নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

কুড়িয়ে পাওয়া টুকরো কবিতা

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪১

এ টুকরো কবিতাগুলো বিভিন্ন কমেন্টের উত্তরে আমার ও অন্যান্য ব্লগারের পোস্টে লেখা হয়েছিল।


অমরত্ব চাই নি, চেয়েছি সঙ্গীত
প্রত্যেক পদচিহ্নে পুষ্পের ইঙ্গিত
রেখে গেছো সুপ্রিয়া
নক্ষত্রের আলো ভেঙে যৌবন-জাগানিয়া।

০৮ সেপ্টেম্বর ২০১০


তোমার যখন অঢেল সময়
আমার তখন জগৎ জুড়ে ঘুম
কার নামে কোন কাব্য লেখো
ঢের জানি তা, সে নয় আমি। ঠিক?

জেনে রেখো, এ আমি নয়
আমার ভেতর অন্য আরেকজন
তোমার নামে কাব্য লিখে
গোপন রাতে নিত্য সে হয় খুন

৩১ জুলাই ২০১৫


থাক তবে আর আমার জন্য
দুঃখ করো না কেউ
আমার কথার জবাব দিবে
পদ্মানদীর ঢেউ

০২ রা নভেম্বর, ২০১২ বিকাল ৫:৩৭


নারীর জন্য দুনিয়া সৃষ্টি,
নারীর জন্য বাঁচিয়া রই
নারী না থাকলে থুবড়ে যেতো
এই পৃথিবীর সমস্তই।

১০ এপ্রিল ২০১০ দুপুর ২:১৯


কোন বয়েতি শেখালি তুই মেয়ে
প্রেমের ঘাটে ঘোলের পানি খেয়ে?

১৩ অক্টোবর ২০০৯ দুপুর ২:১৯


একদা প্রেম ছিল
তুফানে ও ঘরের শিকড়ে
এখন সে কুহকিনী,
জানি না কোথায়, কী করে

অক্টোবর ২০০৮

৭। গোয়েন্দা

সামনে যা পাই তাই নিয়ে লিখি
সুনির্দিষ্ট কিছু নেই
জানো বা না জানো, সব লেখাতেই
গোপনে তোমার পিছু নেই

১৭ এপ্রিল ২০২০

৮। বাড়াবাড়ি

কথায় কথা বাড়ে
চুল না কাটলে বাড়ে চুল
হাঁটলেই পথ বাড়ে
সত্যকে ঢাকলে বাড়ে ভুল

১৬ জুলাই ২০২০


ভালোবেসে মনা পাগল হয়েছে
দুঃখ ভুলেছে, ভুলেছে সুখ
পথে পথে ঘুরে কারে যেন খোঁজে
হঠাৎ হঠাৎ চাপড়ায় বুক

১৪ ডিসেম্বর ২০১৯

১০
কাল যে ভালো ছিল আজ সে মন্দ
আজ যে মন্দ নয়, কাল সে কী হবে?
সত্য যে কী ছিল, কোথায় দ্বন্দ্ব
কালের গর্ভে গোপনে লেখা রবে।

১৫ ডিসেম্বর ২০১৯

১১
তোমার চোখে প্যাঁচার মতো ঘুম
অন্ধকারের নির্জনতার সুখ
নরম পায়ে ৭টি বেড়াল হাঁটে
আলতো ছোঁয়ায় হাসে মাটির বুক

১৯ শে আগস্ট, ২০১৯ রাত ১০:১৭ ০

১২
এখানে কখনো বর্ষা ছিল না
এখানে রুক্ষ গ্রীষ্মরোদ
মাটির গন্ধে সুবাস ছিল না
আমায় করেছে নিঃস্ব রোজ

০৫ মার্চ ২০২০

১৩। বিশ্বাস
সে আমারে ভালোবাসে - এ আমার বিশ্বাস
আসলে সে বাসে না
তার জন্য ক্ষয়ে পড়ে গোপন নিশ্বাস।

২৩ সেপ্টেম্বর ২০১৪


১৪
কবিতা সময়ের সাক্ষী
কবিতা একজন কবির জীবনালেখ্য।

কবিতা সময়ের সাক্ষী
কবিতা ইতিহাসের শ্রেষ্ঠ উপাদান।

১৫
সব কবিতা পাঠকের মন ছোঁবে না
সব পাঠকও তেমনি কবির মন ছুঁতে পারবে না
কিছু কবিতার গূঢ় রহস্য কবি ছাড়া আর কেউ জানবে না
যদিও প্রতিটা কবিতারই কিছু না কিছু অর্থ থাকে,
যা কবির সৃষ্টি, কখনো-বা পাঠকের।

