নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
গতরাতে ডিনারের টেবিলে দুই ছেলেকে বাংলা গানের মুখ-চোখ, অন্তরা, সঞ্চারী ইত্যাদি বুঝাইতে গেলে উলটা ওরা আমাকে কোরাস, ব্রিজ-ট্রিজ, ডি-মাইনর, জুনিয়রসহ আরো অনেক কিছু শেখানো শুরু করলো, যদিও আমি শিখি নাই। কষ্ট করার প্রয়োজন নাই। রাজকঙ্কা কন্যাবতীর পরামর্শ ফলো করছি তবে, অভারঅল আমিই ডমিনেট করেছি খাওয়া দাওয়া শেষ করে ব্লগিং, ফেইসবুকিং, ভাইবারিং করতে করতে গানও শুরু করে দিলাম। আব্দুল আলীমের 'দুয়ারে আইসাছে' পালকি গাইলাম। গাইতে গাইতে রেকর্ডও করে ফেললাম। বড়ো ছেলে টুং টাং করে গিটারও বাজাইল। সেই গান ইউটিউবেও দিলাম। এরপর শোয়ার আগে আরেকটা সুর চলে এলো মগজে, যেটা মাস কয়েক আগে আমারই অন্য একটা গানের সুর থেকে উঠে এসেছে। গুন গুন করে করে ওটাকে অবশ্য গতকাল সকালেই মোবাইলে রেকর্ড করে ফেলেছিলাম। সময়মতো শোয়া গেল না। ঐ সুরটা দেখি দাঁড়াইয়া গেল। সেই সাথে লিরিকও লিখে ফেললাম। দীর্ঘ জীবনের সাথি আজ প্রেমিককে ছেড়ে চলে যাচ্ছে। তার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে বেদনার্ত প্রেমিক অবিরাম আর্তনাদ করছে। কিন্তু প্রেমিকার যে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। এ কষ্টে প্রেমিকের বুক ফেটে চৌচির হচ্ছে, শুধু কান্না আর কান্না বেরিয়ে আসছে, যা থামছে না। খুব সাধারণ লিরিক। এটা ফার্স্ট রেকর্ড। আমি এ গানটার একটা ক্লাসিফিকেশন দিয়েছি - ফোক গজল বা বা পল্লী গজল। এ নামে কোনো ক্যাটাগরি আছে কিনা জানি না। থেকে থাকলে তা কীরূপ হবে, তা ধারণা করেই আমার গানটার ক্লাসিফিকেশন দিলাম ফোক গজল বা পল্লী গজল। আর যদি এ নামে কিছু না থেকে থাকে, তাহলে ফোক গজল বা বা পল্লী গজল নতুন ক্যাটাগরি হিসাবে আত্মপ্রকাশ করলো, বলা যায়।
ফোক গজল বা বা পল্লী গজল
আমায় যদি যাও গো ফেলে
থাকবো আমি কার সাথে
আমায় বন্ধু যাও গো বলে যাও
আমায় যদি বাঁচতে দিতে চাও
আমায় বন্ধু সাথে নিয়া যাও
আমার জীবন থাকতে তুমি
কেন বন্ধু যাও চলে
আমায় বন্ধু যাও গো বলে যাও
কথা ও সুর : সোনাবীজ
২৭ নভেম্বর ২০২১
গানের লিংক : আমায় যদি যাও গো ফেলে - ফোক গজল - কথা ও সুর - সোনাবীজ
খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছে আজ। এমনটা এর আগে কখনো হয় নি। আলীম ভাইয়ের অফিসে গেছি সকালে। একটু পরই হুট করে একটা সুর চলে আসে। কথাটাও খুব সিম্পল - এই তো আমি আসছি কাছে। আসা মাত্র উচ্চারণ করলাম। আলীম ভাইরেও বললাম, এই দেখ, একটা সুর চলে আসলো আমার মুখে ওর কাছ থেকে একটু সময় নিয়ে ভয়েস রেকর্ডারে রেকর্ড করে ফেললাম। কিন্তু সুরটা শুধু মগজে গুন গুন করতেই থাকলো।
আমার অফিসে ফিরে আসার পর বসে আছি। একটু পরই রুশা ভাই ঢুকলো। মজার কথাটা ওরেও বললাম। ও অনেক বুদ্ধিদীপ্ত বক্তব্য দিচ্ছিল। বক্তব্য শেষে বললুম, এই দেখ, একটা মজার জিনিস। ওর অনুমতি নিয়া বললাম, তুই হাসিস না, আমার একটা সুর রেডি হইয়া গেছে, এখন রেকর্ড করে না রাখলে পরে হারিয়ে যাবে। আলীম ভাই আর তুই সাক্ষী এই সুরের। তারপর ওর সামনেই ওটা খুবই র অবস্থায় রেকর্ড করে ফেললাম।
এর মধ্যে ফার্স্ট হ্যান্ড লিরিকও লিখে ফেললাম।
বাসায় এসে ওটা আরেকটু পোক্ত করে রেকর্ড করলাম। এরপর রাতে গানটার ফার্স্ট ভার্সন ফাইনাল করে ফেললাম।
আধুনিক গান
এই তো আমি এসেছি কাছে
একটু ফিরে চাও
একটুখানি মিষ্টি হেসে
হাতটাকে বাড়াও
এই যে সময় যাচ্ছে চলে
যায় না তারে ধরা
তোমার আমার অনেক বিকেল
হয় না গল্প করা
এমনি করে যদি গো জীবন
শুধুই বয়ে যায়
সুখ না পেলে এই জীবনের
মূল্য বা কোথায়?
