নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
এখনো মনে হয় সুতীব্র অভিমানে তুই
মেঝের উপর আছড়ে ফেলিস মুঠোফোন, আর আমি সবেগে ছুটে এসে
নীরবে পেছনে দাঁড়াই, সন্তর্পণে তোর ঘাড়খানি ছুঁই।
অমনি সচকিত ঘুরে
একফালি হাসি ঝেড়ে আহ্লাদে ছিটকে যাস দূরে।
এখনো মনে হয় একদিন
সোনালি প্রত্যুষে নিবিড় দাঁড়িয়ে আছি চৌমাথার ধারে,
হাসনাহেনার সুগন্ধি ছড়ানো তোর হাসিমুখ ভেসে আসে আবছা অন্ধকারে।
মাঝে মাঝে ভ্রম হয়, মনে হয় আজও আছে সবকিছু ঠিকঠাক
অবিকল সেদিনের মতো
তারপর চেয়ে দেখি, তুই নেই, আছে শুধু তোর দেয়া একবুক ক্ষত।
অক্টোবর ২০০৭
১৩ ই জুন, ২০২১ বিকাল ৪:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধাঁধা হলো আমার জন্য এক বিরাট ঝামেলার বিষয়। ধাঁধা একবার মাথায় ঢুকে গেলে তার সমাধান না পাওয়া পর্যন্ত মাথা কামড়াইতে থাকে। যদিও আপনার ছবি থেকে ইংরেজিতে লেখা 4 সহ সবগুলও ৪-ই পেয়েছি, হয়ত আপনি নিজেও সবগুলো দেখেন নি, তবু আপনার কথায় আবার কনফিউশনে পড়ে গেলাম, ওখানে হয়ত রূপক জাতীয় কিছু ছিল। আরেকজনেরও একটা ধাঁধার উত্তর পাই নি এখনো। দেখি, সেটারও রিমাইন্ডার দিতে হবে
নো প্রবলেম, টেক ইয়োর টাইম উত্তর একদিন দিলেই হলো
২| ১৩ ই জুন, ২০২১ বিকাল ৪:৩৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতা সুন্দর হয়েছে
১৩ ই জুন, ২০২১ বিকাল ৪:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্লগে ফিরে আসায় আনন্দিত প্রিয় ফরিদ ভাই। কবিতা পাঠ ও কমেন্টের জন্য ধন্যবাদ।
৩| ১৩ ই জুন, ২০২১ বিকাল ৫:১৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: স্মৃতিচারণ কবিতা দারুন হইছে।
১৩ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মাইদুল সরকার ভাই। শুভেচ্ছা।
৪| ১৩ ই জুন, ২০২১ বিকাল ৫:৩৩
হাবিব বলেছেন: এক বুক ক্ষত থেকে যদি এমন দারুণ কবিতা হয় তাহলে ক্ষতই ভালো।।
১৩ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দারুণ বলেছেন হাবিব ভাই। ধন্যবাদ কবিতা পাঠ ও কমেন্টের জন্য। শুভেচ্ছা।
৫| ১৫ ই জুন, ২০২১ রাত ১২:৫৬
Subdeb ghosh বলেছেন: দারুন লিখেছেন!
১৬ ই জুন, ২০২১ সকাল ১০:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: Subdeb ghosh @
আপনি ভালো কবিতা লেখেন। আপনার বেশ কিছু কবিতা পড়েছি। আমার কবিতাটা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। শুভেচ্ছা রইল।
৬| ১৬ ই জুন, ২০২১ সকাল ১০:০৩
আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই,
অনেক কথা বলা হলো অল্পতেই।
শেষের তিন লাইনে সেই "অল্প"রই বিশাল ছায়া।
আসলেই চমৎকার একটি কবিতা, লাইনগুলোও অনিন্দ ।
১৬ ই জুন, ২০২১ সকাল ১০:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় আহমেদ জী এস ভাই, অনেক পুরোনো একটা কবিতা পোস্ট করেছি। আপনি এসে পড়লেন দেখে ভালো লাগলো। প্রশংসায় আরো উজ্জীবিত। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ১৩ ই জুন, ২০২১ বিকাল ৪:০৮
জটিল ভাই বলেছেন:
সোনাভাই, কবিতা সুন্দর হয়েছে
জানি আমার উপর রেগে আছেন। কি করবো? কদিন ধরে ভাবছি উত্তর নিয়ে লিখবো, কিন্তু কিভাবে যেনো অন্য পোস্ট দিয়ে ফেলছি বারবার। জানি এ অপরাধ ক্ষমাযোগ্য নয়, তবুও ক্ষমাপ্রার্থী