নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

ফেইসবুকে সেলিব্রেটিদের জনপ্রিয়তা : মেইল এপিসোড

০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:০২



এর আগে আপনারা ফেইসবুকে সেলিব্রেটিদের জনপ্রিয়তা : ফিমেইল এপিসোড পর্ব উপভোগ করেছিলেন। এবার আপনাদের সামনে এর দ্বিতীয় পর্ব মেইল এপিসোড নিয়ে হাজির হলুম। ফিমেইল এপিসোডে ৬৫ জনের একটা লিস্ট ছিল, যাতে বাংলাদেশ ও ভারতের টিভি ও সিনেমা জগতের ৬৫জন তারকাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এবারের মেইল এপিসোডে ৬২জনের একটা তালিকা রয়েছে, যাতে যথারীতি বাংলাদেশ ও ভারতের টিভি ও সিনেমা জগতের তারকাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর বাইরেও অসংখ্য তারকা রয়েছেন। তবে, আমি যাদের নাম জানতাম, ইন্টারনেটে সার্চ করে যাদের নাম পেয়েছি, কেবল তাদের ফেইসবুক লাইক বা ফলোয়ার পেইজগুলো আমার রেটিঙের জন্য বেছে নিয়েছি। আমি চেষ্টা করেছি সর্বাধিক 'লাইক' বা 'ফলোয়ার'যুক্ত লিংকটি খুঁজে বের করতে। এর বাইরে শ্রেয়তর কোনো লিংক থাকলে তার জন্য আমি দুঃখিত; তবে, কেউ অনুসন্ধান করে আমাকে লিংক দিলে সেটা এখানে জুড়ে দেয়া হবে।

৬২ জনের তালিকায় ভারতের অভিনেতা রয়েছেন ২৬জন। ৩৭ মিলিয়ন ‘লাইক’সংখ্যা নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন সালমান খান, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে শাহরুখ খান ও অমিতাভ বচ্চন। বাংলাদেশীদের মধ্যে ৮.১ মিলিয়ন ফলোয়ার নিয়ে শীর্ষে আছেন তাহসান খান, সামগ্রিক অবস্থান ১১। কলকাতার জিৎ ৬.৯ মিলিয়ন এবং দেব ৫.১ মিলিয়ন ‘লাইক’সংখ্যা নিয়ে যথাক্রমে তালিকার ১০ ও ১২ নম্বরে অবস্থান করছেন। বাংলাদেশের নাম্বার ওয়ান হিরো শাকিব খান ৩ মিলিয়ন লাইক নিয়ে তালিকার ১৬ নাম্বারে, ০.৫৮ মিলিয়ন নিয়ে ইলিয়াস কাঞ্চন ৩২ নাম্বারে অবস্থান করছেন। নীচের দিকে রয়েছেন বাপ্পারাজ, ফেরদৌস, রিয়াজ, প্রমুখ অভিনেতাগণ। একসময়ের অত্যন্ত জনপ্রিয় টিভি নায়ক জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, তৌকির আহমেদ ও নবেলের ফেইসবুক লাইকসংখ্যা অনেক কম; এবং তারা এ তালিকার একেবারে নীচের দিকে অবস্থান করছেন।

