নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

তোর খবরাখবর

৩১ শে মে, ২০২১ বিকাল ৪:৪৮

তোকে আর দেখি না আগের মতো শূন্যে ভাসমান। দেখার তৃষ্ণাও মরে গেছে– অথচ একফোঁটা মেয়ে কী বিপুল ভুবন– রহস্যের পাখি।

একটা মিস্‌ডকল, শাহবাগের মোড়ে অধীর ব্যগ্রতা, রিকশায় ফেব্রুয়ারির চিকন রোদ– মাঝখানে একসুতো মাঠ প্রচণ্ড দাহে ছারখার– তীব্র স্পর্শ চায়, হলেই বিস্ফোরণ– কিন্তু হলো না– তাও এক রহস্যের পাখি।

তোর প্রিয় কবিতারা কোথায় এখন? গল্প লেখার নেশা কি টুটে গেছে? তুই তো ভীষণ ভালো লিখিস– একদিন আকাশ ছুঁবি। ভাবতাম, আমার আবিষ্কার তুই। কিন্তু তুই দারুণ বুদ্ধিমতী – চতুরা!

তারপর ফেব্রুয়ারির বই– বইমেলার আড্ডা আর বটতলায় ছবি তোলা– বিরিয়ানি ভোজ, ভার্সিটির ক্যান্টিনে– কবিতারা– ইত্যাদি, মোড়ক উন্মোচন– ভিড়ের ভেতর আচানক বারুদ ঠুকে দিলি পিঠের উপর, অমনি একঝাঁক ফুলকি– অমনি সচকিত চোখাচোখি, ত্রপিত ভুরুরা নিরন্তর কাঁপছিল... গানের চত্বরে তখনও থামে নি গান, পাশাপাশি– মাঝখানে একসুতো মাঠ প্রচণ্ড দাহে ছারখার- রহস্যের পাখি...

যেদিন ভুবন দেখালি– রিভার ভিউয়ের দগদগে বালু, রোদের হলকায় ডুবে যেতেই বিস্ময়... তোর তো কিছুই লাগে না ভালো। হবু বর, বিগত প্রেমিক, গভীর ডিপ্রেশন–আমি ভাবতাম– আহা, ভাবতাম– বোকারা এমনই ভাবে রে...

কেমন যাচ্ছে চাকরিবাকরি, বাকি সব? বড়ো বড়ো আইনি কিতাব? ব্যারিস্টারির খবরাখবর আর যে দিলি না!...একদিন তোর জেরা শুনবো– বাগ্মিতা আর লড়াই করার দেখবো দক্ষতা... তোর পদভারে হাইকোর্টের প্রাঙ্গন কাঁপে– এই জনমে দেখার বড় সাধ ছিল রে... আর হলো না...

কতদিন দেখি না তোকে- তোর কণ্ঠস্বর ভুলে গেছি। অথচ জানি, তোকে এখন বিরাট পৃথিবী দেখে– শোনে। .... তুইও।

২১ ফেব্রুয়ারি ২০০৯

মন্তব্য ৩৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০২১ বিকাল ৫:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই+

২| ৩১ শে মে, ২০২১ বিকাল ৫:০৬

নান্দনিক নন্দিনী বলেছেন: তৃষ্ণা মরে গেছে নাকি তৃষ্ণার্ত থাকার সাধনায় ছেদ পড়েছে...

৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও, দারুণ প্রশ্ন তো!

কারো জন্য অপেক্ষায় থাকতে থাকতে, থাকতে থাকতে একসময় মন মরে যায়। জানি সে আসবে না, জানি সে কস্মিনকালেও আসবে না, পথের দিকে আর একবেলাও তাকাবো না, তাকাবো না, তাকাবো না- অমনি সেই পথের দিকে কখন চোখ চলে যায়। আসলে মনও মরে, তৃষ্ণাও মরে না, কিছুই মরে না, প্রেম চিরজাগরূক অন্তরে।

দারুণ সব প্রশ্ন বা কমেন্টে আপ্লুত হই আপু। ভালো থাকবেন। শুভেচ্ছা।

৩| ৩১ শে মে, ২০২১ বিকাল ৫:২৩

জটিল ভাই বলেছেন:
তবুও সে ভালো থাকুক, এইতো প্রত্যাশা....... :)

৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কোনো প্রেমিকই চায় না তার প্রেমিকা অন্যের ঘরে সুখে থাকুক, ভালো থাকুক। আমার বিগত প্রেমিকা যেদিন জেনেছে, তার জন্য আমার কোনো শোক নেই, বিলাপ নেই, অস্থিরতা নেই, তার নাম কোথাও বলি না, অমনি সে আকুল, অস্থির। কীভাবে তাকে ভুলে থাকতে পারি? সে যদি জানে, তার জন্য আমি ভিখারি হয়েছি, সন্ন্যাস ব্রতে পাহাড়ে, জঙ্গলে অনিকেত হয়েছি, খুশিতে সে লাফাবে :)

কথার কথা বললাম :)

ভালো থাকুন জটিল ভাই।

যদ্দূর মনে পড়ে, আপনার প্রথম পোস্ট পড়েছিলাম একটা ছড়া। ছড়ার উত্তরে আমিও দু লাইন ছড়া লিখেছিলুম। মনে কি পড়ে?

৪| ৩১ শে মে, ২০২১ বিকাল ৫:৪১

বৃষ্টি'র জল বলেছেন: ভাল লেগেছে খোঁজ জানতে চাওয়ার প্রকাশ।
তবে নামটা যেন "রহস্যের পাখি" হলে মন্দ হত না।

৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, সে আসলেই এক রহস্যের পাখি :)

আমার ব্লগে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ কবিতা পড়ার জন্য।

শুভেচ্ছা।

৫| ৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:২৬

জটিল ভাই বলেছেন:
:( :( :( :(
দুঃখিত সোনাভাই আমার মনে পরছেনা। সেটা কি এই মাসে? নাকি প্রথম যখন ব্লগে লিখি তখন?

৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি তো পেয়ে গেছি, মাত্র ৩০ সেকেন্ডেরও কম সময়ে :) আপনি পাত্রী চাইয়া বিজ্ঞাপন দিয়েছিলেন, মনে পড়ে নি? :)

৬| ৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৩৮

জটিল ভাই বলেছেন:
ওহ্! আচ্ছা..... জ্বি জ্বি অবশ্যই। আপনিতো আমার সিনিয়র ব্লগার, তাই ভেবেছিলাম একদম প্রথমদিকের কোনো পোস্টের কথা বলছেন :)

৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুভেচ্ছা রইল।

৭| ৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৫২

নেওয়াজ আলি বলেছেন: পাঠক হৃদয়ে বেঁচে থাকুক।

৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পাঠক হৃদয় হয়ত ভুলে যাবে, কিন্তু প্রেমিক হৃদয় সে ছাড়তেই চাইছে না :(

৮| ৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৩৫

শেরজা তপন বলেছেন: ভাই, প্রথমে জেনে নেই, এটা কি কবিতা??
কবিতার বিষয়ে ভীষন অজ্ঞ আমি- তবে যাই হোক শেষের লাইনটা ভীষন( মনে হয় দারুন হবে- ইদানিং সবাই ভীষন লেখে) মনে
ধরেছে।

৩১ শে মে, ২০২১ রাত ৮:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ভাই, প্রথমে জেনে নেই, এটা কি কবিতা?? আমারে আর হাসাইয়েন না প্রিয় শেরজা তপন ভাই :( :( :( =p~ =p~ =p~ =p~ =p~ =p~ লেখাটা পড়ে আপনার যা মনে হয়েছে, এটা তাই-ই :)

শেষের লাইনটা দারুণ মনে ধরেছে জেনে আমার ভীষণ ভালো লেগেছে :)

পোস্টটা পাঠ করার জন্য অশেষ ধন্যবাদ প্রিয় শেরজা তপন ভাই।

৯| ০১ লা জুন, ২০২১ রাত ১২:১৮

ভুয়া মফিজ বলেছেন: এতো কঠিন একটা লেখা পোষ্ট করার মানে কি? এসব হলো আমাদের মতো কম-বুঝওয়ালাদের উপ্রে অত্যাচার। কিছুই তো বুঝলাম না। কোন মানে হয়? :(

০১ লা জুন, ২০২১ সকাল ৮:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভুয়া অভিযোগ :) আমারে দাবাইয়া মজা লইতেছেন?

