নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

চারুদর্শন - অম্লবচন

২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৫

আগের বচনগুলোর লিংক :

১। অম্লতিক্ত অপ্রিয় সত্যাবলি

২। অম্লবচন-১

৩। অম্লবচন-২

৪। অম্লবচন-৩

৫। রম্যমধুর অম্লবচন

৬। অম্লবচন মধুরবচন - আমাদের মন ও মানবতা



প্রত্যেকটা মানুষই জন্মের সময় সুন্দর ছিল
শৈশবে, কৈশোরেও সুন্দর ছিল
যৌবনে, মধ্যবয়সে অবশ্যই তারা সুন্দর ছিল
প্রৌঢ় বা বৃদ্ধ বয়সেও তারা সুন্দর

এর বাইরে যদি কোনো পার্থক্য দেখেন, তা কেবল
আপনার মন ও চোখে

২২ সেপ্টেম্বর ২০২১



যার সম্মান বা আত্মসম্মানবোধ নাই, তাকে এ বিষয়ে জ্ঞান দিতে নেই; কোনো অপমানই তার গায়ে লাগে না, এবং তার আচরণে মনে হবে, যেন ‘অপমানিত’ হওয়া খুবই ‘সম্মানের’ বিষয়।


অম্লবচন মধুরবচন - আমাদের মন ও মানবতা - এই পোস্টের ১ নম্বর সিকোয়েলের গূঢ়ার্থ এখানে খোলসা করি।

মূল বচন
এক সেঞ্চুরিয়ান ধর্ষকের পক্ষে এক নারী গদ গদ ভাষায় আদালতে সাক্ষ্য দিচ্ছেন, 'মাননীয় আদালত, আসামী একজন অতিমানবিক, নিরপরাধ ব্যক্তি।'
'কিন্তু তিনি তো নিজে স্বীকার করছেন, তিনি ১০০টা মেয়েকে ধর্ষণ করেছেন,' আদালত তাকে জানান।
‘তবুও তিনি মানবিক’, সাক্ষী বলতে থাকেন, ‘কারণ, তিনি তো আমাকে ধর্ষণ করেন নি, বরং তার সঙ্গম আমাকে স্মরণীয় অরগাজ্‌ম দিয়েছে।’

নীতিকথা বা সম্প্রসারণ
অন্যায়ের প্রতিবাদ করুন। ধরুন, একজন ব্লগার অন্যান্য ব্লগারের সাথে দিনের পর যাচ্ছেতাই দুর্ব্যবহার করে যাচ্ছেন, অথচ আপনাকে আদর করছেন, আর আদর পেয়ে গদগদ হয়ে আপনি তার কোলে উঠে বসছেন। দাঁত বের করে হাসছেন আর বলছেন, ‘উনি আমারে কোনোদিন কিছু বলে নাই।’

অন্যায়ের প্রতিবাদ করুন, সেই অন্যায় যার উপরই হোক না কেন। নইলে যেদিন আপনার উপরও তিনি বেপরোয়া আচরণ শুরু করবেন, সেদিন আপনি কাউকে সাথে পাবেন না আপনার পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়বার জন্য। অন্যায়কারীরা সারাজীবনই অমানবিক, অমানুষ। তারা কোনোদিন কারো বন্ধু হতে পারেন না, যদিও আপাত-বন্ধুভাবাপন্ন মনে হতে পারে। তারা যে-কোনো সময় যে কারো উপর খড়্গ তুলতে কখনো কুণ্ঠাবোধ করেন না।


অম্লবচনে একটু মলম - একটা বোনাস

এখানে ক্লিক করুন : সেই তুমি - A Tribute to Ayub Bachchu by Sravanti Mazumdar



মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৫৭

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: অম্লবচনগুলো পড়লে প্রবাদ বাক্যের মতো মনে হয়। আসলেই প্রত্যেকটা মানুষ নিজের মতো করে সুন্দর। সম্মান কী জিনিস সেটাই যদি না জানে তাহলে তার সম্মান খোয়ানোর ভয় থাকে না।
শেষের কথাটা সত্যি। অন্যায়কে প্রশ্রয় দিলে তা একসময় নিজের ওপর এসেও পড়ে।
গানটা বেশ উপভোগ্য ছিলো। এরকম জনপ্রিয় একটা গানের কভার করা সহজ কথা নয়।

৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বরাবরের মতোই আপনার কমেন্টে পুরো পোস্টের সারাংশ উঠে এসেছে। ব্যাপারটা খুব ভালো লাগে।

ধন্যবাদ তমাল ভাই চমৎকার কমেন্টের জন্য।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ ভোর ৫:০৭

সোহানী বলেছেন: হাহাহাহা.......... বুঝলাম ;)

৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি বুঝলাম যে আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন আপু। বোঝার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো হয়েছে

৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জলদস্যু ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.