চলুন, এবার তালিকার দিকে তাকানো যাক।


সালমান খান (ভারত) - 37,490,420 Likes; 50,154,339 Followers


শাহরুখ খান (ভারত) - 29,832,047 Likes; 42,106,596 Followers


অমিতাভ বচ্চন (ভারত) - 29,781,611 Likes; 36,526,734 Followers


অক্ষয় কুমার (ভারত) - 26,383,512 Likes; 47,377,832 Folloers


হৃত্মিক রোশান (ভারত) - 17,363,477 Likes; 28,750,718 Followers


শহীদ কাপুর (ভারত) - 15,588,021 Likes; 22,918,106 Followers


আমির খান (ভারত) - 15,475,111 Likes; 18,407,017 Followers


রণবীর সিং (ভারত) - 10,412,842 Likes; 13,882,936 Followers


অজয় দেবগন (ভারত) - 8,219,088 people Likes; 20,607,914 Followers

১০
জিৎ (ভারত) - 6,948,737 Likes; 9,357,355 Followers

১১
তাহসান খান - 0 Likes; 8,198,210 Followers





১২
দেব (ভারত) - 5,172,515 Likes; 5,873,492 Followers

১৩
কমল হাসান (ভারত) - 3,493,141 Likes; 3,479,861 Followers

১৪
প্রসেনজিৎ (ভারত) - 3,287,290 Likes; 3,854,842 Followers

১৫
বরুণ ধাওয়ান (ভারত) - 3,250,843 Likes; 9,418,782 Followers

১৬
শাকিব খান - 3,055,272 Likes, 4,904,964 Followers

১৭
অঙ্কুশ হাজরা (ভারত) - 0 Likes; 4,687,791 Followers

১৮
হিরন চ্যাটার্জি (ভারত) - 1,667,467 Likes; 2,272,563 Followers

১৯
মোশাররফ করিম - 1,636,083 Likes; 2,006,771 Folloers

২০
যশ দাশগুপ্ত (ভারত) - 1,508,467 Likes; 1,592,045 Followers




২১
রণবীর কাপুর (ভারত) - 1,049,976 Likes; 4,711,405 Followers

২২
আফরান নিশো - 1,020,333 Likes; 3,013,557 Followers

২৩
সিয়াম আহমেদ - 0 Likes; 2,222,186 Followers

২৪
সাইফ আলী খান (ভারত) - 965,858 Likes; 964,512 Followers

২৫
অনিল কাপুর (ভারত) - 949,961 Likes; 6,004,007 Followers

২৬
সানি দেওল (ভারত) - 821,273 Likes; 857,588 Followers

২৭
অপূর্ব - 758,419 Likes; 2,120,350 Followers

২৮
মিশু সাব্বির – 0 Likes; 1,554,641 Followers

২৯
আবীর চ্যাটার্জি (ভারত) - 698,799 Likes; 1,425,915 Followers

৩০
সোহম (ভারত) - 0 Likes; 957,598 Followers

৩১
তৌসিফ মাহবুব – 0 Likes; 711,453 Followers



৩২
ইলিয়াস কাঞ্চন - 582,907 Likes; 641,337 Followers

৩৩
ফারহান আহমেদ জোভান - 543,734 Likes; 1,202,658 Followers

৩৪
যীশু সেনগুপ্ত (ভারত) - 0 Likes; 577,884 Followers

৩৫
আরিফিন শুভ - 0 Likes; 538,812 Followers




৩৬
চঞ্চল চৌধুরী - 440,190 Likes; 531,138 Followers

৩৭
নিলয় আলমগীর - 417,661 Likes; 694,168 Followers





৩৮
সজল নূর - 416,766 Likes; 600,990 Followers





৩৯
ইন্দ্রনীল সেনগুপ্ত (ভারত) - 382,522 Likes; 381,131 Followers

৪০
পরমব্রত চট্টোপাধ্যায় (ভারত) - 331,066 Likes; 442,996 Followers




৪১
নাসিরউদ্দিন শাহ (ভারত) - 321,226 Likes; 1,530,797 Followers

৪২
ডিপজল - 286,668 Likes; 1,914,814 Followers

৪৩
আখম হাসান - 225,411 Likes; 263,324 Followers

৪৪
বাপ্পারাজ - 183,610 Likes; 231,043 Followers

৪৫
সৈয়দ জামান শাওন - 160,052 Likes; 224,922 Followers

৪৬
ফেরদৌস আহমেদ - 154,587 Likes, 451,404 Followers

৪৭
আইরেশ জাকের - 0 Likes; 268,764 Followers

৪৮
মিঠুন চক্রবর্তী (ভারত) - 114,483 Likes; 117,192 Followers

৪৯
মিশা সওদাগর - 104,910 Likes; 104,711 Followers

৫০
ইরফান সাজ্জাদ - 90,591 Likes; 218,945 Followers

৫১
নীরব – 0 Likes; 216,616 Followers

৫২
ইমন – 0 Likes; 173,222 Followers

৫৩
ওমর সানী – 0 Likes; 134,132 Followers

৫৪
সাজু খাদেম - 0 Likes; 104,088 Followers

৫৫
আনিসুর রহমান মিলন – 0 Likes; 69,508 Followers

৫৬
রিয়াজ -0 Likes; 64,091 Followers

৫৭
শহীদুল আলম সাচ্চু - 57,401 Likes; 59,095 Followers

৫৮
রওনক হাসান - 47,582 Likes; 47,622 Followers

৫৯
মীর সাব্বির – 0 Likes; 32,074 Followers

৬০
জাহিদ হাসান - 29,873 Likes; 29,912 Followers

৬১
তৌকির আহমেদ - 29,232 Likes; 29,847 Followers

৬২
নোবেল - 13,876 Likes; 14,132 Followers






মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৯

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: আরেকটি কষ্টসাধ্য পোস্ট। সুঅভিনেতাদের লাইক আর ফলোয়ার সংখ্যা এত কম থাকাটা হতাশাজনক।আসলে গ্ল্যামার আর অ্যাক্টিভিটিই ফলোয়ার আর লাইক সংখ্যা কম-বেশি হবার ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করে। ডিপজলের ফলোয়ার সংখ্যা অনেক সুঅভিনেতাদের চেয়ে বেশি দেখে অবাক হলাম।পোস্টের জন্য ধন্যবাদ।

