নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

কেউ অপেক্ষা করে না

৩০ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪৭

কেউ অপেক্ষা করে না

সময় চলে যায়, দক্ষিণের হাওয়া উড়ে যায়
উত্তরের দেশে, হিমাচলে;
যার জন্য অপেক্ষায় ছিলে, সকাল থেকে দুপুর
দুপুর থেকে সন্ধ্যা, তোমার একটু দেরি হলে
সে আর একমুহূর্ত দাঁড়ায় নি, লেশহীন, ভ্রূক্ষেপহীন চলে গেছে,
একবারও মনে হয় নি তার, তার জন্য সারাটা দিনই
কাটিয়ে দিয়েছ তুমি।

কেউ অপেক্ষা করে না সুহৃদ, তোমাকে ফেলে
সবাই চলে যাবে, যার যার কাজে

করলা জানে না - সে কতা তিতা,
বিষধর জানে না - তার ছোবলে জীবন ঢলে পড়ে
আবার, বাতাস জানে না, অক্সিজেন খাইয়ে সে
জীবন বাঁচিয়ে রাখে। হরিণ জানে না, বাঘও জানে না
ওদের নাম হরিণ বা বাঘ - নামগুলো আমরাই দিয়েছি।
মানুষ জানে না, কী এক মহান গ্রন্থ সে নিজে – যাকে
পাঠ করে জীবনের সবচাইতে বড়ো শিক্ষা লাভ করে থাকি।

মানুষেরই শুধু অহঙ্কার থাকে - পশুদের নয়, পাখিদের নয়
মানুষই শুধু ভাবে, আমিই সেরা, অন্যের চেয়ে
অন্যকে পায়ে দলে, মানুষই শুধু উপরে ওঠে
নিজের সুখই আরাধ্য যাদের,
তারা আর কেউ নয় – মানুষই তারা

জীবনকে শিখতে হলে মানুষকে পড়তে শেখো। পড়তে শেখো
নিজেকেও। নিজকে চিনলেই চিনবে পরকে। মানবগ্রন্থই
পৃথিবীর সেরা গ্রন্থ।


তোমার জন্য কেউ দাঁড়াবে না পথিক, আপন আপন পথে
সকলেই চলে যাবে অভীষ্টের সন্ধানে
যাদের জন্য অপেক্ষায় থাকো, তাদের তুমি চেনো নি কখনো
তারা মানুষ, শুধুই মানুষ, যারা শুধু স্বার্থটাই বোঝে,
‘মানুষ’ বোঝে না তারা।

২৯ সেপ্টেম্বর ২০২১

মন্তব্য ২৭ টি রেটিং +১৩/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৫

হাবিব বলেছেন: দারুণ বলেছেন। মানবগ্রন্থই সেরা গ্রন্থ। +

৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ হাবিব ভাই।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা ভালো লেগেছে। কবিতাটাতে মানব মনের কিছু মৌলিক বৈশিষ্ট্যের উল্লেখ আছে। এগুলি জানলে অন্যের সাথে সম্পর্কের ক্ষেত্রে কষ্ট পাওয়ার সম্ভবনা কম।

আমিত্বের মধ্যে বাঁচি আমরা। এটা মানুষের সহজাত প্রবৃত্তি। প্রতিক্রিয়াশীল না হয়ে আমাদের প্রগতিশীল হতে হবে। আবেগকে ভালো কাজে ব্যবহার করতে হবে।

৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক সুন্দর কমেন্ট। কমেন্ট পড়ে আমি কিছুটা চমকে উঠেছি, অবাকও হয়েছি- আপনি বোধহয় আমার মনটাকে পড়ে ফেলেছেন। একটা ফেয়ার কনফেশন - একটা বেদনা থেকেই এ লেখাটার উদ্ভব। আমাদের দুজনের একত্রে কোনো এক জায়াগ্য যাওয়ার কথা ছিল একটা নির্দিষ্ট সময়ে। তিনি সেই সময়ে না যেয়ে সময়টা পিছিয়ে দিলেন, আমি তাতে রাজি হয়ে যাই। পেছানো সময়ের একটু আগে তিনি সময়টা আরো পিছিয়ে নিতে বলেন, অথবা আমি যেন একাই চলে যাই, কারণ, তিনি কাজে আটকে পড়ে গেছেন। ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় আমি তার জন্য অপেক্ষা করতে থাকি। ঠিক তখনই আমিও একটা কাজে ব্যস্ত হয়ে পড়ি। আমার অনুমান ছিল, হয় বন্ধুটি আসার আগেই আমার কাজ শেষ হয়ে যাবে, দৈবাৎ শেষ না হলেও বন্ধু আমার জন্য অবশ্যই একটু অপেক্ষা করবেন বলে আমার বিশ্বাস ছিল। বন্ধু রেডি হয়ে যখন আমাকে কল দিলেন, আমি বললাম আমার কাজটা তো এখনো শেষ হয় নি। তিনি সময় না নিয়েই বলে উঠলেন, ওকে, আমি তাহলে একাই চলে গেলাম। --- আমি প্রায় বাকরুদ্ধ হয়ে গেলাম। তিনি একবারের জন্যও জানতে চাইলেন না আর কত সময় লাগবে কাজ শেষ হতে। তার সাথে আমার সম্পর্ক সাধারণ মানের হলে এটা বলার মতো কিছু ছিল না, কিন্তু তিনি আমার ঘনিষ্ঠ বন্ধু। দিনের অনেক খানি সময়ই তার সাথে গসিপ বা আড্ডা দিয়ে কাটাই। তিনি এমন আচরণ করবেন, আমি ভাবি নি।

আপনার 'প্রতিক্রিয়াশীল' শব্দটা পড়ে আমার মনে হলো- এ শব্দটা বোধহয় আমার উদ্দেশেই লেখা- হ্যাঁ তাই তো, আমি বেশ রিএক্টই তো করে ফেললাম এ কবিতাটা লিখে :)

প্রতিটা ছোটো ছোটো ঘটনা আমাদের লেখার উসকানি দেয়, বা উপাদান সরবরাহ করে। মানবগ্রন্থ আগেও লিখেছিলাম আরেক উসকানি থেকে।

এ লেখাটার ব্যাকগ্রাউন্ড এখানে রেকর্ড করে রাখলাম আমার রেফারেন্সের জন্যই।

ধন্যবাদ চুয়াত্তর ভাই অসাধারণ কমেন্টের জন্য।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: নির্মোহ বাস্তবতা কাব্যে উঠে এসেছে।++
আপনার প্রায় সব কবিতাগুলো কোনো না কোনো ভাবে জীবনের কথা তুলে ধরে। এমন কবিতাগুলো আমার ভীষণ ভালো লাগে। ++

শুভেচ্ছা প্রিয় ভাইকে।
অফটপিক- ভাইয়া এই বান্দা আপনার পদচারণা জন্য রেড কার্পেট বিছিয়ে অপেক্ষা করছে।প্লিজ একটু সময় দিয়েন...

৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রশংসার কিছু শিল্পসম্মত ভাষা আছে, যা সবার আয়ত্তে নাই। আপনার প্রশংসায় আমি সত্যিই আপ্লুত ও অনুপ্রাণিত। অনেক ধন্যবাদ প্রিয় পদাতিক চৌধুরি ভাই।

আমি খুবই লজ্জিত যে আপনার পোস্ট দীর্ঘদিন ধরে পড়া হচ্ছে না। কারণটা হলো, ব্লগে সময় একটূ কম দিতে পারছি। অল্প সময়ে ছোটো ছোটো পোস্টগুলো পড়ে' বা না পড়ে ব্লগ থেকে অন্য কাজে চলে যাই। বড়ো পোস্ট পড়ার জন্য কিছু মানসিক প্রস্তুতি লাগে। মনোযোগ দিয়ে পোস্ট পড়তে না পারলে বুঝতে পারি না, বুঝতে না পারলে নিজের উপর রাগ লাগে, অথচ সেকেন্ড টাইল পড়ার জন্যও সময় থাকে না।

ইন শা'ল্লাহ যাব আপনার পোস্টে।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৩১

শেরজা তপন বলেছেন: আমার কথা উপরের দুইজন বলে দিয়েছে -আমি আর কথা খুঁজে পাচ্ছি না :(

৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দুই জনের কথা আপনি একা বলে ফেলার অর্থ আপনি ব্যাপক কমেন্ট করেছেন। ব্যাপক কমেন্টের জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ প্রিয় শেরজা তপন ভাই। শুভেচ্ছা নিয়েন।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২১

জুল ভার্ন বলেছেন: জীবনকে শিখতে হলে যেমন মানুষ পড়তে হবে, তেমনি মানুষকে চিনতে হলে নিজেকে চিনতে হবে।

৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও, দারুণ কথা বলেছেন জুল ভার্ন ভাই। আপাতত সামান্য একটা লাইন জুড়ে দেয়ার ইচ্ছে সংবরণ করতে পারি নি। ভাবাচ্ছে 'নিজকে চিনতে হবে' কথাটা।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৪

