নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
১
ঢলের নদীতে ভাঙো তুফানের ঢেউ
ঢেউয়ের তুফানে গাঁথো নদীর কুসুম।
রাতের নিগণ্ঠে বেঁধে দিকচক্রবাল
আঁধারের গর্ভে খোঁজো রাতের কুটুম।
তারপর আঁকি
স্বপ্ন নয়, বৃক্ষ নয়, রহস্যের পাখি।
সরল শরীরে ধরে আগুনের দ্রোহ
কী আশ্চর্য ফুটিয়েছ সম্ভেদ মোহ!
২
কদম্ব কন্দলীকন্যা কিংবা কিংশুকিনী
ভেবে দেখো উহাদের কতটুকু চিনি।
ধোঁয়াশার সবখানি খুলে দিয়ে বসু
প্রেম দাও হে প্রশস্য প্রেমপ্রাজ্ঞ প্রসূ।
১০ সেপ্টেম্বর ২০০৮
২৮ শে মে, ২০২১ রাত ৮:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আমি পোস্ট পাবলিশ করার পরই দেখি উপরে আপনার পোস্ট ভাসছে। আমি নিশ্চিত ছিলাম, আপনি এসে এ নামগুলোর উপর কিছু একটা বলবেনই
ধন্যবাদ মরুভূমির জলদস্যু।
২| ২৮ শে মে, ২০২১ রাত ৮:৫৭
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি কি সঠিক বলেছি?
যদিও আপনি শব্দগুলির সাথে একটু খেলা করেছেন।
২৮ শে মে, ২০২১ রাত ৯:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কদম্ব ঠিক আছে। কলাকে তো মুখে মুখেও কন্দলী বলে থাকি, যেমন কদমকে বলি কদম্ব। আভিধানিক অর্থ হলো কলার মোচা। কিংশুক থেকে কিংশুকিনী করেছি, এই আর কী। প্রতিটা শব্দেরই ভিন্ন ভিন্ন অর্থ ও প্রয়োগ আছে। তবে লেখার সময় এতকিছু চিন্তা করি নাই। এগুলো একেকটা ফুল। বলা যায় খুব কমন এ ফুলগুলো। কিন্তু যখন শব্দে এ ফুলগুলো উচ্চারণ করছি, তা আমরা কতজনে চিনতে পারছি? এটাই বোঝাতে চেয়েছিলাম। মহৎ কোনো গূঢ়ার্থ না।
আবার আসার জন্য ধন্যবাদ।
৩| ২৮ শে মে, ২০২১ রাত ১০:৫৬
মিরোরডডল বলেছেন:
এটা কি হচ্ছে ধুলো ? বেশ অনেকদিন পুরনো পোষ্ট রিপোষ্ট হচ্ছে ।
এখন আর এরকম লিখেনা কেনো !
ধুলোটা ফাইন্যালি শ্বশুরআব্বা হয়েই গেলো
ছেলের বিয়েতে সামুবাসীরা দাওয়াত পাবেতো
২৮ শে মে, ২০২১ রাত ১১:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা আমার অভ্যাস, বা ট্রেন্ডও বলতে পারেন, মাঝে মাঝে পুরোনো পোস্ট রিপোস্ট করা। কারণ হলো, কোনো লেখা তৈরি হওয়া মাত্রই সেটা ব্লগে পোস্ট করি। প্রতিটা লেখাই আমি সময় পেলেই এডিট করি। ফলে আজকের লেখাটা এডিট করতে করতে কোনো একসময় অনেক ইম্প্রুভ করে বলে আমার মনে হয়। নতুন লেখা না থাকলে তখন পুরোনো লেখা পোস্ট করি, ব্লগে নিজের উপস্থিতি অব্যাহত রাখার জন্য।
এখন আর এরকম লিখেনা কেনো! এ কথায় আহ্লাদিত ও আমোদিত হলাম এ ভেবে যে, লেখাটা তাহলে খুব ভালো হয়েছে বলতে হয়। এরকম লেখা তাহলে লিখতে হবে শীঘ্রই
বাবা যেহেতু হয়েছি, শ্বশুর, দাদা, নানা তো হতেই হবে, তাই না? সময় দ্রুত ঘনিয়ে আসছে, দিব্য নয়নে হেরিতেছি
৪| ২৯ শে মে, ২০২১ রাত ১২:২৪
জটিল ভাই বলেছেন:
কাব্যার্থ ব্যতিক্রম। ছন্দে-দ্বন্দে, পুলকিত আনন্দে
২৯ শে মে, ২০২১ দুপুর ১:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জটিল কমেন্টে অনেক ধন্যবাদ প্রিয় জটিল ভাই। ব্লগে আপনার সক্রিয় উপস্থিতি ভালো লাগছে। প্লিজ গো অন।
৫| ২৯ শে মে, ২০২১ রাত ১:০৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৯ শে মে, ২০২১ দুপুর ১:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ+
৬| ২৯ শে মে, ২০২১ রাত ৩:১৮
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
