নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

একজন মন্দ মানুষ

০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১১:৪৭

ওরে তুই নিঠুর কালা
ওরে ও পাষাণ কালা
কত আর দিবি জ্বালা
আমারে খুন করে তুই
সিনা টেনে ঘুরে বেড়াস তুই
মানুষ ভালো না

মিছেমিছি আশা দিলি
এই মন কিনে নিলি
সে মনে আগুন জ্বেলে
অভাগীরে গেলি ফেলে
আমারে খুন করে তুই
সিনা টেনে ঘুরে বেড়াস তুই
মানুষ ভালো না

আগে যদি চিনতাম তোরে
দেই কি ধরা এমন করে
মনটারে তালা দিয়ে
রাখতাম সিন্দুকে ভরে
দেহটাকে পাষাণ করে
কোনোদিনই আমি কারো
হতে চাইতাম না

ওরে তুই নিঠুর কালা
ওরে ও পাষাণ কালা
অযথাই দিলি জ্বালা
আমারে খুন করে তুই
সিনা টেনে ঘুরে বেড়াস তুই
মানুষ ভালো না

০৪ জানুয়ারি ২০২২

গানের লিংক : তুই মানুষ ভালো না




উৎসর্গ : মন্দ মেয়েটি

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:০১

চাঁদগাজীর সমর্থকগোষ্ঠী বলেছেন:



গানের সাথে একটু মিউজিক দিলে আরও ভালো লাগতো।

০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কমেন্টের জন্য। আপাতত শুধু সুরটাকে ধরে রাখা আর কী।

শুভেচ্ছা।

২| ০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:০২

ইসিয়াক বলেছেন:






অভাগীর জন্য মন কেমন করছে.....
ভালো লাগলো।

০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ইসিয়াক ভাই। অভাগীদের ভাগ্য এমনই হয় :(

শুভেচ্ছা নিন।

৩| ০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:১৮

জটিল ভাই বলেছেন:
আমিতো ভালা না, ভালা লইয়াই থাইকো :P
জটিল লেখনী সোনা ভাই :)

০৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জটিল কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ জটিল ভাই।

৪| ০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৪৯

নেওয়াজ আলি বলেছেন: আহারে নিঠুর কালা তুই এত পাষাণ । বুকে দিলি জ্বালা ।

০৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নিঠুর কালার জন্য একগুচ্ছ বকাবকি রহিল

৫| ০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ৩:১৮

মিরোরডডল বলেছেন:

Happy new year Dhulo :)

০৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুভ নববর্ষ ২০২৩

৬| ০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:০৪

শেরজা তপন বলেছেন: কবিতা পড়েই ভাবছিলাম- সুর দিলে জমবে ভাল।
অবশেষে দেখলাম তাই। :) ভাল লাগল

০৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। ইদানীং গান শেয়ার না করে কবিতা পোস্ট করছি বলতে পারেন :)

যাই হোক, গানটা শুনে ফেলেছেন বলে ভালো লাগলো।

অনেক ধন্যবাদ প্রিয় শেরজা তপন ভাই।

৭| ০৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৪৪

সেডরিক বলেছেন: আমি তারে মন্দ মানুষ ভাবি না। বরং আমার চোখে সে আদর্শ মানুষ, মানুষের প্রকৃত গুন তার ভেতর আছে, আমার চেয়ে বেটার অপশন পেয়ে চলে গেছে। মানুষ তো এভাবেই ছেড়ে চলে যায়।

লেখায় +, ভালো লেগেছে কবি।

০৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, এভাবেও জিনিসটাকে দেখা যায়। তবে, তখন তাকে আর নিঠুর কালা বা পাষণ্ড বলা যাবে না। নিজের মানবীয় গুণে তাকে ক্ষমা করে দিতে হবে।

সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ। লাস্ট লাইনের জন্য আরেকটু বেশি :)

৮| ০৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার জন্য একটা অফার। একটা লিরিক লেখেন। সহজ ভাষায়, ছোটো ছোট লাইনে। বেশ কয়েকটা সুর খালি আছে, অর্থাৎ, এখনো লিরিক লিখি নি। আপনার লিরিক সেই সুরে বসানো হবে। চাইলে ফেইসবুকে নক করুন, সুর পাঠিয়ে দেয়া যাবে নে :)

ধন্যবাদ আপু।

৯| ০৯ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:১৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আসলেই, সইত্য কথা। মানুষ ভালা না। :-B

১২ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :) :) :) :)

আসলে আপনিও মানুষটা ভালো না :) :) বহুদিন বাদে ব্লগে এলেন, এতদিন আসেন নাই কেন? :(


যাই হোক, কবিতাটা পড়ার জন্য (এবং গানটা শুনে থাকলে তার জন্য) অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.