নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
শিল্পী নই, শুধু সুরটাকে ধরে রাখছি। কখনো কণ্ঠে, মিউজিকবিহীন, খালি গলায়, কখনো-বা শিস্ দিয়ে। গান ভালো লাগে, যেমন ভালো লাগে কবিতা। যেমন ভালো লাগে গল্প লিখতে, ব্লগিং করতে।
দুটো গান একসাথে দিলাম। একটা প্রেমের, অন্যটি বিচ্ছেদের। ২য় গানটি এর আগে একদিন শেয়ার করেছিলাম। সেটি গিয়েছিলাম এমন একটা জায়গায় বসে, যেখানে উচ্চস্বরে গান গাওয়া সম্ভব ছিল না। কাজেই, চাপা স্বরে গানটা গাইতে হয়। আজ একটু খোলা গলায় গেয়েছি, আমি সন্তুষ্ট, তৃপ্তি পেয়েছি।
আমি যে তোমার প্রেমে পড়েছি
কথা ও সুর : খলিল মাহ্মুদ
লিংক : আমি যে তোমার প্রেমে পড়েছি
লিরিক :
এই যে যেতে যেতে পথে দেখা হয়
কিছুদূর হেঁটে গিয়ে পেছনে তাকাই
কেন মনে হয় তুমিও তখন ফিরে তাকিয়েছ
আমি যে তোমার প্রেমে পড়েছি
আমি যে তোমার প্রেমে পড়েছি
তারপর বাড়ি ফিরে কত কী যে ভাবি
মন জুড়ে সারাক্ষণ পুরোটাই তুমি
কেন মনে হয় তুমিও তখন ভাবছো এমনি
আমি যে তোমার প্রেমে পড়েছি
আমি যে তোমার প্রেমে পড়েছি
বহুবার ভেবেছি কাল দেখা হলে
তোমাকে থামিয়ে পথে সামনে দাঁড়াব
হাত দুটি ধরে আমি বলবো তোমায় শোনো গো মেয়েটি
আমি যে তোমার প্রেমে পড়েছি
আমি যে তোমার প্রেমে পড়েছি
দিন যায় মাস যায় এমনি করে
দ্বিধা সংকোচে কিছু হয় না বলা
তুমিও কেন হায় পথে থামিয়ে আমায় বলতে পারো না
আমি যে তোমার প্রেমে পড়েছি
আমি যে তোমার প্রেমে পড়েছি
১২ জানুয়ারি ২০২২
আয়রে ফিরে আয় পাখি
কথা ও সুর : খলিল মাহ্মুদ
লিংক : আয়রে ফিরে আয় পাখি
লিরিক :
আয়রে ফিরে আয় পাখি
আয়রে ফিরে আয় রে
তুই যদি না থাকিস
আমার বেঁচে থাকা দায়
আয়রে ফিরে আয় পাখি
আয়রে ফিরে আয় রে
জানি না কী আঘাত পেয়ে
কোন পাষাণের দোষে
কিছুই আমায় না বলে তুই
চলে গেলি কোন দেশে
কোন দেশে
আয়রে ফিরে আয় পাখি
আয়রে ফিরে আয় রে
তুই না ফিরলে এই জীবন কি
একা বওয়া যায়
তুই না ফিরলে এই জীবন কি
একা বাওয়া যায়
আয়রে ফিরে আয় পাখি
আয়রে ফিরে আয় রে
কোন হালতে কেমন আছিস
জানতে শুধু চাই
কষ্টে আমার বুক ভেঙে যায়
হয়তবা তুই ভালো নাই
ভালো নাই
কষ্টে আমার বুক ভেঙে যায়
হয়ত একটুও তুই ভালো নাই
ভালো নাই
আয়রে ফিরে আয় পাখি
আয়রে ফিরে আয় রে
তোকে ছাড়া এই জীবন কি
বয়ে নেওয়া যায়?
আয়রে ফিরে আয় পাখি
আয়রে ফিরে আয় রে
জানি না তুই কোথায় আছিস
কোন বা পিঞ্জিরায়
তুই না ফিরলে কার জন্য আর
বেঁচে থাকবো এই ধরায়
এই ধরায়
আয়রে ফিরে আয় পাখি
আয়রে ফিরে আয় রে
তুই না ফিরলে কার জন্য আর
বেঁচে থাকবো হায়
আয়রে ফিরে আয় পাখি
আয়রে ফিরে আয় রে
১১ জানুয়ারি ২০২২
১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুরের সাধক!!!!!
ধন্যবাদ জটিল ভাই।
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৯
জটিল ভাই বলেছেন:
সত্যি আপনি সুরের সাধক।
জটিলবাদ জানবেন প্রিয় সোনা ভাই