নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
শহরের অলিগলি যত রাজপথ
রেললাইন, পল্টন, শপিং মল
রমনার বটতলা, বইমেলাতে
কত যে ঘুরেছি আমি খামখেয়ালে
কত যে ঘুরেছি আমি খামখেয়ালে
যদি বা কোথাও দেখা হয় কাকতালে
আমি জানি কত প্রিয় ফুচকা তোমার
ভালোবাসো ঝালমুড়ি, আমের আচার
ফাস্টফুড দেখলেই থামিয়ে আমায়
বলতে বার্গার খেতে মন চায়
এইসব কিনে আজ হাতে নিয়ে ঘুরি
যদি বা কোথাও দেখা হয় কাকতালে
শহরের অলি গলি যত রাজপথ
রেললাইন, পল্টন, শপিং মল
রমনার বটতলা, বইমেলাতে
কত যে ঘুরেছি আমি খামখেয়ালে
কত যে ঘুরেছি আমি খামখেয়ালে
যদি বা কোথাও দেখা হয় কাকতালে
আমরা ভেসেছি কত বুড়িগঙ্গায়
গান গাওয়া নৌকায় বহু সন্ধ্যায়
এ শহরে আছে যত সিনেমার হল
আমরা দুজনে ছবি দেখেছি সকল
আজও আমি সেই পথে ঘুরি আনমনা
দেখা হলো না যে আজও দেখা হলো না
তুমি তবে কোথা আছো বলো সুজানা
কোথায় লুকিয়ে আছো বলো সুজানা
কোথায় লুকিয়ে আছো বলো সুজানা
বলো সুজানা
শহরের অলি গলি যত রাজপথ
রেললাইন, পল্টন, শপিং মল
রমনার বটতলা, বইমেলাতে
কত যে ঘুরেছি আমি খামখেয়ালে
কত যে ঘুরেছি আমি খামখেয়ালে
যদি বা কোথাও দেখা হয় কাকতালে
২২ জানুয়ারি ২০২২
কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব
গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - শহরের অলিগলি, যত রাজপথ
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
১৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক মানুষের ভিড়ে সে হারিয়ে গেছে। - এটা একটা সম্ভাবনা বটে।
অনেক ধন্যবাদ শিরোনাম পড়ে কমেন্ট করার জন্য। শুভেচ্ছা।
২| ১৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এক কথায় অতি চমৎকার হয়েছে। কথা এবং সুর দুটই চমৎকার লেগেছে।
১৫ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় জলদস্যু ভাই। শুভেচ্ছা।
৩| ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:০৭
রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।
১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই। শুভেচ্ছা।
৪| ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:১৫
কামাল১৮ বলেছেন: ছেলেকে সাথে নিয়ে ঘুরেন সমস্যা নাই কিন্তু বৌকে সাথে নিয়ে ঘুরবেন না।হঠাৎ দেখা হয়ে যেতে পারে।
১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা। কথাটায় অনেক মজা পেলুম কামাল ভাই যাই হোক, ধন্যবাদ কমেন্ট করার জন্য। শুভেচ্ছা।
৫| ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪২
হাসান জামাল গোলাপ বলেছেন: ভালো লাগলো, ব্যাকগ্রাউন্ড music মানিয়েছে বেশ।
১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হাসান জামাল গোলাপ ভাই। শুভেচ্ছা রইল।
৬| ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:২৬
শেরজা তপন বলেছেন: কত যে ঘুরেছি আমি খামখেয়ালে
যদি বা কোথাও দেখা হয় কাকতালে
আহা কবিতাতেই মজে গেলাম গান আর শোনা হোল না!
১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আহা, আমিও আপ্লুত ও বিগলিত হলুম আমার প্রিয় লাইনটি উদ্ধৃত করেছেন বলে। অনেক অনেক ধন্যবাদ প্রিয় শেরজা তপন ভাই। শুভেচ্ছা রইল।
৭| ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৪৬
কামাল১৮ বলেছেন: গান সবটাই শুনেছি।আপনার গলা ভরাট ও গম্ভীর।আগের থেকে অনেক উন্নত মনে হলো।
১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গান সবটাই শোনার জন্য অনেক ধন্যবাদ কামাল ভাই।
গানটা অবশ্য আগেও শেয়ার করা হয়েছিল, একই গান, শুধু মিউজিকটা চেঞ্জ করেছি।
আবারও ধন্যবাদ।
৮| ১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৮
চারাগাছ বলেছেন: শহর, রাস্তা, অলিগলি, ফুচকা, ধুলোবালি, সিগন্যাল..... পড়তে ভালো লাগে।
কবিতা চমৎকার লাগলো।
১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা চমৎকার লেগেছে জেনে খুশি হলাম। আপনার ভালো লাগা শব্দগুলোও অবশ্যই আমারও ভালো লাগার শব্দ। 'চারাগাছ' শব্দটাও আমার বিশেষ ভালো লাগে। আমার বেশকিছু কবিতায় চারাগাছ শব্দটা আছে। সুকান্তের 'চারাগাছ' নামক একটা বিখ্যাত কবিতা আছে।
ধন্যবাদ কবিতা পড়ার জন্য। শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ১৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১১
জ্যাক স্মিথ বলেছেন: অনেক মানুষের ভিড়ে সে হারিয়ে গেছে।
আমি কোন রোম্যান্টিক কবিতা পড়ি না, গান শুনিনা।