নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
হে বিখ্যাত রমণিরা, আমার লেখা থেকে তোমাদের
কারো কারো নাম মুছে দিলাম, কারো কারো নাম
পালটে ফেলা হলো। তোমরা এখন খ্যাতির শিখরে।
তোমাদের নাম আমার লেখায় বড্ড আদিখ্যেতা। আমি ভুলে
গেলাম তোমাদের সাথে একদা আমার সখ্যতা ছিল।
দৈবাৎ যদি, আজ থেকে বহু-বহুদিন পরে, আমার লেখাগুলো
জেগে ওঠে আমার মৃত্যুর মহিমায়, আমার পুরোনো সবগুলো
লেখায় তোমাদের নামগুলো সুচারু অক্ষরে সাজিয়ে দিয়ো।
আমি আজ এবং আগেকার মতো মৃত্যুর পরও
তোমাদের অনেক অনেক ভালোবাসবো।
২০ এপ্রিল ২০১৮
১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সেখানে একটা গানের ভুবন থাকলে আর কিছু চাই না। হুরেরা সেই গানের মূর্ছনায় নৃত্য করবে, আর মূর্ছনা যাবে।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন: এইটা কেমন কবিতা দাদা!!!
১৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কেমন লেগেছে?
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০৬
জুল ভার্ন বলেছেন: লেখায় নতুনত্ব আছে।
২০ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জুল ভার্ন ভাই। শুভেচ্ছা নিয়েন।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫৩
ইন্দ্রনীলা বলেছেন: খ্যাতির শিখরে উঠলে বুঝি নাম কেটে দিতে হয়?
৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যারা খ্যাতির শিখরে উঠে গেছেন, তাদের নাম আমার লেখা থেকে ছেঁটে ফেললুম।
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৪
স্প্যানকড বলেছেন: হুর দের কি হবে ভাইয়া ? তাদের নিশ্চিত কবিতা শুনিয়ে বশে রাখবেন আর বাকী দের উজার করে প্রেম দিবেন! ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।