নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

দেয়ালিকা

১৯ শে জুলাই, ২০২১ রাত ১১:০৪

আমার বক্ষে যন্ত্রণার বৃক্ষেরা নিত্য শেকড় মেলে। দুঃখেরা
জয়ের মিছিল করে প্রচণ্ড জ্বালাতনে।
হৃদয়ে রঙিন ফাল্গুন নামে না এখন
প্রেমের ফোটাতে ফুল। বুকের পিঞ্জরে সতত ঝাপটায় ডানা
ভালোবাসার বন্দি পাখিরা সব।

দিনান্তে এখন নামে না কবিতা-সন্ধ্যা আমার ভুবনে।
হাসনাহেনার বনে দুজনে কাটাবো প্রহর - মেলে না মধুর অবকাশ এমন।
মুক্তির নেশায় দুঃখগণ্ডির মাঝে আমি মত্ত উন্মাদনায়।
তবু ব্যর্থ বার বার, তাই প্রাচীরে লিখে যাই
আমার ব্যর্থতার বিরাট ইতিহাস।

এখন একান্ত দুঃসময়ে আমার এক দুঃখিনীর কথা মনে পড়ে,
কতকাল হয় নি খোঁজ নেয়া তার।
জানি না, কত রাত সে কাটিয়েছে আমার পথে চেয়ে।
তেমন সুখ কি আর পেরেছি তাকে দিতে,
হায় অসহায় প্রেমিক আমি!

• ১৯৮৬


ফুটনোট :

যদিও রচনাকাল হিসাবে ১৯৮৬ লিখেছি, তবু মনে হচ্ছে এ কবিতাটি ১৯৮৫ সালে, কলেজে ফার্স্ট ইয়ারের লাস্ট লেগে থাকার সময়ে লিখেছিলাম, ১৯৮৫'র মাঝামাঝি। একটা চিঠির উলটো পিঠে এ কথাগুলো লিখেছিলাম, অথবা এটাই একটা চিঠি ছিল, যার উলটো পিঠে অন্য একজনের কিছু কথা ছিল। তখন আমার খুব কঠিন কাল। যা লিখি, এখন সেগুলো পড়লে মনে হতো, ওগুলো কোনো প্লেইন টেক্সট না, কবিতা। এ চিঠি এখনো আছে, খুঁজলে সঠিক তারিখ না পাওয়া গেলেও সঠিক তারিখের কাছাকাছি যাওয়া যাবে।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০২১ রাত ১১:৫৮

খায়রুল আহসান বলেছেন: কবিতার শিরোনামটা সম্বন্ধে মনে একটা জিজ্ঞাসা উদয় হচ্ছিল, তবে দ্বিতীয় স্তবকে আসার পর সেটার উত্তর পাওয়া গেছে।
চমৎকার কবিতা। + +

২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথম কমেন্ট ও প্রথম প্লাসের জন্য অনেক ধন্যবাদ স্যার। নানা কারণে উত্তর দিতে দেরি হওয়ায় দুঃখিত ও লজ্জিত।

২| ২০ শে জুলাই, ২০২১ রাত ২:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার কবিতা।

২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জলদস্যু ভাই। শুভেচ্ছা।

৩| ২০ শে জুলাই, ২০২১ ভোর ৫:২৯

ডঃ এম এ আলী বলেছেন:



কি যে শুনাইলেন কবি ভাই ,
ফার্স্ট ইয়ারেই দিনান্তে কবিতার সন্ধা ঘনায়
ব্যর্থতার হা হা কার বাজে প্রাণের ভিতরে !!

দুঃখ্যের কারণ নাই কবি ভাই
প্রেমের পুষ্পিত কাননে জীবন্ত
হৃদয় মাঝে অবশ্যই পাবেন ঠাই।
জানা কথা ধরায় প্রেমের খেলা চির তরঙ্গিত
বিরহ অশ্রুময় হলেও মিলন যে হয় হাসিময়।

ধরা না দিলেও তারি বিরহে যতনে গাঁথিয়া সঙ্গীত
রচিবেন প্রেমের নতুন আলয়,
যদি না পারেন তা, তবে বাচিবেন যতকাল
ভক্ত পাঠকের কুলে লভিবেন ঠাই ।
ভক্ত পাঠককুল ভুলিবেনা কভু
সকলেই স্মরিবে সকাল বিকাল ।
আর এই ফাকে ব্যর্থ প্রাণের আর্তনাদ ভুলে
নব নব কবিতার কুসুম ফুটাবেন হাসনাহেনা তলে,
হাছনাহেনার সৌরবে দিনে না হলেও নিশিকালে
সুখের আলয়ে ধরা সে দিবেই, যতই থাকুননা কেন
সে দুখিনী পৃথিবীর যে কোন প্রান্তে লুকিয়ে ।

কবিতা খুবই ভাল লেগেছে ।

শুভেচ্ছা রইল

২২ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় আলী ভাই, সময়মতোই আপনার এ মনোমুগ্ধকর কবিতাটি পড়েছিলাম। উত্তরও লিখেছিলাম, কিন্তু পোস্ট করা হয় নি। তারপর কী কারণে ব্যস্ত হয়ে পড়ি, আর মনোযোগ দিতে পারি নি ব্লগে।

কবিতার জন্য ধন্যবাদ। কবিতাটি সুন্দর, নীচে সোহানী আপুও প্রশংসা করেছেন। তবে 'কঠিন প্রেমিক' হিসাবে আপনাকে এক ডিগ্রি সরেস বলায় কিছুটা ঈর্ষান্বিত বোধ করছি :)

৪| ২০ শে জুলাই, ২০২১ সকাল ৭:২৫

কবিতা ক্থ্য বলেছেন: অসাধারন।
বিশেষ করে- কবিতার পেছনের কবিতা (নাকি বর্ননা)।

ভালো থাকুন।

২২ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, ওটা একটা বর্ণনা, বা কবিতার পেছনের কথা। ওটা ভালো লাগলো জেনে ভালো লেগেছে আমার। আপনাকে ধন্যবাদ কবিতা কথ্য।

৫| ৩১ শে জুলাই, ২০২১ রাত ২:১৪

মিরোরডডল বলেছেন:



শুভ জন্মদিন ধুলো !

বার্থডে বয়ের জন্য একটি প্রিয় গান ।






২২ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য অনেক ধন্যবাদ।

৬| ৩১ শে জুলাই, ২০২১ রাত ৩:৫০

ইন্দ্রনীলা বলেছেন: শুভ জন্মদিন। মিররডলের দেয়া মন্তব্য থেকে জন্মদিন জেনে শুভেচ্ছা জানানো হলো।

২২ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ, যদিও অনেক পরে রিপ্লাই দিতে যেয়ে লজ্জায় বার বার ঢোক গিলছি।

শুভেচ্ছা নিয়েন।

৭| ১০ ই আগস্ট, ২০২১ ভোর ৫:২৪

সোহানী বলেছেন: আপনিতো দেখি কঠিন প্রেমিক!!!

আলী ভাইতো দেখি আরেক ডিগ্রি সরেস............ ;)

২২ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি আপু। 'কঠিন প্রেমিক' উপাধি লাগাইয়া দিতে আজ্ঞা হয়। আলী ভাইয়ের জন্যও একটা দিয়ে দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.