নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

সুচিত্রা সেন

১৭ ই মে, ২০২৩ রাত ৯:৫৭

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি মেদিনীর পথে,
বঙ্গোপসমুদ্র থেকে নিশীথের অন্ধকারে গভীর সাগরে
অনেক ঘুরেছি আমি; কেওক্রাডাং পাহাড়ের রহস্য জগতে
বহুকাল নিমগ্ন ছিলাম; আরো দূর অন্ধকারে পাবনা নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দু’দণ্ড শান্তি দিয়েছিল টালিগাঁ’র সুচিত্রা সেন।



চুল তার কবেকার গাঁজাখোর মাতালের নিশা,
মুখ তার দ্য ভিঞ্চি'র কারুকাজ; অতি দূর সমুদ্রের পর
বৈঠা ভেঙে যে মাঝিটি হারায়েছে দিশা
হরিৎ শর্ষের ক্ষেত যখন সে চোখে দেখে সেন্ট মার্ট দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‘কতদিন পরে এলেন!
আগে নাস্তা করেন।’
পাখির নীড়ের মতো চোখ তোলে টালিগাঁ’র সুচিত্রা সেন।



সমস্ত দিনের শেষে দানবের চিৎকারের মতন
বিকট শব্দে ট্রাক আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে বক;
শহরের সব বাতি নিভে গেলে জেনারেটর করে আয়োজন
তখন গল্পের তরে জলরঙে ছবি আঁকে রুপসিনী কবি শায়মা হক;
সব স্বামী ঘরে আসে - সব স্ত্রী - ফুরায় এ-জীবনের সব লেনদেন;
থাকে দুটো বেত-চেয়ার, পাশাপাশি বসিবার সুচিত্রা সেন।




**

ডিসক্লেইমার

আজকাল নকল-ফকলের যে হিড়িক পইড়া গেছে, কে আবার এসে খাড়াইয়া যায়- এইটা তো আমার কোবতে, আপনে চুরি করছেন। কে চোর, কে মালিক, এটা প্রমাণ করতে করতেই তখন জান শেষ হইয়া যাইব। এজন্য এই ডিসক্লেইমার। এটা আমার অরিজিন্যাল পোয়েম। নিজ আঙ্গুলে ল্যাপটপে টাইপ কইরা লেখা। জীবনানন্দ দাশ বা জেহাবুল খান, কারো কবিতা থেকেই আমি এই কবিতা নকল করি নাই। বরঞ্চ, আমি খুবই শঙ্কিত যে আমার এ যুগান্তকারী সৃষ্টি যুগ যুগ ধইরা নকলবাজ কবিরা চুরি কইরা স্বনামে বেনামে বইয়ে ছাপাইয়া থাকতে পারেন। তাঁহাদের প্রতি আমি তেব্র নিন্দা জ্ঞাপন করিতেছি। উল্লেখ্য, এটা আমার ২০১৯ সালে প্রকাশিত বিখ্যাত ই-কাব্যগ্রন্থ সুচিত্রা সেন বইয়ের অন্তর্গত।

আশা করি আপনারা আমার এই অরিজিন্যাল পোয়েমখানা পড়িয়া মুগ্ধ বিস্মিত অভিভূত ও বিবাহিত হইয়া গেছেন।

***

উৎসর্গ : বনলতা খান


মন্তব্য ৪৫ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০২৩ রাত ১০:১৩

হাসান জামাল গোলাপ বলেছেন: মজা পেলাম :)

১৮ ই মে, ২০২৩ সকাল ৭:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

:)


আপনাদের মজা দেয়াই আমার কাম :)

পড়ার জন্য ধন্যবাদ হাসান জামাল গোলাপ ভাই।

২| ১৭ ই মে, ২০২৩ রাত ১০:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: নকল কবিতা হলেও সুচিত্রা সেনকে নিয়ে উপমাগুলো দারুণ হয়েছে।

১৮ ই মে, ২০২৩ সকাল ৭:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও, জেনে ভালো লাগলো যে সুচিত্রা সেনকে নিয়ে উপমাগুলো দারুণ হয়েছে।

পড়ার জন্য ধন্যবাদ সাধু।

৩| ১৭ ই মে, ২০২৩ রাত ১০:৩৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমার মায়ের একদম অপছন্দের নায়িকা উনি ! কী কারণে আমি জানি না , বেশ হয়েছে কোবতেখানা !

