নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
১। ৫ বছর আগে মায়ের বয়স ছেলের বয়সের ৩ গুণ ছিল। ১০ বছর পর দুজনের বয়স একত্রে ৭০ বছর হবে। বর্তমানে কার বয়স কত? পাটীগণিতীয় নিয়মে অংকটি কষে দেখান। আই রিপিট, পাটীগণিতীয় নিয়মে, বীজগণিতীয় নিয়মে নয়, অংকটি কষে দেখান।
২। বহুনির্বাচনী প্রশ্ন : ১০০০% ভাগ ১০০% =?
ক। নীচের একটাও না।
খ। ১০
গ। ১০০
ঘ। ১০০০
ঙ। ১০%
চ। ১০০%
ছ। ১০০০%
জ। গ ও ঘ-এর যে-কোনো একটি
ঝ। ঙ ও চ-এর যে-কোনো একটি
৩। মানসাঙ্ক। দুইটা জিনিসের দাম একত্রে ১ টাকা ২০ পয়সা। ১টার দাম আরেকটার চাইতে ১টাকা বেশি হলে কোনটার দাম কত?
যিনি সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন, তাকে জিপিএ-৫ (গোল্ড) দেয়া হবে
আগের অংক ও ধাঁধার পোস্ট
১। ক্লাস থ্রি-ফোরের অংকের ধাঁধা বা পাজল
২। ছবির ধাঁধা - শুধু মেধাবীদের জন্য
৩। কেবল ধাঁধাপাগলাদের জন্য
৪। গতকালকের ধাঁধার জবাব - কেবল ধাঁধাপাগলাদের জন্য
৫। ব্লগ পরিসংখ্যান সংক্রান্ত রহস্যের ধাঁধা - বিজয়ীর জন্য আকর্ষণীয় পুরস্কার
৬। ধাঁধাপাগলাদের জন্য পোস্ট
৭। বুদ্ধিমানদের জন্য ধাঁধা
৮। একটি জটিল পাটিগণিতীয় ধাঁধা
৯। স্যাম লয়েডের ধাঁধা : মুরগির ব্যবসা
১০। বাচ্চাদের পাজ্ল; বড়রা কতোটুকু পারদর্শী?
১১। এবার একটা ক্রিকেটিয় কুইজ
১২। জটিল কুইজ : ক্রিকেট আর ফুটবল টুর্নামেন্টে প্রতিযোগী দলগুলোর স্থান নির্ধারণ
১৩। অঙ্ক নিয়ে স্যাম লয়েডের ধাঁধা : খামখেয়ালি শিক্ষক
১৪। একটি পাটিগণিতীয় ধাঁধা
১৫। তৈলাক্ত বাঁশ ও বানরের পাটিগণিত। প্রাইমারি লেভেলের এই অংকটি এখন কি কষতে পারবেন? চেষ্টা করে দেখুন পারেন কিনা
১৬। একটি ধাঁধা, যার উত্তর মিলাতে পারছি না বহুদিন ধরে
১৭। গোলক ধাঁধা
১৮। ধাঁধা নয়, প্লিজ উত্তর দিন
১৯। স্যাম লয়েডের ধাঁধা : তিনটি রুমাল
২০। এই পোস্টটা ধাঁধাখোরদের জন্য
২১। এই পোস্টটা ধাঁধাখোরদের জন্য (রিপোস্টপুঞ্জ)
২২। একটা পুরনো ধাঁধা, দেখুন তো কতোটুকু সহজ
২৩। আরেকটা পুরনো ধাঁধা, দেখুন তো কতোটুকু সহজ
২৪। সবগুলো ধাঁধা ও কুইজ
২৪ শে জুন, ২০২২ রাত ১০:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
অতি দ্রুত এসে প্লাস যোগে কমেন্টের জন্য ধন্যবাদ। অংকটা কষে দেখাতে হবে যে
২| ২৪ শে জুন, ২০২২ রাত ১০:১৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: ২ নং উত্তর হবে খ। ১০
২৪ শে জুন, ২০২২ রাত ১০:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভেরি প্রম্পট!! কীভাবে করলেন? মোবাইলে ক্যালকুলেটরে? নাকি ব্রেইন ক্যালকুলেটরে?
