নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

একদিন সন্ন্যাসে যাব

০৬ ই অক্টোবর, ২০২১ ভোর ৪:০৪

‘আজ সারাদিন একটুও ভালো বাসি নি’ – এতটা
আকুল হয়ে দ্রুত এসে কপোলে ছোঁয়াতে ঠোঁট
তারপর পাগলের মতো ভালোবাসতে একচোট।

‘এদিকে এসো তো সোনা, কী মধু ওখানে
মেঘের আকাশে? এসো, এইখানে শোও।’
তারপর দেখতাম, কীভাবে আলগোছে মাথা টেনে
উরুতে শুইয়ে, নিশ্বাস ঘন করে আশ্চর্য প্রেমিকা হও।

‘আজ তুমি কোথাও যাবে না। আজ শুধু সারাবেলা ভালোবাসবে
বাসতে বাসতে আজ আমায় করে ফেলবে খুন।’
তারপর এক ফু’য়ে দেশলাই জ্বেলে দিয়ে সারাদিন ছড়াতে আগুন।

তোমার হৃৎপিণ্ড পাম্প করতো রক্ত নয়, প্রেম।
প্রেমের আতিশয্য যেন এক অদ্ভুত মধুর নির্যাতন।
কতবার সেই ঘোরের ভেতর মরে যেতে চেয়েছি, কোনো এক
মিথুনরাঙা ভোরে। হায়, সে হতো আমার শ্রেষ্ঠ ভ্রমণ।

আজ এক উচ্ছল, প্রাণবন্ত, পুরোনো প্রেমিকাকে খুঁজি
তোমার সমস্তটা জুড়ে,
আর অনেক অনেক অবাক হয়ে দেখি, সেই তুমি
কখ্ন, কীভাবে যে চলে গেছ অনেক অনেক দূরে।

সবখানি শুকিয়ে গেছে নদী, নেই জোয়ারের কলকল ঢেউ
কে যেন কুরে কুরে খেয়ে ফেলেছে প্রেম তোমার হৃৎপিণ্ড হতে
প্রেম ছাড়া বাঁচতে পারে না কেউ। দেখে নিও, প্রেমের জন্যই
এক রাতে ঘর ছেড়ে চলে যাব গহিন অরণ্যে, সন্ন্যাসব্রতে।

৫ অক্টোবর ২০২১

মন্তব্য ২০ টি রেটিং +৭/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০২১ ভোর ৪:৩২

ব্লগার মুহাম্মদ রাসেল বলেছেন: কবি,
তোমার ভালবাসা পাবার যে উচ্চাকাঙ্ক্ষা দেখছি, এটা কবির গুনের সাথে যায়না। সত্যিকার ভালবাসা এমনি জিনিস। আমি বলছি না এটা ভাল গুন নয়। তুমি যে বলেছো, ভালবাসার নদী শুকিয়ে গেছে, নিশ্চিত সে নদীর রেখা রেখে গেছে। সেই নদীর নাব্যতা ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যান। দেখবেন সেই নদী তে আবার জোয়ার আসবে।
শুভ কামনা

০৬ ই অক্টোবর, ২০২১ রাত ৯:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর কমেন্ট। ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

২| ০৬ ই অক্টোবর, ২০২১ সকাল ৭:৫১

শেরজা তপন বলেছেন: ইদানিং আপনার ভাবে-সাবে মনে হচ্ছে আপনি সন্ন্যাসব্রত গ্রহন করতে যাচ্ছেন :)

* ভাবিসাব কি জানে নয়া প্রেমের কারণে আপনার এই দুর্মতি হয়েছে??

০৬ ই অক্টোবর, ২০২১ রাত ৯:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পুরোনো কিছু কবিতা দেখলাম। সেইখানেও আমি সন্ন্যাসী হবার জন্য পাগল ছিলুম :)

সন্ন্যাস

পাগল-ছাগল যা কিছু সুধাও
যত বলো ঘিলুহীন
গহিন অরণ্যে কাটাবো একদা
সন্ন্যাসব্রত দিন।
আপাতত কিছু গেরুয়া পোশাক
আমার জন্য গড়ো
দু’চার গণ্ডা সাঙ্গ-পাঙ্গ
শীঘ্র জোগাড় করো।
শেষমেষ যদি তুমি মনে করো
নাহি দেবে একা যেতে
সব ছেড়ে-ছুঁড়ে শুধু তুমি-আমি
বেরোবো সন্ন্যাসেতে।

২০০৪

৩| ০৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: একটা গানের কথা মনে পড়ে গেলো -

সখী, ভাবনা কাহারে বলে। সখী, যাতনা কাহারে বলে ।
তোমরা যে বলো দিবস-রজনী 'ভালোবাসা' 'ভালোবাসা'—
সখী, ভালোবাসা কারে কয়! সে কি কেবলই যাতনাময় ।
সে কি কেবলই চোখের জল? সে কি কেবলই দুখের শ্বাস?
লোকে তবে করে কী সুখেরই তরে এমন দুখের আশ ।

০৬ ই অক্টোবর, ২০২১ রাত ৯:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানের কথা যেহেতু মনে পড়েই গেল, একটু শুনেও নিন।


বন্যা

বন্যা-২

লতা ও কবিতা

কবিতা

জয়তী

ইমন

৪| ০৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:১২

মিরোরডডল বলেছেন:




প্রেম ছাড়া বাঁচতে পারে না কেউ। দেখে নিও, প্রেমের জন্যই
এক রাতে ঘর ছেড়ে চলে যাব গহিন অরণ্যে, সন্ন্যাসব্রতে।


চমৎকার !!!!


