নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

একাকী, দলছুট

২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:৫৪

আজন্ম সঙ্ঘপ্রেমী আমি, ছুটেছি দল বেঁধে।
তবুও কীভাবে, কখন দলছুট হয়ে যাই,
নিজেও জানি না। কোনো কোনো পিকনিকের ছবিতে
তোমরা সবাই, কেন যেন সেই ছবিতে আমি নেই,
অথচ দিব্যি সেখানে ছিলাম, সাক্ষী সুজানা।
হয়ত তোমরা একদিন জটলা করবে অন্য কোথাও
আনন্দে ভেসে যাবে তোমাদের মন আর গল্পের
পরতে পরতে জড়ো হবে অজস্র অতীত, বর্তমান,
সাজানো আগামী। সেদিনও দেখবে, কেউ বলে নি,
আরে আরে, ও কোথায়? ওকে ডাকে নি কেউ?

তোমাকে কেউ কেউ মনে রাখবে। কেউ কেউ
খুব ভাববে তোমাকে। কেউ কেউ ডাকবে সরস
আড্ডায়। এবং সকলেই একদা তোমাকে ভুলে রবে
নিজেরাও জানবে না সে-কথা।

অলখে ঝরে যায় কত ফুল, কত বৃষ্টি, রাখে কি
সে-খবর সব প্রেমিকেরা? তেমনি একটি চিহ্ন নিভৃতে
নিশ্চিহ্ন হবে নিবিড় মৃত্তিকায় – সে তোমার নাম।

মিথ্যা, হারিয়ে যায়, সবই মুছে যায় কালের পাতায়।

১৭ ডিসেম্বর ২০২২

মন্তব্য ৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: কোনো কিছু হারায় না।
মিথ্যাও হারায় না। বিশেষ বিশেষ সময়ে মিথ্যা সকলের সামনে এসে উপস্থিত হয়।

২০ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ রাজীব নুর ভাই।

২| ২০ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫০

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই,




কোনো কিছুই মনে হয় হারিয়ে যায়না। শুধু স্মৃতির উঠোনে ধুলোবালিছাইয়ে চাপা পড়ে থাকে। অনুভবের একটু দমকা হা্ওয়া উঠলেই সে ধুলোবালিছাই উড়ে গিয়ে নিপাট উঠোনটাকে আবার অবারিত করে দিতে পারে!

সুন্দর হয়েছে কবিতা।

২০ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কখনো কখনো অভিমান খুব তীব্র হয়। তখন মনে হয়, কেউ কাউকে মনে রাখে না, বা সবাই সবাইকে ভুলে যায়, যা হয়ত তার নিজের অজান্তেই ঘটে যায়। জীবনের কোনো না কোনো এক সময়ে সবারই এই উপলব্ধি আসবে বলে আমি মনে করি।

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় আহমেদ জী এস ভাই। শুভেচ্ছা।

৩| ২০ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৩

নেওয়াজ আলি বলেছেন: কেউ কারো কোনো খবর রাখে না।

২০ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :) এই ডিজিটাল যুগে আমরা নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকি যে, আপনার কথাটাকে জ্বলন্ত সত্য বলে মনে হয়।

৪| ২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: কেন যেন সেই ছবিতে আমি নেই। এমন হয় আমারও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.