৩| ২৪ শে জুন, ২০২২ রাত ১০:১৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: একটার দাম ১০ পয়সা আর আরেকটার দাম ১ টাকা দশ পয়সা।
২৪ শে জুন, ২০২২ রাত ১০:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যাক, আপনি ৩টা প্রশ্নেরই উত্তর দিয়ে দিয়েছেন। গুড। ফলাফল পরের সংখ্যায়
তবে, আবারও উত্তর দেয়ার সুযোগ উন্মুক্ত
৪| ২৪ শে জুন, ২০২২ রাত ১০:২৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: ৫ বছর আগে;
মায়ের বয়স + ছেলের বয়স
(ছেলের বয়স x 3) + ছেলের বয়স
১০ বছর পর হবে;
১৫ + (ছেলের বয়স x 3) + ১৫ + ছেলের বয়স = ৭০
অথবা, ৩০ + (ছেলের বয়স x ৪) = ৭০
অথবা, ছেলের বয়স x ৪ = ৭০ - ৩০
অথবা, ছেলের বয়স x ৪ = ৪০ বছর
অথবা, ছেলের বয়স = ৪০ ভাগ ১০
অথবা, ছেলের বয়স = ১০ বছর (৫ বছর আগে)
মায়ের বয়স (৫ বছর আগে ছিল) = ৩ x ১০ = ৩০ বছর
অতএব ছেলের বর্তমান - ১০ + ৫= ১৫ বছর
মায়ের বর্তমান বয়স ; ৩০ + ৫ = ৩৫ বছর
২৪ শে জুন, ২০২২ রাত ১০:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা বীজগণিতীয় নিয়মেই হয়ে গেছে। ক্লাস ফোর-ফাইভের জন্য এভাবে বেশ জটিল হয়ে যায়।
৫| ২৪ শে জুন, ২০২২ রাত ১০:৩০
সাড়ে চুয়াত্তর বলেছেন: কোন মেশিন বা যন্ত্রপাতির সাহায্য নেয়া হয় নাই।
২৪ শে জুন, ২০২২ রাত ১১:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও-এর সিম্বল হবে এখানে
(oh)
৬| ২৪ শে জুন, ২০২২ রাত ১০:৩২
সাড়ে চুয়াত্তর বলেছেন: পোস্ট প্রিয়তে নেয়া হয়েছে ভবিষ্যৎ গনিত চর্চার জন্য।
২৪ শে জুন, ২০২২ রাত ১১:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
৭| ২৪ শে জুন, ২০২২ রাত ১০:৪২
সাড়ে চুয়াত্তর বলেছেন: পাটিগণিতে এভাবে হবে;
১০ বছর পরে মা ও ছেলের বয়সের সমষ্টি ৭০ বছর হবে
অতএব, বর্তমানে মা ও ছেলের বয়সের সমষ্টি ৭০ -১০-১০= ৫০ বছর
অতএব ৫ বছর আগে মা ও ছেলের বয়সের সমষ্টি ছিল ৫০-৫-৫= ৪০ বছর
মায়ের বয়স = ছেলের বয়স x ৩ ( উভয়ের ৫ বছর আগে বয়স)
অতএব,
(ছেলের বয়স x ৩ ) + ছেলের বয়স = ৪০ বছর
৪ x ছেলের বয়স = ৪০ বছর
অতএব ছেলের বয়স = ৪০ ভাগ ৪
= ১০ বছর ( ৫ বছর আগের বয়স)
অতএব ছেলের বর্তমান বয়স - ১০ +৫ = ১৫ বছর
মায়ের বর্তমান বয়স = (১০ x ৩) + ৫
= ৩০ +৫
= ৩৫ বছর
২৪ শে জুন, ২০২২ রাত ১১:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
মায়ের বয়স = ছেলের বয়স x ৩ ( উভয়ের ৫ বছর আগে বয়স)
অতএব,
(ছেলের বয়স x ৩ ) + ছেলের বয়স = ৪০ বছর
৪ x ছেলের বয়স = ৪০ বছর
অতএব ছেলের বয়স = ৪০ ভাগ ৪
= ১০ বছর ( ৫ বছর আগের বয়স)
অতএব ছেলের বর্তমান বয়স - ১০ +৫ = ১৫ বছর
মায়ের বর্তমান বয়স = (১০ x ৩) + ৫
= ৩০ +৫
= ৩৫ বছর
এ অংশটুকু এভাবে বীজগণিতীয় সমীকরণে না নিয়ে আরো সহজভাবে বাচ্চাদের বোঝানো হয়।
৮| ২৪ শে জুন, ২০২২ রাত ১০:৫৩
আরইউ বলেছেন:
খাতা কলম নিয়ে বসলাম!
ছোট একটা পাজল দিয়ে যাই, মাস্টারমশাই।
সূত্রঃ https://www.rd.com/article/math-puzzles/
২৪ শে জুন, ২০২২ রাত ১১:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইয়ে, এইটা কী করলেন? আমি অংক কষতে কষতে অস্থির, কূল কিনারা নাই। পরে মনে হইল, যাই, সূত্রটা একটু দেখে আসি। আমার প্রায় কাইন্দা দেওয়ার মতো অবস্থা হইছিল অ্যানসারের ক্লু দেখে
৯| ২৪ শে জুন, ২০২২ রাত ১১:৩৫
অপু তানভীর বলেছেন: ১০
২৪ শে জুন, ২০২২ রাত ১১:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কীভাবে করেছেন এটা?
১০| ২৪ শে জুন, ২০২২ রাত ১১:৪২
অপু তানভীর বলেছেন: প্রথমটা উত্তর হবে ছেলের বর্তমান বয়স ১৫, মায়ের ৩৫। একেবারে পাটিগতিনের নিয়মে খাতায় করেই উত্তর বের করেছি ।
দুই নম্বরটার উত্তর হবে ১০ ।
২৪ শে জুন, ২০২২ রাত ১১:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মা-ছেলের অংক সমাধানের ইমেজ দেখান
২ নাম্বারটা আরো একটু দেখুন
১১| ২৫ শে জুন, ২০২২ রাত ১২:৫০
রাজীব নুর বলেছেন: অংক আমি ভয় পাই।
২৫ শে জুন, ২০২২ রাত ১:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমাদের ভয়কে জয় করতে হবে। পরাজয়ে ডরে না ব্লগার।
১২| ২৫ শে জুন, ২০২২ রাত ২:৪৩
রিফাত হোসেন বলেছেন: ৮ নম্বর মন্তব্য এর সমাধান মনে হয় '৩' হবে।
২৫ শে জুন, ২০২২ ভোর ৫:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কীভাবে?