০৬ ই অক্টোবর, ২০২১ রাত ১০:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
প্রেম ছাড়া বাঁচতে পারে না কেউ। - উদ্ধৃতির জন্য ধন্যবাদ। সন্ন্যাসব্রত নিয়া তো দেখি আগেও কবিতা লিখেছিনু। অনেকটা সেরকমই। ২০০৪ সালের।

--

চারদিক ছেয়ে আসে গাঢ় অন্ধকার,
আমি মুদিত-নয়ন কবি, ধ্যানমগ্ন, উতলা-অস্থির,
যত চাই ভুলে যেতে, ততই ভেসে ওঠে
জীর্ণ-শীর্ণ, অশ্রুভেজা, ম্লানমুখ চিরদুঃখিনীর।

তুমি ভগ্নি, তুমি কন্যা, জননী বা তুমি প্রণয়িনী
সর্ব বর্ণে, সর্ব রূপে মনে হয় জন্মে জন্মে তোমাকে আমি চিনি।
আমাকে চেনো নি তুমি? তোমার জন্যে বুকে জাগে
তামাম পৃথিবীর ভালোবাসা, অন্তরে নিত্য প্রস্রবণ,
আপন বক্ষের মাঝে কান রেখে শোনো, রয়েছে
তোমার আত্মার সাথে আমার আত্মার নিগূঢ় বন্ধন।

আমার হৃৎপিণ্ডের আধেক আমাতে,
আধেক রয়ে গেছে তোমার বুকের ভেতর,
তুমি কি কখনো পাও নি টের কখন শান্ত নদী,
কখন সেখানে জাগে উত্তাল ঝড়?

২০০৪

৫| ০৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে ভাইয়া।

০৬ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জেনে আনন্দিত হলাম মোস্তফা সোহেল ভাই। ধন্যবাদ কবিতা পড়ার জন্য।

৬| ০৬ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৪৫

রাজীব নুর বলেছেন: কবিতা অতি মনোরম লেগেছে।

০৬ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে ধন্যবাদ রাজীব নুর ভাই।

৭| ০৯ ই অক্টোবর, ২০২১ ভোর ৬:২৬

হাবিব বলেছেন: জাস্ট ওয়াও!! অসাধারণ ডেলিভারি

২০ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ হাবিব ভাই। অত্যন্ত দুঃখিত এত পরে জবাব দেবার জন্য।

৮| ১০ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:১৮

খায়রুল আহসান বলেছেন: "তোমার হৃৎপিণ্ড পাম্প করতো রক্ত নয়, প্রেম" - চমৎকার বলেছেন।

২০ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই লাইনটা দিয়ে প্রেমিকার প্রেমের গভীরতা বোঝানো হয়েছে, এবং আমার অনেক অনেক প্রিয় একটা পঙ্‌ক্তি এ কবিতায়। আপনার উদ্ধৃতি দেখে সেটা ভালো লাগলো স্যার।


সুন্দর উদ্ধৃতিটার জন্য ধন্যবাদ স্যার। দেরিতে রিপ্লাই দেয়ার জন্য লজ্জিত ও দুঃখিত।

৯| ১০ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৩৪

সোহানী বলেছেন: এতো দেখি কঠিন প্রেমের কবিতা.............

২০ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি আপু, কঠিন প্রেমের কবিতাই এটা :)

শুভেচ্ছা নিয়েন।

১০| ১৭ ই অক্টোবর, ২০২১ রাত ১২:৪৮

জাহিদ অনিক বলেছেন: অনেকদিন পরে দারুণ প্রেমের কবিতা পড়লাম ভাইয়া

২০ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক দিন পর ব্লগে এসেছিলেন আপনি, আমার কবিতাটাও পড়েছিলেন, কমেন্টও করেছিলেন, কিন্তু লজ্জার সাথে দুঃখ প্রকাশ করে বলতে হয় যে, আমি উত্তর দিতে অনেক দেরি করে ফেললাম, যদিও কমেন্টটা তখনই দেখেছিলাম। ভেবেছিলাম, আপনি ব্লগে ফিরে এসেছেন। কিন্তু তারপর আপনাকে আর দেখি নি।

ব্লগবাসী আপনাকে সব সময়ই স্মরণ করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.