নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

বোঝের কথা

২০ শে নভেম্বর, ২০২০ রাত ৯:১৭

খেয়াল করে শোনো তবে
সেই কথাটা বোঝাই
সেই কথাটা কঠিন না খুব
পানির মতো সোজাই

সেই কথাটা বুঝবে তুমি
বোঝের মানুষ হলে
বোঝের মানুষ সবখানেই
বোঝের কথাই বলে

সেই কথা না বুঝলে তুমি
অন্যকে কী বোঝাবে?
বোঝাবুঝির ঝগড়া হলে
বোঝের কথায় খোঁচাবে

সেই কথাটা বুঝতে হবে
না বুঝলে তা বুঝবে না
বোঝার পরই বুঝবে কেন
বোঝের কথায় দুষবে না

সেই কথাটা বোঝার পরে
বুঝবে তুমি সবকিছু
বোঝের বিষয় বুঝতে মানুষ
ঘুরবে তোমার পিছু পিছু

সেই কথাটা বুঝতে যে চাও
বোঝার মতো জ্ঞান কি আছে?
জ্ঞানের কথা না শিখেই
বুঝতে কী চাও আমার কাছে?

এই কথা নয় যেমন তেমন
সবাই এটা বোঝে না
এই কথাটার মূল্য কত
মূর্খরা তা খোঁজে না

বোঝের কথা বোঝেন যিনি
তিনিই বিরাট বোঝের লোক
অ-বোঝ মানব বোঝের কথায়
গেলেন খালি শুকনা ঢোক

সেই কথাটা বুঝবে কিনা
ব্যাপারটা ঠিক বুঝছি না
বুঝবে না যা, বোঝা তাহা
ঠিক না; বলো - ঠিক কিনা?

সত্যি যদি এই কথাটা
আমার কাছেই বুঝতে চাও
এই কথাটা হাটবাজারে
ঢোল পিটিয়ে ছড়িয়ে দাও

এতক্ষণে বুঝে গেছ
কোন কথাটা বোঝাতে চাই
যা বোঝো তা বলতে যেয়ে
কথার বোঝা আর না বাড়াই

২০ নভেম্বর ২০২০

মন্তব্য ২৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২০ রাত ৯:২৪

মিরোরডডল বলেছেন:



বলো, ঠিক কিনা ?

হুম ! একদম ঠিক :)

২০ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

২| ২০ শে নভেম্বর, ২০২০ রাত ৯:২৮

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: আগে ভালো করে বুঝি তারপর না হয় হাটবাজারে ছড়িয়ে দিব।

২০ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথম লাইক-এর জন্য ধন্যবাদ সাখাওয়াত।

৩| ২০ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৩২

শায়মা বলেছেন: বুঝাবুঝি র দরকার কি
এইতো আছি বেশ!
বুঝার বোঝা চাপিয়ে বুঝি
জীবন করবো শেষ! #:-S

২০ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: If I don't understand that what I want to make you understand, you actually don't understand that, then I really cannot try to make you understand. Understand? You better understand.

৪| ২০ শে নভেম্বর, ২০২০ রাত ১০:১৭

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লিখেছেন

২০ শে নভেম্বর, ২০২০ রাত ১০:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি ভাই।

৫| ২০ শে নভেম্বর, ২০২০ রাত ১০:২৬

খায়রুল আহসান বলেছেন: সহজ কথাও বুঝতে হলে
বুদ্ধি থাকা চাই।
বোঝের কথা না বুঝলে
বৃথা জীবনটাই।

২০ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
অসাধারণ লিখেছেন স্যার। পারফেক্ট এবং পারফেক্ট।


বোঝের কথা বোঝেন যিনি
তিনিই বোঝের লোক
অ-বোঝ লোকে বোঝের কথায়
গেলেন খালি ঢোক :)

৬| ২০ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৩৬

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: বোঝের কথা সবাই বোঝে না বলেই দুনিয়া জুড়ে এত অশান্তি। দারুণ কবিতা।

২০ শে নভেম্বর, ২০২০ রাত ১১:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুবই সুন্দর কথা বলেছেন। আরেকটু যোগ করি, আমরা কী বলতে চাই, অনেক সময় সেটা যেমন নিজেররা ভালো করে জানি না, আবার জানলেও ভালো করে বোঝাতে পারি না।

ধন্যবাদ তমাল ভাই। শুভেচ্ছা।

৭| ২০ শে নভেম্বর, ২০২০ রাত ১১:০০

ঢুকিচেপা বলেছেন: এই বোঝা বুঝির খপ্পরে পড়ে যা পড়লাম তাও ভুলে গেলাম। আর বুঝে কাজ নেই।

২০ শে নভেম্বর, ২০২০ রাত ১১:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বুঝাইতে যাইয়া নিজেই তালগোল পাকাইয়া ফালাইছি। আপনি বুঝবেন কীভাবে?