১৮ ই মে, ২০২৩ সকাল ৮:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খালাম্মা কেন সুচিত্রা সেনকে পছন্দ করতেন না, তা সত্যিই ভাববার বিষয়। সম্ভাব্য একটা কারণ হতে পারে, খালাম্মা নিজেই সুচিত্রা সেনের চাইতে অধিক রূপবতী। ফলে, সুচিত্রা সেনের খ্যাতিতে তিনি ঈর্ষান্বিত ছিলেন :)

কোবতেখানা বেশ হয়েছে জেনে আমার বেশ ভালো লাগলো প্রিয় নিবর্হণ নির্ঘোষ। শুভেচ্ছা।

৪| ১৭ ই মে, ২০২৩ রাত ১০:৪০

সাড়ে চুয়াত্তর বলেছেন: বনলতা সত্যি সত্যি বন জঙ্গলে সেজেগুজে ঘুরে বেড়ায় এটা জানা হোল এই পোস্টের মাধ্যমে।

১৮ ই মে, ২০২৩ সকাল ৮:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

বিষয়টা জানাতে পেরে বেশ ভালোই লাগছে আমার।

কোবতেখানা পড়ার জন্য ধন্যবাদ সাড়ে চুয়াত্তর ভাই। শুভেচ্ছা।

৫| ১৭ ই মে, ২০২৩ রাত ১০:৫৭

জ্যাক স্মিথ বলেছেন: সারাজীবন শুধু এই নায়িকার নামই শুনে গেলাম, অথচ কি দূর্ভাগ্য আমার আজ পর্যন্ত উনার একটি মুভিও দেখা হলো না, আপনার কোবতে পড়ে এখন মনে হচ্ছে আমাকে সুচিত্রা সেনের আন্তত একটি মুভি হলেও দেখা উচিৎ তা না হলে জীবনই বৃথা।

১৮ ই মে, ২০২৩ সকাল ৮:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুচিত্রা সেন আপনার কাছে অত গুরুত্বপূর্ণ না। কাজেই তার ছবি না দেখে কিছু মিস করেন নাই :)

সাগরিকা, দীপ জেলে যাই, পথে হলো দেরী- এ ছবিগুলো আমার দেখা প্রথম দিকের ছবি। আগে ছবি দেখার জন্য পাগল ছিলাম, কিন্তু এত সুযোগ ছিল না। এখন ছবি হলো হাতের কাছে, কিন্তু দেখার জন্য সময় ও ইচ্ছে কোনোটাই তেমন নাই :(

কোবতে পড়ার জন্য ধন্যবাদ জ্যাক স্মিথ।

৬| ১৮ ই মে, ২০২৩ রাত ২:৪০

শূন্য সারমর্ম বলেছেন:


বনলতা খানের বদলে সেন হলে ভালো হত।

১৮ ই মে, ২০২৩ সকাল ৮:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

না, বনলতা খানই অ্যাপ্রোপ্রিয়েট এখানে। যাই হোক, মতামতের জন্য ও কোবতেখানা পড়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা।

৭| ১৮ ই মে, ২০২৩ সকাল ৯:০৪

সুনীল সমুদ্র বলেছেন: দারুন মজার সৃষ্টি !
"তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‘কতদিন পরে এলেন!
আগে নাস্তা করেন !"
হা ...হা ...হা। .....