কবিতা যে আপনার অপছন্দ, এটা বিশ্ববাসী জানেন। তা সত্ত্বেও যে কবিতার ভিতরে আপনি আসিয়াছেন, তাতে আমি অনেক হ্যাপি (ঐ 'হ্যাপি' না, খুশির কথা বলছি)।

কথাগুলো খুবই সোজা, কিন্তু কবিতাফোবিয়ার কারণে আপনি হয়ত মনোযোগই দেন নাই :) একটা ক্লু দিচ্ছি -

একটা মিস্‌ডকল, শাহবাগের মোড়ে অধীর ব্যগ্রতা, রিকশায় ফেব্রুয়ারির চিকন রোদ– মাঝখানে একসুতো মাঠ প্রচণ্ড দাহে ছারখার– তীব্র স্পর্শ চায়, হলেই বিস্ফোরণ– কিন্তু হলো না– তাও এক রহস্যের পাখি। কেউ একজন একটা মিস্‌ডকল দিয়েই অধীর আগ্রহে শাহবাগের মোড়ে অপেক্ষা করছে। সেখানে যাওয়া হলো। বইমেলার মরসুম। আমরা রিকশায় উঠলাম। পাশাপাশি বসলাম খুব সন্তর্পণে। মাঝখানে একসুতো মাঠ - মানে, দুজনের মাঝখানে গ্যাপটা খুবই সূক্ষ্ম, এই লেগে যায় যায় অবস্থা আর কী :) কিন্তু শেষ পর্যন্ত আর লাগে না, যদিও মন চায় লাগুক, একটুখানি, লাগলেই বিদ্যুতের স্পর্শে যেন শরীর ঝলসে উঠবে। কেন যে লাগে না, তাও এক বিরাট বিস্ময় :)

তিনি একাধারে মেধাবী কবি, লেখক, প্রফেশনাল হিসাবে আইনজীবী। - গল্পের দৃশ্যপট হলো এরকম। এবার আরেকবার পড়ে দেখতে পারেন, পানির মতো সব ফক ফকা :)

শুভেচ্ছা রইল মফিজ ভুইয়া ভাই।

১০| ০১ লা জুন, ২০২১ রাত ১২:৫৭

রাজীব নুর বলেছেন: আপনার মধ্যে মানবতা আছে। তাই অন্তত খোজ নিচ্ছেন।

০১ লা জুন, ২০২১ সকাল ৮:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সহজ সরল সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ রাজীব নুর ভাই। শুভেচ্ছা।

১১| ০১ লা জুন, ২০২১ রাত ৩:০১

রাবেয়া রাহীম বলেছেন: আহা দেখার তৃষ্ণায় অধরা প্রেম জেগে থাকে এমনি করে প্রেমিক হৃদয়ে।

০১ লা জুন, ২০২১ সকাল ৮:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আহা দেখার তৃষ্ণায় অধরা প্রেম জেগে থাকে এমনি করে প্রেমিক হৃদয়ে। প্রেমিক হৃদয়ের হাহাকার, বেদনা একটা ছোটো লাইনে খুব সুন্দর করে প্রকাশ করলেন আপু। ভালো লাগলো।

অনেকদিন পর আপনাকে ব্লগে দেখলাম। আশা করি সুস্থ ছিলেন/আছেন। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

১২| ০১ লা জুন, ২০২১ রাত ৩:৫৬

সোহানী বলেছেন: জীবনটাইতো এমন। কিছু চাওয়া কিছু পাওয়ার কিছু অপেক্ষা.... আর তার মাঝে না পাওয়ার যন্ত্রনা।

সহজ সরল সমীকরণে জীবন যে বড় পানসে হয়ে উঠবে। তারচেয়ে না পাওয়ার যন্ত্রনাই হয়তো তাড়িয়ে বেড়াবে সামনের দিগন্তপানে :`>

