নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

সুখের জীবন

২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৪

ভাল্লাগে না কিচ্ছুতে আর
খাট্টা কিবা জামের আচার
আমার শুধু ইচ্ছে করে
পাগলা ঘোড়ার পৃষ্ঠে চড়ে
বিশ্ব ঘুরে খুঁজে বেড়াই
কোথায় আছে এমন খাবার
খেলেই বাড়ে, হয় না সাবাড়
চাল লাগে না
ডাল লাগে না
আর লাগে না পেঁয়াজকুচি
লবণ এবং তেল ছাড়াই
ভাজতে পারি আঁটার লুচি
গ্যাস ছাড়াই রাঁধতে পারি
না খেয়েও বাঁচতে পারি-
যেমন ধরো খিদে পেলেই
পেট পুরে খাই হাওয়া
এমন সুখের জীবন বলো
কোথায় যাবে পাওয়া?

৯ ডিসেম্বর ২০১৯

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৬

নেওয়াজ আলি বলেছেন: নিপুন ভাবনা।

২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি। শুভেচ্ছা।

২| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




আছে - এমন সুখের জীবন সত্যি সত্যি আছে।
সেই সব ঘটনা লেখার জন্য আপনার ছড়া কবিতা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সেইসব ঘটনা পড়ার জন্য তাহলে উদগ্রীব হয়ে বসে রইলাম ঠাকুর মাহমুদ ভাই। শুভেচ্ছা রইল।

৩| ২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:৩৫

মিরোরডডল বলেছেন: আপনি ছড়াও লিখছেন । এত প্রতিভা কেনো ।
ছড়াটা মজা লেগেছে । গান লিখেছেন কখনো ?

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি ভাই, ছড়াও তো লিখে ফেললাম দেখি! প্রতিভা রাখার জায়গা পাচ্ছি না যে :(

ছড়াটা মজা লেগেছে জেনে ভালো লাগলো।

গান লেখার চেষ্টা করলেই বা কী, যদি তা গান না হয়

৪| ২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৮

রাজীব নুর বলেছেন: পেঁয়াজ বানান টা সঠিক নয়।
হবে পিঁয়াজ।

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি তো পেঁইয়াজের শুদ্ধ বানান লিখি পিঁইয়াজ

৫| ২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০১

মিরোরডডল বলেছেন: Seriously???
এখনতো মনে হচ্ছে আপনি প্রতিভার ভারে ডুবে যাচ্ছেন । আর কণ্ঠতো খুবই বেসুরো ।
I was kidding :-)
You know what?
সো ফার আপনার করা যে কয়টা ভিডিও দেখেছি দিস ইজ দা বেস্ট ওয়ান । মৌলিক গানের সাথে কোনকিছুই যায়না আসলে । গানের কথা সুন্দর ফটোগুলো নাইস সিলেকশান । জীবনের গান ।
I thought you might write song too. ওয়েল ডান ধুলো ।

২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সিরিয়াসলি, ফান করতে করতে কিন্তু ব্যাপক প্রশংসামূলক একটা কমেন্ট দিয়া দিলেন। অ্যামি অ্যাওয়ার্ড, নোবেল বা ওস্কারের চাইতেও এর মূল্য বেশি।

প্রতিভার ভারে তলাইয়া গেলে আমার আর দোষ থাকবে নাহে

৬| ২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই+

৭| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তাতো শুধু স্বর্গে হবে।

বানান ব্যাকরণ নিয়ে পোস্ট দিলে উপকৃত হব।

৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মোহাম্মাদ আব্দুলহাক ভাই। শুভেচ্ছা।

৮| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০২

মিরোরডডল বলেছেন: You made me laugh :- )
থ্যাংক ইউ

৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.