নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

একটা বিশুদ্ধ বাগানের বাসনা

০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৫

একদিন ভোরে দুয়ারে পা রেখেই দেখবো
সমগ্র স্বদেশ জুড়ে বিশুদ্ধ বাগান
পবিত্র সুগন্ধে ভরে গেছে কয়লাগন্ধ হৃদয়

রাতভর বিমুগ্ধ বৃষ্টির পর
এমন একটা বিশুদ্ধ ভোরেই আমার জন্ম হয়েছিল
জননীর তৃষ্ণার্ত কোলে
তারপর ক্ষয়ে গেছে রন্ধ্রে রন্ধ্রে মাটির প্রাণ ও আকাশের ঘ্রাণ
দুর্মর পিশাচের বিষাক্ত হাসিতে পঁচে গেছে বৃক্ষরাজি
থরে থরে চারাগাছ মাথা থুবড়ে মিশে গেছে দুর্গন্ধ মাটিতে

অবশেষে অন্যসব দমবন্ধ অর্থীর মতো
আমিও একটা ভয়াবহ তাণ্ডব চেয়েছি, সমূল উৎপাটন-
অরাজক অপ্রেমের ভেতর মহাপ্রাণ গর্জে ওঠে
সবকিছু গুঁড়ো হয়ে নেমে আসে মাটির সমতলে

মাটি ফুঁড়ে চারাগাছ, শাদা শাদা, গোছা গোছা ফুল আর ফুল
আমার কয়লাগন্ধ হৃদয়েরা পুষ্পগন্ধে বিমূঢ় আকুল


কবিতায় কী আর লিখবো, হয়ত কবিতাই
কবর খুঁড়ে অবিরাম খুঁজছে আমার লাশ।
আমি খুব ভালোই আছি গান আর চিত্ত বিনোদনে,
লেখালেখি এটুকুই দেয় : জননীর বুক খালি, বাবার স্বপ্ননাশ।



কিছুকাল হইচই, বিস্ফোরণ, অশ্রুপাত; তারপর
সমস্ত দিনের শেষে ধীরে ধীরে কোলাহল থেমে যায় প্রাচীন নিয়মে
যেমন মোমের আলোর মতো বাতি নিভে যায়, নিঃশেষে মোম গলে গেলে

পরদিন প্রাতঃকালে ক্ষুধা পায়, খেতে বসি। অন্যগল্প জানালায় ঢোকে।
পুরোনোরা ঢাকা পড়ে সুমধুর স্মৃতির কবরে।

৭ অক্টোবর ২০১৯


মন্তব্য ২৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন

জননী আর জন্মভূমির জন্য আকুলতা, অন্যায়ে জ্বলে ওঠা দ্রোহ
অসহায় বাস্তবতার ভীরেও স্বপ্নের অংকুর
আর দিনশেষে নিতান্ত নিরুপায় সমপর্ণে বেঁচে থাকা - - -

মুগ্ধ পাঠ

+++

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় বিদ্রোহী ভৃগু ভাই। শুভেচ্ছা আপনাকে।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৫

সামু পাগলা০০৭ বলেছেন: কবিতা কম পড়ি কিন্তু এটা না পড়ে থাকতে পারলাম না, পড়ার সাথে সাথে হাতটা অজান্তে লাইক বাটনেও চলে গেল! অসাধারণ কবিতা - ছন্দে অর্থে!

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা আমার জন্য খুব ইন্সপায়ারিং যে, কবিতা কম পড়া সত্ত্বেও আমার কবিতাটা না পড়ে থাকতে পারেন নি। অনেক ধন্যবাদ কবিতাটা পড়ার জন্য এবং 'লাইক' দেয়ার জন্যও। শুভেচ্ছা।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩২

সাগর শরীফ বলেছেন: ভাল লেগেছে

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সাগর শরীফ।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা। কবিতায় জীনানন্দের ছোঁয়া আছে।

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই। শুভেচ্ছা।

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৮

রাজীব নুর বলেছেন: এই কবিতাটা যদি আমি আবিত্তি করে ইউটিউবে ছাড়ি আপনার কোনো আপত্তি থাকবে?

