিও মুগ্ধ
২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লেখক 'কি করি আজ ভেবে না পাই' সাহেবকে বলেছেন: আমিও আপনার সাথে সংহতি প্রকাশ করলাম
১৫| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৫
খায়রুল আহসান বলেছেন: অনেক গুণে গুণান্বিতা একজন ব্লগার। শিল্পের অনেক শাখায় তার বিচরণ।
২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কোন শাখায় তাঁর বিচরণ নাই এটা এখন খুঁজে দেখতে হবে
ধন্যবাদ স্যার সুন্দর কমেন্টের জন্য।
১৬| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: আমার পরাণ যাহা চাই আমার সবচেয়ে প্রিয়। বাকী গুলোও দারুন। রবীন্দ্র সংগীত আমার খুব পছন্দের ।
২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই, এই গানটা আপনার কেমন লাগে?
১৭| ২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২১
আখেনাটেন বলেছেন: খায়রুল আহসান বলেছেন: অনেক গুণে গুণান্বিতা একজন ব্লগার। শিল্পের অনেক শাখায় তার বিচরণ। -- রিপিট করলাম।
অাপনিও কম না। গুণীজনেরা সাথে থাকুক নিরন্তর।
২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি, আমাকেও অনেক দূর যেতে হয় বই কি
১৮| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩০
আখেনাটেন বলেছেন: লেখক বলেছেন: জি, আমাকেও অনেক দূর যেতে হয় বই কি -- কথাটা ঠিক বুঝলুম না ভাইজান।
২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অাপনিও কম না। - আমি পড়েছিলাম অাপনিও "কম যান না।" আমি বলতে চেয়েছিলাম, 'জি, আমাকেও অনেক হাঁটতে হয়'। ডেইলি এ ঘণ্টা করে সিরিয়াস কিছু না, ফান
১৯| ৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৭
পল্লব কুমার বলেছেন: গানগুলো অনেক সুন্দর ভাইয়া
২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ পল্লব কুমার।
২০| ৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৩
সেলিম আনোয়ার বলেছেন: ভালো । কিন্তু আগের গানগুলির মতো ভালো লাগেনি।
তন দোলে মেরা মন দোলে......পরের গান অমন হচ্ছে না। আগের গুলোতে হচ্ছে!!!
২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানটা গেয়েছেন সুচিত্রা মিত্র। আশা করি তাঁর গান আরো শুনে থাকবেন। ধন্যবাদ কবি।
২১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৫৮
মা.হাসান বলেছেন: লিংক গুলো এখন আর কাজ করছে না, দেখাচ্ছে - দিস ভিডিও ইজ আনঅ্যাভেইলেবল।
যা হোক ওনার আরেকটা পোস্টে ওনার দেয়া লিংক থেকে একটা গান শুনেছি। আরো বেশি শোনার আশায় এসেছিলাম, আপাতত হলো না। আশা করি ভবিষ্যতে হবে।
২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমেন্ট পেয়ে এসে দেখলাম ভিডিওগুলো নতুন করে আর অ্যাড করা হয় নাই। এগুলো ডিলিট করা হয়েছিল। আজ আবার অ্যাড করে দিলাম।
ধন্যবাদ কমেন্টের জন্য হাসান ভাই। শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৫০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: খুব ভালো খুব ভালো খুব ভালো