নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

কোথায় লুকিয়ে আছো

২২ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:২৩

কথা ও সুর : খলিল মাহ্‌মুদ

গানের লিংক : এখানে ক্লিক করুন - শহরের অলিগলি, যত রাজপথ

গানের কথা

শহরের অলি গলি যত রাজপথ
রেললাইন, পল্টন, শপিং মল
রমনার বটতলা, বইমেলাতে
কত যে ঘুরেছি আমি খামখেয়ালে
কত যে ঘুরেছি আমি খামখেয়ালে
যদি বা কোথাও দেখা হয় কাকতালে

আমি জানি কত প্রিয় ফুচকা তোমার
ভালোবাসো ঝালমুড়ি, আমের আচার
ফাস্টফুড দেখলেই থামিয়ে আমায়
বলতে বার্গার খেতে মন চায়
এইসব কিনে আজ হাতে নিয়ে ঘুরি
যদি বা কোথাও দেখা হয় কাকতালে
শহরের অলি গলি যত রাজপথ
রেললাইন, পল্টন, শপিং মল
রমনার বটতলা, বইমেলাতে
কত যে ঘুরেছি আমি খামখেয়ালে
কত যে ঘুরেছি আমি খামখেয়ালে
যদি বা কোথাও দেখা হয় কাকতালে

আমরা ভেসেছি কত বুড়িগঙ্গায়
গান গাওয়া নৌকায় বহু সন্ধ্যায়
এ শহরে আছে যত সিনেমার হল
আমরা দুজনে মুভি দেখেছি সকল
আজও আমি সেই পথে ঘুরি আনমনা
দেখা হলো না যে আজও দেখা হলো না
তুমি তবে কোথা আছো বলো সুজানা
কোথায় লুকিয়ে আছো বলো সুজানা
বলো সুজানা

শহরের অলি গলি যত রাজপথ
রেললাইন, পল্টন, শপিং মল
রমনার বটতলা, বইমেলাতে
কত যে ঘুরেছি আমি খামখেয়ালে
কত যে ঘুরেছি আমি খামখেয়ালে
যদি বা কোথাও দেখা হয়

২২ জানুয়ারি ২০২২



উৎসর্গ : যারা হারিয়ে যায়, আর ফিরে না

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০২২ রাত ১:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ ভালো হয়েছে।

২৩ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জলদস্যু ভাই।

২| ২৩ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪১

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর সুরকণ্ঠ আরও সুন্দর হবে

২৩ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ লিটন ভাই। শুভেচ্ছা।

৩| ২৩ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+


শুভসকাল।

২৩ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই+

৪| ২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৭

জটিল ভাই বলেছেন:
দুজনে মিলে ভালবাসা দিবি কিনা বল|Love me or Kill me মুভিটা কোন হলে দেখেছিলেন? =p~
খাইয়া গেলো, চলে গেলো, বলে গেলোনা টাইপ ভাল্লাগচ্ছে :D

২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। ভালোবাসা দে, নইলে ছিল্ল্যা কাইট্ট্যা লবণ লাগাইয়া দিমু সিনেমাটা দেখেছেন নাকি জটিল ভাই?

যাই হোক, ভালো লাগছে জেনে খুশি হলাম ঐরকম সিনেমা দেখার মতোই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.