নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
অনেকদিন পর গানের পোস্ট নিয়ে এলাম। গত পোস্টে ব্লগার রাজীব নুর আমাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন গানের পোস্টের কথা, যদিও এ মাসেই গানের পোস্ট দেয়া হতো। তবে, রাজীব ভাইয়ের আগ্রহের কারণে গানের পোস্টটা একটু আগে-ভাগেই রিলিজ করা হলো।
১
লাইলী তোমার এসেছে ফিরিয়া মজনু গো আঁখি খোলো
২
মোরা আর জনমে হংস-মিথুন ছিলাম
৩
আমার আপনার চেয়ে আপন যেজন খুঁজি তারে আমি আপনায়
৪
আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দিব না ভুলিতে
৫
আমি যার নূপুরের ছন্দ বেণুকার সুর
৬
শুকনো পাতার নূপুর পায়ে
৭
চমকি চমকি ধীর ভীরু পায়
৮
হারানো হিয়ার নিকুঞ্জ পথে
৯
অঞ্জলি লহ মোর সঙ্গীতে
১০
আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান
১১
মোর ঘুমঘোরে এলে মনোহর
১২
যায় ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে
১৩
প্রিয় এমনও রাত যেন যায় না বৃথাই
১৪
আমার যাবার সময় হলো দাও বিদায়
১৫
শাওন রাতে যদি স্মরণে আসে মোরে
১৬
পথহারা পাখি কেঁদে ফিরে একা
১৭
আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ঐ
১৮
তোমার হাতের সোনার রাখি আমার হাতে পরালে
১৯
বকুল চাঁপার বনে কে মোর চাঁদের স্বপন জাগালে
২০
আজকে শাদি বাদশাহজাদি পান করো শিরাজি
২১
নূরজাহান নূরজাহান
২২
প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা
২৩
আকাশের আরশিতে ভাই পইড়াছে মোর মনের ছায়া
২৪
বনের হরিণ আয় রে বনের হরিণ আয়
২৫
চোখের নেশার ভালোবাসা সে কি কভু থাকে গো
২৬
সে চলে গেছে বলে কি তার স্মৃতি কি হায় যায় ভোলা-ভার্সন-২
২৭
সে চলে গেছে বলে কি গো স্মৃতি কি হায় যায় ভোলা- ভার্সন-১
২৮
মোমের পুতুল মমির দেশের মেয়ে নেচে যায়
২৯
ভুলি কেমনে আজো যে মনে বেদনা সনে রহিল আঁকা
৩০
সই ভালো করে বিনোদ বেণি বাঁধিয়া দে
৩১
জনম জনম গেল আশা পথ চাহি
ছবি : ইন্টারনেট, ফেইসবুকের বিভিন্ন ফ্যান ক্লাব পেইজ/গ্রুপ
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহা, ভালো বলেছেন চুপিঢাকা কপিপেস্ট না করাই উত্তম ধন্যবাদ রহিল
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৩২
রাজীব নুর বলেছেন: গান গুলো শুনতে শুরু করলাম।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানগুলো শোনার জন্য ধন্যবাদ রাজীব নুর ভাই। ইউটিউবেও আপনি বেশ অ্যাক্টিভ, আপনার কমেন্ট থেকে বোঝা যায়।
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:৩৪
সামু পাগলা০০৭ বলেছেন: বাহ বাহ বাহ! দারূণ সব গানের মেলা সামুতে বসানোর জন্যে ধন্যবাদ! লাইক দিয়ে রাখলাম। এই পোস্টে আমি মাঝেমাঝেই আসব।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাহ! এই পোস্টে আপনি মাঝে মাঝেই আসবেন জেনে খুব আনন্দ লাগছে আমার। ধন্যবাদ সুলু পাগলাকে
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২০
নেওয়াজ আলি বলেছেন: বেশ ,বেশ সুন্দর
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি ভাই। শুভেচ্ছা।
৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৬
সামু পাগলা০০৭ বলেছেন: সুলু পাগলা!
