নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

আমার মন দিলাম, প্রাণ দিলাম || কথা ও সুর : সোনাবীজ

১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৩৯

এর আগে এই গানটা যথারীতি খালি গলায়ই হোম-স্টুডিয়োতে রেকর্ড করা হয়েছিল। তো, গত কয়েকদিন ধরে একটা অনুষ্ঠানের প্র্যাক্টিস হচ্ছে। সেখানে সুযোগ পেলেই মিউজিশিয়ানদের রিকোয়েস্ট করি, আমার এ গানটার একটা মিউজিক তুলে দিন তো! আজকের প্র্যাক্টিস শেষ। তাড়াহুড়ো করছি, বাসায় আসবো। মিউজিশিয়ানদের এ গানটার কথা বলার সাথে সাথেই তারা বললেন, আগে একটা ড্রাই প্র্যাক্টিস করেন, সুরটা একটা শুনে নেই। কিন্তু অত সময় হাতে নেই বলে বললাম, আমি গানটা শুরু করলাম। আপনারা যা পারেন, যেভাবে পারেন, যতটুকু পারেন শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তুলুন, শুধু ফ্ল্যাট মিউজিক হলেও চলবে।

মিউজিশিয়ানদের প্রতিভা দেখে মুগ্ধ হইয়া গেলাম। গানের শুরুটা (মুখ) শুরু করার পরই খেয়াল করলাম, তারা সুর ধরে ফেলেছেন এবং মিউজিকও তুলে ফেলতেছেন। অর্ধেক, মানে প্রথম অন্তরা গাওয়ার পর মনে হইল, আরে বাহ, আমার গান গাওয়া বন্ধ করে মিউজিশিয়ানদের মিউজিকটা রেকর্ড করলেই তো বরং সেটা আরো মধুর শোনাবে!

মোবাইলের ভয়েস রেকর্ডার অন করে রাখলাম। ভয়েস ভালো না এলেও মিউজিকটা ভালো এসেছে। ওভারঅল, এটা কোনো প্রেফেশনাল রেকর্ডিং না। কাজেই সাউন্ড কোয়ালিটি ভালো হবে, তা আশা করি না। কিন্তু, আমি অবাক হচ্ছিলাম, শেষের দিকে মিউজিকের সুর-মূর্ছনা এতই তন্ময়তা সৃষ্টি করলো যে, আমি যেন একটা ঘোরের মধ্যে ঢুকে গেলাম। রেকর্ডিং ভালো না হওয়ায় অবশ্য সেই মিষ্টতা অনেকখানিই মিস করবো।

--

অনেক আগেই লেখা ও সুর করা, ২৩ সেপ্টেম্বর ২০১৭-তে। এক অন্তরার গান। পরের অন্তরা আর লেখা হয় নাই। দরকারও নাই। এক অন্তরায়ই সম্পূর্ণ হইয়া গেছে গানটা।

আমার মন দিলাম প্রাণ দিলাম
দিলাম সর্বস্ব
বন্ধু আমায় বিনিময়ে দিল কলঙ্ক
বিনিময়ে দিল কলঙ্ক

ও বন্ধুরে
বন্ধু আমার জানলো না তো হায়
অন্তর আমার পুড়ে সদাই চলার আগুনে
বন্ধু আমায় বিনিময়ে দিল কলঙ্ক
বন্ধুর লাইগা পরাণ আমার ক্ষইয়া ক্ষইয়া যায়
ক্ষইয়া ক্ষইয়া যায়
বন্ধু আমায় বিনিময়ে দিল কলঙ্ক

২৩ সেপ্টেম্বর ২০১৭


এবার মিউজিকসহ গাওয়া গানটি শুনুন।

লিংক : আমার মন দিলাম, প্রাণ দিলাম, দিলাম সর্বস্ব



তার আগে খালি গলায় গাওয়া গানটিও শুনতে পারেন। এখানে অবশ্য ভয়েস ক্লিয়ার।

লিংক : আমার মন দিলাম, প্রাণ দিলাম, দিলাম সর্বস্ব - খালি গলায় গাওয়া



হোম-স্টুডিয়ো কী? মোবাইলে একেবারে আনাড়ি রেকর্ডিং, যা ঘরে বসে যে-কোনো অবস্থায়, দাঁড়ানো, দৌড়ানো, বসা, শোয়া, খাওয়ার সময়, এমনকি ঘুমন্ত অবস্থায়ও রেকর্ডিং করা হয়। তবে, আমার ছেলেমেয়েরা তাদের উন্নত ডিভাইস ও টেকনোলজিতে রেকর্ডিং করেও আমার কাছে বকা খায়, ওগুলোর সাউন্ড কোয়ালিটি ভালো হয় না বলে :)

