নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

শিস্‌ - একটি চড়া সুর - ভালোবাসা দিলে নাকি ভালোবাসা পাওয়া যায়

৩১ শে জানুয়ারি, ২০২২ রাত ১২:০৯


ভালোবাসা দিলে নাকি
ভালোবাসা পাওয়া যায়
সোনার জীবন যায় ফুরাইয়া
আশায় আশায় গো

কথা ও সুর : খলিল মাহ্‌মুদ

আমার বেশিরভাগ সুরই প্রথমে শিস্‌ থেকে শুরু হয়। কারণ, আমি অনেক শিস্‌ বাজিয়ে থাকি। অবসরে আপনাআপনিই শিস্‌ বাজতে থাকে। আজকের সুরটা কোনো লিরিকে বসানো হয় নি এখনো। সুরটা খুব হাই স্কেলে তোলা হয়েছে, এই স্কেলে শিস্‌ বাজানো খুব কঠিন। তবু চেষ্টা করেছি। কারো কারো কাছে শিস্‌টা ভালো লাগবে আশা করি।

শিস্‌-এর লিংক : ভালোবাসা দিলে নাকি ভালোবাসা পাওয়া যায়

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৯

জুল ভার্ন বলেছেন: চমৎকার।

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জুল ভার্ন ভাই।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৩৫

জটিল ভাই বলেছেন:
ভালবাসতে চাই তারে
আমায় পার করিবে যে রে.......
আমি পাপি, বড্ড ডরি,
ডরি যে মৃত্যু ভয়ে রে.......

যেদিন চার বেহারার পালকি
দুয়ারে নেবে আসন,
সাদা কাপড় আসবে হয়ে
জীবনের শেষ বসন।
সেদিন একলা পরি দেবো কেমন করে........

মাটিরঘরে বিছনা হবে
মাটির হবে ছাদ,
সেই ঘরেতে বাতি বিনে
কেমনে কাটবে রাত?
সেই সময়ে এই অধমরে সাহস কে দেবে রে......

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লিখেছেন। আধ্যাত্মিক বিষয়গুলো সম্পর্কে আমার তেমন জ্ঞান নাই, তাই এ বিষয়ে লিখি না।

ধন্যবাদ কমেন্ট ও লিরিকের জন্য জটিল ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.