নীচের অংশটাও মজার:
"সব স্বামী ঘরে আসে - সব স্ত্রী - ফুরায় এ-জীবনের সব লেনদেন;
থাকে দুটো বেত-চেয়ার, পাশাপাশি বসিবার সুচিত্রা সেন।"

কবিতা-য় 'শায়মা'-র উপস্থিতিও আছে দেখলাম -
"শহরের সব বাতি নিভে গেলে জেনারেটর করে আয়োজন
তখন গল্পের তরে জলরঙে ছবি আঁকে রুপসিনী কবি শায়মা হক;"!

সবকিছু মিলিয়ে সুন্দর প্যারোডি কবিতা। আনন্দ দিলো অনেক।
ধন্যবাদ আপনাকে।

১৮ ই মে, ২০২৩ বিকাল ৪:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুনীল সমুদ্র ভাই, চমৎকার এ কমেন্টে খুব খুব খুউব মুগ্ধ হয়েছি। এভাবে একেকটা পয়েন্ট ধরে ধরে ভালো লাগা জানানো কিংবা বিশ্লেষণ করায় পোস্ট পড়ায় আপনার মনোযোগ ও মন্তব্যে আপনার বুদ্ধিমত্তা ও দক্ষতা ফুটে উঠেছে। অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা।

৮| ১৮ ই মে, ২০২৩ সকাল ১১:০৪

শেরজা তপন বলেছেন: সিরাম সিরাম একেবারে সলিড মৌলিক কবিতা!
:) :)

১৮ ই মে, ২০২৩ বিকাল ৪:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। মৌলিক কবিতার পারফেক্ট একজাম্পল আর কী :)

পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় শেরজা তপন ভাই।

৯| ১৮ ই মে, ২০২৩ সকাল ১১:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুচিত্রা বাঙালি ভুলতে পারবেনা যে নায়িকাকে । সুন্দর পেরোডি কাব্য।

১৮ ই মে, ২০২৩ বিকাল ৪:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কেমনে ভুলিব তারে, যে গেঁথে আছে বুক-মাঝারে?

পড়ার জন্য অনেক ধন্যবাদ মাইদুল ভাই। শুভেচ্ছা।

১০| ১৮ ই মে, ২০২৩ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

১১| ১৮ ই মে, ২০২৩ বিকাল ৩:০১

সেলিম আনোয়ার বলেছেন: উৎসর্গ ভালো হয়েছে। কবিতাও। সূচিত্রা সেন নিয়ে আপনি লিখেবেন এটাই স্বাভাবিক। কবি শায়মা হক লিখেন গল্প রান্না রেসিপি কখনো গেয়ে ওঠেন আমারও পরাণ যাহা চায় । তবুও কেউ কেউ অপেক্ষায় থাকতেই পারে একখানি কবিতা লেখা হোক ।

১৮ ই মে, ২০২৩ বিকাল ৪:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা দেখে খুবই ভালো লাগছে যে, আপনি এক শব্দ 'সুন্দর' অতিক্রম করে বড়ো ও ব্যাখ্যামূলক মন্তব্য করতে শুরু করেছেন :) এটা অত্যন্ত আশাব্যঞ্জক ঘটনা, হে প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নিন।

১২| ১৮ ই মে, ২০২৩ বিকাল ৩:২০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: খালাম্মা কেন সুচিত্রা সেনকে পছন্দ করতেন না, তা সত্যিই ভাববার বিষয়। সম্ভাব্য একটা কারণ হতে পারে, খালাম্মা নিজেই সুচিত্রা সেনের চাইতে অধিক রূপবতী। ফলে, সুচিত্রা সেনের খ্যাতিতে তিনি ঈর্ষান্বিত ছিলেন :)

আম্মার প্রিয় নায়িকা হলেন সুরাইয়া ! যদিও তিনি উত্তরাধিকার সূত্রে এই নায়িকাকে পছন্দ করেন ! তাঁর বাবার ক্রাশ ছিল তো তাই ! আর এদিকে আম্মার আরেকজন প্রিয় অভিনেত্রী হলেন অনন্যা চ্যাটার্জি !! কথা হইলো আমি নিজেই কয়েকবার তল্পিতল্পা গুটিয়ে অনন্যার প্রেমে পড়েছিলাম !!

