নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

জটিল ভাইয়ের মনের ইচ্ছে পূরণ করার চেষ্টা করলাম || জটিল ভাইয়ের লেখা ও আমার সুর করা একটা দেশের গান - ও আমার বাংলাদেশ

১৪ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৪০

জটিল ভাই তার এই পোস্টে আমার ১১ নম্বর কমেন্টের জবাবে বলেছিলেন, একটা গান লিখতে চাই যদি গাইতে রাজি হোন :) আপনি কি সাড়া দেবেন???? :) আমি যে গায়ক না সেটা আমার গৃহবান্ধবী জানেন :) দিনরাত এত চেঁচামেচি করি (ধরুন গলা সাধি), বিরক্তির আর শেষ নাই, পারেন তো ঘরে তালা দিয়া আমারে আটকাইয়া রাখেন :) গলা ভালো হইলে অবশ্য এত ভয় পাইতেন না তিনি :)

আমি আসলে শিল্পী না, আমি কবি, আমি গীতিকার, সুরকার, আর সর্বোপরি আমি প্রেমিক :) এই পোস্টে জটিল ভাইয়ের জন্য একটা সুর তৈরি করে পোস্ট করলে তিনি তার এই পোস্টে লিরিক লিখে পাবলিশ করেন। সুরের সাথে মেলানোর জন্য গানটাকে একটু পরিমার্জন করি। ৩ অন্তরাকে কমিয়ে ২ অন্তরায় নামিয়ে আনি।

ব্যস্ত থাকায় জটিল ভাইয়ের গানটা তৈরি করতে একটু দেরি হলো। আচ্ছা, আমি আবার বলে নিই, আমি কণ্ঠশিল্পী না, আমি সুরকার ও গীতিকার। সুর তৈরি করে ওটাকে ধরে রাখার জন্য শুধু গেয়ে থাকি। কখনো বা শুধু শিস্‌ দিয়েই সুরটা ধরে রাখি।

এটা একটা দেশের গান। ভবিষ্যতের তিক্ততা এড়ানোর জন্য প্রিয় জটিল ভাইকে এখনই বলে নিই, এ গানের গীতিকার জটিল ভাই। গানটার কপিরাইট আমার। এটা সর্বত্র শেয়ার করা যাবে প্রচার ও প্রসারের জন্য :) তবে, অর্থ-উপার্জনের জন্য না। তবে, অর্থ উপার্জন জড়িত থাকলে তা করা যাবে না আমার অনুমতি ছাড়া।

গানের কথা

ও আমার বাংলাদেশ প্রিয় বাংলাদেশ,
জন্মভূমি মা আমার সোনার বাংলাদেশ।
ও আমার বাংলাদেশ প্রাণের বাংলাদেশ,
মাতৃভূমি মা আমার, ও প্রিয় স্বদেশ।

তোমার মাঠ, তোমার ঘাট, তোমার পরিবেশ
জুড়ায় মন, জুড়ায় প্রাণ, মায়াবী আবেশ।
তোমার ফুল, শোভা আকুল, কাটায় দুঃখ রেশ,
তোমার পাখিরা, সুরে সুরে গেয়ে ক্লান্তি করে শেষ।
মাগো তোমার ভালবাসায় আশা অনিমেষ,
মন চায় সুখে, তোমার বুকেই, হই গো নিরুদ্দেশ।
ও আমার বাংলাদেশ প্রিয় বাংলাদেশ,
জন্মভূমি মা আমার সোনার বাংলাদেশ।
ও আমার বাংলাদেশ প্রাণের বাংলাদেশ,
মাতৃভূমি মা আমার, ও প্রিয় স্বদেশ।

তোমার পাহাড়, নদ-নদী-বিল তোমার সবুজ বেশ,
তোমার নামেই গান গেয়ে আমি ধন্য হই অশেষ।
তাঁতী জেলে মাঝি শ্রমিক কৃষকে নেইকো হিংসাদ্বেষ,
হাতে হাত রেখে কাজ করি, গড়ি শান্তির পরিবেশ
চাই এমনি করে এ জীবনটারে, তোমায় করি পেশ,
চাই তোমার জন্য ধন্য জীবন, তোমাতেই হোক শেষ।
ও আমার বাংলাদেশ প্রিয় বাংলাদেশ,
জন্মভূমি মা আমার সোনার বাংলাদেশ।
ও আমার বাংলাদেশ প্রাণের বাংলাদেশ,
মাতৃভূমি মা আমার, ও প্রিয় স্বদেশ।

কথা : ব্লগার জটিল ভাই
সুর : খলিল মাহ্‌মুদ

গানের ইউটিউব লিংক : ও আমার বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ




উৎসর্গ : বাংলাদেশ


মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৫৯

অপু তানভীর বলেছেন: দুই জনেরই অনন্য প্রতিভা ! পুরো গানটা শুনলাম । ভাল লাগলো !
এই কোলাবরেশন চমৎভাবে সার্থক হয়েছে !

