নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
এর আগে এ গানটি খালি গলায় গেয়ে এবং পরবর্তীতে তার সাথে মিউজিক যোগ করে শেয়ার করা হয়েছিল (কিন্তু পোস্ট খুঁজে পেলাম না)। গত কয়েকদিনে গানটি আবার নতুন করে গেয়েছি। গানের সাথে মিউজিক যোগ করতে যেয়ে প্রায়ই একটি সমস্যায় পড়ি। খালি গলায় শোনার সময় যে মিষ্টতা পাওয়া যায়, মিউজিক যোগ করলে গানের কোনো কোনো অংশে মিষ্টতা হ্রাস পায়, কোথাও বা পুরো সুরটাই বসে যায়। এবার নতুন করে গাওয়া গানটা আগের গাওয়া ভার্সনের চাইতে ভালো হয়েছে, কিন্তু মিউজিক যোগ করতে যেয়ে দেখি কোনোমতেই গানের সুইটনেস থাকছে না, বেসুরো হয়ে যাচ্ছে। এটা অ্যাডজাস্ট করার জন্য নানা পদ্ধতি অবলম্বন করেও সমাধান না পেয়ে সিদ্ধান্ত নিলাম, খালি গলায় গাওয়া গানটির সাথে আর মিউজিক বসাবো না, আর তৈরি করা মিউজিকটা ফেলে না দিয়ে ওটা আলাদা ভাবে শেয়ার করবো। সেতার ও বাঁশির মিশ্রণে মিউজিকটা বেশ শ্রুতিমধুর হয়েছে, আমি নিজেই কয়েকবার শুনেছি। আশা করি, যারা ধীরলয়ের গান পছন্দ করেন, তাদের কাছে এ মিউজিকটা খুব ভালো লাগবে।
আমি তোমার মনের মতোন হইতাম যদি গো
তবে কেন ছাইড়া গেলা গো
কেন বন্ধু ছাইড়া গেলা গো
জোড়ায় জোড়ায় পক্ষী ওড়ে
বৃক্ষে বান্ধে ঘর
বৃক্ষে বান্ধে ঘর
রে বন্ধু
বৃক্ষে বান্ধে ঘর
তুমি বন্ধু উইড়া গেলা গো চিরিয়া অন্তরও গো
আমি তোমার মনের মতোন হইতাম যদি গো
আমি তো বেশ ভালোই ছিলাম
লইয়া ঘরের সুখ
লইয়া ঘরের সুখ
রে বন্ধু
লইয়া ঘরের সুখ
আমার সাদা বুকে কাঁচি দিয়া রে
ওরে বন্ধু ঘাও করিলা বুক রে
আমি তোমার মনের মতোন হইতাম যদি গো
১২ সেপ্টেম্বর ২০১৯-২৩ এপ্রিল ২০২০
কথা, সুর ও মিউজিক কম্পোজিশন : খলিল মাহ্মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব
গানের লিংক : আমি তোমার মনের মতো হইতাম যদি গো - সেতার ও বাঁশির মিউজিক
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
পরে বিশেষ পদ্ধতিতে মিউজিকের সাথে গেয়ে আরেকটা গান রেকর্ড করেছি। এবার সুর কাটে নি।
গানের লিংক : আমি তোমার মনের মতোন হইতাম যদি গো - মিউজিকসহ
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
সেই সাথে খালি গলায় গাওয়া গানটিও শুনতে পারেন এই লিংকে ক্লিক করে : আমি তোমার মনের মতো হইতাম যদি গো - খালি গলায় গাওয়া
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
আগেও গেয়েছিলাম গানটি, সেটির সাথে মিউজিক যোগ করা হয়েছিল। সেটি পাবেন এখানে : আমি তোমার মনের হইতাম যদি গো - মিউজিকসহ
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
১১ ই ডিসেম্বর, ২০২২ রাত ২:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রিভার্ব এবং স্লো ডিলে দিলে মনোমত হতো। রিভার্ব, ডিলেসহ আরো অনেক ইফেক্ট আছে।
কণ্ঠে আরো অনেক কাজ করতে হবে। আমি তো মূল পোস্ট দিয়েছি শুধু মিউজিকের। আপনি কণ্ঠ শুনলেন কোনটায়?
শেষকথা হলো, অসাধারণ হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ মোহাম্মাদ আব্দুলহাক ভাই।
২| ১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:০৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: শুনে আমার কিন্তু সেতার বলে মনে হচ্ছে না । হয় সান্তুর অথবা সারোদ বলে মনে হচ্ছে । সফটোয়্যার বা কীবোর্ড ব্যবহার করেছেন বলে মনে হচ্ছে হয় তো । শেষ যে ভিডিওটা দিলেন সেখানে ভয়েসের ভলিউমটা একটু এডযাস্ট করতে পারলেই খাপে খাপ মর্জিনার বাপ হত হেহেহেহেহেহ !!
১১ ই ডিসেম্বর, ২০২২ রাত ২:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওটা সেতারই। খুবই নগণ্য কিছু ছাড়া, আমার সব মিউজিকই সফটওয়্যার বেইস্ড, এফ এল স্টুডিয়ো।
ভয়েস এডজাস্টমেন্ট নিয়ে কিছু সমস্যা আছে। এটা আমার পিসিতে কিনা বুঝতে পারছি না। আমার পিসিতে ফাইনাল করার পর অন্য একেক ডিভাইসে একেক রকম আসে। দেখি ভবিষ্যতে সিস্টেম আপগ্রেড করা যায় কিনা
সুন্দর কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।
৩| ১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪০
রাজীব নুর বলেছেন: সুন্দর গান।
আবেগ আছে বেশ।
১২ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ রাজীব নুর ভাই।
৪| ১৩ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫৯
ডঃ এম এ আলী বলেছেন:
সুন্দর সুন্দর শব্দ ও কথামালায় গড়া
সুরেলা যন্ত্র সংগীতের মুর্ছনায় বিমুগ্ধ।
শুভেচ্ছা রইল
১৫ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় আলী ভাই। আশা করি ভালো আছেন। শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:৫২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: রিভার্ব এবং স্লো ডিলে দিলে মনোমত হতো।
কণ্ঠে আরো অনেক কাজ করতে হবে।
শেষকথা হলো, অসাধারণ হয়েছে।