নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
এই পথ ধরে আমি হেঁটে গিয়েছি
আজ বহুদিন পরে ফিরে এসেছি
ফিরে এসেছি আমি গ্রামেরই মায়ায়
ফিরে এসেছি আমি মায়েরই ছায়ায়
আজ বহুদিন পরে গ্রামে এসেছি
যার ধুলাবালি মেখে বড়ো হয়েছি
গ্রামখানি ভরে গেছে ফুলে ফসলে
কত না মধুর স্বরে ডাকে সকলে
সকলেই কাছে এসে সুখে খুশিতে
বুকেতে জড়িয়ে ধরে ভালোবাসাতে
এত ভালোবাসা বলো কে দেবে আমায়
বার বার ছুটে আসি গ্রামেরই মায়ায়
এত ভালোবাসা বলো কে দেবে আমায়
বার বার ছুটে আসি মায়েরই ছায়ায়
এই পথ ধরে কত হেঁটে গিয়েছি
সুজানা জানালা খুলে উঁকি দিয়েছে
এই পথ ধরে কত হেঁটে গিয়েছি
সুজানা জানালা খুলে দেখেছে আমায়
সেই জানালাটি আজও তেমনি আছে
জানালার পাশে শুধু নেই সুজানা
ওগো সুজানা তুমি যেখানেই থাকো
ভালো থেকো তুমি সুখে থেকো
ওগো সুজানা আমার যেখানেই থাকো
ভালো থেকো তুমি সুখে থেকো
লা লা লা লা লা লা লা লা লা লা
হুহুহু হুহুহু হুহুহু হুহুহু
ফিরে এসেছি আমি গ্রামেরই মায়ায়
ফিরে এসেছি আমি মায়েরই ছায়ায়
০৬ জানুয়ারি ২০২২
গানের লিংক : এই পথ ধরে কত হেঁটে গিয়েছি : কথা, সুর ও কণ্ঠ - খলিল মাহ্মুদ
০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সুজানা আপার নাতনি ভালবাসি তাকে।
তাহলে তো আপনি আমার নাত-জামাই হয়ে গেলেন স্বাগতম
জটিল কমেন্টের জন্য ধন্যবাদ জটিল ভাই।
২| ০৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ৭:০৫
ইসিয়াক বলেছেন: গ্রামগুলো এখন আর আগের মত নেই। শহুরে যান্ত্রিকতা আর কোলাহল সেই অবধি পৌঁছে গেছে।
আর এখনকার সুজানারাও আর সহজ সরল নেই। সমস্ত কিছু বদলে গেছে জটিল জীবনের আবর্তে।
গান ভালো লাগলো।
শুভ সকাল প্রিয় ব্লগার।
১২ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইসিয়াক ভাই, আপনার জন্যও একটা অফার আছে। লিখুন একটা লিরিক, সুর করে দিব।
সুন্দর কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:১১
জটিল ভাই বলেছেন:
জানালা খালি তাহা কে বলেছে?
বয়সে চোখের পাওয়ার কমেছে।
জানালারর পাশে এখন দাঁড়িয়ে থাকে,
সুজানা আপার নাতনি ভালবাসি তাকে।
লা লা লা লা লা লা লা লা লা লা লা লা......