১৮ ই মে, ২০২৩ বিকাল ৪:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তো ভালোই, আপনার আম্মা উত্তরাধিকারসূত্রে তার বাবার ক্রাশকে প্রিয় অভিনেত্রী হিসাবে নিয়েছিলেন, আর আপনি উত্তরাধিকার সূত্রে আপনার আম্মার প্রিয় অভিনেত্রীর প্রেমে পড়েছিলেন। ব্যাপারটা খুব আনন্দদায়ক ও স্বস্তিদায়ক :)

১৩| ১৮ ই মে, ২০২৩ বিকাল ৪:২৮

অর্ক বলেছেন: অনেকদিন ধরে ব্লগিং করছেন। এখানে একজন সুপরিচিত ব্লগার আপনি। বিভিন্ন সময় এর ওর লেখায়, মন্তব্যে আপনার উদাহরণ দিতে দেখেছি, একজন অনুসরণীয় ভদ্র সভ্য আদর্শ লেখক ব্লগারের। আমার নিজেরই লজ্জা লাগছে এগুলো পড়ে ও সর্বজন পরিচিত শ্রদ্ধেয়া মহিলা ব্লগারের ছবির এরকম তুচ্ছরূপ অমর্যাদাকর ব্যবহার দেখে। খুব নিরাশ করলেন। এগুলো আপনার মতো এরকম একজন সিনিয়র বিদগ্ধ সংবেদী লেখক পাঠক ব্লগারের কাছে কিছুতে কাম্য হতে পারে না। আপনার কাছ থেকে আরও পরিণত সভ্য রুচিকর আচরণ আশা করি। পূর্ণ সমানের সঙ্গে একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি।

ধন্যবাদ।

১৮ ই মে, ২০২৩ বিকাল ৪:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় কবি, ব্যাপারটা যেহেতু আপনার কাছে ভালো লাগে নি, আমি ছবিটি সরিয়ে নিচ্ছি। তবে, আমার মনে হয় নি উক্ত ব্লগারের ছবিটি কোনোরূপ অমর্যাদাকরভাবে উপস্থাপন করা হয়েছে। এটা পুরোপুরি ফান হিসাবেই দেয়া হয়েছে। এবং আমি এটাও মনে করি না স্বয়ং উক্ত ব্লগারও এটাকে নেগেটিভলি দেখবেন।

ধন্যবাদ কমেন্টের জন্য।

১৪| ১৮ ই মে, ২০২৩ সন্ধ্যা ৬:২৭

স্মৃতিভুক বলেছেন: খুবই বিরক্তিকর এক পোস্ট।

অসাধারণ এক কবিতার পশ্চাৎদেশ মেরে কিভাবে তক্তা বানিয়ে দেয়া যায়, তার সর্বোৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে আপনার এই তথাকথিত ভাঁড়ামিপূর্ণ কবিতা।

অর্ক'র মন্তব্যের সাথে একমত পোষণ করছি। ছ্যাবলামি করলেও তার একটা সীমা থাকা উচিত।

১৮ ই মে, ২০২৩ সন্ধ্যা ৬:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
এ পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

অর্ক'র কমেন্টের তাৎপর্য আপনি বুঝতে পারেন নি। যে-কারণে তার কমেন্ট ছিল, তা আর পোস্টে নেই। আশা করি বুঝেছেন।

শুভেচ্ছা রইল।

'লাইক'টা ভুলে আমি দিয়ে ফেলেছি :)

