নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

অ্যানোনিমাস বিবৃতি : ৪ঠা নভেম্বর

০৯ ই মে, ২০২১ বিকাল ৪:৩৩

তেমন কোনো বিশেষত্ব নেই দিনটির সারা পৃথিবীর কাছে
আমার বাবার দূরদর্শিতা কিংবা বিচক্ষণতার জন্যই যদিও
১লা জানুয়ারি উদ্ভাসিত হলো সুন্দরতম সোহাগের দিন হিসাবে।
দলিলদস্তাবেজে আমার জন্মদিন ওটাই; বন্ধুরা
প্রকৃত দিনের খবর কেউ জানে না

৫ম নভেম্বর থেকেই শুরু হয় পরবর্তী ৪ঠা নভেম্বর উৎসব যাপনের আয়োজন।
৩৬৪টা দিন ঘোরের ভেতর কীভাবে কেটে যায় স্বপ্ন ও দহনে

তুমি বলেছিলে,
১লা জানুয়ারিই বেঁচে থাক বাকি পৃথিবীর কাছে, ৪ঠা নভেম্বর
অন্য কারো নয়। তুমি বলেছিলে, ৩৬৪ দিন
তুমুল কলহে কাটুক, এমনকি নিষ্পত্তি হয়ে গেলেও
সম্পর্কের সকল লেনদেন, বছরের একটা মাত্র দিনে
সকাল থেকে সন্ধ্যা গোলচক্বরের মোড়ে মোড়ে বাতাসে উড়াবো
তুখোড় ঝাণ্ডা- নীল নীল শাড়ির আঁচল। সহসা ‘টুউউং’ শব্দে
একটি রিকশা থামবে কোথাও; কিংবা সিএনজি, অথবা ক্যাবের
ভেতর থেকে বিপুল মানুষের শোরগোল ভেদ করে ঝলসে উঠবে
তোমার আশ্চর্য কণ্ঠস্বর :
...................অ...
......................................হ...
.........................................................না...
আচম্বিতে চারদিক খুঁজে কোথাও তোমাকে পাব না। তোমার
সুমধুর অভ্যাসের মতো ধীর পায়ে নীরবে পেছনে দাঁড়াবে,
ঘাড় থেকে একগোছা চুল আলগোছে সরিয়ে তামাম মানুষের
চোখের উপর নির্দ্বিধায় এঁকে দেবে স্পর্ধিত চুম্বন–গাঢ়তম প্রেমের স্বাক্ষর

কী তুমি রেখে গেছো মিরপুরের অলিগলি, রাজপথ ও রেস্তরাঁয়!
উদ্‌ভ্রান্ত আজও ছুটে যাই গোলচক্বরের কোলাহলে। তোমার
মোহনরাঙা স্থির অবয়ব, সঘন দৃষ্টি সম্মুখ সমুদ্রে। উদার বক্ষে
ঝাঁপিয়ে পড়ে আবোলতাবোল কত কী বলি : কী করে
এত সুখ দাও, জাদুকর পাখি!

তুমি আসবেই, পৃথিবীর যে প্রান্তেই বাঁধো না তোমার বাসা,
বছরের ৩৬৪ দিন অনর্গল অহিনেউলেময় হলেও, এ দিনটাতে
তুমি আসবেই অমরাবতীর প্রেম নিয়ে

৪ঠা নভেম্বর- এ দিনটির তেমন কোনো বিশেষত্ব নেই
সারা পৃথিবীর কাছে
নিবিড় কয়েক ফোঁটা অশ্রু আর কান্নার দাম কতটুকুই বা হবে!

২৭ মে ২০১০ সকাল ১০:২৪

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২১ বিকাল ৪:৪৩

নান্দনিক নন্দিনী বলেছেন: বাহ্, দারুণ লিখেছেন।

০৯ ই মে, ২০২১ বিকাল ৫:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। শুভেচ্ছা।

২| ০৯ ই মে, ২০২১ বিকাল ৫:৪১

নেওয়াজ আলি বলেছেন:
সুন্দর প্রকাশ

০৯ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মেওয়াজ আলি ভাই।

৩| ০৯ ই মে, ২০২১ রাত ৮:৪৫

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: অনুভূতির সুন্দরতম প্রকাশ। বিশেষ মানুষের জন্য বিশেষ দিন। প্রিয় মানুষের স্মৃতি রোমন্থন ও তাকে ফিরে পাবার আকাঙ্ক্ষা। ভালো লেগেছে।

১০ ই মে, ২০২১ দুপুর ১২:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিশেষ মানুষের জন্য বিশেষ দিন। সুন্দর বলেছেন তমাল ভাই। ধন্যবাদ আপনাকে।

৪| ০৯ ই মে, ২০২১ রাত ৯:৫৯

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর, নিবিড় অনুভবের কবিতা! + +

১০ ই মে, ২০২১ দুপুর ১২:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নিবিড় অনুভবের কবিতা! অনেক ধন্যবাদ স্যার।

৫| ০৯ ই মে, ২০২১ রাত ১০:১৯

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,




৩৬৫ দিন ধরে কতোকিছুই তো বললেন। সুখ দেয়া জাদুকর পাখিটি তাই হয়তো আশ্চর্য্য কন্ঠস্বরে বলে যায় -
.................অ ............................অনেক
..................................হ.................................হয়েছে
.......................................................না ................................আর না।

দারুন বিবৃতি। পড়েও সুখ!

১০ ই মে, ২০২১ দুপুর ১২:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

.................অ ............................অনেক
..................................হ.................................হয়েছে
.......................................................না ................................আর না।


দারুণ আবিষ্কার তো! খুশি হলাম আহমেদ জী এস ভাই এই আবিষ্কারে।

ভালো থাকবেন। ধন্যবাদ কবিতা পাঠ ও মন্তব্যের জন্য।

৬| ০৯ ই মে, ২০২১ রাত ১১:৫৪

রাজীব নুর বলেছেন: কবিতাটা পড়লাম। কিন্তু সত্যি কথা বলি- পরিস্কার বুঝলাম না।

১০ ই মে, ২০২১ দুপুর ১২:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা ক্লু দিচ্ছি রাজীব নুর ভাই। 'অহনা' নাম্নী এক প্রেমিকা তার প্রেমিকের উদ্দেশ্যে এ কথাগুলো বলছে। এবার আরেকবার পড়ুন।

অনেক আবেগের কিছু কথা আছে এখানে।

ভালো থাকবেন।

৭| ১০ ই মে, ২০২১ রাত ২:৩০

জটিল ভাই বলেছেন: জটিল লিখনী

১০ ই মে, ২০২১ দুপুর ১২:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জটিল কমেন্ট ইনডিড :)

ধন্যবাদ আপনাকে।

৮| ১০ ই মে, ২০২১ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। এবারে কিছুটা সহজ হয়েছে আমার জন্য।

১০ ই মে, ২০২১ বিকাল ৪:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমিও অপরাধবোধ থেকে কিছুটা নিষ্কৃতি পেলাম।

৯| ১২ ই মে, ২০২১ রাত ৯:০৫

ঢুকিচেপা বলেছেন: পোস্টের বিষয়বস্তু আলোচনা পারে।

আহা কি শান্তি, লগইন করি বা না করি, মুক্ত বাতাস..............

১২ ই মে, ২০২১ রাত ৯:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক, এর চাইতে বড় শান্তি কিছু নাই। মনে হয় ঘরে বন্দি ছিলাম, ছটফট করছিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.