নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

তুমি কোথায় আছো, কেমন আছো

২২ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:৩০


তুমি কোথায় আছো, কেমন আছো, ভালো আছো জানি
তোমার জন্য সন্ধ্যাগুলো আজও তুলে রাখি
তুমি কোথায় আছো, কেমন আছো, ভালো আছো জানি
তোমার জন্য সন্ধ্যাগুলো গন্ধে মেখে রাখি
হয়ত হঠাৎ ফিরবে আবার সাজিয়ে কথার ডালি
তোমার জন্য সন্ধ্যাগুলো আজও তুলে রাখি
তোমার জন্য সন্ধ্যাগুলো গন্ধে মেখে রাখি

তোমার জন্য সকালগুলো চঞ্চলতায় ভরা
তোমায় ভেবে উদাস দুপুর হৃদয় আকুল করা
তোমার জন্য অলস বিকেল ব্যাকুল বসে থাকি

তোমার জন্য বুকের নদী ব্যথায় উথলে ওঠে
রাত্রি হলে কান্নাগুলো টগবগিয়ে ফোটে
তোমার জন্য কষ্টগুলো হাসির ভিতর ঢাকি

তুমি কোথায় আছো, কেমন আছো, ভালো আছো জানি
তোমার জন্য সন্ধ্যাগুলো আজও তুলে রাখি
তুমি কোথায় আছো, কেমন আছো, ভালো আছো জানি
তোমার জন্য সন্ধ্যাগুলো আজও তুলে রাখি
তোমার জন্য সন্ধ্যাগুলো গন্ধে মেখে রাখি

২৪ এপ্রিল ২০২২

কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব

লিংক : তুমি কোথায় আছো, কেমন আছো - লিরিক্যাল




দ্বিতীয় লিংক : তুমি কোথায় আছো, কেমন আছো - ফটোমিক্স




মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:৫২

স্প্যানকড বলেছেন: চমৎকার হয়েছে। শুভ কামনা রইল। ভালো থাকবেন খুব।

২৩ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ স্প্যানকড। শুভেচ্ছা।

২| ২২ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ©কাজী ফাতেমা ছবি
=আছি যেখানে, ভালো আছি খুব=
মন যদি তোমার বলে, ভালো আছি আমি
তবে কেন তোমার চোখে স্মৃতির পাগলামি;
কেন রাখো আমার জন্য সন্ধ্যাগুলো তুলে,
কেন সাজাও বুকের বাগান, বলো ফুলে ফুলে?
বলো, সন্ধ্যা কেন তুলে রাখো
মন ক্যানভাসে প্রেম আঁকো?

সন্ধ্যাগুলো আমার যদি, ছড়িয়ে রাখো প্রেমের গন্ধ
এই আকূতি কেন? তুলো ভালোবাসার ছন্দ?
কথার ডালি আর সাজাই না, ব্যস্ত আমি থাকি,
যাচ্ছো কেন বৃথাই তুমি মন বাড়িয়ে ডাকি?
চাই না সন্ধ্যায় মন বাড়িয়ে ডাকো,
চেয়েছিলে একলা থাকো, একলাই তুমি থাকো।

আমার জন্য সকালগুলো, প্রেম আলোতে সাজাও
কেন বলো বুকের তারে অতীতের গান বাজাও
এখন তোমার উদাস দুপুর
বুকে বাজে পাতার নূপুর;
উচ্ছল দিনে তুমি, আমার ছিলে নাকো
কেন আজ বন্ধু মন বাড়িয়ে ডাকো।

রোজ বিকেলে ব্যাকুলতা, আমায় কাছে পাওয়ার
চাইলাম যখন তোমার, সময় তোমার যাওয়ার
বুকের নদী ব্যথার জলে তুলে আজও ব্যথার ঢেউ?
মনের কথা আমি ছাড়া জানবে কী আর কেউ!
সরে গেছে দূরে বন্ধু বন্ধনেরই সাঁকো
চাই না তুমি মন বাড়িয়ে আজও আমায় ডাকো।

যেথায় আছি আছি ভালো, কখনো সুখ, কখনো ব্যথায় কালো
তবে জেনো স্বপ্ন আমার আজও এলোমেলো
এক সন্ধ্যাতে মনের পুরি রাখতে পারো খোলা
আসবো ফিরে, জীবন পথে হই যদি হায় পথভোলা;
বেলীর গন্ধে সন্ধ্যাগুলো খুব সাজিয়ে রেখো,
আসতে পারি আমায় তুমি মন বাড়িয়ে ডেকো।

২৩ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও, এটা কি আগেই লিখেছিলেন, নাকি আমার এ গানের উত্তরে এটা হয়ে গেল? :)

আমার ভালো লেগেছে। আপনাকে সুখবর দিই। এটাকে গানের লিরিক আকারে সাজিয়ে দিন, সুর করে ফেলবো নে :)

যদি লিরিক করেন, কিছু শব্দ দয়া করে বাদ দিবেন : যেথায়, ক্যানভাস, পুরী, স্বপ্ন। এক লাইনের মাঝখানে যেন প্রশ্নবোধক চিহ্ন না থাকে। মোট ৮ (২+৩+৩) বা ৯ (৩+৩+৩) লাইন হবে।

৩| ২২ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪২

বাকপ্রবাস বলেছেন: সুন্দর

২৩ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ বাকপ্রবাস ভাই। শুভেচ্ছা।

৪| ২২ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৩

জুল ভার্ন বলেছেন: চমৎকার কবিতা! ❤️

২৩ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জুল ভার্ন ভাই। শুভেচ্ছা।

৫| ২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর প্রচেষ্টা।++
অনেক শুভেচ্ছা প্রিয় সোনাবীজ ভাইকে।

২৩ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ পদাতিক চৌধুরী ভাই। শুভেচ্ছা।

৬| ২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: বেশ সুন্দর।

২৩ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.