নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

দ্বিধার \'রাখি\'

০৪ ঠা জুন, ২০২১ সন্ধ্যা ৭:২৯

কীভাবে পরিচয় হয়েছিল নিরন্তর রোমন্থনে উদ্ধার হলো না কিছুই। ইথারে বেতারে অনতিকাল যোগাযোগ ঘটিত হলে আচানক আবিষ্কার করি কোনো এক মেয়ের সাথে পরিচয় ঘটে গেছে। একটা সম্পর্কও গড়ে উঠলো খুব দ্রুত। অতীব অহিনেউলে এবং তীব্র আবেগের সে সম্পর্কের কোনো সংজ্ঞা জানি না আমরা।

এরপর একদিন তার ভাঙন দেখলাম। সেদিনই সে ‘রাখি’ পরালো।

ভালোবাসারা দুর্বার হয়ে ওঠে, প্রমত্ত ঢেউয়ের তোড়ে ভেঙে যেতে থাকে বাঁধ। এ ভালোবাসার আমরা কোনো সংজ্ঞা জানি না।

তারপর গভীর অরণ্যে নিরুদ্দেশ হেঁটেছি কত, পাশাপাশি, হাত ধরে, হাত না ধরে; তার বাহুর বৃন্ত আলতো ছুঁয়ে গেছে আমার বাহু, তার ইচ্ছাতে কিংবা অনিচ্ছায়- জানি না।

মুখের পানে না তাকিয়ে গভীর ঔদাসীন্যে সে আমায় শোনাতো ‘কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও...’

চাইলেই সবটুকু পেতে পারি; পনিরের মতো স্বচ্ছ ও ধবল, দুধের সরের মতো অকৃত্রিম রোদবিছানো নাভিতটে আকুতির মধু মেখে অস্পষ্ট ইশারায় আমাকে প্রেম সেধেছিল নামজাদা কবিতার মেয়ে

হাত বাড়ালেই মুঠি যাবে খুলে। হাতের ‘রাখিতে’ দ্বিধা ও সংকোচ, কিংবা বাধা, অথবা সংযম।

তার চিকন দেহের ভাঁজে ফুলকির মতো ফুটতো প্রেম। চাইলেই সবটুকু পেতে পারি- হাত বাড়ালেই; চাওয়ার অসুখে পাওয়া হলো না বিষের অমৃত

ঝড় ও বৃষ্টির বিবর্ণ স্মৃতি পণ করে প্রতিদিন তিনবেলা কবিতা লেখার ব্রত ভুলে যেতে থাকি; স্মৃতিরা সময়হন্তারক বিষ।

১৯ মার্চ ২০১০ রাত ১২:৪৯

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০২১ রাত ৮:১৫

শেরজা তপন বলেছেন: আপনার ইদানিং কালের এই লেখাগুলো কাব্যিক ভাব বেশী প্রকাশ পাচ্ছে!
কেমন কেমন যেন লাগছে-গো দাদা :)

০৪ ঠা জুন, ২০২১ রাত ১০:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার ইদানিং কালের এই লেখাগুলো কাব্যিক ভাব বেশী প্রকাশ পাচ্ছে! :) :) :) নিজেরে তো কবি মনে হচ্ছে তাহলে :) :)

কেমন কেমন যেন লাগছে-গো দাদা :) :) কেমন লাগছে তাহলে ? :) আচ্ছা, ব্যাপারটা তাহলে গোপনই থাক :)

প্রথম কমেন্ট প্রথম লাইক-এর জন্য অনেক ধন্যবাদ প্রিয় বাবনিক ভাই শেরজা তপন।

২| ০৪ ঠা জুন, ২০২১ রাত ৮:৪৫

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই,





ওয়াও..... অপূর্ব।
মেয়ে মানুষের প্রেম উত্তালই হয়ে থাকে কারন উত্তালতা শুধু সাগরেরই সারাৎসার। সাগরের মতো সেও পার ভাঙে, ভাঙে হৃদয়ও। জোয়ারে হাত খুলে রাখি বাঁধে, ভাটায় তা খুলেও নেয় অবলীলায়। তার রোদ বিছানো নাভীতটে তখন শুধু ধূঁ ধূঁ বালিয়ারী শুয়ে থাকে।

০৪ ঠা জুন, ২০২১ রাত ১০:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ওয়াও..... অপূর্ব।
দারুণ অনুপ্রেরণা দিয়ে কমেন্ট শুরু করলেন!!


মেয়ে মানুষের প্রেম উত্তালই হয়ে থাকে কারন উত্তালতা শুধু সাগরেরই সারাৎসার। সাগরের মতো সেও পার ভাঙে, ভাঙে হৃদয়ও। জোয়ারে হাত খুলে রাখি বাঁধে, ভাটায় তা খুলেও নেয় অবলীলায়। তার রোদ বিছানো নাভীতটে তখন শুধু ধূঁ ধূঁ বালিয়ারী শুয়ে থাকে। কথাগুলোতে শুধু চেয়ে থাকতে ইচ্ছে করে। দারুণ কাব্যিকতাময়। এবং কথাগুলো খুব খাঁটি।


সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় আহমেদ জী এস ভাই।


৩| ০৪ ঠা জুন, ২০২১ রাত ১১:৩০

রাজীব নুর বলেছেন: কুটি মিয়াকে ভুলতে বসেছি।

০৫ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার জন্য তো দেখি কুটিমিয়ার কথা নতুন করে ভাবতে হচ্ছে :)

৪| ০৬ ই জুন, ২০২১ দুপুর ১২:১৭

বৃষ্টি'র জল বলেছেন: "স্মৃতিরা সমহন্তারক বিষ" বেশ বলেছেন।

অনেক আবেগময় একটি লেখা।

০৬ ই জুন, ২০২১ বিকাল ৫:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পাঞ্চ পয়েন্টে হিট করেছেন!! পাঠ ও কমেন্টের জন্য ধন্যবাদ।

৫| ০৮ ই জুন, ২০২১ সকাল ১০:৫৬

বৃষ্টি'র জল বলেছেন: :D

১১ ই জুন, ২০২১ দুপুর ২:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.