নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নের শহর মাটির দেহ

০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১০

স্বপ্নের শহর

এই শহরের পথে পথে হাঁটি
মানুষগুলোরে চিনি
এই শহরের প্রাণের ভেতরে
ডুবে যাই প্রতিদিনই
গায়ে মাখি সব ধুলি বালুকণা
শহরের আলো ছায়া
মানুষের থেকে দু হাত বাড়িয়ে
বুক ভরে নেই মায়া


এই শহরের পাখিদের চোখে
স্বপ্নরা খেলা করে
এই শহরের রাত্রির গায়ে
অশ্রুরা ঝরে পড়ে
এই শহরের জোছনার নদী
বেদনা ও সুখে ভরা
এই শহরের স্বপ্নপাখিরা
দেয় কি কখনো ধরা?

৭ ডিসেম্বর ২০১৮

ইউটিউব লিংকঃ আমি এই শহরের পথে পথে হাঁটি


মাটির দেহ

মাটির দেহ মাটি হইব
মাটিই হইব বিছানা
সময় কালে মনা তুমি
মাটির দিকে চাইলা না

মাটি তোমায় আহার দিল
মাটি দিল বৃক্ষফল
মাটির কাছে কত দেনা
তার তো খবর নিলা না

আয় রে মনা আদম সোনা
মাটির কথা শুনতে আয়
সময় থাকতে চিনে নে তুই
কোথায় তোর মোকামখানা

৬ এপ্রিল ২০০৯

ইউটিউব লিংকঃ মাটির দেহ

মন্তব্য ২৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১০

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ

০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২১

নীলপরি বলেছেন: ভালো লাগলো । লিংকটা পরে দেখছি ।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নীলপরি।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২১

নীলপরি বলেছেন: ভালো লাগলো । লিংকটা পরে দেখছি ।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক আছে।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৬

নজসু বলেছেন:

পছন্দের গান।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কঠিন পাঠক আপনি। কিছু বাদ রাখেন না দেখি।

অনেক ধন্যবাদ।

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩০

রাবেয়া রাহীম বলেছেন:
এমন একটি মায়াময় শহরের ভেতর রোজ হেটে চলেছি ।
স্বপ্ন সে তো অধরা


সময় থাকতে মোকামের কথা ভাবার সময় নাই কারোরই ।

দুটি কবিতাই খুব ভালো লাগা ।

আপনি এখন কেমন আছেন ?

আপনার সুস্বাস্থ্য কামনা রইল।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দুটি কবিতাই পড়ার জন্য অনেক ধন্যবাদ আপু।

আমার শরীর এখন আল্লাহর রহমতে ভালো। দোয়া করবেন।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই+

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০২

রাজীব নুর বলেছেন: কেমন আছেন আপনি?
এখন শরীর কেমন?

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আল্লাহর রহমতে শরীর ভালো। আপনি কেমন আছেন?

শুভ সকালের উত্তরে শুভ সন্ধ্যা :)

ধন্যবাদ রাজীব ভাই।

৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৫

নজসু বলেছেন:

প্রথম গানটা একটু কবিতা কবিতা লাগলো।
তবুও ভালো লেগেছে।

পরের টা শুনলাম।
এমন গান শুনলে মন খারাপ হয়ে যায়।
মৃত্যুর কথা মনে হয়।
....................................

আপনার পছন্দের গান শেয়ার করেছেন ভেবে শুনতে যাওয়া।
আপনার চ্যানেলে যাওয়া আমার জন্য চমক ছিলো।
দূর্লভ কিছু গান আছে। সাবস্ক্রাইব করলাম।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে বিশেষ ধন্যবাদ আমার চ্যানেল ঘুরে আসার জন্য। আমার চ্যানেলে মূলত কোনো চমক থাকে না; যে গানগুলো শুনে শুনে বড়ো হয়েছি, এখন কদাচিৎ শুনতে পাওয়া যায়, সেগুলো আমাকে খুব নস্টালজিক করে। আমি আমার চ্যানেলে মূলত সেগুলোই অন্তর্ভুক্ত করি। আমার ভালো লাগছে যে, আমি আর আপনি সমমনা, যার ফলে আমার সংগ্রহের গানগুলো আপনার জন্য চমক ছিল। আমিও অন্যদের কাছে এ ধরনের গানের চমক খুঁজে থাকি।

ভালো থাকবেন।

৯| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০১

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লাগলো, ভালো গেয়েছেন। আমাদের ভাইপো ভালো গিটারও বাজিয়েছে ।

অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগলো। আশা করি চোখের সমস্যা অনেকটাই মিটে গেছে ।

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ পদাতিক চৌধুরি ভাই গান শোনার জন্য। হ্যাঁ, চোখ এখন অনেকটাই ভালো। দোয়া করবেন।

১০| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৪

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সুমন কর ভাই।

১১| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৪

সনেট কবি বলেছেন: সুন্দর+

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ফরিদ ভাই।

১২| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৭

মাহমুদুর রহমান বলেছেন: এই শহরে আমার দম বন্ধ হয়ে আসে।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুখ ও যন্ত্রণা - দুটোই এ শহরের উপহার।

১৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৬

নিউজপ্রিন্ট বলেছেন: হিরু আলুম নামের নিকৃিষ্ট আলুম নোংরা অশালীন ভিডিও ইউটিউবে প্রচারকারী আসন্ন সংসদ নির্বাচনে বগুরা ৪ আসন থেকে নির্বাচনে অংশ নেবে, যেই সংসদ নির্বাচণে অংশ নেবেন শেখ মুজিব কন্যা শেখ হাসিনা, যেই সংসদ নির্বাচনে অংশ নেবেন বর্তমান সরকারের তাবত মন্ত্রী পরিষদের মন্ত্রীগণ। কিন্তু হিরু আলুম কে ? কি তার পরিচয় - দেশে তার গ্রামে মেম্বার নির্বাচন করার যোগ্যতা সে রাখে না। চেয়ারম্যান নির্বাচন করতে চাইলে ভর বাজারে বিচার ডেকে হিরু আলুমকে কানে ধরে উঠ বস করানো হবে। সেই ব্যাক্তি নর্দমার কীট নোংরা অশালীন ভিডিওকারী ও ই্উটিউবে নোংরা অশালীন ভিডিও প্রচারকারী কিভাবে বাংলাদেশে সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবে - তার বিরুদ্ধে আপনারা কেউ লিখেন না, আবার আপনারা সবাই ব্লগ লিখেন ! কিসের ব্লগ লিখেন বলতে পারেন ? দেশের প্রতি কি দায়িত্ব নিয়ে লিখেন যে একটা নোংরা নর্দমার কীট অশালীন ভিডিওকারীর বিরুদ্ধে লিখছেন না। আপনাদের কাছে দেশ কি আশা করে? আপনারা ব্লগে বড় বড় কলাম লিখেন এই নর্দমার কীট সম্পর্কে কেনো লিখছেন না । কি লাভ এই বড় বড় কলাম লিখে যদি আপনার-আপনাদের লিখা দেশের সমাজের পরিবেশের উপকারে না আসে।

নিজের বিবেককে প্রশ্ন করুন হিরু আলুম নামক নিকৃষ্ট আলুম নোংরা অশালীন ভিডিও ইউটিউবে প্রচারকারী কিভাবে বাংলাদেশের সর্বোচ্চ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারে? পবিত্র সংসদ ভবন যেখানে দেশের আইন বিচার ব্যাবস্থা সংশোধন সংযোজন পরিমার্জন করা হয় সেখানে হিরু আলুম নামক নিকৃষ্ট আলুমের কাজ কি?

হিরু আলুম বাংলাদেশ ইন্টারনেট সমাজে নোংরা অশালীন ভিডিও প্রকাশ করে সমাজ ধ্বংসের অন্যতম কারণ। সে কিভাবে দেশের সর্বোচ্চ পবিত্র স্থানে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারে ? আপনারা কেউ কিছু বলুন ? কেউতো কিছু লিখুন - এই নোংরা কীট সমাজ ছিড়ে খাবলে খাবে । সমাজ পরিবেশ দেশ রক্ষা করুন। আপনারা দেশের কাছে দায়বদ্ধ - নিজেকে কি বলে সান্তনা দেবেন ?

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি মনে হয় অনেকের পোস্টেই এই কমেন্টটি করছেন। জানি না নিরাপদ ব্লগার হয়েছেন কিনা বা প্রথম পাতায় পোস্ট যাচ্ছে কিনা। তবে, এর জন্য তাড়াহুড়ো না করে সুচিন্তিত, পোস্টের সাথে সামঞ্জস্যপূর্ণ কমেন্ট করতে থাকলেই আপনার ভালো হবে বলে মনে করি। ধন্যবাদ। আবার আসবেন।

১৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ইসিয়াক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.