নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

আয় রে সকলে হাত রাখি হাতে || দেশের গান || ইন্সট্রুমেন্টাল/যন্ত্রসঙ্গীত || কথা ও সুর : সোনাবীজ

১৭ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪০

এর আগে শুধু শিস্‌ দিয়ে যাই শিরোনামে দুটি পোস্টে আমার কয়েকটা গানের সুর শেয়ার করেছিলাম। সুরগুলোর কোনো লিরিক ছিল না। ওগুলো শুধু শিস্‌ দিয়ে বাজানো ছিল। একটা ছোটো পর্যায়ের গানের অনুষ্ঠান হচ্ছে। আগের করা সুরগুলো থেকে একটা সুরকে থিম মিউজিক হিসাবে ব্যবহার করতে চাইছিলাম। প্ল্যানটা ছিল, সব ইভেন্টের শেষে এ গানটা কোরাস হিসাবে গাওয়া হবে, এবং এর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হবে। কিন্তু কাজের চাপে লিরিক লেখা হলো না :( মিউজিকটাও বাদ দিতে হলো। নিজে অনুষ্ঠান করে নিজের গান ঢোকানোতে আবার 'স্বজনপ্রীতির' অভিযোগও আশঙ্কা করছিলাম বৈকি :)

যাই হোক, এর আগে আপনারা উপরের লিংকে শুধু শিস্‌ শুনেছিলেন, যা দেশাত্মকবোধক এবং প্রেমমূলক - দুইভাবেই চিন্তা করা হয়েছিল। এবার এর মিউজিক শুনুন নীচের লিংকে। ভিডিওটি বানানো হয়েছে দেশাত্মবোধক গান হিসাবে। রেকর্ডগুলো ক্যাজুয়ালি করা হয়েছে। প্র্যাক্টিসের সময় মোবাইলে রেকর্ড করা। কয়েকটা ভার্সন আছে।

শুরুর লিরিকটা এরকম। পুরো লিরিক এখনো লেখা হয় নি।

আয় রে সকলে
হাত রাখি হাতে
হো সবাই মিলে একসাথে
আজ গড়ি এ দেশটাকে


আয় রে সকলে - ভার্সন-৩



ভার্সন-২



ভার্সন-১, প্রথম রেকর্ড




সবাই শুভেচ্ছা নিয়েন। ভালো থাকিয়েন।

মন্তব্য ২১ টি রেটিং +৬/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ৮:২১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভার্শন ১, ২ এবং ৩ শুনলাম। সুরটা খুব মেলোডিয়াস হয়েছে। তবলা আর ফ্লুটের সমন্বয় খুব ভালো লেগেছে। গানের কথা শোনা হোল না।

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রশংসার জন্য ধন্যবাদ পঁচাত্তর ভাই। পোস্টে অবশ্য লিখেছি, কাজের চাপে এখনো লিরিক লেখা হয় নাই। আমার অনেক সুরই শুধু শিস্‌ আকারে আছে :) এই সুরে কেউ লিরিক দিলে ভালো হইত, যেহেতু নিজ লেখার সময় পাচ্ছি :( আর লিরিক না হলেও আপাতত সমস্যা নাই, পরে দেখা যাবে নে।

আবারও ধন্যবাদ। শুভেচ্ছা নিয়েন। ভালো থাকিয়েন।

২| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভালো হয়েছে ভালো লাগলো। কিন্তু গানের কথা শোনা হলো না। শুনতে খুব ইচ্ছে করছে শোনার আশায় থাকলাম।

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো হয়েছে ভালো লাগলো জেনে ভালো লাগলো মাইদুল সরকার ভাই। ভবিষ্যতে লিরিক লিখে তারপর গেয়ে দিব নে। তদ্দিন ভালো থাকিয়েন, আর নিরন্তর শুভেচ্ছা নিয়েন।

৩| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ৯:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: অভিনন্দন, ভালো হয়েছে।

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ জলদস্যু ভাই। ভালো থাকিয়েন। শুভেচ্ছা নিয়েন।

৪| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৩০

ঈশান মাহমুদ বলেছেন: ভিডিও চিত্রগুলো সুন্দর। সঙ্গে চমৎকার টিউন। এইগুলো নির্মাণে আপনি অনেক পরিশ্রম এবং সময় ব্যয় করেছেন, বোঝা যায়। কিন্তু লিরিক শোনা গেলো না। তবুও ... ইট স্যুড বি অ্যাপ্রিশিয়েটেড। :)

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, ভিডিও মেকিঙের জন্য আমি প্রচুর সময় দিয়েছি। ভিডিও মেকিং আমার নেশা। প্রশংসায় অনুপ্রাণিত। লিরিক ভবিষ্যতে হলে হবে নে। ভালো থাকিয়েন। শুভেচ্ছা নিয়েন।

৫| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৫৫

রাজীব নুর বলেছেন: অনেকদিন পর ব্লগে এলেন। কেমন আছেন?

