নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দিব না ভুলিতে /// নির্বাচিত নজরুল সঙ্গীত

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৬

প্রায় সাড়ে ছয় বছর আগে আমার নজরুলগীতি সংগ্রহ পোস্ট করা হয়েছিল, যেখানে শুধু মিডিয়া ফায়ার থেকে অডিও ফরম্যাটের লিংক দেয়া ছিল। অডিও'র যুগ এখন প্রায় শেষ। ইউটিউব জনপ্রিয় হওয়াতে টিভি মিডিয়াও গুরুত্ব হারাচ্ছে।

আজ ভিডিওর লিংক দিলাম আমার ভালো লাগা কিছু নজরুল সঙ্গীতের। এগুলো অবশ্য অধিকাংশ শ্রোতারই পছন্দের গান। আমি রাগপ্রধান গানের ভক্ত হওয়ায় এই তালিকায় রাগপ্রধান গানের আধিক্য থাকা সম্ভব। একটা গান একাধিক শিল্পীর কণ্ঠে গাওয়া হয়েছে। একেক জনের কাছে একেক শিল্পীর গান ভালো লাগতে পারে, আবার সব শিল্পীর গানই কারো কারো কাছে ভালো লাগতে পারে; সেটা ভেবেই একই গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে দেয়া হয়েছে।

আমার বানানো ভিডিওগুলোর ভিডিও কোয়ালিটির দিকে নজর না দেয়ার অনুরোধ করছি। ভিডিওর সাথে গানের মিল খুব কম পাওয়া যাবে, এমনকি আদৌ পাওয়া যাবে না; একঘেয়েমি এড়ানোর জন্য এটা করা হয়েছে।

অনেক চটুল ও কমন গান এখানে হয়ত পাবেন না।

যে-কোনো লিংকে ক্লিক করলে সরাসরি ইউটিউবে চলে যাবেন। ইউটিউবের লিংক এখানে দেয়া হলে তা লোড হতে সময় লাগে বলে এবার এভাবে দেয়া হলে।

আপনাদের ভালো লাগলে আপনারা খুশি, আমি খুশি এবং আমার শ্রম সার্থক :)


তুমি শুনিতে চেয়ো না আমার মনের কথা - মাধুরী চট্টোপাধ্যায়


এত জল ও কাজল চোখে পাষাণী আনলো বলো কে (ভার্সন-১) - মানবেন্দ্র মুখোপাধ্যায়


এত জল ও কাজল চোখে পাষাণী (ভার্সন-২) - মানবেন্দ্র


এত জল ও কাজল চোখে পাষাণী আনলো বলো কে - আঙ্গুরবালা দেবী


পরজনমে যদি আসি এ ধরায় (ভার্সন-১) - মানবেন্দ্র

পরজনমে যদি আসি এ ধরায় (ভার্সন-২) - মানবেন্দ্র


পরজনমে যদি আসি এ ধরায় (ভার্সন-১) - এ হান্নান


পরজনমে যদি আসি এ ধরায় (ভার্সন-২) - এ হান্নান


পরজনমে যদি আসি এ ধরায় - অ্যানোনিমাস


তোমারি আঁখির মতো আকাশের দুটি তারা - অনুপ ঘোষাল

১০
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় (ভার্সন-১) – সতীনাথ মুখোপাধ্যায়

