নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
ভালোবাসা দিলে নাকি
ভালোবাসা পাওয়া যায়
সোনার জীবন যায় ফুরাইয়া
আশায় আশায় গো
কথা ও সুর : খলিল মাহ্মুদ
আমার বেশিরভাগ সুরই প্রথমে শিস্ থেকে শুরু হয়। কারণ, আমি অনেক শিস্ বাজিয়ে থাকি। অবসরে আপনাআপনিই শিস্ বাজতে থাকে। আজকের সুরটা কোনো লিরিকে বসানো হয় নি এখনো। সুরটা খুব হাই স্কেলে তোলা হয়েছে, এই স্কেলে শিস্ বাজানো খুব কঠিন। তবু চেষ্টা করেছি। কারো কারো কাছে শিস্টা ভালো লাগবে আশা করি।
শিস্-এর লিংক : ভালোবাসা দিলে নাকি ভালোবাসা পাওয়া যায়
০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জুল ভার্ন ভাই।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৩৫
জটিল ভাই বলেছেন:
ভালবাসতে চাই তারে
আমায় পার করিবে যে রে.......
আমি পাপি, বড্ড ডরি,
ডরি যে মৃত্যু ভয়ে রে.......
যেদিন চার বেহারার পালকি
দুয়ারে নেবে আসন,
সাদা কাপড় আসবে হয়ে
জীবনের শেষ বসন।
সেদিন একলা পরি দেবো কেমন করে........
মাটিরঘরে বিছনা হবে
মাটির হবে ছাদ,
সেই ঘরেতে বাতি বিনে
কেমনে কাটবে রাত?
সেই সময়ে এই অধমরে সাহস কে দেবে রে......
০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লিখেছেন। আধ্যাত্মিক বিষয়গুলো সম্পর্কে আমার তেমন জ্ঞান নাই, তাই এ বিষয়ে লিখি না।
ধন্যবাদ কমেন্ট ও লিরিকের জন্য জটিল ভাই।
©somewhere in net ltd.
১| ৩১ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৯
জুল ভার্ন বলেছেন: চমৎকার।