নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
তুই জানিস, তুই কী চাস তা আমি জানি
এও তুই জানিস, আমিও তা চাই
তাহলে ভণিতা রেখে চল্, সেই সুরম্য দুর্গের ধারে সুন্দর বনে যাই
বয়সের আগুন বেশিদিন থাকে না। আগুন নিভে গেলে
এসব কবিতা ছাই হয়ে যাবে
আর পানদানিতে খুঁড়োবে আমাদের পানসে বয়স
তখন বিপন্ন চোখেমুখে সরস দিনের গালভরা আফসোস
এমন মহার্ঘ সময় পায়ে ঠেলে ফেলে দিয়ে কী লাভ?
আমরা ভিন্ন মাত্রা দেবো প্রেমে
একঘেঁয়ে প্রেমের কবিতায় দেব কিছু অনন্য স্বাদ
আমাদের অবসাদ নেই, আছে দীর্ঘ চাঁদতরঙ্গে অমরাবতীর রাত
তাহলে এসব ভণিতা এবার রাখ্। সোজাসুজি বল্ :
চল্, প্রেম করি, আর আটলান্টিকে থোকা থোকা ঢেউপোনা ধরি।
২৩ সেপ্টেম্বর ২০০৯
০৮ ই মে, ২০২১ বিকাল ৩:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কিন্তু মাধুকরীর কূর্চীর মত প্রেমে পড়তে ক জনে পারে? অসাধারণ ও অনেক দামি প্রশ্ন, যার ভেতরেই উত্তর আছে- কূর্চীর মতো সবাই পারে না।
তবে, ওরা দুজন খুব সাহসী ছিল, বলাই বাহুল্য। দলছুট হয়ে বাঘের মুখে পড়তে পারতো, হারিয়েও যেত পারতো, কুমির, সাপসহ আরো জন্তুজানোয়ারের খপ্পরে পড়তে পারতো। কিন্তু, প্রেমের অভিযাত্রায় যে রোমাঞ্চ, তাতে ভয়ডর সব নস্যি
সুন্দর প্রথম কমেন্টের জন্য ধন্যবাদ আপু।
২| ০৮ ই মে, ২০২১ বিকাল ৩:১২
শেহজাদী১৯ বলেছেন: এটা শুধু সুন্দর কমেন্টই না আমার দেখা এক জীবন্ত অসাধারণ প্রেমের দৃশ্য।
মেয়েটা ছিপছিপে ব্যাক্তিত্বশালী এবং ইয়োগা টিচারও ছিলো। দেখতেও দারুন মায়াবী। সত্যিকারের এক গল্পের নায়িকা যেন। ছেলেটাও সুন্দর। বড় বড় চুল আর ফরসা। মেয়েটা শ্যামলা ছিলো।
যে কোনো নাটকেই মানিয়ে যেত তারা।
এই দৃশ্য আমার মনে গেঁথে আছে। আমরা যা পারিনি, আমরা যা পারিনা। তারা সেই অসাধ্যকেই সাধ্য করেছিলো।
ওদেরকে নিয়ে একটা গল্প লেখা যায় তাইনা?
কারণ ওরা আমাদের সাথে ৭ দিন ছিলো জাহাজে ওদেরকে সবাই খুব খেয়াল করতো।
ইভেন রাতে তারা কই থাকে কি করে সবই ছিলো সকলের নজরে ও হাসাহাসি আড় কৌতুকের উপকরণ।
তবে তারা তাতে থোড়াই কেয়ার ছিলো।
০৮ ই মে, ২০২১ বিকাল ৩:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওদেরকে নিয়ে একটা গল্প লেখা যায় তাইনা? - আমার মনের কথাটাই বলেছেন। আমি নিজেও খুব রোমাঞ্চিত বোধ করছি এই কাহিনিতে। তবে, এই ব্লগে একজনই আছেন, যিনি এটার উপর ভিত্তি করে খুব সুন্দর একটা রোমান্টিক গল্প লিখতে পারবেন। বলুন তো, আমি কার নাম বলছি? জাস্ট একটু গেস করুন। আমার নাম বলে আবার বিব্রত কইরেন না আমারে, আমি কোনো রোমান্টিক গল্প কেন, প্রেমের গল্পও তেমন লিখতে পারি না
