নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

আমার হারিয়ে যাওয়া পাখিটির প্রতি

১২ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:১০

আয়রে ফিরে আয় পাখি
আয়রে ফিরে আয় রে
তুই যদি না থাকিস
আমার বেঁচে থাকা দায়
আয়রে ফিরে আয় পাখি
আয়রে ফিরে আয় রে

জানি না কী আঘাত পেয়ে
কোন পাষাণের দোষে
কিছুই আমায় না বলে তুই
চলে গেলি কোন দেশে
কোন দেশে
আয়রে ফিরে আয় পাখি
আয়রে ফিরে আয় রে
তুই না ফিরলে এই জীবন কি
একা বওয়া যায়
তুই না ফিরলে এই জীবন কি
একা বাওয়া যায়
আয়রে ফিরে আয় পাখি
আয়রে ফিরে আয় রে

কোন হালতে কেমন আছিস
জানতে শুধু চাই
কষ্টে আমার বুক ভেঙে যায়
হয়তবা তুই ভালো নাই
ভালো নাই
কষ্টে আমার বুক ভেঙে যায়
হয়ত একটুও তুই ভালো নাই
ভালো নাই
আয়রে ফিরে আয় পাখি
আয়রে ফিরে আয় রে
তোকে ছাড়া এই জীবন কি
বয়ে নেওয়া যায়?
আয়রে ফিরে আয় পাখি
আয়রে ফিরে আয় রে

জানি না তুই কোথায় আছিস
কোন বা পিঞ্জিরায়
তুই না ফিরলে কার জন্য আর
বেঁচে থাকবো এই ধরায়
এই ধরায়
আয়রে ফিরে আয় পাখি
আয়রে ফিরে আয় রে
তুই না ফিরলে কার জন্য আর
বেঁচে থাকবো হায়
আয়রে ফিরে আয় পাখি
আয়রে ফিরে আয় রে

১১ জানুয়ারি ২০২২





আয়রে ফিরে আয় পাখি, আয়রে ফিরে আয়




উৎসর্গ : যে পাখি ফিরে আসে না


মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:১৬

শায়মা বলেছেন: মনে হলো যেন নয়নভাইয়ার জন্য লেখা হয়েছে।

যে পাখি আর কখনও ফেরে না।

উদাস করা হৃদয় হরা না জানি কোন ডাকে
সাগরপারের বনের ধারে কে ভুলালো তাকে!

১২ ই জানুয়ারি, ২০২২ রাত ১:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা একটা বিচ্ছেদের গানই। করুণ কিছু স্মৃতি বা ঘটনা হলো এর উৎস। সে পাখিটি ফিরবে না। ফেরার কোনো পথ নেই।

অবশ্য নয়ন ভাইয়ের উদ্দেশ্যে গাইলেও ইন-অ্যাপ্রোপ্রিয়েট হয় না।

অকাল-প্রয়াত নয়ন ভাই তার প্রয়ানের মধ্য দিয়ে আমাদেরকে একটা বড়ো ঝাঁকুনি দিয়ে স্মরণ করিয়ে দিয়ে গেলেন- মৃত্যু আসলেই খুব আকস্মিক। মৃত্যু কখনো কাউকে প্রস্তুতির সময় দেয় না। অকস্মাৎ তুলে নিয়ে যায়।

নয়ম ভাইয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

আপনাকে ধন্যবাদ আপু গানটি শোনার জন্য।

২| ১২ ই জানুয়ারি, ২০২২ রাত ১:৪১

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই,




যে পাখি একবার উড়ে যায় সে পাখি তো আর ফিরে আসেনা, শুধু কান্না-ই রেখে যায়!
আপনার গানের এই কথামালা দেখে আর একটি গানের কথা মনে পড়লো।
লিংক দিলুম----

১৪ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

যে পাখি একবার উড়ে যায় সে পাখি তো আর ফিরে আসেনা, শুধু কান্না-ই রেখে যায়!
শ্বাশ্বত কথা।

সুন্দর গানটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ প্রিয় আহমেদ জী এস ভাই। শুভেচ্ছা নিন।

৩| ১২ ই জানুয়ারি, ২০২২ রাত ৩:৩১

নেওয়াজ আলি বলেছেন: বিরহমাখা চমৎকার একটা লেখা। “যদি সব সাগরের জল কালি হতো তোমার আমার প্রেম কাহিনী”- জহীর আহেমদ ।

১৪ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি ভাই। ধন্যবাদ গানের কথাটা শেয়ার করার জন্য। আমি অবাক হলাম, আমি এই শিল্পীর নাম আজই প্রথম শুনলাম, এ গানটাও আজই প্রথম শুনলাম।

৪| ১২ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার হয়েছে।

১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ জলদস্যু ভাই। শুভেচ্ছা।

৫| ১২ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৯

জটিল ভাই বলেছেন:
বরাবরের মতোই সোনা। আর আমারটা নিয়ে এতো চিন্তা করবেন না। তাড়াহুড়ো করে মান খারাপ হবার চাইতে দেড়ি হওয়া উত্তম। আপনি রিলাক্সে করুন প্রিয় সোনা ভাই :)

১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ;)

জি, রিল্যাক্সই করেছি জটিল ভাই :)

৬| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সহজ সরল সুন্দর ভাই। শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.