১৩| ২৫ শে জুন, ২০২২ সকাল ৮:৪৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: পুত্রের বয়স = পুত্রের বয়সের ১ গুণ ( ৫ বছর আগের বয়স)
মায়ের বয়স = পুত্রের বয়সের ৩ গুণ
মা এবং পুত্রের বয়সের সমষ্টি = পুত্রের বয়সের ৪ গুণ
এখন, পুত্রের বয়সের ৪ গুণ = ৪০ বছর
অতএব, পুত্রের ৫ বছর আগে বয়স ছিল ৪০ ভাগ ৪ = ১০ বছর
অতএব, মায়ের ৫ বছর আগে বয়স ছিল ১০ × ৩ = ৩০ বছর
পুত্রের বর্তমান বয়স ১০+ ৫ = ১৫ বছর
মায়ের বর্তমান বয়স ৩০+ ৫ = ৩৫ বছর
উত্তর: পুত্রের বর্তমান বয়স ১৫ বছর এবং মায়ের বর্তমান বয়স ৩৫ বছর।
২৫ শে জুন, ২০২২ সকাল ১০:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
বাংলাদেশের বাংলা মাধ্যমের জাতীয় শিক্ষা ব্যবস্থায় বীজগণিত শুরু হয় ক্লাস সিক্স বা সেভেন থেকে। আর এই পাটীগণিতীয় অংকটি ক্লাস ফোর বা ফাইভের অংক বইয়ের অন্তর্গত। এটি বীজগণিতীয় নিয়মে সমাধান করতে গেলে বাচ্চাদের আগে বীজগণিত শেখাইতে হবে না? আমার এখনো মনে পড়ে, ক্লাস ফোর ফাইভে আমাদের হেড স্যার এটা কীভাবে করাইতেন। আমি কয়েক বছর আগে ফেইসবুকেও এটা শেয়ার করেছিলাম। শুরুতেই সবাই বীজগণিতীয় নিয়মেই করতে থাকেন একজন অংকের প্রফেসর এমন হাই লেভেলের সমাধান দিলেন, যা দেখে আমার নিজের মাথাই হ্যাং হইয়া গেল যাই হোক, বারংবার স্মরণ করানোর পর কয়েকজন খুব সুন্দর সমাধান দিলেন এবং অবাক হলাম, আমার ছোটোবোনের সমাধানটাই ছিল সেরা
তবে, পরিতাপের বিষয়, বাজারে যেসব গাইড বই পাওয়া যায়, সেগুলোর বেশির ভাগেই বীজগণিতীয় সমাধান দেখা যায়, কোনো কোনো বইতে অবশ্য বিকল্প সমাধান হিসাবে একাধিক সমাধান থাকে।
যাই হোক, এ অংকের সঠিক উত্তর জানাটা তত গুরুত্বপূর্ণ না, সমাধান কে, কীভাবে করেন, সেটা দেখা ছিল মূল উদ্দেশ্য
স্বপ্নের পদ্মা সেতুর উদবোধন হচ্ছে।
১৪| ২৫ শে জুন, ২০২২ সকাল ৯:১৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: আর ইউ এর দেয়ার ধাঁধার উত্তর হোল ৩। কারণ উপরের তিন সারির প্রতি কলামের সংখ্যা তিনটির গড় দেয়া আছে দাগের নীচের সারিতে। ডান পাশের কলামের সংখ্যা গুলি যোগ করলে হয় ( ৩ যোগ ৫ যোগ ১ সমান সমান ৯) ৯। অতএব এদের গড় গল ৩। তাই উত্তর হোল তিন। বাকি কলামগুলি পরীক্ষা করলেও দেখা যায় যে প্রতি কলামে ৩ সারির গড় আছে দাগের নীচের সারিতে।
২৫ শে জুন, ২০২২ সকাল ১০:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি ওটা করতে যেয়ে তো নেমে ঘেমে অস্থির সলিউশন দেখে মাননীয় ভগ্নিপতির স্ত্রীর ছোটোভাই হইয়া গেলাম
১৫| ২৫ শে জুন, ২০২২ সকাল ৯:২২
মিরোরডডল বলেছেন:
সাচুর শেষের উত্তরটা ঠিক হয়েছে ।
পুত্রের বর্তমান বয়স ১৫ বছর এবং মায়ের বর্তমান বয়স ৩৫ বছর।
আরইউর পাজলের দিকে আজ তাকাবোই না, তাহলে আমার উইকএন্ডের আনন্দটাই মাটি হবে ।
হিজিবিজি হিজিবিজি !
