নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

বন্ধুস্মৃতি

১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৩৯

তুমি চলে গেছো বন্ধু
আমি আছি এখানেই
তোমার কথা ভাবি বন্ধু
আমায় তুমি ভাবো কি?

সবাই মিলে হল্লা করে
দৌড়ে যেতাম ইশ্‌কুলে
দুপুর বেলায় গাছের তলায়
আড্ডা দিতাম সকলে
জুট্টি করে ফলের বাগে
কত না ফল পেড়েছি
বনে বনে গাছে গাছে
পাখির বাসা খুঁজেছি
তুমি এখন কোথায় আছ?
এসব মনে পড়ে কি?
তোমার কথা ভাবি বন্ধু
আমায় তুমি ভাবো কি?

সবাই মিলে বনের ধারে
চড়ুইভাতি রেঁধেছি
আষাঢ় মাসে সারাবেলা
ডুবসাঁতারে মেতেছি
কলার ভেলায় চড়ে কত
এপার-ওপার করেছি
পুকুর ঘাটে বসে বসে
বড়শিতে মাছ ধরেছি
তুমি এখন কোথায় আছ?
এসব মনে পড়ে কি?
তোমার কথা ভাবি বন্ধু
আমায় তুমি ভাবো কি?

কাবাডি আর দাঁইড়াবান্ধা
কত খেলা খেলেছি
গুনাই বিবির যাত্রা দেখে
আনন্দে গান করেছি

হিজল ফুলের মালা গেঁথে
গলায় পরে ঘুরেছি
বৈশাখ মাসের মেলায় গিয়ে
কতই মজা করেছি
খাওয়া দাওয়া ভুলে কত
পুতুলখেলা খেলেছি
দেখতে দেখতে কবে যেন
বড়ো হয়ে উঠেছি
হঠাৎ কোথায় চলে গেলে
আমায় কিছু বলো নি
হঠাৎ কোথায় চলে গেলে
আমায় তুমি জানাও নি
তোমার কথা ভাবি বন্ধু
আমায় তুমি ভাবো কি?
তুমি চলে গেছো বন্ধু
আমি আছি এখানেই

১৫ জানুয়ারি ২০২২

কথা ও সুর : খলিল মাহ্‌মুদ

গানের লিংক : তোমার কথা ভাবি বন্ধু, আমায় তুমি ভাবো কি?




উৎসর্গ : বাল্যবন্ধু





মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৪৪

জটিল ভাই বলেছেন:
অসাধারণ কথামালা প্রিয় সোনা ভাই। তবে, ইউটিউব লিংক ঠিকভাবে যুক্ত হয়নি।

১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লিংক যুক্ত করা নিয়ে বেশ সমস্যা হচ্ছে। জানি না সমসস্যা আমার, নাকি ব্লগের।

১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা অদ্ভুত জিনিস আজ দেখলাম। আগের লিংকটা কোনোভাবেই যুক্ত হচ্ছিল না। অন্য একটা লিংক, প্লাস শায়মা আপুর লিংক যোগ করার পর এটা নিশ্চিত হলাম। ভিডিওটা আবার আপলোড করতে হয়েছে :)

২| ১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৫২

জটিল ভাই বলেছেন:
মনে হচ্ছে আপনারই। এটা পূর্ণাঙ্গ লিংক নয় প্রিয় ভাই।

১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লিংক তো কমেন্টেও নিচ্ছে না।

[link|https://www.youtube.com/watch?v=CH

৩| ১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১:০২

শায়মা বলেছেন: বন্ধুরা ভুলে না ......
সেও নিশ্চয় মনে রেখেছে......

১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা টেস্ট কেইস। ইউটিউব থেকে যে কোনো একটা লিংক এখানে দিন তো, দেখি আসে কিনা। আমি কিছুতেই যোগ করতে পারছি না। পোস্টের ভিতরে যোগ করলে পোস্টই পাবলিশ হচ্ছে না।

৪| ১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১:০৮

শায়মা বলেছেন: seeeeee

১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি তোমার কাছে যাব

১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা অদ্ভুত জিনিস আজ দেখলাম। আগের লিংকটা কোনোভাবেই যুক্ত হচ্ছিল না। নীচের কমেন্টে অন্য একটা লিংক, প্লাস আপনার লিংকটা যোগ করার পর এটা নিশ্চিত হলাম। ভিডিওটা আবার আপলোড করতে হয়েছে :)

৫| ১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: [link|https://www.youtube.com/watch?v=CH

১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আয়রে ফিরে আয় পাখি

৬| ১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১:৩৭

জটিল ভাই বলেছেন:
আপনি বলার পর আমিও বহুবার বহুভাবে চেষ্টা করছিলাম। কিন্তু হচ্ছিলো না। পরে আপনার পোস্টে এসে দেখলাম করে ফেলেছেন :) যদিও আপনার চ্যানেল হতে আগেই শুনে নিয়েছি। তবে এটা মনে হলো ইউটিউবের সাইট আপডেট চলার কারণে হচ্ছে। লিংকগুলো আগের মত আসছে না :(

১৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি এখন মোবাইল থেকে কমেন্ট লিখছি। পিসিতে বসে আবার চেক করে দেখবো সমস্যা এখনো আছে কিনা। ধন্যবাদ জটিল ভাই।

৭| ১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ২:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার হয়েছে

১৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জলদস্যু ভাই। শুভেচ্ছা।

৮| ১৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ৮:১৪

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর সাহিত্য।

১৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি ভাই। এটা কিন্তু একটা গানও।

৯| ১৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:০৪

জগতারন বলেছেন:
সহজ ভাষায় সুন্দর কবিতা।
লাইক!

১৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জগতারন ভাই। এটা কিন্তু একটা গানও।

১০| ১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:২১

মনিরা সুলতানা বলেছেন: কী দারুণ আবেগ !
ভালোলাগা ভাইয়া।

১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.