নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

একটা বৃহৎ জীবনের নেশা

২০ শে জুন, ২০২১ রাত ১২:০২

এমন সময়ে তুমি আসবে, যখন বিভোর বসন্ত
অঘোরে লাল-নীল-হলুদ ছড়াবে; তখন নবীন কিশলয়ের
মতো গজিয়ে উঠবে প্রেম। পৃথিবীর চোখ
তৃষ্ণায় ছানাবড়া হবে, মানুষে মানুষে অদ্ভুত সম্মিলন।

কখনো কখনো এত বেশি ভালো লাগে, মনে হয়
বড় স্বল্পায়ু এ জীবন। হায়, এ জীবন অফুরন্ত হলো না কেন?
কেন এ জীবন ‘ক্ষুদ্রকাল’ পর শেষ হয়ে যাবে? কেন
চলে যেতে হবে অন্তহীন অন্যজীবনে?
শৈশবের মায়ের দোল, কৈশোরের আড়িয়াল বিল, অজস্র মানুষের
প্রিয়মুখ- এসব পেছনে রেখে, হায়, আমি কীভাবে কাটাবো
অনন্ত মহাকাল?

সুদূর ওপারে তোমার বাস! কতকাল পর আসবে, চোখভরা
ক্ষুধা ও আকুতি! আমার জন্য কত কী উপহারে ভরপুর তুমি!
আমি তো কিছুই চাই না। আমি চাই বছরের বার মাস
বসন্ত আর প্রেমের অসুখ। আমি আর কিছুই চাই না-
তোমার হৃৎপিণ্ডে হাত রেখে, এই সুন্দর পৃথিবীর অপূর্ব নীলিমায়
চোখ রেখে একটা বৃহৎ জীবন বেঁচে থাকতে চাই।

তারপর অলঙ্ঘ্য বিধানে ফিরে তো যাবই অন্যজীবনে।
সে-জীবনে তোমাকেই চাই- যেখানে ‘অপ্রেম’ বলে কিছু নেই।
প্রতিদিন কুয়াশার ভোর চাই পৃথিবীর মতো- আরো চাই
মায়ের হাসিমুখ, আমার আড়িয়াল বিল, আমার জন্মভূমি
ডাইয়ারকুম গ্রাম- প্রাণপ্রিয় মানুষের, স্বজন-শুভানুধ্যায়ীর
সরল সান্নিধ্য, নিত্য-সহচর বাল্যের সাথিরা, পদ্মাপাড় খেলাঘর
যেখানে তোমার নিশ্বাস ছুঁয়ে যাবে আমার নিশ্বাস নিরন্তর।

২১ অক্টোবর ২০১৬

মন্তব্য ২২ টি রেটিং +১১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০২১ রাত ১২:১৬

জটিল ভাই বলেছেন:
তোমার কথা ভাইবা মরি নৌকা বাইতে বাইতে
কানাকড়ি চাই না, আহা তোমারে চাই পাইতে....... :)

সাধারণ কবিতার মাঝে অসাধারণ ভাবনা............. :)

২৪ শে জুন, ২০২১ সকাল ১১:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সাধারণ কবিতায় অসাধারণ মন্তব্যে আপনাকে ধন্যবাদ জটিল ভাই। পুরো গানটিই শুনুন।

২| ২০ শে জুন, ২০২১ রাত ১:৫৬

রাবেয়া রাহীম বলেছেন: ওয়াও !! কি দারুন প্রিয়ার হৃদপিনডে হাত রেখে পৃথিবীর সৌন্দর্য্য উপভোগ করতে চাওয়া। এমন চাওয়া তো সব প্রেমিক মনের গভীরেই থাকে।

২৪ শে জুন, ২০২১ সকাল ১১:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এমন চাওয়া তো সব প্রেমিক মনের গভীরেই থাকে। তা না হলে কি সে প্রেমিক হতে পারে?