০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আসলে গ্ল্যামার আর অ্যাক্টিভিটিই ফলোয়ার আর লাইক সংখ্যা কম-বেশি হবার ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করে। গুরুত্বপূর্ণ কথা। এই সোশ্যাল মিডিয়ার যুগে যিনি যত বেশি অ্যাক্টিভ, তার জনপ্রিয়তাও ততই বেশি; এবং দেখা যাচ্ছে, বিভিন্ন নাটকেও তাদের উপস্থিতি অন্যদের চাইতে বেশি। ফেইসবুক পেইজগুলো এদের প্রচার ও প্রসারের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করছে; একেবারে হইচই পড়ে যাচ্ছে পেইজগুলোতে। বাংলাদেশের মৌ, সুবর্ণা মোস্তফা, ভারতের ঐশ্বরিয়া রাইয়ের ফেইসবুক পেইজ একেবারে নিস্প্রভ, যদিও সালমান খান, শাহরুখ খানেরা সেই তুলনায় সম্পূর্ণ বিপরীত এবং উর্ধ্বমুখী।

কমেন্টের জন্য ধন্যবাদ তমাল ভাই।

২| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:২১

ঠাকুরমাহমুদ বলেছেন:




পোস্ট দিতে অনেক শ্রম দিয়েছেন। জানতে ইচ্ছে করে একমাত্র কিশোরগঞ্জের ইলিয়াস ভাই ছাড়া বাদবাকি বাংলাদেশী নায়ক দেশের জন্য কি করেছেন? ইলিয়াস ভাই অসুস্থ হলে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করবেন না। কিন্তু বাদবাকী সেলিব্রেটিরা কি কোনো কারণে অসুস্থ হলে সরকারি ফান্ড হতে বাংলাদেশের জনগণের টাকা নেওয়ার তদবীর করবেন?

আপনার দেয়া তালিকায় বেশ কয়েকজনকে দেখেছি বিমানে চড়ে ক্রুদের সাথে এমন আচরণ করেছেন - মনে হয়েছে আকাশেই ইমার্জেন্সি দরজা খোলে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া উচিত অথবা অনফ্লাইট বাথরুমে আটকে রাখা উচিত।


০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জানতে ইচ্ছে করে একমাত্র কিশোরগঞ্জের ইলিয়াস ভাই ছাড়া বাদবাকি বাংলাদেশী নায়ক দেশের জন্য কি করেছেন?

প্রিয় ঠাকুরমাহমুদ ভাই, এ ব্যাপারে আমার অভিমত হলো, এরা প্রত্যেকেই দেশের জন্য কাজ করতে করতেই এরকম একটা অবস্থানে উঠে এসেছেন। সেই কাজটা হলো- জনগণের জন্য চিত্ত বিনোদন। এমন একটা সময় ছিল, যা আমিও পার করে এসেছি- সিনেমা দেখার জন্য অধীর উত্তেজনায় দিন গুনতাম, কবে 'অমুক' ছবিটি হলে আসবে। ওয়াসীম, অলিভিয়ার চরম ভক্ত ছিলাম। 'চিত্রালী', 'পূর্বাণী' সিনেপত্রিকায় এদের খবর পড়ে তুমুল রোমাঞ্চিত হতাম। এদের টুকিটাকি খবর জানার জন্য কতই না আকুলতা ছিল মনের ভেতরে। বিভিন্ন মিডিয়ার আবির্ভাবে সেই ক্রেজ যদিও এখন নেই, কিন্তু একেবারে শেষ হয়ে যায় নি।

