নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

পাষাণ বন্ধুরে, ও নিঠুর বন্ধুরে

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৪০


কথা ও সুর : খলিল মাহ্‌মুদ

গিটার : সাইফ আল মাহমুদ পাইলট

লিংক : পাষাণ বন্ধুরে, ও নিঠুর বন্ধুরে







পাষাণ বন্ধু রে
নিঠুর বন্ধু রে
তোর মনে কি একফোঁটাও ভালোবাসা নাই রে
তোর বুকে কি আমার জন্য দয়ামায়া নাই রে

আমার বাড়ির পাশ দিয়া তুই ইশটিশনে যাস
চাইয়া থাকি আমার দিকে একটু যদি চাস
পরাণ আমার যায় যে ফেটে
তুই কি পাষাণ কালা
আমার মনের কথা কি তোর বুকে বাজে না রে

ঘুমের ঘোরে স্বপ্নে দেখি আমরা একসাথে
গাছের ডালে দোলনা বেঁধে দুলছি হাওয়াতে
হঠাৎ আমার ঘুম ভেঙ্গে যায়
জেগে দেখি হায় রে
আমায় ফেলে কোথায় যে তুই গেছিস পালাইয়া রে

৩১ জানুয়ারি ২০২২

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৪৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

আমার মনের কথা কি তোর বুকে বাজে না রে
এইটার সাথে সুরের কেমন জানি...। এর বিচার দাবীতে আগামী ৩০ ফেব্রুয়ারী আন্দোলনের ডাক দেওয়া হলো =p~

সুরের সৌন্দর্য বলবত আছে

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে ব্লগে দেখা যাচ্ছে, এটা খুব সুখকর।

এমন দিনে আন্দোলনের ডাক দিলেন, যেদিন পৃথিবীতে সব থেকে বেশি বৃষ্টি হয়। আন্দোলন ভেস্তে যাবে আশা করি :)

হ্যাঁ, ঐটার সুরের সাথে কেমন জানি কী? ব্যাপারটা বুঝিয়ে বললে হয়ত কাজে লাগবে।

ধন্যবাদ তাজুল ভাই।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৫৬

জটিল ভাই বলেছেন:
সোনা বন্ধু রে
(আমার) রূপা বন্ধু রে
আমায় ফেলি একলা চলি কেমনে গেলি রে?
তোরে ছেড়ে একলা ঘরে কেমনে থাকি রে?

যখন আমার সামনে দিয়া নায়র হইয়া যাস,
তখন মনে জাগে আমার কত রঙিন আশ।
বুকটা আমার যায় ভেঙে যায়
বাস্তবে ফিরিয়া.....
কতক্ষণে পলকি তোর চৌক্ষের অদূরে........

যদি কভু পাসরে খবর আমি নাই ধরাতে,
পারলে আসি একবার হাঁটি যাস কবরেতে।
মনে করিস আমায় দেওয়া
কথাগুলির কথা......
তবুও মনে একটু হয়তো শান্তি পবোরে........

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গুড। লিরিকে তো দেখি আপনার হাত খুলে যাচ্ছে। খুব ভালো ব্যাপার। এই গানটার সুরে বোধহয় লিরিকটা লিখেছেন। ভালো হয়েছে। আপনি গেয়ে ফেলুন।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:১২

জটিল ভাই বলেছেন:
লেখক বলেছেন: গুড। লিরিকে তো দেখি আপনার হাত খুলে যাচ্ছে। খুব ভালো ব্যাপার। এই গানটার সুরে বোধহয় লিরিকটা লিখেছেন। ভালো হয়েছে। আপনি গেয়ে ফেলুন।

হাহাহাহাহা..... লজ্জা দেবেন না ভাই। আসলে এটা আপনার সঙ্গদোষ বলা যায়। প্রমথ চৌধুরীর মত করে মাটি নিয়ে খেলা। কথা সত্য যে আপনার লিরিকের আদলে মনের খেয়ালে লিখেছিমাত্র। এছাড়া অন্যকোনো পরিকল্পনা নেই। ধৃষ্টতা দেখাবার জন্যে করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি :(

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা একটা ভালো প্রতিভা। ইন্সট্যান্টলি লিরিক লিখে ফেলা সহজ না। চর্চা অব্যাহত রাখুন। আপনার হাতে ভালো লিরিক হবে।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:২০

জটিল ভাই বলেছেন:
অসংখ্য জটিলবাদ সোনা ভাই উৎসাহিত করার জন্য। তবে আমার মনের একটা সুপ্ত বাসনা হচ্ছে আপনাকে দিয়ে আধ্যাত্মিক গান গাওয়ানো। আপনার কন্ঠটা আধ্যাত্মিকের জন্য আমার বেশ মনে হয়। ধৃষ্টতা দেখালে ক্ষমা চাইছি।
সেই লক্ষ্যে আপনার আগের পোস্টে একটা আধ্যাত্মিক লিরিক দিয়েছিলাম দেখেছেন হয়তো। ভুলের জন্যে আবারো ক্ষমা চাইছি :(

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জটিল ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.