এমনি করে যদি গো জীবন
শুধুই বয়ে যায়
তুমি না দিলে এই জীবনে
সুখ বলো কোথায়
এই তো আমি এসেছি কাছে
একটু ফিরে চাও
একটুখানি মিষ্টি হেসে
হাতটাকে বাড়াও
গাইছে বনের পাখিরা গাইছে
গাইছে নদীর ধারা
ফুলের গায়ে পাখা দুলিয়ে
গাইছে নীল ভ্রমরা
চারদিকে আজ কত আনন্দ
সুখ মানুষের মনে
মুখ ফিরিয়ে আর কতক্ষণ
থাকবে এমন দিনে
চারদিকে আজ কত আনন্দ
সুখ মানুষের মনে
তুমি না হাসলে এই জীবনে
সুখ পাব কোনখানে
এই তো আমি এসেছি কাছে
একটু ফিরে চাও
একটুখানি মিষ্টি হেসে
হাতটাকে বাড়াও
কথা ও সুর : সোনাবীজ
২৮ নভেম্বর ২০২১
গানের লিংক : এই তো আমি এসেছি কাছে - কথা ও সুর - সোনাবীজ
কভার সং - ফোক গান - আব্দুল আলীম
দুয়ারে আইসাছে পালকি
উৎসর্গ :
কলাবরিষ্ঠা কঙ্কাবতী রাজকন্যা
০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই জন্যইতো আপনি জাত শিল্পী। সাথে পুরো পরিবার। হাহাহাহা। অনেক ভালো বলেছেন আপু, বাট, বিরাট কম্পিমেন্ট কিন্তু ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপু।
২| ২৯ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৫৫
রাজীব নুর বলেছেন: সুন্দর গান।
০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।
৩| ২৯ শে নভেম্বর, ২০২১ রাত ১:০১
জহিরুল ইসলাম সেতু বলেছেন: খালি গলায় স্নিগ্ধ গানে মুগ্ধ হলাম।
অভিনন্দন।
০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সেতু ভাই। ইউটিউবে আপনার কমেন্ট পেয়ে আনন্দিত হয়েছি। আশা করি ইউটিউবে 'সোনাবীজ' চ্যানেলের সঙ্গেও থাকবেন।
৪| ২৯ শে নভেম্বর, ২০২১ রাত ৩:০৩
নেওয়াজ আলি বলেছেন: এই যুগের ছেলেপুলে এই সব শুনে না। চমৎকার গান
০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি ভাই। আশ্চর্য হলাম, আমার দুই ছেলের কাছে আমার গান খুব ভালো লাগছে।
৫| ২৯ শে নভেম্বর, ২০২১ সকাল ৮:৩১
শেরজা তপন বলেছেন: দ্বিতীয় গানের লিরিক্স ভাল লেগেছে বেশী।
ইন্সট্রুমেন্টাল মিউজিক আর স্টুডিও রেকর্ডিং হলে বেশ ভাল লাগবে আপনার সুর আর কথার গান।
০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপাতত শুধু সুরটাকে ধরে রাখছি তপন ভাই। সুর এই আসে, ধরে না রাখলে মুহূর্তেই ফুরুৎ করে হারিয়ে যায়, কবিতার মতোই তবে, ইন্সট্রুমেন্ট, বিশেষ করে হারমোনিয়ম, কি-বোর্ড ইত্যাদিতে আমার স্কিল না থাকায় খালি গলাটাই আপাতত ভরসা। অবসর জীবনে এগুলো নিয়ে অন্যকিছু ভাবা যায় কিনা, তা একদিন ভাববো
আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় শেরজা তপন ভাই, সঙ্গে থাকার জন্য। আমি লজ্জিত ও দুঃখিত, আপনাদের ব্লগ ভিজিট করতে পারছি না বলে।
শুভেচ্ছা সতত।
৬| ২৯ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৫৮
জটিল ভাই বলেছেন:
গানগুলো আর কন্ঠ সাধারণ নয়। তবে আপনার অনুপ্রেরণায় আমি যে নির্বাচনী গান লিখে প্রতিভার প্রকাশ ঘটালাম তাতেতো কিছু বললেন না! আপনার অনুপস্থিতি আমায় হতাশ করিয়াছে। আপনার কারণে একখানা বিরাট প্রতিভার যবনিকাপাত হচ্ছে!
০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
গানগুলো আর কন্ঠ সাধারণ নয়। ব্যাপক, জটিল প্রশংসা করেছেন জটিল ভাই। সকৃতজ্ঞ ধন্যবাদ।
আপনার নির্বাচনী গান কোথায়? জলদি লিংক দিন। নির্বাচনী গান লেখা হলো বিরাট প্রতিভার কাজ। ওটা সবার দ্বারা সম্ভবও না।
৭| ২৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:২৪
মরুভূমির জলদস্যু বলেছেন: গানগুলি সুন্দর হয়েছে।
০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জলদস্যু ভাই, অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৪০
সোহানী বলেছেন: এই জন্যইতো আপনি জাত শিল্পী। সাথে পুরো পরিবার।
অনেক ভালো লাগলো।