০১ লা জুন, ২০২১ সকাল ৮:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সহজ সরল সমীকরণে জীবন যে বড় পানসে হয়ে উঠবে। তারচেয়ে না পাওয়ার যন্ত্রনাই হয়তো তাড়িয়ে বেড়াবে সামনের দিগন্তপানে। খুবই পাওয়ারফুল মোটিভেশন। অনেক ভালো লাগলো আপু।

'সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা।'

আবার দেখুন, পাগল বাচ্চুর গানে,

এ কী তোমার প্রেমের ধারা
আশায় আশায় মন দিয়া গেলা, না দিলা সাড়া
চিত্তের আগুন জ্বইলা উঠে
কী দিয়া নিভাই তারে
একবার এসে প্রাণ রে বন্ধু, দেখা দাও মোরে


প্রেমের ক্ষত হলো গুঁটিবসন্তের দাগের মতো, যা হৃদয় থেকে কোনোদিন মুছে ফেলা যায় না। এই ঘা থেকেই দহন, যন্ত্রণা। সেই যন্ত্রণার অপর নামই হয়ত বেঁচে থাকার, সামনে এগিয়ে যাওয়ার মন্ত্রণা।

সুন্দর কমেন্টের জন্য অনেক ধন্যবাদ আপু। শুভেচ্ছা।

১৩| ০১ লা জুন, ২০২১ সকাল ১১:১০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: উফ্ এক নিশ্বাসে পড়লাম। মনে হয় যেন কলেজ লাইফের প্রেম কবিতা পড়ছি। অনেক ভালো লেগেছে।

০১ লা জুন, ২০২১ সকাল ১১:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমিও খুব স্বস্তি পেলাম এটা দেখে যে, আপনি একনিশ্বাসে পড়ে ফেলেছেন। হ্যাঁ, প্লটটা কলেজ লাইফের কাছাকাছিই বলা যেতে। আর এটাও টের পেলাম, আপনার কলেজ লাইফটা কীরকম দুর্দান্ত প্রেমময় ছিল :)

শুভেচ্ছা নিন দেশ প্রেমিক বাঙালী ভাই।

১৪| ০১ লা জুন, ২০২১ দুপুর ১:৪০

রানার ব্লগ বলেছেন: আমারো মনে হতো ইহা কেবলি আমার আবিষ্কার কিন্তু ঘটনা প্রবহে অনেক স্বাক্ষরের প্রমান পাই।

০১ লা জুন, ২০২১ বিকাল ৪:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভাবতাম, আমার আবিষ্কার তুই। - দারুণ একটা জায়গায় আপনার চোখ পড়েছে দেখছি :) তার মেধা, লেখার মান, মনে হতো, এসব আমিই আবিষ্কার করেছি। একদিন সে শীর্ষে যাবে, এমনই ভাবতাম। তাকে দেখার 'সেই চোখ' আমার ছিল। কিন্তু সবকিছুই একদিন অর্থহীন হয়ে গেল।

কমেন্টের জন্য ধন্যবাদ নিন রানার ব্লগ ভাই। রইল শুভেচ্ছা।

১৫| ০১ লা জুন, ২০২১ বিকাল ৩:১২

রাজীব নুর বলেছেন: কুটি মিয়াকে নিয়ে অনেকদিন লিখছেন না।

০১ লা জুন, ২০২১ বিকাল ৪:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কুটিমিয়াকে নিয়ে যাকিছু লেখা, সবই অনেক আগের, ২০০৬ সালের। ২০০৮/৯ থেকে বেশ কয়েকবার রিপোস্ট করা হয়েছে। আবার রিপোস্টিং শুরু করবো পরের দিকে। নতুন কোনো গল্প কুটিমিয়াকে নিয়ে লিখতে পারছি না :(

কুটিমিয়ার ব্যাপার আপনার আগ্রহে অনুপ্রাণিত হলাম রাজীব নুর ভাই। শুভেচ্ছা।

১৬| ০১ লা জুন, ২০২১ বিকাল ৪:৫১

নীল আকাশ বলেছেন: কথায় আছ কাউকে নাকি প্রেম কী জিনিস হয় না, কারণ শেখার পর সে যেয়ে আরেকজনের সাথে প্রেম করবে।
আর ছ্যাকা দেবে যে শেখায় তাকে!!!

