নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

ঘাড়ত্যাড়া প্রেমিক

০৩ রা জুন, ২০২১ রাত ৯:৫৮

আমি যদি বলি, ডানে যাও সোনা
তুমি চলে যাও বায়ে
আমি হেঁটে চলি রাস্তায়, তুমি
লাফ দিয়ে ওঠো নায়ে

আমি যদি বলি, এসো বই পড়ি,
তুমি উঠে পড়ো গাছে
আমি চারা বুনি, তুমি ছিঁড়ে ফেলো
যত ফুলকুঁড়ি আছে

আমি যদি বলি, চলো গান শুনি
তুমি নেবে যাও জলে
আমি খুঁজে নিই নিরিবিলি, তুমি
চেঁচামেচি কোলাহলে

আমি বলি, চলো সুশীলের সাথে,
সাধুর সঙ্গ ধরো
ওমা, দেখি তুমি খচ্চরটাকে
‘পীরবাবা’ মনে করো!

আমি বলি, তুমি ওদিকে যেয়ো না
ওটা পিশাচের গলি
দেখি, তুমি সেই পিশাচের সাথে
করিতেছ ঢলাঢলি

তুমি যদি তবে এতটা বেয়াড়া
এবার দেখবে ঠিক-
আমি হতে পারি কতটা কঠিন
ঘাড়ত্যাড়া কুপ্রেমিক

০৩ জুন ২০২১

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০২১ রাত ১০:৪৮

শায়মা বলেছেন: ঘ্যাড় ত্যাড়া প্রেমিক কি করলো সেটা নিয়েও কবিতা লেখা ভাইয়া।

০৩ রা জুন, ২০২১ রাত ১০:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঘাড়ত্যাড়া প্রেমিক কী কী করতে পারে, তার ফিরিস্তিও আসিবেক :)

২| ০৩ রা জুন, ২০২১ রাত ১১:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: হেহে হে....খাসা হয়েছে। । ঠিকই তো বারবার পার পেয়ে যাবে- হতে পারে না।

পোস্টে লাইক।
শুভেচ্ছা প্রিয় সোনাবীজ ভাইকে।

০৪ ঠা জুন, ২০২১ রাত ১২:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বার বার প্রিয়া তুমি ধান খাইয়া যাও। এইবার টের পাবে, পালাবে কোথায়? :)

যাই হোক, খাসা হাসির জন্য খাসা ধন্যবাদ নিন প্রিয় পদাতিক ভাই।

৩| ০৪ ঠা জুন, ২০২১ রাত ১২:২০

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ঘাড়ত্যাড়া কুপ্রেমিক! আহা...

০৪ ঠা জুন, ২০২১ রাত ১২:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :| :| :| :| :| :| :| :| :| :|

৪| ০৪ ঠা জুন, ২০২১ রাত ১২:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সোনাভাই কবিতার শিরোনামে টাইপো আছে। ওটা বোধহয় একাগ্রতা হবে নইলে প্রেম ছোট হবে।

০৪ ঠা জুন, ২০২১ সকাল ৯:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও! আপনার কমেন্ট 'সুন্দর+' থেকে বেরিয়ে বড়ো হয়েছে দেখে যারপরনাই মুগ্ধ হলাম। অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই। শুভেচ্ছা নিন।

৫| ০৪ ঠা জুন, ২০২১ রাত ১:০৭

স্প্যানকড বলেছেন: চালাইয়া যান ! ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

০৪ ঠা জুন, ২০২১ সকাল ৯:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন, এবং সুস্থ থাকবেন।

৬| ০৪ ঠা জুন, ২০২১ রাত ১:১৩

রাজীব নুর বলেছেন: হাঁ হা হা---

বেশ।

০৪ ঠা জুন, ২০২১ সকাল ১০:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সহজ সুন্দর নির্মল হাসির জন্য ধন্যবাদ রাজীব নুর ভাই।

৭| ০৪ ঠা জুন, ২০২১ সকাল ১০:৫৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতাটা অনেক ভালো লাগলো। প্রেমিক প্রেমিকার মধ্যে এই ধরণের পরিস্থিতি হয়। শেষ চরণগুলিতে যে কড়া কথা আছে তার কারণে প্রেমিকার টনক নড়ার কথা।

০৪ ঠা জুন, ২০২১ দুপুর ১:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতাটা ভালো লাগলো জেনে আনন্দিত হলাম সাড়ে চুয়াত্তর ভাই। ধন্যবাদ কমেন্টের জন্য।

শেষ চরণগুলিতে যে কড়া কথা আছে তার কারণে প্রেমিকার টনক নড়ার কথা। বেয়াড়া প্রেমিকাদের অবশ্য টনক খুব সহজেই নড়ে না, তবু আশায় থাকলাম :)

৮| ০৪ ঠা জুন, ২০২১ রাত ৯:১৬

ডঃ এম এ আলী বলেছেন:



পোষ্টের শিরোনাম দেখে
প্রথম তিন লাইন পাঠের
পর বাকিটুকু পড়ুন এর
নীচেই সামুর পাতায়
একটা ছবি ভেসে উঠে।
ভাবলাম ঘারত্যাড়া প্রেমিকের
জন্য এটা ভাল একটি অষুধ
হতে পারে তাই সেগুলি দিয়ে
গেলাম এখানে ।

যত ঘারত্যারামি করবে তত
আরো ঘ্যারসোজা করার জন্য তাকে
এমনতর মলম দিয়ে যাবেন । ফল ভাল
পাওয়া যাবে তাতে কোন সন্দেহ নেই ।

কবিতা সুন্দর হয়েছে । পাঠে মুগ্ধ ।

শুভেচ্ছা রইল

০৪ ঠা জুন, ২০২১ রাত ৯:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহা। দারুণ সব খাবার দাবার। এগুলো খাইলে সত্যিই ঘাড় ত্যাড়ামির কথা আর মনেই থাকবে না :)

কবিতা সুন্দর হয়েছে - এই কমেন্টে অনুপ্রাণিত হলাম প্রিয় আলী ভাই। অনেক ধন্যবাদ পড়ার জন্য, সাথে কিছু খানাপিনাও দেয়ার জন্য :)

৯| ০৪ ঠা জুন, ২০২১ রাত ৯:৫৬

ডঃ এম এ আলী বলেছেন:
একটি ভুল করে গিয়েছিলাম।
জায়গামত একটি টিক দিয়ে
শুদ্ধ করে দিয়ে গেলাম ।

০৪ ঠা জুন, ২০২১ রাত ১০:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওটা মোটেও ভুল করেন নি প্রিয় আলী ভাই। 'লাইক' বাটনে ক্লিক করার অভ্যাস আমার আগে একেবারেই ছিল না, ধীরে ধীরে এখন কিছুটা অভ্যাস হচ্ছে। 'লাইক' ডাজেন্ট ম্যাটার।

অনেক অনেক ধন্যবাদ আবার এসে 'লাইক'টি দিয়ে যাওয়ার জন্য।

১০| ০৫ ই জুন, ২০২১ রাত ১১:৩৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: :P =p~ :#) অনেক ভাল লেগেছে

১৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.