৮| ২১ শে নভেম্বর, ২০২০ রাত ১২:১৮

রাজীব নুর বলেছেন: কি সুন্দর মিল দিয়ে দিয়ে লিখেছেন। আমি যে একন এরকম পারি না। খুব আফসোস হয়।

২১ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতার শেষে মিল থাকার নাম অন্ত্যমিল বা অন্ত্যানুপ্রাস। বর্তমানে অন্ত্যমিলের চল উঠে যাচ্ছে। অনেক কবি অন্ত্যমিলকে ঘোর অপছন্দ করেন। তবে, সব কবিতা বা ছড়ায়ই ছন্দ আছে। ছন্দ ছাড়া কবিতা হয় না। আপনি যেভাবে কবিতা লেখেন, সেখানেও ছন্দ আছে। এ ছন্দের নাম অমিল মুক্তক অক্ষরবৃত্ত, কিংবা খুব সহজ ভাষায়, গদ্যছন্দ। এভাবে লিখে যান।

কিন্তু, ছড়ায় এখনো অন্ত্যানুপ্রাসের চল আছে। আমার বিশ্বাস, ছড়া থেকে অন্ত্যানুপ্রাস কখনো যাবে না। অন্ত্যানুপ্রাসই ছড়ার প্রাণ। তবে, আমি ছড়ায়ও অন্ত্যানুপ্রাস বাদ দিয়ে লিখছি। দেখুন এক আজগুবি ছড়া - বাংলার ইতিহাসে প্রথম অন্ত্যমিলবিহীন ছড়া

৯| ২১ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর করে আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

২১ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আবার এসে ধন্যবাদ জানানোর জন্য আপনাকেও আন্তরিক ধন্যবাদ রাজীব নুর ভাই।

১০| ২১ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: কি বুঝাতে চেয়েছেন
আমি ঠিকই বুঝেছি।
ঢোল পিটিয়ে হাট বাজারে
বোঝের মানুষ খুঁজেছি।

বোঝের কথা বোঝা সহজ
বুঝতে যদি চায়।
বোঝার ইচ্ছা না থাকলে
নেইকো কারো দায়।

২১ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:



আপনি বেজায় বোঝের মানুষ
তাই বুঝেছেন সবকিছু
বোঝের বিষয় পাবেন বলেই
ঘোরেন মানুষ পিছু পিছু?

১১| ২১ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৪

করুণাধারা বলেছেন: অনেকেই যখন বলছেন বুঝেছেন, তখন আমিও 'বুঝেছি' বলে ভাবতে থাকি কী বুঝেছি!!

২১ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:




আপনি ঠিকই বোঝেন আপু
কোন কথাটা বোঝাতে চাই
যা বোঝেন তা বলতে যেয়ে
কথার বোঝা আর না বাড়াই

১২| ২১ শে নভেম্বর, ২০২০ রাত ৯:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার ছন্দবদ্ধ কবিতায় ভালোলাগা। ++
পাঁচ নম্বরে মন্তব্যকারী শ্রদ্ধেয় খায়রুল আহসান স্যারের মন্তব্যটি ভালো লেগেছে।
পোস্টে লাইক।
শুভেচ্ছা জানবেন প্রিয় ভাই।

২১ শে নভেম্বর, ২০২০ রাত ৯:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় পদাতিক চৌধুরী ভাই। শুভেচ্ছা।

১৩| ২৫ শে নভেম্বর, ২০২০ সকাল ৭:২৬

স্প্যানকড বলেছেন: পাশে থাকলে
আওয়াজ দাও
হাত বাড়াও
ঘুম দাও
চুমু খাও
প্রাণ ভরে।

না থাকলেও
নাই ক্ষতি
তুমি ছাড়াও
আছে নানান গতি!

এখনো শরীরে বিদ্যুৎ চারশ কুড়ি
চাইলেই আসতে পারো
পায়ের গোছায়
মনে
নেই তো শিকল দড়ি!

না আসলেও
ভোগান্তি নাই
তুমি ছাড়াও
এই বুকে
হাজারো কবিতার ঠাঁই।  

# কবিতার ঠাঁই ।





২৮ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কবি।

১৪| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৭

সোমহেপি বলেছেন: এত কিছু বুঝলে কি আর বোঝা বয়ে দিন চলে
বুঝের বোঝা কঠিন বোঝা বইব না কস্মিনকালে

২৮ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সোম হেপি আপা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.