১৫| ১৮ ই মে, ২০২৩ সন্ধ্যা ৬:৪২

গেঁয়ো ভূত বলেছেন:



বিকট শব্দে ট্রাক আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে বক;
শহরের সব বাতি নিভে গেলে জেনারেটর করে আয়োজন
তখন গল্পের তরে জলরঙে ছবি আঁকে রুপসিনী কবি শায়মা হক;
সব স্বামী ঘরে আসে - সব স্ত্রী - ফুরায় এ-জীবনের সব লেনদেন;
থাকে দুটো বেত-চেয়ার, পাশাপাশি বসিবার সুচিত্রা সেন।



ওয়াও!! আমার তো ঘোরতর সন্দেহ এই বি-খ্যাত কোবতে যদি জীবনানন্দ দাস পড়ে ফেলেন তাইলে কিন্তু কারবার শ্যাষ। একেবারে সুইসাইড খাইয়া লাফ দিয়া তাজা হইয়া যাইবো কইলাম।

১৮ ই মে, ২০২৩ সন্ধ্যা ৬:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহা। আমি জীবনানন্দ দাশের অপেক্ষায় আছি :) কেউ তারে খবর দেন :)

যাই হোক, পড়ার জন্য ও 'বি-খ্যাত' কমেন্টের জন্য অনেক ধন্যবাদ প্রিয় মল্লিক ভাই। শুভেচ্ছা।

১৬| ১৮ ই মে, ২০২৩ সন্ধ্যা ৬:৫১

স্মৃতিভুক বলেছেন: আপনার এই ছ্যাবলামি মার্ক পোস্ট কালকেই দেখেছিলাম। কাশবনে ভদ্রমহিলার ছবিটা সরিয়ে নিয়েছেন, তাও দেখলাম আজ। আশাকরি এবার বুঝেছেন, অর্ক'র মন্তব্যের তাৎপর্য্য বুঝেছি কিনা?

আপনার দেয়া লাইক-ফাইক নিয়ে আমার বিন্দুমাত্র মাথাব্যাথা নেই। ‘বৃদ্ধ বয়সে ভীমরতি' - এই প্রচলিত বাংলা প্রবাদের সাথে আমি পরিচিত।

১৮ ই মে, ২০২৩ সন্ধ্যা ৬:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যাক, নিশ্চিত হলাম যে আপনি তাহলে অর্ক'র মন্তব্য বুঝতে পেরেছেন। এটা জানানোর জন্য ধন্যবাদ নিন।

১৭| ১৮ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:৩০

অক্পটে বলেছেন: যদি বলা হতো "কবিতাটি পছন্দ হয়নি, আপনি এমন কবিতা লিখবেন এটা আশা করিনি।"
তাহলেই এনাফ হয়ে যেত। কিন্তু আমাদের অদম্য ইচ্ছা যে কাউকে দুটি কথা শুনিয়ে নিজের জেদ মেটাবো...ঐ ইচ্ছা থেকেই
ছ্যাবলামি/ভাড়ামি এসব শব্দ ব্যবহার করে একজন নিরেট ভদ্রলোককে অন্তরে যন্ত্রণা দেয়া আরকি।

১৮ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় অকপটে। শুভেচ্ছা রইল সব সময়ের জন্য।

১৮| ১৮ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

স্মৃতিভুক বলেছেন: @অকপটে, নিরেট ভদ্রলোকের সংজ্ঞাটা আমি আসলে ঠিক জানিনা। যদি আপনার জানা থাকে, জানিয়ে দিয়েন তো, প্লিজ। উদাহরণ সহকারে জানাবেন, কেমন। তারপর দেখা যাক দুই-একটা আমিও উদাহরণ দিতে পারি কিনা।

অযাচিত উপদেশ আমি পছন্দ করিনা, বিশেষ করে তা যদি হয় তৃতীয়পক্ষ। আপনার এই উপদেশ যদি @সোনাবীজ দিতো, অবনত-মস্তকে মেনে নিতাম।