২৫ শে জুন, ২০২২ সকাল ১০:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ১ নম্বর উত্তরটা মুখে মুখেই করা যায়। কিন্তু আমি সমাধান দেখতে চাইছিলাম আপনি পারবেন? পারবেন এই দুঃসাধ্য কাজটি কইরা দেখাইতে?
২ নম্বর অংকটা সবচাইতে কঠিন। ওটার উপর আপনার মতামত কী?
৩ নম্বরেরটার উপর আপনার মূল্যবান মন্তব্য কী?
আর ইউ'র পাজলটার সমাধান এত সহজ, তা দেখে আমি মৃতপ্রায় অবস্থায় চলে গিয়েছিনু
১৬| ২৫ শে জুন, ২০২২ সকাল ৯:৪৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: @ মিরোরডডল- আর ইউ একটা লিঙ্ক দিয়েছে। ওখানে সুন্দর করে সমাধান করা আছে। নীচের সারির সংখ্যাগুলি আসলে উপরের তিন সারির সংখ্যার গড়। তাই উত্তর হবে ৩। তবে ঐ লিঙ্কের সাহায্য ছাড়া উত্তর আমি বের করতে পারতাম না।
১ নং ধাঁধাতে বাবার বয়স নির্ণয় করার একটা উপায় আছে। মিরোরডডল যদি ছেলের বাবার বয়স নির্ণয় করতে পারে তাহলে এমু পাখির ডিম অমলেট করে খাওয়ানো হবে।
২৫ শে জুন, ২০২২ সকাল ১০:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রশ্নটা কি তাহলে একটু রি-ফ্রেম করে দিব?
৫ বছর আগে মায়ের বয়স ছেলের বয়সের ৩ গুণ ছিল। যদি ১০ বছর পর দুজনের বয়স একত্রে ৭০ বছর হয়, তাহলে বর্তমানে বাবার বয়স কত? পাটীগণিতীয় নিয়মে অংকটি কষে দেখান। আই রিপিট, পাটীগণিতীয় নিয়মে, বীজগণিতীয় নিয়মে নয়, অংকটি কষে দেখান।
১৭| ২৫ শে জুন, ২০২২ সকাল ১১:৩০
সাড়ে চুয়াত্তর বলেছেন: জাস্ট ফর ফান। আপনার ছোটবোন খুব ভালো মেয়ে। এরকম বোন আমার একটা দরকার ছিল।
২৫ শে জুন, ২০২২ সকাল ১১:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ পঁচাত্তর ভাই।
১৮| ২৫ শে জুন, ২০২২ সকাল ১১:৪৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: ১৭ নং মন্তব্যটা মুছে দেন। আপনার ছোটবোন রাগ করবে আমার উপর।
২৫ শে জুন, ২০২২ দুপুর ১:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
১৯| ২৫ শে জুন, ২০২২ দুপুর ১:০০
মিরোরডডল বলেছেন:
Japanese attitude for work: “If one can do it, I can do it. If no one can do it, I must do it.”
Middle eastern attitude for work: “Wallahi, if one can do it, let him do it. If no one can do it, ya-habibi how can I do it?
সাচু যখন সমাধান করছে, ওই না হোক করুক আর আমরা এঞ্জয় করি
২৫ শে জুন, ২০২২ দুপুর ১:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সাউথিস্ট এশিয়ান, বিশেষ করে বাংলাদেশী অ্যাটিচুড কী এ ব্যাপারে?
২০| ২৫ শে জুন, ২০২২ দুপুর ১:০৫
মিরোরডডল বলেছেন:
তাহলে বর্তমানে বাবার বয়স কত?
বুঝতে হবে এই অংকটা হচ্ছে ঐশ্বরিক সন্তান নিয়ে, যেখানে বাবার অস্তিত্ব নেই ।
এখানে আবার বাবার বয়স আসবে কেনো
২৫ শে জুন, ২০২২ দুপুর ১:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দেখি, মিস্টার সাচু কী বলেন এ ব্যাপারে
২১| ২৫ শে জুন, ২০২২ দুপুর ১:৩৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: আরব দেশের লোক যখন কোন কাজে ইনশাল্লাহ বলে তারমানে বুঝতে হবে ঐ কাজ সময় মত হবে না।
ইদানিং দেশে আর বিদেশে ঐশ্বরিক সন্তানের সংখ্যা বেড়ে যাচ্ছে। বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মায়েরা সব দোষ ঈশ্বরের উপর চাপিয়ে দিচ্ছে।
তবে এই ধাঁধায় বাবার বয়স ৯৫ বছর। কারণ ছেলের বাবা আমার পরিচিত।
এক জাপানি আমেরিকায় বেড়াতে গেছে । অনেক কিছু দেখার পর তার ফেরার পালা। বিমানবন্দরে যাবার জন্য সে একটা taxi ভাড়া করলো। সে আমেরিকার রাস্তা ঘাট দেখতেছে taxi এর জানালা দিয়ে। হুট করে একটা হন্ডা পাশ কেটে চলে গেল।
তো জাপানি বলতেছে :
"Honda, very fast! Made in Japan!"
কিছুক্ষণ পর একটা টয়োটা তাদের কে দ্রুত গতিতে ওভার টেক করলো
জাপানি চিত্কার দিয়ে বলতেছে :
"Toyota, very fast! Made in Japan!"