০১ লা জুন, ২০২১ রাত ৮:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহা। কথাটা দেখি সত্য!! এটা যদিও আজ প্রথম শুনলাম, বাট কথাটা যে সত্য তা মানিতে বাধ্য হইলাম :) বড়োই প্রেমাভিজ্ঞ মানুষ আপনি, তাও স্বীকার করিয়া লইলাম :)

আচ্ছা, সুন্দর প্রবাদবাক্য শোনানোর জন্য ধন্যবাদ যুনাইদ ভাই। শুভেচ্ছা নিন।

১৭| ০১ লা জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫০

ভুয়া মফিজ বলেছেন: কবিতা যে আপনার অপছন্দ, এটা বিশ্ববাসী জানেন। তা সত্ত্বেও যে কবিতার ভিতরে আপনি আসিয়াছেন, তাতে আমি অনেক হ্যাপি (ঐ 'হ্যাপি' না, খুশির কথা বলছি)। এইটা কবিতা নাকি? হা ভগবান!! চেহারা দেখে তো গদ্য ভেবেছিলাম!! তাই তো বলি, গদ্য পড়েও বুঝি না........ঘটনা কি? এতো বেকুব তো আমি না!!!!!! B:-)

এই জন্যই কোন এক জ্ঞানী বলেছিলেন, বৎস! চেহারা দেখিয়া বিভ্রান্ত হইয়ো না। বরং বিবাহের নামে ব্যাঙ্ক-লোন লইয়া সুন্দর চেহারার এক ললনাকে বিবাহ করো, তারপরে লোন শোধ করিও না। ব্যাঙ্ক তোমার বউকে জব্দ করিয়া লইয়া যাইবে। ততোদিনে তুমিও জানিবে, সুন্দর মুখ দেখিয়া বিভ্রান্ত হওয়া কোন সু-কর্ম নহে!!!!

০১ লা জুন, ২০২১ রাত ৮:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কোন কুক্ষণে যে বলেছি এটা কবিতা, তা নিয়া এখন বুক চাপড়াইতেছি দুক্ষে। কে কহিল এটা কবিতা? এটা গদ্য হিসাবে পাঠ করিতে আজ্ঞা হয় জনাব।


এই জন্যই কোন এক জ্ঞানী বলেছিলেন, বৎস! চেহারা দেখিয়া বিভ্রান্ত হইয়ো না। বরং বিবাহের নামে ব্যাঙ্ক-লোন লইয়া সুন্দর চেহারার এক ললনাকে বিবাহ করো, তারপরে লোন শোধ করিও না। ব্যাঙ্ক তোমার বউকে জব্দ করিয়া লইয়া যাইবে। ততোদিনে তুমিও জানিবে, সুন্দর মুখ দেখিয়া বিভ্রান্ত হওয়া কোন সু-কর্ম নহে!!!! --- ইয়ে, এই জ্ঞানী মনীষীর নাম জানতে মুঞ্চাইতেছে। জব্দকৃত সুন্দরী বউয়ের এই পরিণতি দেখে জাতি হতাশ, জনগণ ক্ষুব্ধ। স্বৈরাচারির ব্যাঙ্কের পতন চাই, সুন্দরী বউয়ের উদ্ধার চাই

১৮| ০১ লা জুন, ২০২১ রাত ৮:২৮

ভুয়া মফিজ বলেছেন: ভুয়া মফিজ!!!! B-)

০১ লা জুন, ২০২১ রাত ৮:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও। যা ভেবেছিনু, তাহাই সত্যি। মহান ভুয়া মনীষী অন্য কেউ নহেন :) তাহাকে সালাম

১৯| ০১ লা জুন, ২০২১ রাত ১০:১২

সোহানী বলেছেন: একটু সাহিত্য সাহিত্য ভাব নেয়ার চেস্টা করলাম সোনাবীজ ভাই। লোকজন বলে আমার লিখায় সাহিত্য খূঁজে পায় না :P । তাই ইদানিং লিখায় বা মন্তব্যে সে ভাব সেয়ার ব্যার্থ চেস্টা..................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.