কিছু কবিতা ঘোরের মধ্যে সৃষ্টি হবে
তার কোনো অর্থ নেই, অথচ পাঠক সেই কবিতার
ভেতর ঢুকে পড়বেন, আর হারিয়ে ফেলবেন নিজেকেও

১০ সেপ্টেম্বর ২০২০


১৬। অন্তর্যামী

বনের বাঘে খায় নি তাকে,
বাঘ ছিল তার মনে।
রোদের আলোয় যায় কি দেখা
কী ব্যথা দংশনে

কোথায় তাকে খুঁজবে বলো,
কোন দেশে, কোন বনে?
কেউ জানে না কার মনে কার
বসত সঙ্গোপনে।

১৮ এপ্রিল ২০১১


উৎসর্গ :

ব্লগার পদ্মপুকুর, কল্পদ্রুম, ঢুকিচেপা, শের শায়রী, গোয়েন্দা সম্রাট মা হাসান ও গল্প সম্রাট প্রফেসর শঙ্কু এবং সামু পাগলা (আড্ডার রানি) - যারা বহুদিন ধরে ব্লগে নেই। তারা সুস্থ আছেন, এই কামনাসহ তাদের আশু প্রত্যাবর্তন কামনা করছি।

মন্তব্য ২৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৫০

শায়মা বলেছেন: পদ্মপুকুর ভাইয়াকে তো এই সেদিনও দেখলাম।কল্পদ্রুম আর ঢুকিচেপা ভাইয়াও আছে।

অন্যরাও মনে হয় ভালোই আছে।

সামু পাগলা আপুটাকে নিয়েই চিন্তা।

কোথায় গেলো আপুটা যে! :(

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এরা সবাই নিয়মিত ও অ্যাক্টিভ ব্লগার। ২/১ দিন ব্লগে অ্যাবসেন্ট থাকলেই মনে হয় কতদিন ধরে যেন দেখি না ব্লগে।

সামু পাগলা ভালো আছেন, এটা আমি জানি। কিন্তু আড্ডায় তিনি আসছেন না, এটাই আফসোসের বিষয়।

আশা করি সবাই অতি শীঘ্রই আবার ব্লগে অ্যাক্টিভ হবেন।

ধন্যবাদ আপু।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ২:২৯

*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: সত্য যে কি ছিল, কোথায় দ্বন্দ্ব,
কালের গর্ভে গোপনে লেখা রবে।

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর উদ্ধৃতির জন্য অনেক ধন্যবাদ মহাবিজ্ঞানী। পড়ুন তবে আরেক টুকরো কবিতা।

--


রাতের পাখিরা ডেরায় ফিরেছে
জীবনের স্মৃতি রেখে
বনের শাখায় সবুজ ফোয়ারা
নূতনের নাম লেখে

রঙের নদীতে দিন ডুবে থাকে
ভাবনারা যায় ভেসে
ইচ্ছেরা তবু নিভৃত পথে
ওঠে স্মিত হেসে

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:৫১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: প্রতিটি টুকরো কবিতাতেই মুগ্ধতা !

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার মুগ্ধতায় আমি খুব আনন্দিত। কবিতাগুলো পড়ার জন্য অনেক ধন্যবাদ প্রিয় বিশুদ্ধানন্দ।

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৭:১২

মাস্টারদা বলেছেন: কবিতা গুলোই ভালো লেগেছে।

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ জনাব মাস্টারদা। শুভেচ্ছা নিয়েন।

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:০৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ১৬টি কবিতাই অতিসুন্দর হয়েছে।

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ দেশ প্রেমিক বাঙালি ভাই। শুভেচ্ছা নিয়েন।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৩৭

জুল ভার্ন বলেছেন: পরতে পরতে মুগ্ধতা!