এর কিছুক্ষণ পর একটা মিত্সুবিশি চলে গেল
এবার জাপানি আরো জোরে বলতেছে
"Mitsubishi, very fast! Made in Japan!"
এই বেপারটা দেখে taxi driver খুব রেগে গেল ..কিন্তু কিছু বলল না
বিমান বন্দরে এসে driver বলল ভাড়া দেন ৩৫০ ডলার।
জাপানি : চিত্কার করে বলল কেন এত ভাড়া ...
আমেরিকান গাড়ি চালক :
"Meter, very fast! Made in Japan!"
২৫ শে জুন, ২০২২ দুপুর ১:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহা। আমি ঐ লাস্ট লাইনটার কথাই বলছিলাম
খুব ভালো ছিল।
তবে জাপানিস জিনিস সত্যিই ভালো ও টেকসই। আমেরিকান ড্রাইভার দুর্নীতির আশ্রয় নিয়ে থাকবে
২২| ২৫ শে জুন, ২০২২ দুপুর ১:৪৫
মিরোরডডল বলেছেন:
কে জানে ৯৫ বছর ছেলের বাবা ভদ্রলোক স্বয়ং সাচু কিনা
বয়স নিয়ে একটি মজার জোকস ।
"হাসপাতালে অপারেশন থিয়েটার প্রস্তুত।
যার অপারেশন হবে সেই নারীকে চিকিৎসক জিজ্ঞেস করলেন : আপনার বয়স কত?
২৮ বছর
ডাক্তারের কাছে বয়স লুকোতে নেই-
৩২ বছর
অ্যানেসথেসিয়ার জন্যে প্রকৃত বয়স জানা খুবই জরুরি! না হলে পরে সমস্যা হবে আপনার।
৩৭ বছর সর্বোচ্চ।
বয়সের তুলনায় ওষুধের মাত্রা কম হলে আপনি ব্যথা পাবেন; বেশি হলে কিডনি অ্যাফেক্ট হতে পারে।
৪২ বছরের একটুও বেশি না ডাক্তার।
আমার সন্দেহ হচ্ছে, আকেবার ভেবে বলুন, প্লিজ!
রোগী এবার হাসপাতাল ফাটানো চিৎকার দিয়ে বললেন : কসম খোদার! ৪৮ বছর! এইবার মইরা গেলে যামু, কিন্তু আর একদিনও বাড়াইতে পারুম না..."
২৫ শে জুন, ২০২২ দুপুর ২:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাআহাহাহাহাহা।
শুধু মেয়েরাই না, সবাই কোনো একটা সময় বয়স লুকাইতে চায়। আবার এমন একটা সময় আসে, বা পরিস্থিতি, যখন বয়স বাড়ানোর জন্য অস্থির হইয়া পড়ে, যাতে বলা যায় আমি ঐ ঘটনার চাক্ষুষ সাক্ষী, আমিই এ তল্লাটের মুরুব্বি
২৩| ২৫ শে জুন, ২০২২ দুপুর ২:২৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: মিরোরডডলের জোকস পড়ে আমি হাসতে হাসতে খাট থেকে পড়ে গেছি। আমার বউ আমাকে টেনে তুলল।
তবে ৯৫ বছর বয়সের প্রেমিকও আছে।
২৩ বছর প্রেম করে ৯৫ বছরে বিয়ে!
প্রেমিক - তোমার বয়স কত?
প্রেমিকা - মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হয় না।
প্রেমিক - ঠিক আছে। তোমার ই মেইল অ্যাড্রেস কি?
প্রেমিকা - [email protected]
২৫ শে জুন, ২০২২ দুপুর ২:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই প্রেমিক যুগল হয়ত পরিচিত কোনো বিশ্ব নেতৃত্ব বা সেলিব্রেটি, কিন্তু চিনলাম না।
তবে, আপনি এতখানি নিশ্চিত হইয়েন না দয়া করে যে, মিস লাভলি আক্তার ই-মেইল অ্যাড্রেসে ১৯৮৭ ইউজ করার অর্থ তার জন্ম ১৯৮৭-তে তার বুদ্ধিমাত্রার লেভেল আপনার লেভেলের সাথে অন্তত পয়েন্ট জিরো ফাইভ যোগ করে রাখিয়েন দয়া করিয়া।
তাহার জন্ম ১৯৬৭-তে হওয়া অস্বাভাবিক কিছু না
২৪| ২৫ শে জুন, ২০২২ দুপুর ২:৩২
নিমো বলেছেন: লেখক বলেছেন: সাউথিস্ট এশিয়ান, বিশেষ করে বাংলাদেশী অ্যাটিচুড কী এ ব্যাপারে?
If someone is doing it, let me oversee it. If someone done it, just give me the credit.