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কোনো আপত্তি নাই, বরং আমি খুব আনন্দিত হবো। ধন্যবাদ আবারও।

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:০৯

নেওয়াজ আলি বলেছেন: প্রাণবন্ত লেখা । পড়ে ভালো লাগলো।

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি ভাই। শুভেচ্ছা।

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:১২

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: প্রথমে কলুষমুক্ত নির্মল স্বদেশের কামনা,পরের অংশে পচন ধরা স্বদেশের জন্য হাহাকার এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য বিদ্রোহ , ২য় অংশে চিত্ত বিনোদনের মাধ্যমে ভুলে থাকার বৃথা চেষ্টার কথা প্রকাশ পেয়েছে।আর ৩য় অংশে আমাদের চিরাচরিত স্বভাব, অন্যায়ের বিরুদ্ধে সাময়িক জ্বলে উঠে আবার আগের জায়গায় প্রত্যাবর্তন। প্রাত্যহিক জীবন যাপন করি এবং নতুন নতুন খবর,ইস্যু নিয়ে মেতে থাকি। সমসাময়িক কাল প্রকাশিত।
পড়ে ভালো লাগলো।
ধন্যবাদ।

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লেখার মূল ভাবটা ধরে ফেলা সব সময় সবার পক্ষে সম্ভব হয় না। কিন্তু, আপনার বেলায় লক্ষ করেছি, আপনি সবসময়ই সার্থকভাবে লেখাটার বুলে হিট করে থাকেন। শুধু তাই নয়, প্রতিটা পয়েন্ট ধরে ধরে লেখার পজিটিভ দিকগুলো তুলে আনেন। খুব ভালো লাগে এটা, যদিও আপনার মতো করে কোনো লেখা বিশ্লেষণ করা আমার পক্ষে সম্ভব হবে না।

ধন্যবাদ কবিতা পাঠ ও চমৎকার বিশ্লেষণের জন্য।

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪২

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: আপনার জন্য শুভকামনা রইলো।

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার জন্যও শুভ কামনা রইল। ধন্যবাদ আবার আসার জন্য।

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫১

লরুজন বলেছেন: আইকাই কাইকাইরে কমেন্ট নাই দেহি!!!!,,,
ফরের ঘর বাত্তি দিয়া অহনকা নিজের ঘর বাত্তি নাই দেকছুইন্নিও
আনফে কামডা কিতা করছুইন

আমরার মিররডডল কমেন্ট ফাইত??? ফাউত না
আনফে তারে কমেন্ট কইরা কইরা নিজে এলা ফহির অইয়া গেছুইনগাও

আইচ্চা আমি কমেন্ট করছি। হুশিনি আনফে?

আর মিররডডলরে কইন কমেন্ট করত

আমার মনে লয় মিররডডলরে ভূতে ধইচ্চে
গানডা মিররডডলরে দিওইন





০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ডিয়ার নজরুল ভাই,

ইদ মোবারক এবং শুভ নববর্ষ। ওয়েলকাম ব্যাক। আপনার দেখাসাক্ষাৎ নাই কেন? ফেইসবুকেও দেখি না যে! ঐদিকে সব ভালো তো! আপনার দেয়া গানগুলো খুব ইনজয় করি। নীচেরটা কেমন লাগলো, বলেন।

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুধু আমারে একটা ক্লু দেন, আপনার পছন্দের এইগানগুলান ইয়াটিয়াব থেকে খুঁজে পাতার জন্য আমিকে কী করতে হবা।

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১১ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই+

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১২

পদাতিক চৌধুরি বলেছেন: দুরন্ত আশা! মধুর স্বপ্ন।
অনেকদিন পর একটা পাওয়ারফুল কবিতা পড়লাম। ++
শ্রদ্ধা ও শুভেচ্ছা প্রিয় সোনাবীজ ভাইকে।

১২ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেকদিন পর একটা পাওয়ারফুল কবিতা পড়লাম। কথাটায় খুব উজ্জীবিত হলাম তাইমুর চৌধুরী ভাই। অনেক সময় ইচ্ছে থাকলেও 'পাওয়ারফুল' কবিতা লেখা যায় না :(

অনেক অনেক ধন্যবাদ কবিতা পাঠ ও মন্তব্যের জন্য। শুভেচ্ছা আপনার জন্য।

১২| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৩৬

শেরজা তপন বলেছেন: ‘কবিতায় কী আর লিখবো, হয়ত কবিতাই
কবর খুঁড়ে অবিরাম খুঁজছে আমার লাশ।
আমি খুব ভালোই আছি গান আর চিত্ত বিনোদনে,
লেখালেখি এটুকুই দেয় : জননীর বুক খালি, বাবার স্বপ্ননাশ। ‘

আ: কি বলব ভায়া- এখন কথায় দুর্দান্ত! মনে হয় কলিজা ছিড়ে কথাগুলো ছিটকে বেরুলো!!!