প্রত্যকেরই নিজ নিজ কর্মক্ষেত্র আছে। সেই কর্মক্ষেত্রে তাদের সাফল্য দিয়েই তাদের বিচার করা উচিত বলে আমার মনে হয়। তবে, 'সমাজসেবা' বা 'দেশসেবা' কোনো সুনির্দিষ্ট পেশা বা সেবা নয়, নিজ নিজ কর্মক্ষেত্রের বাইরে গিয়ে তা যে-কেউ করতে পারেন। আসাদুজ্জামান নূর, তারানা হালিম, ফারুক, কবরী সারোয়ার, প্রমুখ অভিনেতাগণ রাজনীতিতে এসেছেন, তারা সফলও হয়েছেন। রোজিনার কথাও শুনেছিলাম, কিন্তু চূড়ান্ত ফলাফল জানি না।

একজন সেলিব্রেটি তার কথা, বক্তব্য, কাজ দিয়ে একটা নির্দিষ্ট জনগোষ্ঠিকে মুভ বা মোটিভেট করতে পারেন, যেটা ইলিয়াস কাঞ্চন করছেন। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, এই কাজের জন্য ইলিয়াস কাঞ্চনই হলেন এক এবং অদ্বিতীয় মহান ব্যক্তি, যিনি 'নিরাপদ সড়ক চাই' আন্দোলনের মধ্য দিয়ে, বলা যায় পুরো জাতিকেই, একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে ধাবিত করতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন।

আমি ইলিয়াস কাঞ্চনের বিরাট ভক্ত ছোটোবেলায় 'সুন্দরী' ছবি দেখার পর থেকেই। এরপর একবার, ২০০৭ সালে, তার সান্নিধ্যে আসার সুযোগ ঘটে। তার সাথে আলাপ করার পর তার উপর আমার শ্রদ্ধা অনেক বেড়ে যায়। কিশোরগঞ্জ শহরে তাকে নিয়ে একটা মাদকবিরোধী শোভাযাত্রা করার পর স্টেডিয়ামে একটা মাদকবিরোধী কনসার্ট করেছিলাম। তিনি সুবক্তা। জনগণ মন্ত্রমুগ্ধের মতো তার বক্তব্য শুনেছিলেন, আমিও মুগ্ধ ছিলাম। তখন নির্বাচনের পূর্ব মরসুম ছিল। তিনি সুদৃঢ়ভাবে বলেছিলেন, কেউ যেন তাকে ভুল না বোঝে যে তিনি নির্বাচন করার উদ্দেশ্যে এখন জনগণের সামনে এসে দাঁড়িয়েছেন। তিনি এখনো নির্বাচন করেন নি, যা থেকে তার কথার সততা খুঁজে পাচ্ছি।

আপনার লাস্ট কথাটার ব্যাপারে বলবো - কিছু কিছু সেলিব্রেটি খুবই অহঙ্কারী হয়ে থাকেন, এবং একসময় ধরাকে সরা জ্ঞান করতে থাকেন। তবে, এরা কালের গর্ভে খুব দ্রুতই হারিয়ে যেতে থাকেন। জনগণই একজন সাধারণ অভিনেতাকে সেলিব্রেটি করে থাকেন। সেই জনগণের সাথেই যদি তুচ্ছতাচ্ছিল্য, দুর্ব্যবহার করা হয় তাহলে সেই জনগণ কেন তাদেরকে ভালোবাসবেন?

৩| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪৪

রামিসা রোজা বলেছেন:

সেলিব্রিটিরা মানুষ আর আমরাও মানুষ কত পার্থক্য মানুষে
মানুষে ...

০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সেলিব্রেটিরাও মানুষ। দেশে অভিনেতাদের তো অভাব নেই, কিন্তু আমরা চিনি মাত্র অল্প কয়েকজনকে। তারা তাদের দক্ষতা ও প্রতিভা দিয়েই উঠে এসেছেন এ পর্যায়ে।

তবে আপু, আমরা প্রত্যেকেই কিন্তু নিজ নিজ ফ্যামিলিতে একেকজন সেলিব্রেটি। একজন মা বা বাবা সন্তানদের কাছে তুমুল আদরণীয় ও জনপ্রিয় হয়ে থাকেন। তেমনি, সন্তানরাও মা-বাবার কাছে অত্যন্ত আদরের। এই আদর ও ভালোবাসাই তো 'সেলিব্রেটি'দের সূচক, তাই না? সুতরাং, যারা পাবলিক ফিগার হয়েছেন, তাদের যেমন আত্মতৃপ্তির অনেক উপকরণ আছে, আমাদেরও কিন্তু কম নেই।

শুভেচ্ছা নিয়েন আপু।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫০

কলাবাগান১ বলেছেন: ড: রেহমান সোবাহান, ড: ইউনুস, ড: জামিলুর রহমান এদের নিয়ে লিখুন কিছুটা হলেও জ্ঞান লাভ হবে......এসব 'সেলিব্রেটি' দের প্রিয় রং, প্রিয় অভিনেতা, জেনে কি কারো কোনদিন জ্ঞান আহরন হয়েছে কিনা জানি না....