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পরতে পরতে মুগ্ধতা! দারুণ উৎসাহব্যঞ্জক কমেন্ট। অনেক অনেক ধন্যবাদ প্রিয় জুল ভার্ন ভাই। শুভেচ্ছা নিয়েন।

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:২০

মহাজাগতিক চিন্তা বলেছেন: ছোট ছোট মুক্তা যেন লুকিয়ে আছে
কবিতার প্রতিটি ভাঁজে ভাঁজে
প্রাণবন্ত স্নিগ্ধতা জোৎস্নায় পায়চারি করে
গোঁছ-গাছ ঠিক ঠাক অনন্ত সুন্দর কাব্যমালা।

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় সনেটার, বহু বহুদিন পর আমার ব্লগে আপনার উপস্থিতি। অনেক ভালো লাগলো দেখে। কমেন্টেও উজ্জীবিত হলাম অনেক।

ধন্যবাদ এবং ধন্যবাদ। শুভেচ্ছা নিয়েন।

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতাগুচ্ছ

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ছবি আপা। ভালো থাকবেন। শুভেচ্ছা নিয়েন।

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার কবিতাংশ

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় জলদস্যু। শুভেচ্ছা নিয়েন।

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৫৯

শেরজা তপন বলেছেন: বহুদিন বাদে সোনাবীজ ভাই ব্লগে -সোনা ছড়ালেন...

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বহুদিন বাদে সোনা ছড়াতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে প্রিয় শেরজা তপন ভাই, আর আপনার প্রশংসায় আনন্দ আকাশ ছুয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা নিয়েন।

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২১

সোহানী বলেছেন: নিজের ছড়িয়ে থাকা সম্পদ কুড়িয়ে এক জায়গায় করেছেন। আর সাথে আহবান করেছেন প্রিয় সব অনুপস্থিত ব্লগারদের.......।

অশেষ ধন্যবাদ।

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
নিজের ছড়িয়ে থাকা সম্পদ কুড়িয়ে এক জায়গায় করেছেন।
জি আপু, কবিতার ব্যাপারে কথাটা ১০০ভাগ ঠিক।

প্রিয় ব্লগাররা শীঘ্রই ফিরে আসবেন, এই কামনা করছি।

ধন্যবাদ কবিতা পাঠ ও কমেন্টের জন্য। শুভেচ্ছা নিয়েন।

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫৮

নেওয়াজ আলি বলেছেন: দারুণ লিখেছেন

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি ভাই।

১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৮

ঢুকিচেপা বলেছেন: এক বন্ধু অন্যজনকে জিজ্ঞেস করে, কিরে কি খেয়েছিস ?
উত্তরে বলে কিছুনা।
তাই শুনে বন্ধু বলে তুই তাও “কিছুনা” খেয়েছিস আমি তো তাও খাইনি।

আমিতো মাঝে মধ্যে আসি, আপনিতো তাও ছিলেন না।


দীর্ঘদিন যারা অনুপস্থিত তারা ফিরে আসুক তাড়াতাড়ি।

সব ভালোর মধ্যে মিষ্টি বেশি যেগুলো ৩, ৮, ৯, ১৩, ১৬।

উৎসর্গে শরমিন্দা।

২০ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। দুই বন্ধুর গল্পটা বেশ মজারই ছিল। ঘটনা হয়েছে কী, একসাথে অলিম্পিক, ইউরো কাপ, কোপা কাপ, বাংলাদেশ ট্যুর ইন ক্রিকেট হওয়াতে স্পোর্টস চ্যানেলেই বেশি মগ্ন ছিলাম। ফলে ব্লগে উঁকিটুকি দেয়া ছাড়া তেমন কিছু করতে/পড়তে পারি নাই। ঐ ফাঁকেই হয়ত আপনি এসেছিলেন, আবার চলেও গেছেন :)

যাই হোক, আপনার সাথে মোলাকাত হচ্ছিল না দীর্ঘদিন - এটা প্রমাণিত। আশা করি ভালো আছেন।

সব ভালোর মধ্যে আবার কিছু বেশি মিষ্টিও ছিল!! জেনে বহুত ভালো লাগলো।

উৎসর্গ করতে পেরে নিজে ধন্য ও গর্বিত।

ভালো থাকবেন ঢুকিচেপা।

১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রথম ৩ জন তো আছেন ।

সুন্দর হইছে কবিতা টুকরো গুলো।

২০ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবাই আছেন, কিন্তু দীর্ঘদিন ধরে তাদেরকে ব্লগে দেখছিলাম না। এখনো দেখুন, একমাত্র ঢুকিচেপারই দেখা পেলাম, বাকিরা শেষ কবে ব্লগে এসেছিলেন, আবার কবে আসবেন, তা জানা নেই।

কবিতা সুন্দর হয়েছে জেনে আনন্দ লাগলো।

ধন্যবাদ মাইদুল সরকার ভাই। শুভেচ্ছা নিয়েন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.