হাহাহা, নামটা কিছুদিনের জন্যে ভুলেই গিয়েছিলাম, আবার মনে করার জন্যে ধন্যবাদ ধুলো!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুলু পাগলার বড়ো বোন ডুলু পাগলার খবর কী? তাকে বহুদিন ধরে ব্লগে দেখা যাচ্ছে না নাকি আমিই মিসিং, কে জানে
৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৮
সামু পাগলা০০৭ বলেছেন: আপুকে তো একটু আগেও সাম্প্রতিক ব্লগার লিস্টে দেখলাম। আবার আমার গত পোস্টে মন্তব্যও করেছেন। মনে হচ্ছে আপনিই মিসিং!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: Right you are! I am lost somewhere!
৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৭
মিরোরডডল বলেছেন:
কতো যে ঢং জানে ধুলো !
ছোট আপু সুলুর কাছে ডুলুর খবর নেয় ।
ডুলুর ঠিকানা জানা নেই ?
মাইর যে দেই, এমনি এমনি দেইনা ।
পরবর্তীতে যখন মাইর দিবো, একটা মাইরও মাটিতে পরবে না ।
পরলে সেটা তুলে নিয়ে আবার পিঠে দেয়া হবে
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কঠিন থ্রেটের উপর পড়ে গেলাম দেখি। জিডি করার কথা ভাবছি
৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫০
মিরোরডডল বলেছেন:
ফেরদৌস আরা আমরা নেইবার ছিলাম । মিষ্টি দেখতে । খুবই ভালো নজরুল গীতি করেন ।
ধুলোর লিস্টে অনেকগুলোই সুন্দর । আমার সবচেয়ে প্রিয় হচ্ছে,
আমি চিরতরে দূরে চলে যাবো, তবু আমারে দেবোনা ভুলিতে ।
০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো যে আপনারা নেইবার ছিলেন। আমার মাঝে মাঝে আক্ষেপ বা আফসোস হয়- যদি কোনো গায়ক বা নায়ক আমার নেইবার হতো, তাহলে যখন তখন যাইয়া বলতাম, গান গান (প্লিজ সিং)। বা নায়কের সাথে শ্যুটিঙে যাইতাম
তবে, পথিক নবীর বাসায় দুদিন যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তার আপ্যায়ন এবং গান শোনানোর কথা স্মরণীয় হয়ে আছে।
৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০১
মিরোরডডল বলেছেন:
নেইবার কিন্তু কোনো ঘনিষ্ঠতা ছিলোনা । ফরমাল যেটুকু থাকে ।
নায়কের সাথে শ্যুটিঙে যাইতাম
তাই ? নায়করা বুঝি নেইবারকে শুটিং দেখাতে নিয়ে যায়
০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: না, নায়কের ভুল-ত্রুটিগুলো চোখে আঙুল দিয়া দেখাইয়া দেওয়ার জন্য মাঝে মাঝে যাইতাম। তবে, এজন্য অবশ্যই উপযুক্ত পারিশ্রমিক নিতাম
১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০৯
মিরোরডডল বলেছেন:
এজন্য অবশ্যই উপযুক্ত পারিশ্রমিক নিতাম
হা হা হা...... ইউ আর ফানি
তাহলে ঠিক আছে
০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পারিশ্রমিক ছাড়া সাজেশন দিলে ওটাকে কেউ মূল্যায়ন করে না
১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৫
সামু পাগলা০০৭ বলেছেন: ওমা! ধুলো আর ডুলু আড্ডা দিচ্ছে কিন্তু সুলু কে ডাকল না! ধুর খেলব না!
০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
হেহেহেহে
আড্ডা তো খতম
১২| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:০২
সোহানী বলেছেন: আসার প্রিয় গান ও গায়িকা। তাই প্রিয়তে রাখলাম।
১২ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো যে, আপনার প্রিয় গায়িকার প্রিয় গানগুলো পোস্ট করতে পেরেছি। প্রিয়তে রাখার জন্য ধন্যবাদ আপু।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৫৬
ঢুকিচেপা বলেছেন: বোনাস দুটো বাদ দিয়ে সবগুলোই শোনা, তাই শোনাগুলো বাদ দিয়ে বোনাস দুটো শুনলাম।
পিতা পুত্র মিউজিক ট্রাভেল ভাল লেগেছে।
গানের গলার কথা আগেই বলেছি কোন এক পোস্টে তাই নতুন করে কিছু বললাম না, ওটাই কপি পেস্ট হবে।