নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

খোলস

২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩৩

অনেকদিন গা-ঢাকা দেয়ার পর একটা ঝাড়া দিয়া শরীর থেকে খোলসটা ফেলে দিল জামালুদ্দিন লাগাম। আগের আমলে যে কবীরা গুনাহ করেছিল, বাঁচা থাকতে সেইগুলো কেউ তাকে মাফ করবে না।
সেই জন্মের পাপকার্যের ফিরিস্তি করতে গেলে কয়েকজন দক্ষ দলিল লেখকের কলমের কালি শেষ হয়ে যাবে। শুধু এক-কথায় বলা যায়- সে ছিল সরকারী দলের এক দুর্ধ্বর্ষ খুনি, ধর্ষক ও স্বার্থলোভী ছাত্রনেতা। কতজনকে সে বুড়িগঙ্গার জলে ফেলে দিয়েছিল, ক’টা মেয়ের ভার্জিনিটি নষ্ট করেছিল, এ হিসাব তার নিজের কাছেও নাই।
সরকারের বদল হয়েছে। কিন্তু নিহত ও ধর্ষিতাদের স্বজনেরা কি বুকের ক্ষত ভুলতে পেরেছে? তাদের বুকে প্রতিশোধের আগুন লেলিহান হিংস্রতায় জ্বলছে।
জামালুদ্দিন লাগাম জানে, তার প্রাণ এখন ক্ষমতাসীন ছাত্রনেতাদের হাতে। তাকে বাঁচতে হবে। আর ঐ যে, ক্ষমতার একটা দুর্দান্ত সুখ আছে না- হ্যাঁ, সেই সুখটাও তার চাই।
জামালুদ্দিন লাগামের কুটিল মনে বুদ্ধির অন্ত নাই- শয়তানরা বিপদে পড়লে তার কাছ থেকে বুদ্ধি ধার নেয়। সে এবার সাহায্য নিল ডিজিটাল মিডিয়ার।
২৬ মার্চের রাত ১২০১ মিনিটে সে ফেইসবুকে এক জ্বালাময়ী স্টেটাস লিখলো। মুহূর্তে লাইক, কমেন্ট আর শেয়ারের সুনামি বয়ে গেলো তার স্টেটাসের উপর।

কী লিখেছিল স্টেটাসে? এটাও এক কথায়ই বলি- নাহ্‌ থাক, আপনারাই আন্দাজ করুন, আর এই ভোল-পাল্টানো, সুবিধালোভী ধূর্ত শেয়ালদের চিনে রাখুন, যারা সব সরকারের আমলেই ‘সরকারি দল’ করে আর দেশ ও জনগণের হুগা মাইরা হগ্‌গলের জান তেজপাতা কইরা ছাড়ে।

২৭ মার্চ ২০১৯

মন্তব্য ৩৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৪০

চাঁদগাজী বলেছেন:



আপনার লেখার মান থাকে না, পড়ে ভালো লাগে না।

২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সব লেখার মান সমান থাকবে না, ওঠা-নামা করবে, এটাই স্বাভাবিক।

গল্পটা কী বিষয়ে লিখেছি? যাই হোক, মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৪

শাহ আজিজ বলেছেন: শেষ লাইন গুলান মচতকার

২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

ধন্যবাদ শাহ আজিজ ভাই।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর। :)

২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সামু মামা :)

৪| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:১১

ঢুকিচেপা বলেছেন: প্লট হিসাবে দারুণ হয়েছে। এটাও কি স্বপ্নে নাজিল হলো ? ক’দিন দেখলাম না আপনাকে

২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ঢুকিচেপা। না, এটা স্বপ্নে নাজিল হয় নাই। তবে, ইতিমধ্যে স্বপ্নের ভেতর আরো একটা গল্প দেখেছিলুম। আনফরচুনেটলি, ওটা এখন মনে পড়ছে না :( কখনো মনে পড়লে সাথে সাথেই লিখে ফেলতে হবে

মন মেজাজ ভালো ছিল না

৫| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:২১

ঠাকুরমাহমুদ বলেছেন:



সরকারি দলের সাথে যুক্ত হতে হলে হয় চামচা হতে হয় নয়তো পান্ডা। বাংলাদেশের এটি ট্র্যাজেডি এই দেশ কখনো ভালো সরকার পায়নি।