সুন্দর কমেন্টিটির জন্য অনেক ধন্যবাদ আপু।

৩| ২০ শে জুন, ২০২১ সকাল ১০:৩৩

বৃষ্টি'র জল বলেছেন: সুন্দর কবিতা :)

২৪ শে জুন, ২০২১ সকাল ১১:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ বৃষ্টির জল :)

৪| ২০ শে জুন, ২০২১ সকাল ১০:৪২

নীল আকাশ বলেছেন: আমার এক সময়ের খুব প্রিয় একটা গানের লিরিক্স রেখে গেলামঃ
নিশ্চয় এটা শুনেছেন!!
Dil mein sanam ki surat, aankhon mein aashiqui de - 2
Mere khuda mujhe tu ek aur zindagi de

Dil mein sanam ki surat, aankhon mein aashiqui de - 2
Mere khuda mujhe tu ek aur zindagi de, ek aur zindagi de

Kaise karoon mohabbat do din ki zindagi mein
Yeh din to beet jaayenge yunhi hasi hasi mein

Kaise karoon mohabbat do din ki zindagi mein
Yeh din to beet jaayenge yunhi hasi hasi mein

Jee bharke pyaar kar loon, aisi mujhe khushi de - 2
Mere khuda mujhe tu ek aur zindagi de

Dil mein sanam ki surat, aankhon mein aashiqui de - 2
Mere khuda mujhe tu ek aur zindagi de, ek aur zindagi de
Sau saal tak sanam ki aankhon mein doob jaaoon
Sau saal aur ho to usko gale lagaaoon

Sau saal tak sanam ki aankhon mein doob jaaoon
Sau saal aur ho to usko gale lagaaoon

Sau saal phir milan ki duniya nayi nayi de - 2
Mere khuda mujhe tu ek aur zindagi de

Dil mein sanam ki surat, aankhon mein aashiqui de - 2
Mere khuda mujhe tu ek aur zindagi de, ek aur zindagi de

----------------------------------------------------------
Songঃ Dil Mein Sanam Ki Soorat
Artistঃ Alka Yagnik, Kumar Sanu
Albumঃ Phir Teri Kahani Yaad Ayee
Licensed to YouTube byঃ TipsMusic (on behalf of Tips Industries Limited); LatinAutorPerf, Tips Publishing, BMI - Broadcast Music Inc., LatinAutor, Polaris Hub AB, and 12 Music Rights Societies

২৪ শে জুন, ২০২১ দুপুর ১:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হিন্দি বুঝি না বলে হিন্দি গান খুব কমই শোনা হয়। এ গানটাও শোনা হয় নি। তবে ধরে নিচ্ছি, আমার কবিতার থিমের সাথে গানের লিরিকের থিমের মিল আছে।

গানের সুরটা বেশ ভালোই।

কবিতাটা পড়ার জন্য ধন্যবাদ যুনাইদ ভাই।

৫| ২০ শে জুন, ২০২১ বিকাল ৪:০৬

ঢুকিচেপা বলেছেন: অতীত স্মৃতিতে আচ্ছন্ন হয়ে গভীরভাবে চাওয়ার আকুলতা ফুটে উঠেছে কবিতায়।

২৪ শে জুন, ২০২১ দুপুর ১:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ ঢুকিচেপা কবিতাটা পড়ার জন্য। শুভেচ্ছা নিয়েন।

৬| ২০ শে জুন, ২০২১ বিকাল ৪:৪৮

আখেনাটেন বলেছেন: স্মৃতিকাতরতা সময়ের সাথে সাথে বেড়ে চলে.......একটা সময় পরে মানুষের বেঁচে থাকার আকুতিটাও মনে হয় তীব্র হয়।

আপনার গ্রামের কথকতা আমাকেও নস্টালজিক করে দিল.......আমার মনে হয় যারা শৈশব-কৈশরকাল গ্রামে কাটিয়েছে...তারা মাটির সেই সোদা গন্ধের কথা আজীবন ভুলতে পারবে না........

চমৎকার কবিতার জন্য একটি বিগ ধন্যবাদ সোনাবীজ ভাই।

২৫ শে জুন, ২০২১ সকাল ১০:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: স্মৃতিকাতরতা সময়ের সাথে সাথে বেড়ে চলে.......একটা সময় পরে মানুষের বেঁচে থাকার আকুতিটাও মনে হয় তীব্র হয়।

নিজেকে দিয়েই এর প্রমাণ পাচ্ছি যে, বয়স বাড়ার সাথে সাথে স্মৃতিকাতরতা বেড়ে চলে। বিশেষ করে, যেখানে বেড়ে উঠেছি, সে জায়গা থেকে দূরে বসবাস করলে সেই স্মৃতিকাতরতা আরো গাঢ় হয়। বয়স যত বাড়ে, এই ভাবনা ততই বাড়ে- হায়, সময় তো আর বেশি নেই, এই পৃথিবী, আত্মীয়পরিজন, বন্ধুবান্ধব ছেড়ে চলে যেতে হবে- তখনই মন হাহাকার করে ওঠে - 'মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে।'