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১১:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি, অনেক দিন পরই এলাম ব্লগে। ভালো আছি আল্লাহর রহমতে। আশা করি আপনিও ভালো। ধন্যবাদ রাজীব ভাই। ভালো থাকিয়েন। শুভেচ্ছা নিয়েন।

৬| ১৮ ই নভেম্বর, ২০২১ রাত ৩:৫৪

নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো। বহুদি পর আপনার পোষ্ট দেখলাম

১৮ ই নভেম্বর, ২০২১ সকাল ৮:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি ভাই। ভালো থাকিয়েন আর শুভেচ্ছা নিয়েন।

৭| ১৮ ই নভেম্বর, ২০২১ ভোর ৬:২৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ভালো লাগলো। অনেকদিন পর ব্লগে দেখলাম

১৮ ই নভেম্বর, ২০২১ সকাল ৮:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, বেশ কিছুদিন পরই ব্লগে একটু অ্যাক্টিভ হলাম, যদিও ব্লগে সবসময়ই ঢুঁ মেরেছি।

ধন্যবাদ মিউজিকটি শোনার জন্য। ভালো থাকিয়েন আর নিরন্তর শুভেচ্ছা নিয়েন।

৮| ১৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৫৮

হাসান কালবৈশাখী বলেছেন:
মিউজিক ৩টাই শুনলাম।অপুর্ব।
দেশের গান শুনলে মনে একটি আলাদা উদ্দিপনা তৈরি হয়, মাঝে মাঝে চোখের পানিও লুকাতে হয়।
আপনি নিজেই তৈরি করেছেন শুনে খুব আশ্চর্য লাগছে। এত গুনি মানুষ আমাদের ব্লগে।
খুব ভাল লাগলো। ইন্সট্রুমেন্টাল টিমে আপনি ছিলেন?

১৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিদেশের মাটিতে কোনো অনুষ্ঠানে বাংলা গান শুনলে, এবং তা যদি হয় দেশের গান, তাহলে কীরকম আবেগের সৃষ্টি হয়, তার বেশকিছু অভিজ্ঞতা আছে আমার। দেশের গানে উদ্দীপনা থাকা বাঞ্ছনীয়, তা না হলে মানুষ উজ্জীবিত হবে না তো!

তিনটা ভার্সনই আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো হাসান ভাই।

আমাদের একটা ঘরোয়া অনুষ্ঠানের প্র্যাক্টিস হচ্ছে। সুযোগ এবং সময় পেলে আমারও কিছু কাঁচা গানের সুরে মিউজিক দেয়ার চেষ্টা করি। ব্যাপারটা এটুকুই। অর্কেস্ট্রা টিম আমাদের পরিচিত।

অনেক ধন্যবাদ হাসান ভাই।

৯| ১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৩৫

শায়মা বলেছেন: খুঊঊউবি সুন্দর হয়েছে ভাইয়া!!!!!!!

১৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুবই আনন্দিত হলাম। শুনেছেন দেখে ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপু।

১০| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৩০

খায়রুল আহসান বলেছেন: গানের সুর ও চিত্রায়ন চমৎকার। প্রশংসনীয় উদ্যোগ।
ভার্শন নং ৩ ই বেশি ভালো লেগেছে। বাকি দুটোও ভালো হয়েছে।
পোস্টে প্লাসটা আগেই রেখে গিয়েছিলাম। + +

২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি স্যার, প্রথম লাইকটা আপনারই ছিল, ওটা আমার মনে আছে, এবং লাইকার্স লিস্টেও সেভাবেই আছে। লাইকটা টনিকের মতো কাজ করেছিল, এতখানিই ইন্সপায়ারিং ছিল।

ভার্সন-৩টাই সেরা হওয়ার কথা। কারণ, এটা বেশ প্রিপারেশন নিয়ে এবং রেকর্ড করার উদ্দেশ্যেই করা হয়েছিল, যদিও রেকর্ডিং সিস্টেমটা কোনো প্রফেশনাল রেকর্ডিং না। প্র্যাক্টিস রুমের পাশেই রেকর্ডিং স্টুডিয়ো, কিন্তু তার জন্য অত হাঙ্গামা করার সময় ও সুযোগ ছিল না।

কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.