এদের নির্বাচন নিয়ে সংবাদমাধ্যম গুলি এমন ভবে ফলাও করে প্রকাশ করে যেন এই নির্বাচনের পরে নির্বাচিত নেতারা দেশের সকল অনাহারী পরিবার পেঠ ভরে খাওয়াবে। একটু সস্তাই মনে হল এত কস্টকর পোস্টকে....। সময়টা অন্যভাবেও ব্যয় করা যেত

০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পৃথিবীতে প্রতিটা ক্ষেত্রেই জ্ঞানের উপকরণ আছে। তবে, সব উপকরণ সবাইকে সমানভাবে আকৃষ্ট করে না। যেই মহান ব্যক্তিদের নাম বলেছেন, দেশ ও সমাজে তাদের যেমন অবদান আছে, এই পোস্টে উল্লেখিত ব্যক্তিদের অবদানও কোনো অংশে কম না। তারা দেশের বিরাট একটা জনগোষ্ঠির ভালোবাসা ও আবেগের সাথে জড়িত। এজন্য, আলী জাকের, রাজ্জাক, সুচিত্রা সেন, শ্রীদেবীর মৃত্যু হলে শুধু একটা দেশ না, কয়েকটা দেশের বিপুল জনগোষ্ঠি শোকে মোহ্যমান হয়ে পড়েন। আরেকটা ব্যাপার হলো, ঐ মহান ব্যক্তিদের নিয়ে লিখলেই যে সবাই তাদের ব্যাপারে জানার জন্য এই পোস্ট পড়তে আসবেন, সেটা যেমন সত্য না, তেমনি এই পোস্টটাও যে কারো ভালো লাগবে না তাও ঠিক না। এই গুগলের যুগে যখন যার যেটা জানার প্রয়োজন, সেটা মুহূর্তেই এক ক্লিকে বের করে ফেলা যায়, তাই না?

কমেন্টের জন্য ধন্যবাদ কলাবাগান ভাই।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:০১

ঠাকুরমাহমুদ বলেছেন:




কলাবাগান১ কে আমি বিচিত্র কিছু কারণে বেশ পছন্দ করি যদিও তিনি মাঝে মাঝে আমাকে আক্রমণ করে বসেন। কলাবাগান১ দেশের বাইরে থাকেন জানি, তিনি ভালো জানেন এই সকল সেলিব্রেটি কি পরিমাণ ইডিয়ট, এরা দেশের বাইরে গিয়ে সীমাহীন ইডিয়টের কাজগুলো করে আসে। ফ্লাইটে লিকার ভক্ষনের জন্য রিতিমতো উন্মাদের আচরণ করে। দেশের বাইরে গিয়ে ফ্রিতে এর ওর ট্রান্সপোর্ট ব্যবহার করার পায়তারায় থাকে।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাই, আমি আপনার পোস্টের পক্ষে নই - বিপরীতেও নই। আমি বাংলাদেশের তথাকথিত সেলিব্রেটিদের কথা বলছি মাত্র।

০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ফ্লাইটে লিকার ভক্ষনের জন্য রিতিমতো উন্মাদের আচরণ করে। হাহাহাহাহা। তারা হয়ত মনে করেন যে, লিকার ভক্ষণ করলেই জাতে ওঠা যায়, এজন্য সুযোগটা হাতছাড়া করতে চান না আর কী :)

৬| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:১০

রাজীব নুর বলেছেন: এত এত নায়ক কাউকেই ঠিকভাবে চিনি না। এটা আমার ব্যর্থতা।

০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবাইকে না চেনাটা ব্যর্থতা না। সবাইকে যে চিনতে হবে এমন কোনো কথা নাই।

৭| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩০

নেওয়াজ আলি বলেছেন: বলিউঢের ভাইজান আমার প্রিয়, আপনার ? তবে এখানে অনেককে চিনি না

০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাজরঙ্গী ভাইজান আমারও প্রিয়, যদিও ছবিটা দেখা হয় নাই।

৮| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: এইবারেরর লিস্টে বেশ কয়েকজনকে চিনতে পেরেছি।

