নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

গান নয়, শুধু সুরটাকে ধরে রাখা || এই নিরালায় বসো প্রিয়তমা

২৪ শে জানুয়ারি, ২০২২ রাত ১২:০২

যারা মনে করছেন আমি গান গাইছি, তাদের উদ্দেশে সবিনয়ে বলতে চাই, আসলে আমি শুধু সুরটাকে ধরে রাখছি। ইতিমধ্যে ছোটোখাটো একটা পরিকল্পনাও হাতে নেয়া হয়েছে।

যাই হোক, যারা পোস্টে পদধূলি দিচ্ছেন, তারা সুর না শুনলেও কাব্যপিপাসু হলে কাব্যরস গ্রহণের চেষ্টা করতে পারেন, যদি আদৌ কোনো কবিতার স্বাদ এখানে থেকে থাকে।

ভালো কথা, আমার ছোটো ছেলে আমার সর্বশেষ গান শহরের অলিগলি, যত রাজপথ শুনে মুগ্ধ। শোনানোর পর তাকে গিটারে তুলতে সবিনয়ে অনুরোধ করলে সে কিছুক্ষণ চেষ্টা করেছিল :) সত্যিকার অর্থে এ গানটা লিখে, সুর করে এবং গেয়েও আমি খুব তৃপ্ত। আমার সেরা সুরগুলোর মধ্যে এটা অন্যতম আমার বিবেচনায়।

কথা ও সুর : খলিল মাহ্‌মুদ

গানের লিংক : এই নিরালায় বসো প্রিয়তমা

কথা

এইখানে তুমি বসো প্রিয়তমা
চোখ থেকে চোখ ফেরাবে না
এই নিরালায় বসো প্রিয়তমা
চোখ থেকে চোখ সরাবে না
তোমার চোখে করবো আমি প্রেমের সাধনা

এ জীবনে কোন সুখ ছিল না
ছিল বুক ভরা যন্ত্রণা
তুমি কাছে এসে দরদিয়া চোখে
মুছে দিলে নিমেষে
আমার বেদনা
এইখানে তুমি বসো প্রিয়তমা
চোখ থেকে চোখ ফেরাবে না
এই নিরালায় বসো প্রিয়তমা
চোখ থেকে চোখ সরাবে না
তোমার চোখে করবো আমি প্রেমের সাধনা

তোমার ঐ দুটি মায়াময় চোখ
বয়ে নিয়ে যায় আমার এ জীবন
ঐ চোখে যেন পৃথিবীর সুখ
চিরদিন কামনা
আমি কোথাও পাব না
এইখানে তুমি বসো প্রিয়তমা
চোখ থেকে চোখ ফেরাবে না
এই নিরালায় বসো প্রিয়তমা
চোখ থেকে চোখ সরাবে না
তোমার চোখে করবো আমি প্রেমের সাধনা

২৩ জানুয়ারি ২০২২


মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২২ রাত ৩:০৫

ডঃ এম এ আলী বলেছেন:
কাব্যগীতি ও গানের সুর সবই সুমধুর,
চিরদিন যেন তা বয়ে চলে ধমনিতে
এই কামনাই করি ।
চোখে চোখ থাকুক চিরদিন
যেন কোনদিন তা সরেনা ।

শুভেচ্ছা রইল

২৬ শে জানুয়ারি, ২০২২ সকাল ৮:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর কমেন্টটির জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় আলী ভাই। শুভেচ্ছা নিন।

২| ২৪ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৬

জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর হয়েছে!

২৬ শে জানুয়ারি, ২০২২ সকাল ৮:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় জুল ভার্ন ভাই। শুভেচ্ছা নিন।

৩| ৩০ শে জানুয়ারি, ২০২২ রাত ২:৪৯

জটিল ভাই বলেছেন:
সাধনা সফল হোক :)

৩০ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জটিল ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.