১১
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় (ভার্সন-২) - সতীনাথ

১২
শাওন রাতে যদি স্মরণে আসে মোরে (ভার্সন-১) - মান্না দে

১৩
শাওন রাতে যদি (ভার্সন-২) - মান্না দে

১৪
অঞ্জলি লহো মোর (ভার্সন-১) - অনুরাধা পাড়োয়াল

১৫
অঞ্জলি লহো মোর সঙ্গীতে (ভার্সন-২) - অনুরাধা

১৬
অঞ্জলি লহো মোর - সন্ধ্যা মুখোপাধ্যায়

১৭
মোর ঘুমঘোরে এলে মনোহর - ফিরোজা বেগম

১৮
মোর ঘুমঘোরে এলে মনোহর (ভার্সন-১) - অনুরাধা

১৯
মোর ঘুমঘোরে এলে মনোহর (ভার্সন-২) - অনুরাধা

২০
হারানো হিয়ার নিকুঞ্জপথে (ভার্সন-১) - অনুরাধা

২১
হারানো হিয়ার নিকুঞ্জ পথে (ভার্সন-২) - অনুরাধা

২২
চমকি চমকি ধীর ভীরু পায় - ফিরোজা বেগম

২৩
চমকি চমকি ধীর ভীরু পায় (ভার্সন-১) - অনুরাধা

২৪
চমকি চমকি ধীর ভীরু পায় (ভার্সন-২) - অনুরাধা

২৫
প্রিয় যাই যাই বলো না - অনুরাধা

২৬
এই রাঙামাটির পথে লো - অনুরাধা

২৭
হলুদ গাঁদার ফুল - অনুরাধা

২৮
মোমের পুতুল মমির দেশের মেয়ে - অনুরাধা

২৯
চূড়ির তালে নুড়ির মালা

৩০
প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই - অনুরাধা

৩১
ভুলিতে পারি নে তাই আসিয়াছি পথ ভুলে - রুনা লায়লা

৩২
আমি চিরতরে দূরে চলে যাব - ফিরোজা বেগম

৩৩
আমি চিরতরে দূরে চলে যাব - অনুপ ঘোষাল

৩৪
আমি চিরতরে দূরে চলে যাব - অজয়

৩৫
সে চলে গেছে বলে কী গো - ফেরদৌস আরা

৩৬
সে চলে গেছে বলে কী গো - পায়েল কর

৩৭
সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে - অজয়

৩৮
পরদেশী মেঘ যাও রে ফিরে - অজয়

৩৯
যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই - অজয়

৪০
যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই - মানবেন্দ্র

৪১
আমার নয়নে নয়ন রাখি - ফাতেমা তুজ জোহরা

৪২
আমার নয়নে নয়ন রাখি - হৈমন্তী শুক্লা

৪৩
আমার নয়নে নয়ন রাখি - মানবেন্দ্র

৪৪
আমার নয়নে নয়ন রাখি - শবনম মুশতারী

৪৫
আমার নয়নে নয়ন রাখি - ওস্তাদ রাফাকাত আলী খান ও সাঈদা তানি

৪৬
আমার নয়নে নয়ন রাখি (ভার্সন-১) -সাবিহা মাহবুব

৪৭
আমার নয়নে নয়ন রাখি (ভার্সন-২) - সাবিহা মাহবুব

৪৮
আমার নয়নে নয়ন রাখি - ইন্দ্রাণী সেন

৪৯
আমার নয়নে নয়ন রাখি - ফেরদৌস আরা

৫০
খোলো গো আঁখি - অজয়

৫১
মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধাবেলা – ইন্দ্রাণী সেন

৫২
মনে পড়ে আজ সে কোন জনমে - নীলুফার ইয়াসমিন

৫৩
মনে পড়ে আজ সে কোন জনমে - শবনম মুশতারী

৫৪
মনে পড়ে আজ সে কোন জনমে - পায়েল কর

৫৫
আমার কোন কূলে আজ ভিড়লো তরী - আরতি মুখোপাধ্যায়

৫৬
আমার কোন কূলে আজ ভিড়লো তরী - পায়েল কর

৫৭
আমার কোন কূলে আজ ভিড়লো তরী - মানবেন্দ্র

৫৮
আমার কোন কূলে আজ ভিড়লো তরী - ধীরেন্দ্রনাথ দাস

৫৯
আমার কোন কূলে আজ ভিড়লো তরী - সাবিহা মাহবুব

৬০
আমার কোন কূলে আজ ভিড়লো তরী - প্রিয়াঙ্কা গোপ

৬১
বসিয়া বিজনে একা মনে - পায়েল কর

৬২
সবার কথা কইলে এবার নিজের কথা কহো কবি - তানিয়া নাহিদ

৬৩
উচাটন মন ঘরে রয় না (ভার্সন-১) - অজয় চক্রবর্তী

৬৪
উচাটন মন ঘরে রয় না (ভার্সন-২) - অজয় চক্রবর্তী

৬৫
উচাটন মন ঘরে রয় না - মোহাম্মদ রাফি

৬৬
উচাটন মন ঘরে রয় না - কৌশিক হোসেন তাপস ফিচারিং প্রিয় (গানবাংলা)

৬৭
উচাটন মন ঘরে রয় না - ইন্দ্রাণী সেন

৬৮
উচাটন মন ঘরে রয় না - শ্রীচেতা ও মিশন

৬৯
উচাটন মন ঘরে রয় না - পারভীন সুলতানা

৭০
সাতভাই চম্পা জাগো রে - মানবেন্দ্র

৭১
আলগা করো গো খোঁপার বাঁধন - পুলক

৭২
মোর প্রিয়া হবে এসো রানি - শ্রীকান্ত আচার্য্য

৭৩
আমার আপনার চেয়ে আপন যে-জন - কৌশিকী চক্রবর্তী

৭৪
শুকনো পাতার নূপুর পায়ে - সুশ্মিতা আনিস

৭৫
শুকনো পাতার নূপুর পায়ে - অনুরাধা


মন্তব্য ৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫০

চাঁদগাজী বলেছেন:


ভালো হলো, অনেকদিন পর, আংগুর বালার গাওয়া গান শুনলাম

২| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১:১৮

মাহমুদুর রহমান বলেছেন: শুকনো পাতার নুপুর পায়ে,আমার প্রিয় একটি গান।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১:২৫

মনিরা সুলতানা বলেছেন: দারুণ সংগ্রহ ভাইয়া !
তবে কিছু কিছু গান আমি অন্য শিল্পীদের কণ্ঠে শুনে বেশি মজা পাই।

৪| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৫৫

ফেইরি টেলার বলেছেন: চমৎকার সংকলন । একটি তথ্য না দিলে নয় , বহুল জনপ্রিয় " শুকনো পাতার নুপুর পায়ে " গানটি কিন্তু ১৮ শতকের একটি অটোম্যান ( টুরকিশ ) গান থেকে অনুপ্রাণিত । গানটি নিচের ভিডিওতে শুনতে পাবেন (একটু স্লো বুঝেনই তো আদি কালের গান )


৫| ০৮ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৩৯

বনসাই বলেছেন: বেশ শ্রম দিতে হয়েছে; খুব পছন্দ হলো।

বহু দিন গান শোনা হয় না আমার। এটা মনে পড়লো।

৬| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৯

রাজীব নুর বলেছেন: গানের প্রতি আপনার সীমাহীন ভালোভাসা- আমাকে মুগ্ধ করে!

৭| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৯

রাজীব নুর বলেছেন: গানের প্রতি আপনার সীমাহীন ভালোভাসা- আমাকে মুগ্ধ করে!

৮| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৮

জাহিদ অনিক বলেছেন:

৮০% গান আমার প্লে লিস্ট থেকে চুরি করেছেন ভাইয়া। ;)
অবশ্য শায়মা আপু এসে বলবে যে তার মা'এর ডায়েরি থেকে নিয়েছেন :-B

সুপ্রভাত

৯| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১০

সাইন বোর্ড বলেছেন: এখনো নজরুল সংগীত শুনলে অামি কোথায় যেন হারিয়ে যাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.