নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
কিচ্ছু কেন বলছো না
আমায় কেন দেখছো না
মুখ ফিরিয়ে অন্যদিকে দেখছো কী?
একটু কাছে আসো না
দুষ্টু দুষ্টু হাসো না
হাতটা ধরতে লজ্জা তুমি পাচ্ছ কি?
এই যদি চলে যাও
তারপর ভুলে যাও
কেউ বসে আছে তোমার পথ চেয়ে
দিন আমার কাটে না যে
রাত আমার কাটে না যে
কী যে কষ্ট লাগে বুঝতে পারছো কি
কিচ্ছু কেন বলছো না
আমায় কেন দেখছো না
মুখ ফিরিয়ে অন্যদিকে দেখছো কী?
আজ তুমি যাচ্ছ না
কালও তুমি যাচ্ছ না
কোনোদিনই তুমি কোথাও যাচ্ছ না
সত্যি করে বলো দেখি
ভুলতে আমায় পারবে কি
তোমায় ছেড়ে একমুহূর্ত বাঁচবো না
কিচ্ছু কেন বলছো না
আমায় কেন দেখছো না
মুখ ফিরিয়ে অন্যদিকে দেখছো কী?
একটু কাছে আসো না
দুষ্টু দুষ্টু হাসো না
হাতটা ধরতে লজ্জা তুমি পাচ্ছ কি?
০৩ জানুয়ারি ২০২২
লিংক : কিচ্ছু কেন বলছো না?
উৎসর্গ : বলি বলি করেও সে কখনো কিছু বলে না
০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১১:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ দুপুর ২:২৪
জুল ভার্ন বলেছেন: ভীষণ অভিমানী কবিতা- ভালো লাগলো।
০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১১:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ জুল ভার্ন ভাই।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫১
মিরোরডডল বলেছেন:
০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১১:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
৪| ০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:২৫
জটিল ভাই বলেছেন:
বরাবরের মতোই সোনা ভাইয়ের খনির সোনা
০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বরাবরের মতোই জটিল কমেন্টে উদ্বেলিত। ধন্যবাদ জটিল ভাই।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ দুপুর ২:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর । ভালো লাগলো