২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যার মুখে জীবনেও বঙ্গবন্ধুর নাম শোনা যায় নি, হঠাৎ করে সে 'বঙ্গবন্ধু' বলতে বলতে মুখে ফেনা তুলেই ক্ষান্ত হলো না, জোড়াতালি দিয়া বইও লেখা শুরু করলো। এগুলো হলো ভোল পালটে নতুন লেবাস ধারণের উদাহরণ। বিরোধী দলের যত কুৎসা রটনা করা যায়, সরকারি দলের তত নিকটে যাওয়া যায়। একদিন হঠাৎ লক্ষ করলাম, একজন ব্লগার বলা নাই কওয়া নাই, স্রেফ অপ্রাসঙ্গিক ভাবে এক বিরোধী নেত্রীর নামে হুট করে একটা কটু কথা বলে ফেললেন। স্পষ্ট বুঝলাম, তিনি ভিতরে ভিতরে বেজায় ধূরন্ধর। যে-কোনো সরকারের আমলেই তারা 'সরকারি দলের' সেবক। তাদের দলের নাম 'সরকারি দল'। এই চামচাদের চামচাগিরি দেখতে দেখতে অতিষ্ঠ হইয়া গেলাম।

সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ ঠাকুরমাহমুদ ভাই।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৯

মেহেদি_হাসান. বলেছেন: সরকারি দলে উপরে ওঠা কঠিন কাজ না
১. বিরোধী দলকে গালাগালি করতে হবে
২. সরকারী দলের নেতাদের পা চাটতে হবে।

পিছনের ইতিহাসে আপনি কোন দলে ছিলেন ওটা ডাজেন্ট ম্যাটার।

০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি ঠিক বলেছেন

৭| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৮

রাজীব নুর বলেছেন: এই লেখাটি কি আগে একবার পড়েছি নাকি?

০৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আগে এটা ফেইসবুকে দেয়া হয়েছিল। সেখানে পড়ে থাকতে পারেন।

৮| ৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:৪০

নেওয়াজ আলি বলেছেন: ভালো লিখেছেন। সরকারি দল যে করে সে রাজা .....

০৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সরকারি দল যে করে সে রাজা ..... হাহাহাহা।

৯| ৩০ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৬:১৯

সোহানী বলেছেন: জামালুদ্দিনরা সবসময়ই ক্ষমতাবান। তাদের ক্ষমতার কোনই রদ-বদল হয় না। যে সরকার আসে তারা সে সরকারেই থাকে। তাই এই জ্বালাময়ী স্ট্যাটাস তারা কম বেশী সবসময়ই দেয়।

গল্পে সুপার ভালোলাগা।

১২ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জনৈক ব্যক্তিকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার দলের নাম কী? উত্তরে গর্বের সাথে জানিয়েছিলেন, আমার দলের নাম 'সরকারি দল'। ক্ষমতা ধরে রাখার জন্য আমরণ 'সরকারি দলে' থাকা ছাড়া গতি নাই।

গল্পে সুপার ভালোলাগা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

১০| ৩০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৫

পদ্মপুকুর বলেছেন: সত্যি সত্যিই গল্পতো, নাকি গল্পের আড়ালে সত্য?

১২ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি ঠিকই ধারণা করেছেন, সত্যের উপরে গল্পটা দাঁড়িয়ে আছে।

ভালো থাকবেন। শুভেচ্ছা রইল প্রিয় পদ্ম পুকুর ভাই।

১১| ৩০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৭

ভুয়া মফিজ বলেছেন: 'লাগাম' কেমন পদবী? এই পদবী তো আগে হুনি নাই!!! :P

শেষের লাইনের 'হুগা' শব্দটা বুঝি আপনাদের অন্চলে বলে! আমাদের অন্চলে বলে 'হোগা'। এটা আবার হিন্দিতেও বলে, তবে মানে ভিন্ন! =p~

গল্প বা বাস্তবতা যেটাই বলেন না কেন.........এটাই আমাদের দেশে নির্মম সত্য! কি একটা দেশ.....এক্কেরে লা-জওয়াব! :-B

১২ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এর আগে জনাব পদ্ম পুকুর ভাই নামের ব্যাপারে আলাপ উত্থাপন করেছিলেন। একবার আমার একটা হুজুগ উঠেছিল, পলাশুদ্দিন তমাল, শরাফুদ্দিন পাগাম, কামালুদ্দিন পাগাম, এভাবে চরিত্রগুলোর নামকরণ করা। সেই হুজুগ অবশ্য এখন কেটে গেছে :)

ঐ শব্দটাকে কেউ কেউ শুদ্ধ ভাষায় 'শুগা'ও বলে থাকেন। এসব স্ল্যাং আমি খুব কম ইউস করি, তবে, ক্ষোভ বোঝানোর জন্য মাঝে মাঝে প্রয়োগ করে থাকি।

গল্প বা বাস্তবতা যেটাই বলেন না কেন.........এটাই আমাদের দেশে নির্মম সত্য! অমত নাই, এবং সেজন্যই এ গল্পটার জন্ম হয়েছে।