৩| ০৮ ই মে, ২০২১ বিকাল ৩:২২
শেহজাদী১৯ বলেছেন: হা হা কে সে? আমিও পারি।
লিখে দেখাই তাহলে আজ রাতেই।
সত্যি বলতে চোখে দেখা ঘটনাগুলি একটু রঙ চড়িয়ে লিখতে বেশি কষ্ট করতে হয় না।
চোখের সামনেই একের পর এক প্লট পরিবর্তন হয়ে যায় অটো।
আমি আজ ফেসবুকে ঐ মেয়েটার সার্চ লাগাবো। জেনে নেবো বর্তমান অবস্থানটাও। তারপর গল্প নিশ্চয় মজবুত হবে ইনশাল্লাহ।
০৮ ই মে, ২০২১ বিকাল ৩:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি নিজেই যেহেতু লিখবেন, তাহলে তুখোড় একজন প্রেমের গল্পলেখকের নাম বললাম না। সম্প্রতি চিলে কোঠার প্রেম লিখে তিনি ব্লগে আলোড়ন তুলেছেন। ওরকম একটা গল্প হতে পারে আপনার সুন্দরবন ভ্রমণের জুটি থেকে
৪| ০৮ ই মে, ২০২১ বিকাল ৩:৫২
শেহজাদী১৯ বলেছেন: ওহ চিলেকোঠার প্রেম পড়তে হবে তো তাহলে অবশ্যই। আর আমি প্রথম প্যারা লিখে ফেলেছি। তাড়াহুড়ো হলো নাকি জানিনা তবে ভাবাবেগ এসে গেছে মেয়েটাকে মনে পড়ে লিখে ফেলাটাই উত্তম তাই না?
০৮ ই মে, ২০২১ বিকাল ৪:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইউ আর সো প্রম্পট অ্যান্ড কুইক!!! প্রথম প্যারা লিখে ফেলা মানে ধরেই নিতে পারি গল্পটা শেষ হচ্ছে, যখনই হোক না কেন।
তাড়াহুড়ো না, ঠিকই আছে। আমার মগজে গল্প জন্ম নেয়ার পর অনেক অনেক দিন ঘুরপাক খায়, আলসেমি বা পুরো প্লট রেডি হয় না বলে লিখা শুরু করি না, কিন্তু যখন মনে মনে ওটা স্থির হয়ে যায়, তখন ওটা শেষ করতে খুব অল্প সময়ই লাগে। অবশ্য, পোস্ট করার পরও যুগ যুগ ধরে আমি তার এডিট করতে থাকি।
আপনার গল্পটা আপনি জানেন। তাতে কিছু রঙ, সুর, গন্ধ মাখিয়ে দ্রুত পোস্ট করুন।
৫| ০৮ ই মে, ২০২১ বিকাল ৪:১২
শেহজাদী১৯ বলেছেন: হ্যাঁ। শুধু ফেসবুকে সার্চ দিয়ে নওরিনের বর্তমান অবস্থাটা জেনে নেই। তারপর শেষ। আজ কালের মাঝেই।
০৮ ই মে, ২০২১ বিকাল ৪:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ কি! নায়িকার নাম দেখি বলেই দিলেন! নাকি, এটা আসল নাম না
৬| ০৮ ই মে, ২০২১ বিকাল ৪:৩২
শেহজাদী১৯ বলেছেন: হ্যাঁ
০৮ ই মে, ২০২১ বিকাল ৪:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
৭| ০৮ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:০০
জটিল ভাই বলেছেন: প্রেমে নতুন স্বদের যোগ! ভালো ভালো.........
