নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
'আমি তো অবশেষে তোমার অপরাধ মেনে নিয়েছি।' নিগূঢ় বাসনায় মেয়েটি এ কথাগুলো বলছে তার প্রেমিকের উদ্দেশে, যদিই বা সে ফিরে আসে! কিন্তু সে ফিরে আসে না, কেন ফিরে না, সে প্রশ্নের জবাবও আজও সে দেয় নি।
এমন একটা স্টোরি নিয়ে এ গানটা।
কথা ও সুর : খলিল মাহ্মুদ
গানের ইউটিউব লিংক : আমি তো তোমার অপরাধ মেনে নিয়েছি
লিরিক
আমি তো অবশেষে
তোমার অপরাধ
মেনে নিয়েছি
কেন যে আজো কোনো
প্রশ্নের দাও নি জবাব
বহুবার ভুল করে
বহুবার চেয়েছ ক্ষমা
আমি তো প্রতিটা ভুলই ক্ষমা করেছি
তারপরও কেন তুমি
সব দাগ মুছে ফেলে
আবার নতুন করে
শুরু করো নি
ফিরে আসো নি
কেন যে আজো কোনো
প্রশ্নের দাও নি জবাব
কখনো প্রজাপতি
কখনো বা দেখি বালুহাঁস
হয়ত সবুজ কোনো গ্রামে মিশে যাই
বাসনায় ভিড় করে
একদিন ফিরে এসে
আবার পায়ে পায়ে
হাঁটবে তুমি
হাত ধরবে
কেন যে আজো কোনো
প্রশ্নের দাও নি জবাব
০২ ফেব্রুয়ারি ২০২২
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কারও চরণতলে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করার পরও তাকে না পাওয়া নিদারুণ যন্ত্রণার। সুন্দর বলেছেন। সত্যিই নিষ্ঠুর ও অমানবিক এ ব্যাপারগুলো।
গানটি শোনার জন্য অনেক ধন্যবাদ সাধু।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:০৯
জুল ভার্ন বলেছেন: গাঙ্গুলো সত্যিই খুব সুন্দর হয়েছে।
ভবিষ্যতে আপনি গীতিকার হিসেবেই বেশী প্রতিষ্ঠিত হতে পারেন।
শুভ কামনা।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানগুলো সুন্দর হয়েছে জেনে খুবই ভালো লাগছে প্রিয় জুল ভার্ন ভাই। আগামীতে গীতিকার হিসাবে প্রতিষ্ঠা? আর হাসাইয়েন না আমার আগামী তো এখন নিভু নিভু প্রায় যাই হোক, শুধু মনের খেয়ালে শখের বশে যখন যা মনে লয় করি, কিছু একটা নিয়ে ব্যস্ত থাকার নামই জীবন।
অনেক ধন্যবাদ জুল ভার্ন ভাই, গানটি শোনার জন্য। শুভেচ্ছা।
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই+
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৪৫
জটিল ভাই বলেছেন:
ভালবাসায় কেন এতো যন্ত্রশা???
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কেন এত যন্ত্রণা?
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:০৯
মামুinসামু বলেছেন: "কখনো প্রজাপতি
কখনো বা দেখি বালুহাঁস
হয়ত সবুজ কোনো গ্রামে মিশে যাই
বাসনায় ভিড় করে
একদিন ফিরে এসে
আবার পায়ে পায়ে
হাঁটবে তুমি
হাত ধরবে
কেন যে আজো কোনো
প্রশ্নের দাও নি জবাব"
...অনেক সুন্দর হয়েছে।
"ফিরে না আসাটাই হয়তো জবাব
অথবা সব জবাব হয়তো দেওয়া হয়ে গিয়েছে।
তুমি তো জানোই আমার স্বভাব
তোমার কাছে কিছু কি গোপন রয়েছে?"
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: উদ্ধৃতিটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ মামু ইন সামু।
আপনার নামটা ভালো লেগেছে কতদিন পরে ব্লগে উদয় হলেন !!!
আপনার অংশটুকু দারুণ হয়েছে।
অনেক ধন্যবাদ আবারো।
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:২৫
রূপক বিধৌত সাধু বলেছেন: কারও চরণতলে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করার পরও তাকে না পাওয়া নিদারুণ যন্ত্রণার।
গানটা চমৎকার হয়েছে।