মাটির সোঁদা গন্ধের কথা আসলেই ভোলা যায় না। শৈশবের গন্ধ ভোলা যায় না কোনোদিনই।

চমৎকার কমেন্টটির জন্য আপনাকেও অনেক ধন্যবাদ আখেনাটেন ভাই।

৭| ২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

মনিরা সুলতানা বলেছেন: ইশ কী যে দারুণ কথামালায় সাজানো !!
অনেক ভালোলাগা।

২৫ শে জুন, ২০২১ দুপুর ১২:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ইশ কী যে দারুণ কথামালায় সাজানো !! অনেক ধন্যবাদ আপু। শুভেচ্ছা রইল।

৮| ২০ শে জুন, ২০২১ রাত ১০:০২

ঠাকুরমাহমুদ বলেছেন:




জীবনের প্রতি জীবনের চাওয়া কি? প্রশ্ন করে উত্তর পাবেন - “কিছুই না”
কথামালাগুলো ভালো লেগেছে। শুভেচ্ছা নিবেন।

২৫ শে জুন, ২০২১ দুপুর ১২:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জীবনের প্রতি জীবনের চাওয়া কি? প্রশ্ন করে উত্তর পাবেন - “কিছুই না”। কথাটা খুব ভাবাচ্ছে। তবে, আমার মনে হয়, জীবনের প্রতি জীবনের কিছু দাবি আছে, এবং আছে কিছু দায়বদ্ধতাও। এজন্যই জীবন বহমান, নইলে জীবনে থেমে থাকতো, স্থবির হয়ে পড়তো।

কথাগুলো আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম প্রিয় ঠাকুর মাহমুদ ভাই। আপনিও শুভেচ্ছ নিয়েন।

৯| ২২ শে জুন, ২০২১ সকাল ৮:৪৯

ডঃ এম এ আলী বলেছেন:


বৃহৎ জীবনের নেশা পাঠে কেবলই মনে বাজে
তুমি কেমন করে গাওরে এমন গান আমি শুধু সে কথাই ভাবি ।
কবিতা অপুর্ব আর অসাাধারন হয়েছে বলা হবেনা কোন ভুল ।
এ কবিতা ভাবুক হৃদয়কে কোথায় টেনে নিয়ে যাবে সে কেবল
ভবিতব্যই জানে,তবে হাজার হাজার ভাল লাগা জানাই এক্ষনে ।

শুভেচ্ছা রইল

২৫ শে জুন, ২০২১ দুপুর ১২:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কবিতা অপুর্ব আর অসাাধারন হয়েছে বলা হবেনা কোন ভুল।
এ কবিতা ভাবুক হৃদয়কে কোথায় টেনে নিয়ে যাবে সে কেবল
ভবিতব্যই জানে, তবে হাজার হাজার ভাল লাগা জানাই এক্ষণে।


হয়ত এত প্রশংসার যোগ্য নই, তবু আপনার এ প্রশংসা আমাকে আরো ভালো লিখতে অনেক উদবুদ্ধ করবে। অনেক অনেক ধন্যবাদ প্রিয় এম এ আলী ভাই। শুভেচ্ছা আপনার জন্য।

১০| ২২ শে জুন, ২০২১ দুপুর ১:২২

ফড়িং-অনু বলেছেন: “সুদূর ওপারে তোমার বাস! কতকাল পর আসবে, চোখভরা
ক্ষুধা ও আকুতি! আমার জন্য কত কী উপহারে ভরপুর তুমি!
আমি তো কিছুই চাই না। আমি চাই বছরের বার মাস
বসন্ত আর প্রেমের অসুখ। আমি আর কিছুই চাই না-
তোমার হৃৎপিণ্ডে হাত রেখে, এই সুন্দর পৃথিবীর অপূর্ব নীলিমায়
চোখ রেখে একটা বৃহৎ জীবন বেঁচে থাকতে চাই। “

কবিতা তো নয়, মনে হয় আমার মনের কথা।

২৫ শে জুন, ২০২১ দুপুর ১২:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কবিতা তো নয়, মনে হয় আমার মনের কথা।। আপনার উদ্ধৃতিটা খুব ভালো লাগলো। আর, আপনার মনের কথা যে আমি বলতে পেরেছি আমার কবিতায়, সেটাতে এ কবিতার সার্থকতা খুঁজে পেলাম। আপনাকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।

১১| ২২ শে জুন, ২০২১ রাত ১১:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সময়মতো ব্লগে ফিরবো এবং সবার কমেন্টের উত্তর দিব। দুঃখিত দেরি হচ্ছে বলে।

২৫ শে জুন, ২০২১ দুপুর ১২:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ গানটা সবার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.