২৯ শে মে, ২০২১ দুপুর ১:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সহজ সরল সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ রাজীব নুর ভাই।
৭| ২৯ শে মে, ২০২১ সকাল ১১:৩৬
খায়রুল আহসান বলেছেন: "ঢেউ এর তুফানে গাঁথো নদীর কুসুম" - বড়ই চমৎকার!! + +
২৯ শে মে, ২০২১ দুপুর ১:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর উদ্ধৃতিটার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার। শুভেচ্ছা।
৮| ২৯ শে মে, ২০২১ বিকাল ৩:৫৯
রাজীব নুর বলেছেন: কুটি মিয়াকে নিয়ে অনেকদিন কিছু লিখছেন না।
২৯ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কুটিমিয়াকে নিয়ে আপনার আগ্রহ আমাকে আনন্দ দেয়।
রাজীব ভাই, আপনাকে সবিনয়ে একটা কথা বলতে চাই। আপনি জানেন আপনাকে আমি কত পছন্দ করি। আপনার লেখারও অনেক বড়ো ফ্যান আমি, সেই আমল থেকে যখন আমি ছাড়া আপনার পোস্টে আর কেউ কমেন্ট করতেন না। আপনি নিজ প্রতিভা ও স্বকীয়তায় এখন ব্লগের সেরা ব্লগারদের একজন। আমিও আপনাকে নাম্বার ওয়ান ব্লগার উপাধি দিয়েছি। কিন্তু, আপনার মন বাবলের মতো এতো ঘূর্ণনশীল ও অস্থিতিশীল কেন? আপনার স্বকীয়তা নেই, সত্তাহীন, আপনি তো এরকম না। আগে কোনোদিনও আপনাকে তোষামোদকারী মনে হয় নি। কিন্তু আপনি যে দিনে দিনে নিজের স্বকীয়তা হারিয়ে ফেলছেন, মাথা অস্থির করে ফেলছেন, এটা কি আপনি টের পান না? অধিকাংশ ব্লগার আপনার উপর চরম ক্ষিপ্ত। আমিও যে ক্ষিপ্ত না, তা না। কিন্তু আপনার আচরণ আমাকে খুব আহত করে। আহত করে এজন্য যে, আমি হয়ত আপনাকে অতি মূল্যায়ন বা ভুলভাবে প্রোমোট করেছি।
ব্লগারদের একচাপা ট্যাগানো, ব্লগারদের কান ধরে উঠবস করা, জুতাপেটা করার কথা বলা কত বড়ো অন্যায়, এটা কি আপনার মনে একবারও জাগে নি? আপনার লেখা ওরা চার জন দুষ্টু লোক পোস্টের ৪ নাম্বার সিকোয়েলে আপনি চরম বেয়াদবিপূর্ণ ও অপমানজনক কথা লিখেছেন।
আপনার প্রতিভা আছে, ওটা কাজে লাগান। তোষামোদকারীকে কেউ পছন্দ করে না, এমনকি যার উদ্দেশ্যে তোষামোদ করা হয়, তিনি নিজেও মনে মনে মুচকি হাসেন।
আপনার ভালো চাই, সেজন্য কথাগুলো বললাম। আশা করি পজিটিভলি নিবেন, নিজেকে শোধরাবেন।
শুভ কামনা আপনার জন্য।
৯| ২৯ শে মে, ২০২১ বিকাল ৪:০০
রাজীব নুর বলেছেন: গান নিয়েও নতুন কোনো পোষ্ট দিচ্ছেন না।
২৯ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
১০| ২৯ শে মে, ২০২১ বিকাল ৪:২০
কল্পদ্রুম বলেছেন: পড়ে ভালো লেগেছে বলে পোস্টে +। কিন্তু একটু যেন জটিল হয়ে গেল। কবিতা এমনিতেই কম বুঝি।
২৯ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পড়ে ভালো লেগেছে জেনে আনন্দিত। একটু জটিল হয়ে যাওয়ায় দুঃখ প্রকাশ করছি। এই জটিলতাটাই অবশ্য এই কবিতার রহস্যের পাখি
ধন্যবাদ কল্পদ্রুপ কবিতাটা পড়ার জন্য।
১১| ৩০ শে মে, ২০২১ সকাল ৯:৫০
সোহানী বলেছেন: অর্ধেক বুঝছি বাকি অর্ধেক বুঝি নাই । ডিকশেনারী নিয়া বসলাম............
৩০ শে মে, ২০২১ দুপুর ১:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আপনারে নিয়া আর পারা গেল না। পোস্ট দিলেই ধরে ফেলেন নতুন না পুরোনো
এটা পড়ার জন্য ধন্যবাদ আপু।
©somewhere in net ltd.
১| ২৮ শে মে, ২০২১ রাত ৮:৪৪
মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম অংশের অনেকগুলি শব্দের অর্থ অজানা।
কদম্ব কন্দলীকন্যা কিংবা কিংশুকিনী
কদম্ব = কদম
কন্দলীকন্যা = কচু জাতিয় গাছের ফুল!!
কিংশুকিনী = পলাশ