রাজীব নুর বলেছেন: কবিতাটা খুব ভালো লেগেছে।

০১ লা অক্টোবর, ২০২১ সকাল ১১:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আজকের সকালে আমার মনটাও খুব ভালো। কবিতাটা আপনার ভালো লেগেছে জেনে আরো ভালো লাগছে। পড়ার জন্য ধন্যবাদ রাজীব নুর ভাই।

৭| ০১ লা অক্টোবর, ২০২১ রাত ১২:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: জীবনের কবিতা

০১ লা অক্টোবর, ২০২১ সকাল ১১:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মহান জলদস্যু। শুভেচ্ছা নিয়েন।

৮| ০১ লা অক্টোবর, ২০২১ সকাল ৯:৫১

রাফখাতা- অপু তানভীর বলেছেন: আসলেই জীবনে কেউ অপেক্ষা করে না । কেউ না কিছু না ! কেবল বোকারা অপেক্ষা করে কিংবা আশা করে যে অন্য কেউ তার জন্য অপেক্ষা করে থাকবে ।

০১ লা অক্টোবর, ২০২১ বিকাল ৩:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

কেবল বোকারা অপেক্ষা করে কিংবা আশা করে যে অন্য কেউ তার জন্য অপেক্ষা করে থাকবে। আমিও সেই বোকাদের একজন, যার প্রমাণ জীবনে বহুবার পেয়েছি।

সুন্দর কমেন্টে ভালো লাগা জানবেন। শুভেচ্ছা।

৯| ০১ লা অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৬

নতুন নকিব বলেছেন:



দারুন লিখেছেন প্রিয় খলিল ভাই। অভিনন্দন। +

০১ লা অক্টোবর, ২০২১ বিকাল ৪:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় নকিব ভাই। শুভেচ্ছা আপনাকে। ভালো থাকবেন।

১০| ০১ লা অক্টোবর, ২০২১ বিকাল ৫:৩৩

জটিল ভাই বলেছেন:
কথা রাখবে প্রাণ ডাল। মুঠোয়-মুঠোয় সময় পার :)
কাব্য অনিন্দ্য সুন্দর+

০১ লা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জটিল ভাই। অনেকদিন পর আপনার আগমন। শুভেচ্ছা স্বাগতম :)

১১| ০৪ ঠা অক্টোবর, ২০২১ সকাল ৯:০৪

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,





এক মানুষের ঘাটে নোঙর ফেলে কোনও মানুষই কখনও বসে থাকেনা চিরকাল। নিজের ঠিকানা জানা নেই বলে সে পাল তোলে বারেবারে এক অজানা - অনিশ্চিত বন্দরের খোঁজে। কেবল বোকা মানূষেরাই পথ চেয়ে বসে থাকে তার , আবার ফিরবে বলে কেউ।
আসলে কারো জন্যেই কেউ কোথাও নেই ......

০৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

কেবল বোকা মানূষেরাই পথ চেয়ে বসে থাকে তার , আবার ফিরবে বলে কেউ।
আসলে কারো জন্যেই কেউ কোথাও নেই ......


প্রিয় আহমেদ জী এস ভাই, কথা তো ঠিকই বলেছেন। বোকা বলেই অপেক্ষায় থাকা হয়। তারপর দেখা যায়, সবাই চলে গেছে, আমার জন্য কারো কোনো অপেক্ষা জমে নেই। অপেক্ষা শব্দটা বোধ হয় বোকাদের জন্যই সৃষ্টি।

সুন্দর কমেন্টে অনেক ভালো লাগা রইল। শুভেচ্ছা নিয়েন আহমেদ জী এস ভাই।

১২| ০৭ ই অক্টোবর, ২০২১ রাত ২:৪৮

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: বিরাট ভাবনার খোরাক পেলাম যেন। তাই বিরাটের চেয়েও বিশাল ধন্যবাদ।

০৭ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও, বিরাটের চেয়েও বিশাল ধন্যবাদ তো ব্যাপক প্রাপ্তি!! অনেক অনেক ধন্যবাদ আপু। শুভেচ্ছা নিয়েন।

১৩| ০৭ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর লেখা

০৭ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আপু। শুভেচ্ছা নিয়েন।

১৪| ১০ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৩৭

সোহানী বলেছেন: মানবগ্রন্থই সেরা গ্রন্থ....... বাট তা পড়ার ধৈর্য্য সময় আগ্রহ কার আছে?????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.