বরাবরের মতোই সরস মন্তব্য। অনেক ভালো লাগা প্রিয় মফিজ ভাই।

১২| ৩০ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এমন সুবিধাবাদী দালাল সবসময় থাকে সবদলে।

ওরা জান তেজপাতা করার জন্য দায়ী, চরমভাবে দায়ী।

১২ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই সুবিধাবাদী দালাল দলের যন্ত্রণায় টিকে থাকাই দায়। দুঃখজনক ব্যাপার হলো, এদের বিনাশ হতে দেখা যায় না।

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হায় হায়!আপনিতো আমাগো এলাকার জামাইল্লারে একেবারে ধুইয়া দিছেন।
আগে ছিল জাতীয় পার্টি, পরে বিএনপি। সেদিন এক বক্তিমায় বলছে, আমার পরিবারের লোকজন ১৭৫৭ থেকে আওয়ামী লীগ।
শুনছি এবার সে সরকারি দল থেকে মেম্বার নমিনেশন পাইবো।

১২ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাাহাহাহা। আমার গল্পের ক্যারেক্টার দেখি একদম বাস্তব রাস্তা থেকে উঠে এসেছে :) তাকে আমার সালাম ও কদমবুচি জানাইবেন গিয়াস ভাই। আর এই মূল্যবান সংবাদ পরিবেশনের জন্য অনেকগুচ্ছ ধন্যবাদ নিন

১৪| ৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৯

মিরোরডডল বলেছেন:



এই ভোল পাল্টানো মানুষগুলো সাপের মতন রং বদলায় । কিন্তু ডিফারেন্স হচ্ছে এরা সাপের চেয়েও বিষধর । শুধু যে রাজনীতিতেই এরকম সাপ আছে তাই না , আমাদের জীবনেও আশেপাশে অনেক এরকম মানুষ আছে যারা প্রতিনিয়ত ভোল পালটায় । এখন এক কথা বলেতো একটু পর অন্য কথা । একেবারেই বিশ্বাসী না । এদের থেকে দূরে থাকতে হয় আর নাহলে সাপের মতো এরাও ক্ষতি করে । ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম ।

এনিওয়ে, ধুলোকে নতুন বছরের শুভেচ্ছা ।



১২ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথমেই ডুলুকে নতুন বছরের শুভেচ্ছা জানাই।

হ্যাঁ, এই রংবদলানো অমানুষগুলো সাপের চাইতেও অধিক ভয়ানক। এজন্যই এরা সবসময়েই সরকারি দলে থাকতে পারে।

ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে তিক্ত সত্য তুলে ধরার জন্য ধন্যবাদ ডুলুকে

১৫| ০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:২৩

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: আমার এলাকায় নৌকার সমর্থনে মিছিল হলে সামনে যারা থাকে তাদেরকে ছোটবেলায় ধানের শীষের মিছিলে সবার সামমে দেখতাম। সরকার বদলানোর সাথে সাথে দলও বদলে যায় এদের।

১২ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহা। আপনার এই কমেন্টসহ কয়েক জনের কমেন্ট পড়ে গল্পটাকে সার্থক মনে হলো এইজন্য যে, তাহলে আজগুবি কিছু লিখি নাই। অনেক ধন্যবাদ ঘটনাটা শেয়ার করার জন্য।

১৬| ০৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৩২

ডার্ক ম্যান বলেছেন: আমার মত কিং মেকারদের নিয়ে গল্প লিখুন

১২ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, অবশ্যই লিখবো। তো কেমন আছেন সৈকত ভাই?

১৭| ১২ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৭

মিরোরডডল বলেছেন:



নতুন বছর আসছে সেই মেলাআআআআআআ দিন আগে :)
আর এতদিনে শুভেচ্ছা B:-)
ঠিক আছে বাসি শুভেচ্ছা গ্রহণ করলাম । বেলী ফুল বাসি হলেও স্মেলস নাইস :)

১৮| ১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:২৩

নীল আকাশ বলেছেন: এরা ভাই একটাই দল করে আর সেটা হচ্ছে সরকারী দল।

১৯| ২১ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

সোনাবীজ ভাই, অনেক দিন পর ব্লগে এসে জাতি এসব কী দেখছে?
জানতে চাই এই জামালুদ্দিন লাগামটা কে? লাগামটাই বা কী রকম বংশ।
আপনার পোস্টের শেষ বক্তব্য পড়ে আর আঙ্গুল আটকে রাখতে পারলাম না।

এসব জামালুদ্দিনের লাগাম টেনে ধরা দরকার - এরচে বেশি আর রাগ করতে পারছি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.