অপ্রাসঙ্গিক মন্তব্যের জন্য আন্তরিক ভাবে দুঃখিত। ইংরেজি ব্যাকরণের ভুল-ত্রুটি ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।
২৫ শে জুন, ২০২২ দুপুর ২:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহা। আমাদের অ্যাটিচুড তো একেবারে ঠিকঠিকই তুলে ধরেছেন
মন্তব্য অপ্রসাঙ্গিক হয় নাই, মিডলের কাছে জানতে চাইছিলাম, তিনি উত্তর দেন নাই, আপনি দিয়েছেন। মিডলের উত্তরও আশা করি পেয়ে যাব।
২৫| ২৫ শে জুন, ২০২২ দুপুর ২:৪৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি যে লিঙ্ক দিলাম সেটা ক্লিক করলে আপনার সামুব্লগ দেখাচ্ছে কেন? আপনার বয়স তো সম্ভবত ৯৫ হয় নাই এখনও।
২৫ শে জুন, ২০২২ বিকাল ৩:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ মা!! আমি তো লিংক খেয়াল করি নাই, ওপেনও করি নাই যাই হোক, লিংকটা ঠিক করে দিলাম। এখন দেখুন
২৬| ২৫ শে জুন, ২০২২ দুপুর ২:৪৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমাদের ভয়কে জয় করতে হবে। পরাজয়ে ডরে না ব্লগার।
বীজগনিত, পাটিগনিত। ত্রিকোনোমিতি, জ্যামিতি মাথা আউলা করে দেয়। জাস্ট কোনো রকমে পাশ করে গেছি। মাঝে মাঝে ইচ্ছা করে আবার অংক করতে শুরু করি। বুঝতে চেষ্টা করি ।
২৫ শে জুন, ২০২২ বিকাল ৩:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কথা ঠিক, অংক ছাত্রদের মাথা আউলা করে দেয়। তবে, যারা অংকে একবার মজা পেয়ে গেছে, তাদের কাছে অংকই সবচাইতে ইন্টারেস্টিং সাবজেক্ট।
অংকের অনলাইন ক্লাসে জয়েন করে ফেলুন
২৭| ২৫ শে জুন, ২০২২ বিকাল ৩:০৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার লিঙ্কে ক্লিক করলে মিডলের সামু ব্লগ দেখাচ্ছে। ঘটনাটা কিছুই আমি বুঝতে পারছি না।
২৫ শে জুন, ২০২২ বিকাল ৩:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ তো দেখি খুবই আশ্চর্য রহস্যময় ঘটনা। এর সমাধান কী?
২৮| ২৬ শে জুন, ২০২২ বিকাল ৪:১২
মিরোরডডল বলেছেন:
প্রেমিকা - [email protected]
তাহার জন্ম ১৯৬৭-তে হওয়া অস্বাভাবিক কিছু না
তাইতো, সাচুটা বোকা
শেষের কয়টা কমেন্টে সাচু আর ধুলো লিংক নিয়ে যা করলো আমি ভাবলাম বলি এদের দুজনের ভেতরেই শিশু বাস করে কিন্তু বললাম না । কারন তখন যদি বলে, প্রেগন্যান্ট নাকি যে ভেতরে শিশু থাকবে !!!
প্রেগন্যান্টের আইডিয়াটা কিন্তু আমার না
২৬ শে জুন, ২০২২ বিকাল ৫:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঘুমিয়ে আছে শিশুর পিতা, সকল বাবার অন্তরে
২৯| ২৬ শে জুন, ২০২২ বিকাল ৪:১৮
মিরোরডডল বলেছেন:
28 কমেন্ট ডিলিট করে দিবে প্লীজ ।
টাইপো আছে ।
নিমো ভালো বলেছে ।
আমি একটু ভিন্নভাবে বলবো, সাউথিস্ট এশিয়ান, বিশেষ করে বাংলাদেশী অ্যাটিচুড হচ্ছে,
If someone is doing it, we must discourage.
If someone has done it, we must find fault in it.
২৬ শে জুন, ২০২২ বিকাল ৫:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, সাধারণ ভাবে এটাই বাঙালি বৈশিষ্ট্য। এ নিয়ে জোক আছে। ভালো করে বলতে পারবো না। বই বেয়ে উপরে উঠার ব্যবস্থা করা আছে। সব মই বেয়ে সব দেশের লোক উপরে উঠে যাচ্ছে। যারা মইতে উঠতে পারছে না, তাদের ঠেলেঠুলে তোলা হচ্ছে মইয়ে। ওদিকে বাঙালিদের কী অবস্থা? কেউ উপরে উঠতে পারছে না। কারণ কী? যেই না একজনে উপরে উঠতে যাচ্ছে, বাকিরা তার পা টেনে নীচে নামিয়ে আনছে
তবে, বাঙালিদের সাহস, কৌশল, বুদ্ধি নিয়েও কৌতুক আছে
৩০| ২৬ শে জুন, ২০২২ রাত ৮:২৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: শিশুরা আসলেই নিষ্পাপ হয়। এই প্রসঙ্গে একটা ধাঁধা মনে পড়ে গেল। ধাঁধাটা মিডলের জন্য। মিডল আবার ধাঁধার উত্তর খুব ভালো দিতে পারে।
ছোট্ট রাতুল বাবার সাথে বাসে চড়ে যাচ্ছে। বাসে এক তরুণীও যাচ্ছে। কিন্তু জায়গা না থাকায় মেয়েটি দাড়িয়ে যাচ্ছে। রাতুল তরুণীকে উদ্দেশ্য করে বলল, আন্টি আপনি আমার জায়গায় বসেন। এই কথা শোনা মাত্র ঐ তরুণী ছোট্ট রাতুলের গালে ঠাস করে এক চড় বসিয়ে দিল। রাতুল কাঁদতে কাঁদতে বলল ' আন্টি আপনি আমাকে মারলেন কেন?'