১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ অপু তানভীর ভাই। 'অনন্য প্রতিভা'য় মুগ্ধ হলাম। আপ্লুত হলাম। এবং লজ্জার ভারে আক্রান্তও হলাম :)

যাই হোক, প্রশংসা ভালো লাগে সবার মতো আমারও :)

সব সময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।

২| ১৪ ই জানুয়ারি, ২০২২ রাত ১:১৮

শায়মা বলেছেন: বাহ! খুবই সুন্দর ভাইয়া।

১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আপু। শুভেচ্ছা নিন।

৩| ১৪ ই জানুয়ারি, ২০২২ রাত ১:২১

জটিল ভাই বলেছেন:
আসসালামুআলাইকুম প্রিয় সোনা ভাই।
আমি কৃতজ্ঞতার ভাষা খুঁজে পাচ্ছিনা। অনেককিছুই বলতে যেয়েও বলতে পারছিনা। আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি শুধু এটুকু বুঝতে পারছি। তাই স্বাভাবিক হয়ে বিস্তারিত মন্তব্য প্রদান করবো ইনশাল্লাহ্। আপাতত অশেষ শ্রদ্ধা আর ভালবাসা জানাই। জটিলবাদ প্রিয় সোনা ভাই :)

১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়ালাইকুম আস সালাম জটিল ভাই। আপনার ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতাবোধে আমি মুগ্ধ ও আপ্লুত। আপনিও আমার ধন্যবাদ গ্রহণ করুন।

৪| ১৪ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৩

ইসিয়াক বলেছেন: খুবই ভালো লাগলো।

১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ইসিয়াক ভাই।

৫| ১৪ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৫২

জটিল ভাই বলেছেন:
প্রিয় সোনাভাই,
গতরাতে যখন দেখলাম আপনি আমার প্রোফাইল ভিজিট করেছেন তখনই বুঝেছিলাম আমার অপেক্ষার অবসান হতে চলেছে। হয়েছেও তাই। পাশাপাশি যখন শোনার পাশাপাশি দেখলাম গীতিকারের পাশে আমার নাম তখন বড্ড লজ্জা লাগছিলো এবং আপনার প্রতি শ্রদ্ধা ও গর্বে মন ভরে যাচ্ছিলো। যদিও মনে করি গীতিকার শতভাগ আমি নই কারণ আপনি যথেষ্ঠ্য ধৈর্য্য নিয়ে গানটিকে পরিমার্জিতরূপ দিয়েছেন। কথার অনেক উন্নয়ন করেছেন। পাশাপাশি গানের সুর শুনে আমার যতোটা সফ্ট মনে হয়েছিলো গান শোনার পর তা পুরো বদলে গেছে! ভেবেছিলাম বিষয়টা অনেক সহজ, কিন্তু আপনার সাথে কাজ করে বুঝলাম দূর হতে যতোটা সহজ মনে হয় আসলে কাজ ততোটা সহজ নয়। সেজন্যে আপনাকে আন্তরিক শুভকামনা জানাই। আমার মতো এতো ক্ষুদ্র মানুষ এতোটা গুরুত্ব পাবো ভাবিনি। সত্যি আপনার মন বিশাল।
আর গানের কপিরাইট নিয়ে আপনি যা দুশ্চিন্তা করছেন তা নিয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারেন। আমি এ বিষয়ে প্রফেসনাল নই। কিংবা এসব নিয়ে প্রফেসনালি চিন্তা-ভাবনাও করিনা। আমি যেটা করলাম সখের বশে। এটাই আমার প্রথম, হতে পারে এটাই শেষ। এর আগে এককভাবে একটা করেছিলাম তবে সেটা অন্য গানের সুর উপর ভিত্তি করে।
তবে, লিখার সময় হতেই গুণগুণিয়ে আপনার সুরে গাচ্ছিলাম। সে থেকে মনে শখ ছিলো নিজে একবার গাইবো যদিও পাশাপাশি ভয়ও আছে। তবে আপনি অনুমতি দিলে আপনার সুরে আগের কথামালায় একবার গেয়ে দেখবো ভেবেছিলাম। কিন্তু এখন আপনার কন্ঠে শুনে ভয়ে জর্জরিত হয়ে গেছি। এসব আমার কাজ নয় তা বুঝে গেছি।
পরিশেষে আবারো আপনার প্রতি অশেষ শ্রদ্বা আর ভালবাসা নিবেদন করছি হে গুরু ও প্রিয়। আমার নিবেদন গ্রহণ করুন।
জটিলবাদ।

১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার আবেগময় কমেন্টে আমিও আপ্লুত হলাম জটিল ভাই। আমিও প্রফেশনাল না, একেবারেই না, একেবারেই খামখেয়ালিপনা এটা। তবে, এটা একটা নেশার মতো। সবসময় ব্যস্ত রাখবে আপনাকে। একটা সুর তৈরি হয়ে গেলে সৃষ্টির আনন্দে আত্মহারা হবেন, যেমন আমি প্রতিবারই হয়ে থাকি। আমার এই পাগলামিতে সবচাইতে বেশি আমার বান্ধবী :) যিনি সম্পর্কে আমার স্ত্রীও বটেন :) গান রেকর্ডের সময় ঘরে ঢুকে পড়েন, আমার কাজে ব্যাঘাত ঘটে যেমন, তেমনি একটু ভর্ৎসনাও শুনতে হয় :( :( :) :)

এই গান ছড়িয়ে দিন বিশ্বময়, আপনি, আপনারা ছেলেমেয়েরা আর ভাবী, ভাইবোন মিলে কোরাস গেয়ে ছড়িয়ে দিন :) কোনো বাধা নেই, বরং আরো উৎসাহিত হবো।

অভিনন্দন ও শুভেচ্ছা রইল আপনার প্রতি।

৬| ১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১:১২

জটিল ভাই বলেছেন:
উৎসাহ পেলাম প্রিয় সোনা ভাই। উৎসাহ দেবার জন্যে অশেষ জটিলবাদ প্রিয় ভাই। আর দয়া করে লিংক দেওয়া আগের কমেন্টটি ডিলিট করে দেবেন প্রাইভেসির জন্য। আমি চাইনা এটা ছড়িয়ে যাক। ভালবাসা নিরন্তর :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.