০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :) ওয়াও ওয়াও ওয়াও :) প্রাণঢালা অভিনন্দন নিন

৯| ০৮ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাংলাদেশী তারকাদের মধ্য রোশান, সায়মন, বাপ্পি, আজিজুল হাকিম এরা নেই।

আসলে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটিভ নন বিধায় বাস্তবে জনপ্রিয় হলেও অনলাইনে এগিয়ে নেই।

বাংলাদেশী ফিমেল তারকারা যেখানে এগিয়ে মেইল তারকারা সেখানে পিছিয়ে। অত্যন্ত শাকিব খান এগিয়ে থাকতে পারতেন।

সুন্দর । এই ধরনের পোস্টে ৫০ অধিক মন্তব্য পাওয়ার কথা কিন্তু সামুর যে অবস্থা তাতে এটা আশা করা ভুল।

সুপার ডুপার হিট পোস্ট হতো যদি সামুর আগের অবস্থান থাকতো।

০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জোশের পাবলিক দিন দিন কমে যাচ্ছে মনে হয় :)

যাই হোক, আজকে একটা আশাব্যঞ্জক খবর পাওয়া গেল এখানে :)


প্রখ্যাত আমেরিকান বিজনেস ম্যাগাজিন 'ফোর্বস'। সম্প্রতি ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকা প্রকাশ করেছে 'ফোর্বস'। সেই তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন ঢালিউড অভিনেত্রী পরীমনি।

গতকাল সোমবার প্রকাশিত ওই তালিকায় পরীমনি সম্পর্কে লেখা হয়, ‘ফেসবুকে প্রায় ১ কোটি ফলোয়ার রয়েছে পরীমনির। আসল নাম শামসুন্নাহার স্মৃতি। ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে অভিনয়ের জন্য ২০১৯ সালের সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর (সমালোচক) পুরস্কার জিতেন তিনি। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর একটি চলচ্চিত্র-সহ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করছেন এখন।’

উল্লেখ্য, ফেসবুকে প্রায় এক কোটি ফলোয়ার রয়েছে ঢালিউড অভিনেত্রী পরীমনির। এছাড়া এখানে বেশ সরব এই লাস্যময়ী।

এছাড়া এ তালিকায় যারা রয়েছেন, লিসা (২৩), জেনি (২৪), রোজ (২৩) ও জিসু (২৫)-এই চার তরুণীর গড়া দক্ষিণ কোরিয়ান পপ গ্রুপ ‌‘ব্ল্যাকপিংক’ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা দেশটির মধ্যে সর্বোচ্চ।

ভারত থেকে জায়গা পেয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আলিয়া ভাট, রণবীর সিং, হৃত্বিক রোশন, নেহা কাক্কর, শহীদ কাপুর, মাধুরী দীক্ষিত, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা ও শ্রেয়া ঘোষাল।

ডেইলি বাংলাদেশ/এএ

১০| ১০ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা। গতকাল পত্রিকায় দেখলাম। তারুণ খবর । জয়া আহসান বিদেশী ভাষার চলচিত্রে অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন সেটাও আশাজাগানিয়া ও শোবিজের জন্য আনন্দের খবর।

ধন্যবাদ।

১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পরীমনি ফেইসবুকে খুবই অ্যাক্টিভ এবং জয়া আহসানও। দুইজনেরই ফেইসবুকে তুমুল জনপ্রিয়তা রয়েছে।

জয়া আহসানের কয়েকটা নাটক আর 'দেবী' সিনেমা দেখেছি। তার অভিনয়দক্ষতা খুবই ভালো, ন্যাচারাল অভিনয় করেন তিনি। সেদিক থেকে পরীমনিকে আমার অতটা ভালো লাগে নি।

১১| ১১ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০১

সাহাদাত উদরাজী বলেছেন: এই পোষ্ট প্রিয়তে রাখলাম, এক্কে জনের সাইটে গিয়ে দেখবো। তবে আমি মনে করি অনলাইনের জনপ্রিয়তা নির্ভর করে এক্টিভিটির উপর, যে যত এক্টিভ তার ফলোয়ার বেশী হবেই।

১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি ঠিকই বলেছেন সাহাদাত উদরাজী ভাই, ফেইসবুকে যিনি যত বেশি অ্যাক্টিভ, তার ফলোয়ার ও লাইকসংখ্যা তত বেশি। কিছু পাগলকে দেখবেন দিনরাত এসব সেলিব্রেটিদের স্টেটাসে গিয়ে পড়ে আছে :)

পোস্ট প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.