বাংলা আসলে এত চমৎকার একটা ভাষা! ধরুন অলমোস্ট সব ক্ষেত্রেই প্রবাদ খুঁজে পাবেন। যেমন ধরুন, হঠাৎ কেনো যেন মনে পড়লো "ছাগলের তিন নম্বর বাচ্চা" এই প্রবাদটি।

ছ্যাবলামি কে আমি 'ছ্যাবলামি' বলি, ঠিক যেমন ভাঁড়ামিকে 'ভাঁড়ামি' বলি।

১৮ ই মে, ২০২৩ রাত ৯:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় স্মৃতিভুক, আপনার নিকনেমটা খুব সুন্দর, আমার ব্লগে প্রথম দিনের কমেন্টে বলেছিলাম। আপনিও সুন্দর মন ও উন্নত ব্যক্তিত্বের অধিকারী, তার প্রমাণ পেয়েছিলাম কোনো এক পোস্টে আপনার কমেন্ট থেকে। কোনো এক পোস্টে আপনার একটা ভালো কমেন্টে জনৈক পোস্টদাতা আপনাকে ব্যক্তি আক্রমণ করে বসলেন এবং অপমানসূচক কথা বললেন। বেশিরভাগ ব্লগারই এতে ক্ষিপ্ত হয়ে রিএক্ট করতেন। কিন্তু ফিরতি কমেন্টে আপনি বিষয়বস্তুর উপর আরো কিছু গঠনমূলক কথা লিখলেন, শুধু লাস্ট লাইনে লিখলেন ছোটো একটা কথা - 'আপনার রিপ্লাই পড়ে আমি অবাক হয়েছি'। আমিও আপনার এ ছোটো লাইনটা পড়ে বিস্মিত ও মুগ্ধ হয়েছিলাম ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে কাউকে ঘায়েল করার অসাধারণ শক্তি দেখে।

প্রতিটা মানুষের মধ্যেই ভালো গুণ আছে। খারাপ গুণও আছে। ভালো গুণের ব্যবহারই মানবিকতা।

১৯| ১৮ ই মে, ২০২৩ রাত ৮:২৫

অক্পটে বলেছেন: @স্মৃতিভুক আজ আপনি যেকোন কারণে উত্তেজিত আছেন তা বুঝাগেছে। ব্লগে ৩য় পক্ষ কখনো হতেই পারে এটা পাপ নয়। তবে অযাচিত ভাবে আপনি আমাকে ছাগলের তিন নম্বর বাচ্চা বলেছেন। আমি আপনাকে শুয়োরের বাচ্চা বলতে পারতাম, কিন্তু বলিনি। আমরা দুজনেই বাংলা লিখতে এবং পড়তে জানি তাই আমরা ছাগল অথবা শুয়োর নই। আমরা মানুষ। যাক আমি কথা বাড়াবোনা। আমি আপনাকে বুঝতে পেরেছি। আমার শান্তির প্রয়োজন। অনেকদিন পর এক মুহুর্তের জন্য ব্লগে এসেছিলাম। মনে হচ্ছে অপমানিত হয়ে গেলাম।

ভালো থাকবেন।

১৮ ই মে, ২০২৩ রাত ৯:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কিচ্ছু হয় নি। কুল। সাময়িক।

২০| ১৮ ই মে, ২০২৩ রাত ৮:৪৫

স্মৃতিভুক বলেছেন: @অকপটে, আরে বলে ফেলুন। বলে ফেলে যদি শান্তি পান, তবে তাই হোক।

গালি দিয়ে আপনার অভ্যাস আছে বুঝতে পারছি, সুতরাং "চ", "ক", "খ", "গ" সব বর্গীয় দিয়েই শুরু করতে পারেন, আমার কিছুই যাবে আসবে না। বহুদিন প্রাকটিসের অভাবে ভুলতে বসেছি, মনে মনে আমিও একটু ঝালিয়ে নেবো এই সুবাদে (হা হা হা)। আহা, ইউনিভার্সিটির সেই দিনগুলি!

