নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

অন্ধকারের বেদনা : ঘুমন্ত স্ত্রীর দিকে তাকিয়ে

২২ শে আগস্ট, ২০২১ রাত ১০:৫১

চোখে তোমার প্রচুর পানি জমবে
কত হীনমন্যতায়, কত সংগ্রামে দলিত জীবনের
পরতে পরতে দুঃখরা লেপ্টে আছে।
মাঝে মাঝে মাঝরাতে, গভীর ঘুমের ভেতর
উথলে উঠবে কান্না, চোখদুটো ব্যথায় টাটিয়ে উঠবে, যেন
এখনই পর্দা ফেটে ফিনকি দিয়ে বেরিয়ে আসবে রক্ত, তখন
বাঁধ খুলে দিবে- সব পানি ঝরে যাক, নিভৃতে, অলক্ষে

তোমার বুক ভারী হবে। বহুকাল বেদনারা জমে জমে
হৃৎপিণ্ড জমাট পাথর।
তোমার নিশ্বাস আটকে আসবে। কথারা গলার
উপকণ্ঠে আটকে থাকবে। তোমার পাঁজর চরচর করে
ফাটবে। তুমি ককিয়ে উঠবে। তখন তুমি কাঁদবে। তখন
জোয়ারভাঙা বাঁধের মতো উদাত্ত স্বরে গলা ছেড়ে দিবে।
তখন তুমি প্রাণ ভরে কাঁদবে, নিঃশেষে বুক খালি করবে।
তোমাকে বাঁচতে হবে। দুঃখ, বেদনাগুলো ঝেড়ে ফেলে
ফুরফুরে সজীব চারার মতো প্রতিভোরে সূর্যের আলোয়
হাসতে হবে। হাসতে হাসতে অযুত আনন্দে তুমি বাঁচবে।

এই যে পার্শ্ববর্তিনী সুপ্তমগ্না নিগূঢ়া রমণী, সুদীর্ঘ জীবনে
একই আত্মায় করেছি বসবাস, হায়, একদিন সে আর
আমার পাশে শোবে না, কিংবা আমিও এক-পাশ শূন্য করে
শায়িত হব অনন্ত শয্যায়। কীভাবে একাকী বাঁচবো সেই জীবনে?
বিষম ভাবনারা জেঁকে ধরে যখন-তখন, সুগভীর মধ্যনিশীথে
বুকের কন্দর দুমড়ে মুচড়ে খান খান হয়, কণ্ঠ রুদ্ধ হয় উথাল
পাথাল কান্নায়। তখন বাঁচতে পারি না।

গতকাল মধ্যরাতে বিছানায় শুতেই বুক ভাঙতে শুরু হলো।
আগ্নেয় লাভার তীব্র উদ্‌গিরণে চোখ গলে ছিটকে ছুটতে থাকলো
অজস্র অগ্নিজোয়ার। আজ যেখানে শুয়ে আছি, হয়ত-বা কাল
আমি আর থাকব না এখানে। হয়ত-বা কাল রাতে অন্ধকারে খা-খা
জ্বলবে পাশের শয্যাটি। কীভাবে বেঁচে থাকে নিঃস্ব, জীর্ণ,
বিক্ষত একটা হৃদয়, যখন পাশ থেকে হারিয়ে যায় জ্বলন্ত
যৌবনের বিশ্বস্ত সঙ্গীটি! এভাবে কি বেঁচে থাকা যায়,
অনির্ণেয় অনাগত কাল?

আমি তবে কীভাবে হালকা করি বুক? কীভাবে চোখের পানি
আগভীর সেঁচে ফেলে শূন্য করি চোখ?

কোনো কোনো কান্না কখনো থামে না, প্রতিটা গভীর রাতে
পাঁজর ভাঙতে থাকে। প্রতিটা গভীর রাতে পুড়তে থাকে চোখ,
অবিরল জ্বলতে থাকে জীবন। দুর্বিষহ সেই জীবনের কথা ভাবলেই
ভেঙে যেতে থাকি। রাতভর কেবলই ভেঙে যেতে থাকি, যেমন এখনো
ঘুমন্ত সঙ্গিনীর ঝাঁপসা মুখের দিকে তাকিয়ে অবিরাম ভেঙে যাচ্ছি,
অবিরাম ভেঙে যাচ্ছি আমি।

২১ আগসট ২০২১

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০২১ রাত ১১:১৬

শেরজা তপন বলেছেন: আরে ভায়া কই ছিলেন আপনি??? জন্মদিনের উৎসবের পরে এই যে ডুব দিলেন!!!!

প্রতিদিন প্রায় খুঁজি আপনাকে- সব ভালতো? গান নিয়ে কি খুব ব্যাস্ত ইদানিং?

১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শেরজা তপন ভাই,

আমি আছি ব্লগেই। ভালো আছি আল্লাহর রহমতে। একটু ব্যস্ত আছি। তা ছাড়া মনের উপর অনেক সময়ই দখল থাকে না, তাই ব্লগে বসাতে পারি না :)

দুঃখিত এত পরে রিপ্লাই দেয়ার জন্য। চেষ্টা করছি দ্রুত নিয়মিত হতে।

অনেক ধন্যবাদ আপনাকে।

২| ২৩ শে আগস্ট, ২০২১ রাত ১২:১৪

নেওয়াজ আলি বলেছেন: ফেনীতে গুনবতী বউ প্রবাসী স্বামীকে গলা কেটে হত্যা করেছে। একে অপরের বিরুদ্ধে পরকিয়ার অভিযোগে ঝগড়ায় সব শেষ।

১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দুঃখজনক ঘটনা।

৩| ২৩ শে আগস্ট, ২০২১ রাত ১:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: কেমন যেনো কষ্ট মাখা দুঃখ দুঃখ কবিতা

১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিকই ধরেছেন। ধন্যবাদ পড়ার জন্য।

৪| ২৩ শে আগস্ট, ২০২১ দুপুর ১:৫৫

জটিল ভাই বলেছেন:
সোনালী কবিতায় সোনাভাই এমন অঙ্গার মাখিয়া কি বুঝাইয়াছেন তাহার মর্মোদ্ধার কেবল সোনাভাইকেই মানায়।
তবে ভাবটা জটিল!

১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

কী লিখেছি, কী বুঝেছেন তা হিসাবের বাইরে রেখে আপনি যে কবিতাটা পড়েছেন, সেজন্য ধন্যবাদ জটিল ভাই।

৫| ২৩ শে আগস্ট, ২০২১ রাত ১১:৩৭

খায়রুল আহসান বলেছেন: পাঁজর ভাঙার বেদনাবোধ নিয়ে লেখা এ কবিতাটি অন্তরের গভীরে স্পর্শ করে গেল!

১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার এ কমেন্টটির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যরা। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.