১২ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ চার লাইন লিখে খুব তৃপ্তি পেয়েছি শেরজা তপন ভাই, বিশেষ করে এর দ্বিতীয় লাইনটি। শুরুতে এটা অন্যরকম ছিল :

কবিতায় কী আর লিখবো, যখন লিখলেই
হতে হয় লাশ।
আমি খুব ভালোই আছি গান আর চিত্ত বিনোদনে,
লেখালেখি এটুকুই দেয় : জননীর বুক খালি, বাবার স্বপ্ননাশ।


কবিতা হলো সময়ের সাক্ষী, ইতিহাস।


কমেন্ট অনেক ভালো লাগলো রইল, প্রিয় শেরজা তপন ভাই। শুভেচ্ছা আপনার জন্য।

১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:২২

শেরজা তপন বলেছেন: ঠিক বলেছেন, মাত্র দু'চার লাইনে কি সুন্দর করে আপনার মত কবিরা মনের ভাব প্রকাশ করতে পারেন আমার কাছে বড় আশ্চর্যের!
সেখানে আমার মত গদ্য লেখকেরা পাতার পরে পাতা শেষ করেও তার একাংশ পারেনা

কবিতা শুধু সময়ের সাক্ষী ও ইতিহাস নয় বরং সমগ্র চলমান মহাবিশ্বের অবিরাম ছন্দের প্রকাশ!

ভাল থাকুন সবসময়। কবি মন নিয়ে বেঁচে থাকুন

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: করুণাধারা আপুর কমেন্টের নোটিফিকেশন পেয়ে এ পোস্টে এসে দেখি, আপনার কমেন্টের রিপ্লাই দেয়া হয় নি, যদিও কমেন্টটা পড়েছিলাম সময়মতোই।

কবিতা শুধু সময়ের সাক্ষী ও ইতিহাস নয় বরং সমগ্র চলমান মহাবিশ্বের অবিরাম ছন্দের প্রকাশ! অনেক সুন্দর বলেছেন কথাটা।

আপনার চমকপ্রদ বিদেশী রূপকথায় ব্লগ জমজমাট হয়ে উঠছে। ভালো লাগছে পড়তে। অব্যাহত থাকবে, এই প্রত্যাশা।

শুভ কামনা থাকলো শেরজা তপন ভাই।

১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৮

করুণাধারা বলেছেন: একদিন ভোরে দুয়ারে পা রেখেই দেখবো
সমগ্র স্বদেশ জুড়ে বিশুদ্ধ বাগান
পবিত্র সুগন্ধে ভরে গেছে কয়লাগন্ধ হৃদয়।
-------------------------------------------
মাটি ফুঁড়ে চারাগাছ, শাদা শাদা, গোছা গোছা ফুল আর ফুল
আমার কয়লাগন্ধ হৃদয়েরা পুষ্প গন্ধে বিমূঢ় আকুল।


এমন বিশুদ্ধ বাগান তৈরি করার মতো মালী কই!!! তবে চমৎকার এই দৃশ্য কল্প ভালো লাগলো; কয়লাগন্ধ হৃদয় কথাটাও... এমন শাদা ফুলে ভরা বাগানে শ্বাস নেবার ইচ্ছা করে আমারও...

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নোটিফিকেশনে ক্লিক করে দেখি পুরোনো এ পোস্টে আপনার কমেন্ট। প্রশ্নটা ভালো লাগলো আপু - এমন বিশুদ্ধ বাগান তৈরি করার মতো মালী কই!!! তেমন একজন মালী যদি থাকতেনই তাহলে তো এমন একটা কবিতা লেখারই প্রয়োজন পড়তো না, তাই না। তবু বুকভরা আশা এই, একদিন একটা বিশুদ্ধ বাগানে এ দেশটা ছেয়ে যাবে, বিশ্বস্ত মালির হাসিমুখে আমাদের প্রাণও উথলে উঠবে।

সুন্দর কমেন্টে অনেক অনেক ভালো লাগা। শুভেচ্ছা আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.