০৮ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আমরা ভিন্ন মাত্রা দেবো প্রেমে
একঘেঁয়ে প্রেমের কবিতায় দেব কিছু অনন্য স্বাদ
আমাদের অবসাদ নেই, আছে দীর্ঘ চাঁদতরঙ্গে অমরাবতীর রাত
৮| ০৮ ই মে, ২০২১ রাত ৮:২৬
নেওয়াজ আলি বলেছেন: অসামান্য কাব্য কথন
০৮ ই মে, ২০২১ রাত ৮:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
অসামান্য কাব্য কথন। ধন্যবাদ নেওয়াজ আলি ভাই।
৯| ০৯ ই মে, ২০২১ রাত ১২:৪০
রাজীব নুর বলেছেন: কবিতায় ধার আছে, তেজ আছে।
০৯ ই মে, ২০২১ রাত ১২:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সহজ সরল সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ রাজীব নুর ভাই। শুভেচ্ছা।
বলতে পারেন, তেজী প্রেমের কবিতা
১০| ০৯ ই মে, ২০২১ সকাল ১১:৪৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দারুণ ছন্দ! সত্যিই বয়সের আগুন বেশিদিন থাকেনা।
০৯ ই মে, ২০২১ দুপুর ১২:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বয়সের আগুন বেশিদিন থাকেনা। দারুণ জায়গায় আপনার চোখ পড়েছে। ধন্যবাদ দেশ প্রেমিক বাঙালী।
১১| ০৯ ই মে, ২০২১ দুপুর ১:০০
নীল আকাশ বলেছেন: প্রেমের সাগরে ডূব দেয়া গদ গদ আবেগের কবিতা।
তবে আজকাল মেয়েরা এইসব কবিতা প্রুফ হয়ে গেছে নিয়মিত ফেবু চালানোর জন্য।
০৯ ই মে, ২০২১ দুপুর ১:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
তবে আজকাল মেয়েরা এইসব কবিতা প্রুফ হয়ে গেছে নিয়মিত ফেবু চালানোর জন্য। এই লাইন পড়ে তো নিজের অজান্তেই ফিক ফিক করে হেসে উঠলাম
তবে, কবিতার মেয়েরা এখনো পৃথিবীতে কেউ না কেউ আছে। তারা কবিতার প্রেমিকের কাছে বার বার ফিরে আসবেই।
১২| ০৯ ই মে, ২০২১ দুপুর ২:১২
নির্জন অঙ্কন বলেছেন: কবিতা টা দারুণ ছিলো
০৯ ই মে, ২০২১ বিকাল ৩:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নির্জন অঙ্কন, সামহোয়্যারইন ব্লগে আপনাকে স্বাগতম। আমার ব্লগেও আপনাকে স্বাগত জানাচ্ছি। কবিতার প্রশংসা করার জন্য আন্তরিক ধন্যবাদ। শুভ ব্লগিং।
১৩| ০৯ ই মে, ২০২১ দুপুর ২:১৫
রানার ব্লগ বলেছেন: চল, প্রেম করি !!!!
প্রেমহীন মানুষ আঃর মরুভুমিতে পানি ছাড়া অভিযাত্রি একই কথা।
০৯ ই মে, ২০২১ বিকাল ৩:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কথাটা দারুণ বলেছেন তো! সুন্দর একটা উপমা।
১৪| ০৯ ই মে, ২০২১ দুপুর ২:১৬
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
০৯ ই মে, ২০২১ বিকাল ৩:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আন্তরিক ধন্যবাদ জ্ঞাপনের জন্য আপনাকেও ধন্যবাদ রাজীব নুর ভাই।
১৫| ০৯ ই মে, ২০২১ রাত ৮:৫০
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: সকল ভণিতা উপেক্ষা করে নিজ অনুভূতির বহিঃপ্রকাশ। কয়জনই বা বলতে পারে "চল, প্রেম করি।"?
১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রায় ৩ বছর পর রিপ্লাই দিচ্ছি কিছুদিন ব্লগে আপনাকে দেখলাম। আবার হাওয়া হয়ে গেলেন কেন?
১৬| ১২ ই মে, ২০২১ রাত ১১:৫৪
সোহানী বলেছেন: শেষ লাইনটা দারুন। আটলান্টিকের ঢেউপোনা ধরার উপমাটা অসাধারন।
১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ৩ বছর পর ধন্যবাদ জানাচ্ছি আপু
১৭| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৯
ডার্ক ম্যান বলেছেন: তোমার কাছে চাই নি কিছুই - মণি-মুক্তো হেম
জীবন ভরে চেয়েছিলাম এক টুকরো প্রেম ।
১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'অন্বেষা' থেকে উদ্ধৃতি দেয়ার জন্য অনেক ধন্যবাদ সৈকত ভাই।
©somewhere in net ltd.
১| ০৮ ই মে, ২০২১ বিকাল ৩:০১
শেহজাদী১৯ বলেছেন: দারুন ইচ্ছে।
বেশ কবছর আগে আমরা সুন্দরবন গিয়েছিলাম। সেই ট্রুপে একটা মেয়ে হঠাৎ এসে জাহাজে উঠলো। আরেকটা ছেলে সে ঐ জাহাজের গাইড ছিলো। ওরা একই ইউনিতে পড়তো। মেয়েটার নাম ন দিয়ে। মনে আছে আমার। পুরো নাম বললামনা। এরপর আমরা যখন দলবেঁধে চলে যেতাম বনের গভীরে সেখানে দলবদ্ধ ভাবেই যাবার নিয়ম। কিন্তু ঐ দুজন দলছুট হয়ে যেত।
সবাই হাসাহাসি করতো। মেয়েটার অসাধারণ ব্যাক্তিত্বে না পাত্তা ভাব ছিলো।
কিন্তু মাধুকরীর কূর্চীর মত প্রেমে পড়তে ক জনে পারে?