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১:০২

রাজীব নুর বলেছেন: ভালো কাজ করেছেন।

১৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ্ভ রাজীব নুর ভাই। শুভেচ্ছা।

২| ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১:৫৬

নেওয়াজ আলি বলেছেন: চালিয়ে যান।

১৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি ভাই। শুভেচ্ছা।

৩| ১৯ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:০৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: মিউজিক সহ আপনার গাওয়া গানটা শুনলাম। খুব ভালো লেগেছে।

১৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ পঁচাত্তর ভাই। শুভেচ্ছা।

৪| ১৯ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫১

কল্পদ্রুম বলেছেন: দুটোই শুনলাম। খালি গলার ভার্সনটা বেশি ভালো লাগলো। লিরিক্সে 'চলার আগুনে' দেখে ভেবেছিলাম 'চুলার আগুন' হবে। পরে গান শুনে দেখি 'চলা' ঠিক আছে।

২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রেকর্ডেড দুটো ভার্সন শোনার পর আমারও মনে হয়েছে খালি গলার গানটা বেশি আবেগময় হয়েছে। তবে, লাইভ প্রোগ্রামের আবেদন একটু ভিন্ন। প্র্যাক্টিস সেশনে আমার মনে হয়েছিল, পরিবেশটা অনেক জীবন্ত হয়ে উঠেছে।

এটা চলার আগুনেই :) চলা মানে লাকড়ি :)

গান দুটো শোনার জন্য অনেক ধন্যবাদ কল্পদ্রুম ভাই।

৫| ১৯ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৬

মিরোরডডল বলেছেন:
অনেকদিন পর ধুলোর গান ।
খালি গলারটা বেশী ভালো লেগেছে ।

২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গান তো সব সময়ই হচ্ছে, তবে ব্লগে অনেক দিন পর, এটা ঠিক :)

হ্যাঁ, খালি গলারটা বেশি আন্তরিক মনে হচ্ছে।

ধন্যবাদ গান দুটো শোনার জন্য।

৬| ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১১:১৩

শেরজা তপন বলেছেন: আপনাকে আর আপনার মত করে খুঁজে পাচ্ছিনা সোনাবীজ ভাই :(

২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি তো নিজেই নিজেকে খুঁজে পাইতেছি না তপন ভাই :) বাহ্‌, একটা লাইনও দেখি হইয়া গেল এই ফাঁকে -

আমি তো নিজেকেই হারিয়ে ফেলেছি আজ
তোমাকে খুঁজে পেতে আর নেই কাজ :)

৭| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ১২:১৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ্ভ রাজীব নুর ভাই। শুভেচ্ছা।

শুকরিয়া জনাব।

২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই। শুভেচ্ছা।

ভালো থাকবেন সব সময়।

৮| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ১২:১৭

জটিল ভাই বলেছেন:
এই বুঝি সোনাভাইয়ের ব্যস্ততার হেতু!
চালিয়ে যান যেহুতু......

২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :) :) :)

নেই কাজ সুর ভাঁজ :)

একটা কিছু নিয়া তো ব্যস্ত থাকতে হবে, তাই না? এই হলো সেই আকামের কাম :)

৯| ২১ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩৯

খায়রুল আহসান বলেছেন: আপনার বহুমুখি প্রতিভার পরিচয় পেয়ে মুগ্ধ হচ্ছি।
মিরোরডডল বলেছেন: খালি গলারটা বেশী ভালো লেগেছে। আমিও তাই বলি।

২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লজ্জায় তো আর মুখ দেখাইবার সুযোগ রাখলেন না স্যার :)

আপনার কমেন্টে অনেক অনুপ্রাণিত, স্যার। ধন্যবাদ দিয়ে শেষ করা যায় না। কৃতজ্ঞতা জানবেন।

মিরোরডডলের সাথে আমিও একমত, স্যার।

১০| ২২ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:২৭

সোহানী বলেছেন: অসাধারন।

খালি গলারটা আমারো বেশী ভালোলেগেছে।

হোম স্টুডিয়ো আরো উন্নত হোক এ প্রত্যাশায়।

২৭ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গান দুটো শোনার জন্য অনেক ধন্যবাদ আপু।

হোম-স্টুডিয়ো'র উন্নতি!!! তাহলে তো আমার এই প্রতিভার আর কোনো স্ফুরণ ঘটবে না, সব ঢাকা পড়ে যাবে, হে হে হে :)

কাঁচা মোর ঘরখানি স্মৃতিময় ও খাসা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.