মিডলকে বলতে হবে ঐ তরুণী উত্তরে কি বলেছিল।
২৭ শে জুন, ২০২২ সকাল ৮:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ডুলি তো এখনো কোনো উত্তর নিয়া আসলো না তবে, রাতুলের শিষ্টতায় আমি মুগ্ধ। সে বড়োদের খুব সম্মান করতো। তাইতো, তরুণী আপুকে দেখামাত্র সে নিজের সিট ছেড়ে দিয়ে তাকে সেখানে বসতে বলিয়াছিল।
দেখি, ডলি কোনো উত্তর নিয়া আসে কিনা। এই ফাঁকে আমিও কিছু কৌতুক জোগাড় করে রাখি আপাতত এটা নিন
--
এক মহিলা কেনাকাটা করে ব্যাগ খুলতেই ক্যাশিয়ারের নজরে এলো টিভির রিমোট!
ক্যাশিয়ার কৌতুহল বশত জানতে চাইলেন, ‘ব্যাগে কি রিমোট সবসময় থাকে?’
মহিলা: না, মাঝে মাঝে! আজ আমার কর্তা ক্রিকেট ফাইনাল দেখবে বলে শপিং-এ এলো না। তাই উনাকে জব্দ করতে এ কাজ।
শিক্ষা-১: বৌ তুচ্ছ হলেও তাচ্ছিল্যে বিপদ।
ক্যাশিয়ার হেসে ক্রেডিট কার্ড ফেরত দিতেই,
মহিলা: এটা কী হলো?
আপনার স্বামী কার্ড ব্লক করে দিয়েছেন।
শিক্ষা-২: স্বামীর শখও সম্মানযোগ্য।
মহিলা কার্ডটি সোয়াইপ করলেন।
শিক্ষা-৩: বৌয়ের লম্বা হাতের ধারণা থাকা দরকার।
সোয়াইপ মেশিন জানালো, Enter the pin that we sent to your MOBILE
শিক্ষা-৪: বেচারা স্বামীকে বাঁচাতে মেশিনও শেষ চেষ্টা করে।
মহিলা ব্যাগ থেকে স্বামীর ফোনটা বের করলেন। এটা তিনি নিয়ে এসেছিলন, যাতে ফোন দিয়ে ডিস্টার্ব করা না হয়।
অবশেষে কেনাকাটা শেষে মহিলা বাসায় ফিরলেন।
শিক্ষা-৫: স্মার্ট মহিলাদের সাথে টক্কর দিও না।
বাড়ি ফিরে দেখলেন, দরজা তালা মারা। স্টিকারে লেখা, ‘গাড়ি নিয়ে বন্ধুর বাড়িতে খেলা দেখতে গেলাম। ফিরতে রাত হবে।বাইরে ঘুমিয়ে পড়ো।’
শিক্ষা-৬: শত্রুপক্ষকে একা বাড়িতে রেখে যেও না।
মহিলা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়লেন।
রাতে স্বামী বাড়ি ফিরে দেখলেন, দরজা ভেতর থেকে লক করা, আর স্টিকারে লেখা, ‘গাড়িতেই ঘুমিয়ে পড়ো, বেল বাজিও না, লাভ হবে না, তার খোলা। আর দরজা ধাক্কিও না, এটা ভদ্রলোকের পাড়া।’
শেষ শিক্ষা: নারীশক্তি হতে সাবধান!
নারী নয় ছলনাময়ী, নারী হয় শক্তিময়ী
একটি নারীশিক্ষামূলক রচনা
জীবনে শেখার অনেক কিছুই আছে, এ কাহিনি থেকেও আমরা অনেক কিছু শিখলুম।
৩১| ২৮ শে জুন, ২০২২ বিকাল ৪:৫৩
মিরোরডডল বলেছেন:
মিডলকে বলতে হবে ঐ তরুণী উত্তরে কি বলেছিল।
আমাকে কি পাঁচ বছরের বাচ্চা মনে হচ্ছে ???
২৮ শে জুন, ২০২২ বিকাল ৫:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ও, বড্ড ভুল হয়ে গেছে। কিছু বয়স কমাইয়া বলতে হবে। ৪ বছর ঠিকাছে?
৩২| ২৮ শে জুন, ২০২২ বিকাল ৫:০৪
মিরোরডডল বলেছেন:
ধুলোর লাস্ট কমেন্টেরটা অনেক মজার ছিলো ।
যেমন হাজব্যান্ড তেমন ওয়াইফ
বয়স নিয়ে আরেকটা মজার জোকস ।
A 54 year old woman had a heart attack and was taken to the hospital.
While on the operating table she had a near death experience.
Seeing God she asked 'Is my time up?'
God said, 'No, you have another 43 years, 2 months and 8 days to live.'
Upon recovery, the woman decided to stay in the hospital and have a face-lift, liposuction, breast implants and a tummy tuck.
She even had someone come in and change her hair colour and brighten her teeth!
