নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

রাজনীতি

২১ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০২

রাজনীতি মানে সত্যাচার
রাজনীতি মানেই
নির্মূল করা অন্যায় আর অত্যাচার

দেশে দেশে যত খুন ধর্ষণ
জবরস্তি বাহুবলের
রাজনীতি আজো বেঁচে আছে তাই
অস্তিত্ব নেই ওইসবের

রাজনীতি আছে, তাই দেশে আছে
সফল সুষ্ঠু নির্বাচন
পিঁপড়ের মতো ভোটের কেদ্রে
উপচে পড়েন ভোটারগণ

রাজনীতি মানে এইখানে কেউ
মিথ্যা বলেন না বিলকুল
রাজনীতি মানে উৎরে যাওয়া
ভবিষ্যতের তিন কূল।

রাজনীতি আছে তাই ভোগ করি
মসি ও মুখের স্বাধীনতা
রাজনীতি আজো বেঁচে আছে তাই
আজো বেঁচে আছে মানবতা

২১ নভেম্বর ২০২০

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

মিরোরডডল বলেছেন:



আমাদের দেশের দৃষ্টিকোণ থেকে
রাজনীতি মানে
নির্লজ্জ ভাবে অন্যায় আর অত্যাচার



২১ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


সত্য দেশের সত্য রাজা
সত্য জনগণ
সেই দেশে নেই দুর্নীতি, নেই
গুম-খুন-ধর্ষণ।

সেই দেশে নেই তৈলবাজি
নেইকো চাপাবাজ
ধন্য দেশের ধন্য প্রজা
ধন্য মহারাজ

২| ২১ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: রাজনীতি মানে সত্যাচার
রাজনীতি মানেই
নির্মূল করা অন্যায় আর অত্যাচার

এটা আমাদের দেশের জন্য!!!!

২১ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কোনো এক দেশের কথা বলা হয়েছে। কোনো দেশের সাথে মিলে গেলে সেটা ছড়াতালীয় ব্যাপার বলে ধরে নিতে হবে :)

৩| ২১ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

মিরোরডডল বলেছেন:

ধুলোর স্যাটায়ার লেখাটা ভালো হয়েছে ।
আমাদের দেশের মানুষের জন্য ওটা এখন স্বপ্ন না , দুঃস্বপ্ন !

২১ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ।

৪| ২১ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩২

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,




রাজনীতি নিয়ে রাজনীতি করলেন মনে হয় !
একই শিরোনামে "রাজনীতি" নিয়ে আমারও একটু রাজনীতি আছে এখানে - রাজনীতি

২১ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
রাজনীতি নিয়ে রাজনীতি করলেন মনে হয় ! :)


আপনার অসাধারণ কবিতাটা পড়ে এলাম আহমেদ জী এস ভাই।

৫| ২১ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

নেওয়াজ আলি বলেছেন: চলমান বাস্তবতা ও যথার্থ প্রকাশ।

২১ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি ভাই।

৬| ২১ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: মানবতা বাঁচাতে রাজনীতি কি খুবই জরুরী…?
দারুণ মনোমুগ্ধকর লেখনি, আমার ভালো লেগেছে। শুভেচ্ছা রইলো অবিরত ।

২১ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম সাখাওয়াত। ধন্যবাদ।

৭| ২১ শে নভেম্বর, ২০২০ রাত ৮:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার রূপকথা।

২১ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও, দারুণ একটা কথা বলেছেন গিয়াস লিটন ভাই - 'রূপকথা'।

৮| ২১ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৩১

রাজীব নুর বলেছেন: একটা বট গাছের নিচে দাড়ালে, ছায়া পড়ে। ঠিক তেমনি দেশের প্রতিটা মানুষের উপর রাজনীতির ছায়া পড়ে।
তাই রাজনীতিকে অবহেলা করা যাবে না।

২২ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অবশ্যই রাজনীতিকে অবহেলা করা যাবে না। দেশটাই তো হলো রাজনৈতিক।

৯| ২১ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৫৯

ঢুকিচেপা বলেছেন: চমৎকার হয়েছে।
সুপারমলের মতো, এক কবিতায় সবি আছে।

২২ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা। ভালো বলেছেন - সুপারমল :) ধন্যবাদ ঢুকিচেপা

১০| ২২ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:০৫

কবিতা পড়ার প্রহর বলেছেন: রাজনীতি আছে বলেই এক দেশে এক রাজা থাকে...... রাজ্য থাকে , প্রজা থাকে .....

কিন্তু ধুলোভাইয়া আমার চিলেকোঠায় যে সর্বনাশ হয়ে গেলো .......দেখতেও তো গেলেন না তারা কেমন আছে.....

ওদিকে শুভভাইয়া আমাকে দঁড়িতে ঝুলানোর পায়তারা করছে। মিররআপু ছিলো বলে রক্ষা.....

২২ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চিলেকোঠার-১৮ পর্বটা ভালো লেগেছে। শুভ্র'র বৈশিষ্ট্য উন্মোচন একটা নতুন দিক।

১১| ২২ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:১৫

আমি সাজিদ বলেছেন: কত্ত সাহসী ও সত্য কবিতা।

২২ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সাজিদ ভাই। শুভেচ্ছা।

১২| ২৩ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৩৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: চমৎকার বাস্তবতা ফুটে উঠেছে লেখার মাধ্যমে।

২৮ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ হাসু ভাই।

১৩| ০৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫৫

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: কী সুন্দর করে প্রশংসার ছলে নিন্দা করে দিলেন। সংজ্ঞার্থ অনুসারে আমাদের দেশের ক্ষেত্রে সবই উল্টো।

২৮ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্রিলিয়ান্ট।

কিন্তু আপনি এখন কোথায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.