নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
গজল না, কিন্তু ধীরলয় বা স্লো মোশনের দীর্ঘ ৩ অন্তরার বিরহের গান।
লিরিক
তুমি তো তোমার কথা বলে দিয়েছ
আমারও তো কিছু কথা বলার ছিল
সুখের সরোবরে তোমার
কাটছে সুখের দিন
যতই ডাকি ততই তুমি
গভীর উদাসীন
তুমি গভীর উদাসীন
মনে হয় যে কোনোদিনই
ভালোবাসো নি
ভান করো যে কোনোদিনই
আগে তুমি আমায় দেখো নি
একা ছিলাম ভালোই ছিলাম
ছিল সুখের দিন
মন ছিল এক সবুজ বাগান
কত সজীব ও রঙিন
সেই ভুবনে তুমি এসে
তুললে কেন ঝড়
আমার ঘরে আগুন জ্বেলে
বাঁধছো তুমি অন্য কোথাও ঘর
সবই তোমায় দিয়েছিলাম
জীবন বাজি রেখে
যেই ফুরালো সব প্রয়োজন
অমনি বদলে গেলে
কেমন করে পারলে হতে
এমন স্বার্থপর
আমার মনে তূষের আগুন
তোমার মনে আনন্দ সাগর
তুমি তো তোমার কথা বলে দিয়েছ
আমারও তো কিছু কথা বলার ছিল
১৬ ডিসেম্বর ২০২১
ইউটিউব লিংক : তুমি তো তোমার কথা বলে দিয়েছো
আপনিও লিরিক লিখুন !!
আমারও শখ, আপনারও স্বপ্ন হতে পারে - আপনি একটা লিরিক লিখুন। আপনার লিরিকে অন্য একজন সুর করছেন এবং গাইছেন, কেমন এক্সাইটিং একটা ব্যাপার না? একজন নভিস সুরকার হিসাবে আমিও দেখতে চাই কতটুকু পারি। এই পোস্টের গানের লিরিকের ছন্দে লিরিক লিখতে হবে। ভাষা হতে হবে সহজ। প্রতি অন্তরা ৪ লাইনের বেশি হবে না, এবং মাত্র ২ অন্তরার গান হতে হবে। গানের শুরু বা 'মুখ' হবে দুই লাইনের। চেষ্টা করুন। অথবা এই লিংকে গিয়ে যে-কোনো শিসের সুরকে আপনি লিরিকের জন্য বেছে নিতে পারেন। শুভেচ্ছা গীতিকারের জন্য।
২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রাজকঙ্কা কন্যাবতীকে অনেক অনেক ধন্যবাদ। আমার ব্লগে আপনাকে স্বাগতম
২| ১৭ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৫৩
রাজীব নুর বলেছেন: সুন্দর গান। গানের কথা।
২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই। আমার ব্লগে আপনাকে স্বাগতম।
©somewhere in net ltd.
১| ১৭ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:২৯
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: খুবই সুন্দর হয়েছে।