Since she had so much more time to live, she figured she might as well make the most of it.
After her last operation, she was released from the hospital.
While crossing the street on her way home, she was killed by a Truck.
Arriving in front of God, she demanded, 'I thought you said I had another 43 years?
Why didn't you pull me from out of the path of the Truck?'
God replied: 'I didn't bloody recognize you.'
২৮ শে জুন, ২০২২ বিকাল ৫:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। ওর তো প্লাস্টিক সার্জারির চাইতেও অনেক বেশি হইয়া গেছিল
৩৩| ২৮ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:৫৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার আর মিরোরডডলের জোকস দুইটাই ভীষণ মজার। বউ ধরে না রাখলে এবারও খাট থেকে পড়ে যেতাম।
২৮ শে জুন, ২০২২ রাত ৮:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
৫ বছরের বাচ্চাছেলে সাচ্চু খুব বুদ্ধিমান; অন্যদিকে মা-বাবার শেখানো শিষ্টাচার সে খুব ভালোভাবে গ্রহণ করেছে। তাই তো সে নারীদের সম্মান করতে একটুও পিছপা হয় না।
গত পরশুদিন আমাদের আদরের ছোট্টমণি সাচ্চু বাবার সাথে বাসে করে স্বপ্নের পদ্মা সেতু দেখতে যাচ্ছিল। সেই বাসে এক সুশ্রী মহিলা দাঁড়িয়ে ছিলেন! সাচ্চুর হৃদয় কেঁদে উঠলো। হায়! এই সুন্দরী আন্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসের হ্যান্ডল ধরে পদ্মা সেতু দেখতে যাবেন, আর আমি আরামসে সিটে বসে যাব? এই সাচ্চু বেঁচে থাকতে তা কক্ষণোই হতে দিবে না। তো সাচ্চু উঠে দাঁড়িয়ে বলে উঠল, ডিয়ার আন্টি, আমি উঠে দাঁড়িয়ে যাই, আর আপনি আমার জায়গায় বসে পড়ুন।
ফটাসসস! এ কথা বলার সঙ্গে সঙ্গে সুন্দরী আন্টি সাচ্চুর ডান গালে এক চড় বসিয়ে দিয়ে ধমকে উঠলো! সাচ্চু ভ্যাবাচ্যাকা খেয়ে বললো : আন্টি, চড় মারলেন কেন?
আন্টি : ঐ ফাজিল, আমি কি তোর বাবার কোলে বসবো?
------------------------------------------
জজ: স্বামীর মাথায় চেয়ার দিয়ে আঘাত করেছেন আপনি, কেন?
অভিযুক্ত নারী: কারণ, টেবিলটা ওঠাতে পারছিলাম না, হুজুর। অনেক ওজন ছিল ওটার… তাই চেয়ার দিয়েই...
৩৪| ২৮ শে জুন, ২০২২ রাত ১০:৪৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: সাচ্চুর বাবা তখন তরুণীকে বললেন ম্যাডাম আমি বরং উঠে যাচ্ছি আপনি আমার জায়গাতে বসুন। বারবার অনুরোধ করার পর তরুণী ঐ জায়গায় বসলেন। সাচুর বাবার ভালো ব্যবহারে মুগ্ধ হয়ে ৫ মিনিট পর মেয়েটি তখন সাচুকে বলল যে খোকা তুমি এখন বরং আমার কোলে বস। সাচু বলল;
আন্টি আমার বাবার না পায়ে ভীষণ ব্যথা আপনি বরং আমার বাবাকে কোলে নিয়ে বসেন।
হঠাৎ শব্দ শোনা গেল ঠাসসসসসসস !!!! ( চড়ের আওয়াজ )
আর সাচু, ভ্যা ভ্যা ভ্যা ভ্যা ভ্যা ভ্যা ভ্যা!!! শয়তান মেয়ে সিট থেকে ওঠ। আমি বাবার কোলে বসবো।
২৮ শে জুন, ২০২২ রাত ১১:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহা। এইটাও জোশ হইছে।
আফসোস, এসব কৈতুক শোনার এখন আর কেউ নাই
৩৫| ২৮ শে জুন, ২০২২ রাত ১১:১৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: মিডল আর আমি আছি না! চিন্তা করেন কেন। জানেন না লাফটার দ্য বেসট মেডিসিন। মিডল অবশ্য মাঝে মাঝে আপনার কৌতুক আপনাকেই শোনায় ইংরেজিতে। এই কথা মিডলকে আবার বলার দরকার নাই। হাসতে হাসতে খাট থেকে পড়ে যেতে পারে সে।
২৮ শে জুন, ২০২২ রাত ১১:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি অবশ্য ডলির কথাই বলছিলাম। আমি এখন ঘুমু দিতে গেলুম। সকালে ঘুমু থেকে উঠে হয়ত ডুলি আর আপনার কিছু কৈতুক দেখতে পাব
©somewhere in net ltd.
১| ২৪ শে জুন, ২০২২ রাত ১০:১৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: ১ নং অঙ্কটা মনে মনে করা যায়। ছেলের বর্তমান বয়স ১৫ আর মায়ের বর্তমান বয়স ৩৫। বাকিগুলি করার চেষ্টা করছি।