নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

এই তো আমি এসেছি কাছে

১০ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৯

এই তো আমি এসেছি কাছে
একটু ফিরে চাও
একটুখানি মিষ্টি হেসে
হাতটাকে বাড়াও

এই যে সময় যাচ্ছে চলে
যায় না তারে ধরা
তোমার আমার অনেক বিকেল
হয় না গল্প করা
এমনি করে যদি গো জীবন
শুধুই বয়ে যায়
সুখ না পেলে এই জীবনের
মূল্য বা কোথায়?
এমনি করে যদি গো জীবন
শুধুই বয়ে যায়
তুমি না দিলে এই জীবনে
সুখ বলো কোথায়
এই তো আমি এসেছি কাছে
একটু ফিরে চাও
একটুখানি মিষ্টি হেসে
হাতটাকে বাড়াও

গাইছে বনের পাখিরা গাইছে
গাইছে নদীর ধারা
ফুলের গায়ে পাখা দুলিয়ে
গাইছে নীল ভ্রমরা
চারদিকে আজ কত আনন্দ
সুখ মানুষের মনে
মুখ ফিরিয়ে আর কতক্ষণ
থাকবে এমন দিনে
চারদিকে আজ কত আনন্দ
সুখ মানুষের মনে
তুমি না হাসলে এই জীবনে
সুখ পাব কোনখানে

এই তো আমি এসেছি কাছে
একটু ফিরে চাও
একটুখানি মিষ্টি হেসে
হাতটাকে বাড়াও

২৮ নভেম্বর ২০২১

কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব

গানের লিংক : এই তো আমি এসেছি কাছে

অথবা নীচের লিংকে ক্লিক করুন

মন্তব্য ২৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩২

নীলা(Nila) বলেছেন: গানের কথা গুলো অনেক অনেক সুন্দর হয়েছে

১০ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনে ধন্যবাদ। গানের সুরটা কেমন হয়েছে, সেটাও জানতে ইচ্ছে করে। শুভেচ্ছা রইল।

২| ১০ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪

শাহ আজিজ বলেছেন: আমি কবিতা ভেবে পুরোটা সেই ভাব নিয়ে পড়েছি , পরে এসে দেখি গান , মন্দ নয় ।

১০ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা। গীতিকবিতা তো আসলের গীতের কবিতাই, তাই ভাব নিয়ে কবিতা হিসাবেও পড়া যায় :) আপনি পড়ে ফেলেছেন সেজন্য অনেক ধন্যবাদ প্রিয় শাহ আজিজ ভাই। শুভেচ্ছা নিন।

৩| ১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:০৭

শেরজা তপন বলেছেন: আপনার কবিতার( গীতিকবিতা) প্রতি পদে গানের ছন্দ লুকিয়ে আছে।

১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

আপনার কবিতার( গীতিকবিতা) প্রতি পদে গানের ছন্দ লুকিয়ে আছে।


:)

ভালো বলেছেন শেরজা তপন ভাই। এজন্যই এটাতে সুর দিয়ে গান গেয়ে ফেলেছি :) যদিও আগে এটা গান, তারপর কবিতা :)

সে যাজ্ঞে, আপনি পড়েছেন বলে অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইল।

৪| ১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:০০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ইলেক্ট্রনিক মিউজিকের সাথে প্রথমে গানটা ভালো লাগেনি , কিন্তু মধ্যখানে এসে খুব ভালো লাগল । আসলেই খুব ভালো লাগলো !

বেশ ভালো হয়েছে গানটা !

১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার ভালো লাগা তো আমার জন্য অনেক পাওয়া।

মিউজিকটা সফটওয়্যার থেকেই বানানো। এফ এল স্টুডিয়ো।

অনেক অনেক ধন্যবাদ গানটা শোনার জন্য। অনুপ্রাণিত হয়েছি। শুভেচ্ছা রইল।

৫| ১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩০

জুল ভার্ন বলেছেন: যেমন সুন্দর গানের কথা, তেমন সুন্দর সুর! সর্বপরি আপনার কণ্ঠ খুবই ব্যতিক্রমী সুন্দর!!!
+

১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ও মাই গড!! এত বড়ো কমপ্লিমেন্টের ভার আমি কীভাবে বহন করবো???????

