নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

আমার বিবেচনায় আমার লেখা ও সুর করা সেরা ১০টি গান

০৭ ই জুলাই, ২০২২ রাত ১১:৩৭

১। রাজকুমারী - ও আমার সহেলিয়া

ইউটিউব লিংক, ফটোমিক্স-১ - রাজকুমারী - ও আমার সহেলিয়া - ফটোমিক্স-১



ইউটিউব লিংক, ফটোমিক্স-২ - রাজকুমারী - ও আমার সহেলিয়া, ফটোমিক্স-২



এ গানটার উপর আগের পোস্ট - রাজকুমারী


২। সেই তুমি চলে গেছো

ইউটিউব লিংক, শিল্পী - মেহেদী - সেই তুমি চলে গেছো, শিল্পী - মেহেদী



ইউটিউব লিংক, ফটোমিক্স-১, কণ্ঠ - সোনাবীজ - সেই তুমি চলে গেছো, ফটোমিক্স-১



ইউটিউব লিংক, ফটোমিক্স-২, কণ্ঠ - সোনাবীজ - সেই তুমি চলে গেছো, ফটোমিক্স-২




৩। এই পথ ধরে আমি হেঁটে গিয়েছি

ইউটিউব লিংক - এই পথ ধরে আমি হেঁটে গিয়েছি




৪। শহরের অলিগলি যত রাজপথ

ইউটিউব লিংক - শহরের অলিগলি, যত রাজপথ




৫। আমি এই শহরের পথে পথে হাঁটি

ইউটিউব লিংক - আমি এই শহরের পথে পথে হাঁটি




৬। এই মাটির দেহ মাটিই হইব, অডিও ভার্সন-১

ইউটিউব লিংক - এই মাটির দেহ মাটিই হইব, অডিও ভার্সন-১



৭। যত চাই ভুলে যেতে

ইউটিউব লিংক, শিল্পী - প্রকাশ - যত চাই ভুলে যেতে, শিল্পী - প্রকাশ



ইউটিউব লিংক, ফটোমিক্স-১, কণ্ঠ - সোনাবীজ - যত চাই ভুলে যেতে, ফটোমিক্স-১



ইউটিউব লিংক, ফটোমিক্স-২, কণ্ঠ - সোনাবীজ - যত চাই ভুলে যেতে, ফটোমিক্স-২



৮। তুমি কোথায় আছো

ইউটিউব লিংক - তুমি কোথায় আছো, কেমন আছো




৯। আমি তো ফিরে ফিরে আসবো (লিরিক - ব্লগার ডলি)

ইউটিউব লিংক - আমি তো ফিরে ফিরে আসবো - লিরিক, ব্লগার ডলি

১০। আবার এলেই কাছে (লিরিক - ব্লগার স্প্যানকড)

ইউটিউব লিংক - আবার এলেই কাছে, লিরিক - ব্লগার স্প্যানকড





মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০২২ রাত ১১:৪৩

মোহাম্মদ গোফরান বলেছেন: আই লাভ নুসরাত ইমরোজ তিশা এন্ড তাসনিয়া ফারিন ।

০৭ ই জুলাই, ২০২২ রাত ১১:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার ভালোবাসা জানানোর জন্য ধন্যবাদ গোফরান ভাই। প্রথম লাইকটার জন্যও ধন্যবাদ। শুভেচ্ছা।

২| ০৭ ই জুলাই, ২০২২ রাত ১১:৫২

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার এই ধরনের সব পোস্ট আমার ভালো লাগে। যারা গান ভালো বাসে আমি তাদের খুব পছন্দ করি।

০৮ ই জুলাই, ২০২২ রাত ১২:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আবার এসে বিষয়টা জানানোর জন্য অনেক ধন্যবাদ গোফরান ভাই। শুভেচ্ছা নিন।

৩| ০৮ ই জুলাই, ২০২২ রাত ১:৫৩

শূন্য সারমর্ম বলেছেন:


টোটাল কত গান লিখেছেন,সুর করেছেন?

০৮ ই জুলাই, ২০২২ দুপুর ১২:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

৪০ থেকে ৫০টার মতো হবে।

এগুলো একান্তই নন-প্রফেশনাল নেশা। নেশায় পেয়ে বসেছে, তাই এগুলো করছি।

ধন্যবাদ প্রশ্নের জন্য।

৪| ০৮ ই জুলাই, ২০২২ সকাল ১১:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: শুভকামনা রইলো।

০৮ ই জুলাই, ২০২২ দুপুর ১২:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জলদস্যু ভাই।

৫| ০৮ ই জুলাই, ২০২২ দুপুর ২:৪৮

অপু তানভীর বলেছেন: শেষ থেকে মোট ছয়টা গান শুনলাম । দশ নম্বর আর ছয় নম্বরটা এখনও পর্যন্ত সেরা ।

০৮ ই জুলাই, ২০২২ বিকাল ৩:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় অপু তানভীর ভাই, কৃতজ্ঞতা জানানোর ভাষা নাই। ছয়-ছয়টা গান কেউ শুনে ফেলবেন, এতখানি আশা আমি কখনোই করি নাই। আপনার আন্তরিকতায় খুবই মুগ্ধ হলাম।

অশেষ অশেষ ধন্যবাদ আপনাকে।

৬| ০৮ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৫২

অপু তানভীর বলেছেন: আপনি যখনই কোন গানের পোস্ট সামুতে দেন আমি প্রতিটা গান শুনি । ব্লগার স্প্যানকডের লেখা এর আগে আমি বেশ কয়েকবার শুনেছি । গানটা আমার বেশ ভাল লেগেছে । গত রাতে এটা আবার শুনেছিলাম । আজকে স্টুডেন্টের জন্য প্রশ্ন বানাচ্ছিলাম আর আপনার এই গান চলছিলো ব্যাক গ্রাউন্ডে !

০৮ ই জুলাই, ২০২২ বিকাল ৪:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি সত্যিই আবেগাপ্লুত হলাম অপু তানভীর ভাই। মনটা বিশেষ কারণে বিষণ্ণ ছিল সকাল থেকে, ইন ফ্যাক্ট কয়েকদিন ধরেই। আপনার কমেন্টে বেশ উজ্জীবিত বোধ করছি।

অনেক অনেক ধন্যবাদ আবার এসে বিষয়টা শেয়ার করার জন্য। শুভেচ্ছা রইল।

৭| ০৮ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: গানের কথা, সুর সব কিছু সুন্দর।

০৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই। আপনি আমার চ্যানেলে যান, গান শোনেন, কমেন্ট করেন সেখানে, ব্যাপারটা আমার জন্য আনন্দদায়ক। শুভেচ্ছা রইল।

৮| ২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:০৪

স্প্যানকড বলেছেন: ভাই আমি পুরা স্পীচলেস ! এতো এতো ভালবাসেন। ঋণী হয়ে গেলাম। যদি কোনদিন কোন কিছুতে আপনার আসতে পারি নিজেকে ধন্য মনে করব :) ভালো থাকবেন :) আনন্দ নিয়ে থাকুন :) :) লাভ ইউ ব্রো :)

২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার উচ্ছ্বাস ও মুগ্ধতায় আমিও মুগ্ধ। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.