নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

মনে পড়ে - যখন বৃষ্টি নামে নিঝুম দুপুরে

১৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ২:১৪

মনে পড়ে -
যখন বৃষ্টি নামে নিঝুম দুপুরে
জানালার গ্রিল ধরে আকাশ দেখি
তুমি এসে আমাকে ছুঁয়ে
আলগোছে দাঁড়াতে পাশে
মনে পড়ে
মনে পড়ে
মনে পড়ে

ফসলের ক্ষেতগুলো চলে গেছে বহুদূর
চলে গেছে বহুদূর
আলপথ ধরে আমি হেঁটে গিয়েছি
তুমি এসে পায়ে পায়ে
হেঁটেছো আমার আঙুল ছুঁয়ে
মনে পড়ে
মনে পড়ে
মনে পড়ে

পদ্মার বালুচরে খেলা করে গাঙচিল
খেলা করে গাঙচিল
অতীতের স্মৃতিগুলো হাত নাড়ে
তুমিও ছিলে সেখানে
জীবনের স্বাদ খুঁজে নিতে
মনে পড়ে
মনে পড়ে
মনে পড়ে

১৮ ফেব্রুয়ারি ২০২২


লিংক : মনে পড়ে - যখন বৃষ্টি নামে নিঝুম দুপুরে



মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

১৫ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু।

২| ১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫০

খায়রুল আহসান বলেছেন: সুন্দর গীতিকাব্য এবং তার একটি চমৎকার পরিবেশনা। মনের বায়োস্কোপের ঢাকনা খুলে দিয়ে যায়।

১৫ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মনের বায়োস্কোপের ঢাকনা খুলে দিয়ে যায়। কথাটা চমৎকার লাগলো স্যার। অনেক ধন্যবাদ আপনাকে কমেন্টের জন্য।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:০৩

বাকপ্রবাস বলেছেন: ভাল লাগছে........................

১৫ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ বাকপ্রবাস। শুভেচ্ছা।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: আপনি একজন গান পাগল মানুষ। আপনার জীবন জুরে আছে, গান ও সুর।

১৫ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কথাটা ঠিক বলেছেন রাজীব নুর ভাই। গান, খেলাধুলা আর লেখালেখি - এ ৩টাই আমার নেশা, আমি যতটুকু নিজেকে দেখি।

আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন। শুভেচ্ছা।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:১৬

নেওয়াজ আলি বলেছেন: মনে পড়ে শিশুকালে ধুলো মেখে গড়াগড়ি করা সেই দিনগুলি।

১৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আর কী কী মনে পড়ে?

৬| ১৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:০৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এই গানটাতে সেতারের টোন না থেকে যদি কেবল অর্গানের টোন থাকত তবে আপনার গলার সাথে একদম খাপে খাপ হত ! এই গানটা দারুণ হয়েছে ! অন্যগুলার চাইতে ( তবে মনতার আকাশের বলাকার চাইতে নয় ) এটা বেশ ভালো !! কিন্তু আমার কাছে শত্রু হয়ে দাঁড়াল ঐ সেতার !!

১৬ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কিন্তু আমার কাছে শত্রু হয়ে দাঁড়াল ঐ সেতার !!

:) :)

:( :(

এখন থেকে সেতার আগে তো আপনার কথা ভাববো। তবে, এটা আরো মাস সাতেক আগের গান। এটা পরবর্তীতে এডিট করলে সেতারের কথাটা মাথায় থাকবে।

আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য। শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.