অনেক অনেক আপ্লুত ও অনুপ্রাণিত বোধ করছি প্রিয় জুল ভার্ন ভাই। ধন্যবাদ এই মূল্যায়নের জন্য। শুভেচ্ছা রইল।

৬| ১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সলিড প্রেমে গান।

১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

হ্যাঁ, ঠিকই বলেছেন।

মান ভাঙানোর জন্য প্রাণান্তকর চেষ্টা আর কী :)

ধন্যবাদ জলদস্যু ভাই। শুভেচ্ছা।

৭| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ৩:১৮

নেওয়াজ আলি বলেছেন: আপনি লিখেন সুর করেন আবার গেয়েও ভালো করেছেন।

১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় নেওয়াজ আলি ভাই। শুভেচ্ছা নিন।

৮| ১১ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৯

নীলা(Nila) বলেছেন: আপনি জানতে চেয়েছিলেন : গানের সুরটা কেমন হয়েছে, সেটাও জানতে ইচ্ছে করে।
মোটামুটি ভালোই হয়েছে, ১০ : ৬ দিলাম

১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও, অনেক নাম্বার পেয়ে গেছি তো!!!

:) :)

ধন্যবাদ আবার এসে সুর সম্পর্কে জানানোর জন্য। শুভেচ্ছা আবারও।

৯| ১১ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ©কাজী ফাতেমা ছবি
=কোথায় আর আসলে কাছে=
এ তো শুধু ঠোঁটের বুলি
আসলে কই আর কাছে,
আমায় ছেড়ে থাকলে দূরে
জানটা তোমার বাঁচে।

হাত বাড়িয়ে কী হবে গো
মন বাড়িয়ে দিলাম
মনটা তোমার কর এবার
আমার নামে নিলাম।

যাচ্ছে সময় উড়ে দূরে
ধরার যে নেই সাধ্য
এসো বাজাই মনের তারে
বন্ধু প্রেমের বাদ্য।

কত বিকেল এল গেল
হয় না করা গল্প,
এস তবে বসো কাছে
সময় থাকলে অল্প।

যায় বয়ে যায় জীবন তরী
মনের মূল্য কোথায়,
সময় পেলে এসো বাঁধি
মনটারে প্রেম সুতায়।

এসেছ আজ কাছে আমার
দেব না আর যেতে
তোমার জন্য রেখেছি এই
প্রেমের মালা গেঁথে।

তুমি আসছো তাই বুঝি আজ
গাইছে পাখি সুরে,
ব্যস্ততাদের তুলতে কাঁধে
আর যেয়ো না দূরে।

১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও, আমার গানের উত্তরে কবিতা লেখার চেষ্টাটা ভালো লাগছে আপু। আগে শায়মা আপু এ কাজটা করতেন :)

মনটা তোমার কর এবার
আমার নামে নিলাম।




এসো বাজাই মনের তারে
বন্ধু প্রেমের বাদ্য।
- এ কথাটারে আরেকটু রি-অর্গানাইজ করুন :

এসো বন্ধু, মনের তারে
বাজাই প্রেমের বাদ্য।



ধন্যবাদ আপু।

১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


মনটা তোমার কর এবার
আমার নামে নিলাম।


এ কথাটা দারুণ লেগেছে।

১০| ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: সুন্দর গান।

১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই। শুভেচ্ছা।

১১| ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ©কাজী ফাতেমা ছবি
=কোথায় আর আসলে কাছে=
এ তো শুধু ঠোঁটের বুলি
আসলে কই আর কাছে,
আমায় ছেড়ে থাকলে দূরে
জানটা তোমার বাঁচে।

হাত বাড়িয়ে কী হবে গো
মন বাড়িয়ে দিলাম
মনটা তোমার কর এবার
আমার নামে নিলাম।

যাচ্ছে সময় উড়ে দূরে
ধরার যে নেই সাধ্য
এসো বন্ধু মনের তারে
বাজাই প্রেমের বাদ্য।

কত বিকেল এল গেল
হয় না করা গল্প,
এস তবে বসো কাছে
সময় থাকলে অল্প।

যায় বয়ে যায় জীবন তরী
মনের মূল্য কোথায়,
সময় পেলে এসো বাঁধি
মনটারে প্রেম সুতায়।

এসেছ আজ কাছে আমার
দেব না আর যেতে
তোমার জন্য রেখেছি এই
প্রেমের মালা গেঁথে।

তুমি আসছো তাই বুঝি আজ
গাইছে পাখি সুরে,
ব্যস্ততাদের তুলতে কাঁধে
আর যেয়ো না দূরে।

১১ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর হয়েছে আপু।

১২| ১১ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সোনাভাই , ফাতেমা আপার কবিতাটাকে গানে রূপ দেয়া যায় না ? আপনি এই কবিতার সাথে যায় এমন সুর আনতে পারবেন !!

১৬ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লিরিকের মতো রি-অ্যারেঞ্জ করা দরকার। আপু যদি রি-অ্যারেঞ্জ করে দিতে পারেন, আমি চেষ্টা করবো।

১৩| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:২১

পদাতিক চৌধুরি বলেছেন: কাব্যে যেন মধু মিশিয়ে রেখেছেন।
শুভেচ্ছা প্রিয় সোনাবীজ ভাইকে।

১৬ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় পদাতিক ভাই। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.