যদি আসলেই আপনার শান্তির প্রয়োজন হয়, দয়া করে সর্বক্ষেত্রে আপনার বোঁচা নাকটি গলাবেন না।

ভালো থাকবেন আপনিও। আর মনে মনে 'কইষ্যা' গালি দেয়ার প্রাকটিস করবেন।

১৮ ই মে, ২০২৩ রাত ৯:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কুল! কুল!

২১| ২৫ শে মে, ২০২৩ ভোর ৫:৩১

খায়রুল আহসান বলেছেন: টালিগাঁ'র সুচিত্রা সেন যে নাটোরের বনলতা সেন এর স্থ্লাভিষিক্ত হলেন, এতে তেমন কোন অসুবিধাা দেখছি না। রম্য কবিতা হিসেবে ভালোই লেগেছে।

০৭ ই জুন, ২০২৩ দুপুর ১:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

টালিগাঁ'র সুচিত্রা সেন যে নাটোরের বনলতা সেন এর স্থ্লাভিষিক্ত হলেন।


স্যরা, ইতিহাস থেকে জানা যায়, 'বনলতা সেন' প্রথম পাঠকের কাছে প্রতিভাত হন ১৯৩৫ সালে কবি বুদ্ধদেব বসুর 'কবিতা' পত্রিকায়। অন্যদিকে, ১৯৩১ সালে জন্মগ্রহণ করা রমা দাশগুপ্ত ১৯৫৩ সালে প্রথম মুক্তি পাওয়া 'সাত নম্বর কয়েদী' ছবিতে 'সুচিত্রা সেন' নামে দর্শকদের মাঝে আত্মপ্রকাশ করলেন। এ ছবিটি ১৯৩৪ সালে মুক্তি পেলে আমরা 'বনলতা সেন' কবিতা না পেয়ে হয়তবা 'সুচিত্রা সেন' নামের অবিস্মরণীয় কবিতাটি পেয়ে যেতাম :) তবে, কী আশ্চর্য দেখুন, সুচিত্রা সেন আর বনলতা সেন, দুটো নামই বাংলার দর্শক, পাঠক ও প্রেমিক-মনে সমানভাবে বিরাজমান :)

কমেন্টের জন্য অনেক ধন্যবাদ স্যার।

২২| ০৪ ঠা জুন, ২০২৩ সন্ধ্যা ৬:২২

সাহাদাত উদরাজী বলেছেন: কয়েক লাইন পড়ার পরে ভয় ধরে গিয়েছিল, এমন কবিতা আগে কোঠায় যেন পড়েছিলাম! হা হা হা

০৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আর কোথায় পড়বেন, আমার এ কবিতাখানি যারা নকল করে লিখেছিলেন, তাদের কবিতাই হয়ত পড়েছিলেন :)

২৩| ২৬ শে জুন, ২০২৩ রাত ৮:০৫

এইযেদুনিয়া বলেছেন: এ কবিতাটা পড়লে আমার চোখে কেন যেন বনলতা রূপে সুচিত্রাই ভেসে ওঠেন। অবাক হলাম আপনার পোস্টে এসে। আপনার আসল কবিতাটা ওপেন হলো না।

২৬ শে জুন, ২০২৩ রাত ১০:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

তা আর বলতে :) আমারও মন পড়ে সুচিত্রা সেন, আর চোখে ভাসে সুচিত্রা সেন :)

লিংকটা মিডিয়া ফায়ারের। ভিপিএন ছাড়া ওপেন হবে না বাংলাদেশে :( তবে, উহা গুরুত্বপূর্ণ কিছু নহে :) দয়া করে আর কষ্ট করবেন না।

এটি পড়ার জন্য অনেক ধন্যবাদ, দুনিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.